Pages

আপডেট - Update

প্রাইমারি সাম্প্রতিকের জন্য এই ১০৬টি MCQ একনজর দেখে নিতে পারেন.....

*২০২২*সালের *কারেন্ট *অ্যাফেয়ার্স থেকে *গুরুত্বপূর্ণ* তথ্য এবং ব্যাখ্যাসহ  ১০০টি Mcq.

১. বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বায়োপিক-
ক. মুজিব✅
খ. খোকা
গ. বঙ্গবন্ধু
ঘ. বাংলাদেশ
👉অসমাপ্ত আত্মজীবনী কেন্দ্রীয় চলচ্চিত্র: চিরঞ্জীব মুজিব।
👉বাংলাদেশের ১ম অ্যানিমিশন চলচ্চিত্র: মুজিব আমার পিতা।
👉বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারত নির্মাণকারী চলচ্চিত্র: মুজিব ১টি জাতীর রুপক।

২. বতর্মান বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষার নাম-
ক. মাদারিন
খ. ফারসি
গ. ইংলিশ✅
ঘ. আরবি
👉মাতৃভাষার সংখ্যায় প্রথম ভাষা: মাদারিন।
👉বাংলা ভাষার অবস্থান: ৬ষ্ঠ (৫ম: মাতৃভাষায়)

৩. তৈল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ-
ক. ইউক্রেন
খ. আফ্রিকা
গ. যুক্তরাষ্ট্র✅
ঘ. চীন

৪. বাংলাদেশ কোম্পানির প্রথম ই-সিম-
ক. বাংলালিংক
খ. গ্রামীণ ফোন✅
গ. রবি
ঘ. টেলিটক
👉বাংলাদেশ কোম্পানির প্রথম ই-সিম চালু করেন:৭ ই মার্চ ২০২২

৫. ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে ৫ম নারী সাহসীকতার পুরুষ্কার পান?
ক. প্রমিলা দেবী
খ. ফারজানা চৌধুরী
গ. সৈয়দা রিজওয়ানা✅
ঘ. জাহানারা পারভীন

৬. বাংলাদেশে প্রথম ভার্চুয়াল জাদুঘর চালু হয়-
ক. ১০ জানুয়ারি ২০২২
খ. ২৪ জানুয়ারি ২০২২
গ. ২২ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ২৮ ফেব্রুয়ারি ২০২২

৭. কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান 'স্বাধীনতা পুরুষ্কার ২০২২'  লাভ করেন?
ক. ২টি প্রতিষ্ঠান এবং ৯ জন✅
খ. ৭টি প্রতিষ্ঠান এবং ৪ জন
গ. ৫টি প্রতিষ্ঠান এবং ২ জন
ঘ. ৩টি প্রতিষ্ঠান এবং ৫ জন

৮. বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘন্টার ঘটনায় নির্মত চলচ্চিত্র-
ক. ৫৫০
খ. ৫৫৫
গ. ৫৬০
ঘ. ৫৭০✅

৮. পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অবস্থান-
ক. সিলেট-সিতাকুন্ড
খ. ময়মনসিংহ-ভাটা পাড়া
গ. পটুয়াখালী-কলাপাড়া✅
ঘ. দিনাজপুর-মহিপাল
👉দেশের ২য় তাপ বিদ্যুত কেন্দ্র পটুয়াখালী-ধানখালি।
👉দেশের ১ম তাপ বিদ্যুত কেন্দ্র বড় পুকুরিয়া।

৯. রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যে জাহাজ ক্ষতিগ্রস্থ হয়-
ক. বলাকা-৩
খ. ধ্রুবক-৫
গ. বাংলার সমৃদ্ধি✅
ঘ. বাংলাদেশের অগ্রদূত

১০. 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেট প্রকাশ হয়েছিল-
ক. ২রা মার্চ ২০১২
খ. ৩রা মার্চ ২০১২
গ. ৭ ই মার্চ ২০১২
ঘ. ২৬ ই মার্চ ২০১২
👉'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা হয়: ২রা মার্চ ২০২২

১১. ২০২২ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে ১ম সুখী দেন-
ক. নরওয়ে
খ. পাকিস্তান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফিনল্যান্ড✅

১২. বতর্মান বাংলাদেশ কতভাগ বিদ্যুতের আওতাভুক্ত?
ক. ৮০%
খ. ৯০%
গ. ৯৫%
ঘ. ১০০%✅
👉বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত ঘোষণা হয়: ২১ মার্চ ২০২২ ইংরেজি।

১৩. বতর্মান বাংলাদেশের ইলিশ অভয়াশ্রম কেন্দ্রে-
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি✅
👉জটকা ইলিশ মাছের আকার ২৩ সে.মি.

১৪. বাংলাদেশে ৫০ টাকার স্নারক মুদ্রা প্রচলন হয়-
ক. ৫ ফেব্রুয়ারি ২০২২
খ. ১০ ফেব্রুয়ারি ২০২২
গ. ১৫ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০২২
👉প্রধান উপলক্ষ্য: বাংলাদেশ-জাপানের ৫০ বছরের কূটনীতিক সম্পর্ক পূর্তি।

১৫. বিশ্বের সবচেয়ে উচ্চ রেল সেতু অবস্থিত-
ক. ভারতে✅
খ. রাশিয়ায়
গ. চীনে
ঘ. পাকিস্তানে
👉বিশ্বের গভীরতম পাতাল স্টেশন অবস্থিত: চীনে।

১৬. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-
ক. ২৮ ফেব্রুয়ারি
খ. ২৪ মার্চ
গ. ১২ এপ্রিল
ঘ. ৫ ই জুন✅

১৭. মধ্যে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ক. কাজাকস্থান✅
খ. বেলারুশ
গ. উজবেকিস্তান
ঘ. কোনটিই না

১৮. জাতীয় কৃষি পদকের বতর্মান নাম-
ক. প্রধান মন্ত্রী পদক
খ. বঙ্গবন্ধু  কৃষি পদক✅
গ. ফারমার্স এডওয়ার্ড
ঘ. কোনটাই না

১৯. বাংলাদেশের কে প্রথম করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন-
ক. সাকিবাল হাসান
খ. শেখ হাসিনা
গ. রুনু বেরোনিকা কস্তা✅
ঘ. সেঁজুতি সাহা

২০. "মিষ্টি কুমড়ার বেগুনি' বাগধারার অর্থ কী?
ক. নাই মামার চেয়ে কানা মামা ভালো
খ. অসম্ভব বস্তু
গ. দূর্লভ বস্তু
ঘ. পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা
👉Fun টপিক প্রশ্ন😁😁😁😁

২১. পিএসসি এর বতর্মান চেয়ারম্যান কে?
ক. ডা. মোহাম্মদ সাদিক
খ. মোঃ সোহরাব হোসেন✅
গ. মুহম্মদ নুরুল হুদা
ঘ. আফিফ হোসেন

২২. জাতীয় ক্রিকেট দলের বতর্মান 1 Day অধিনায়ক-
ক. মুসফিকুর রহমান
খ. শফিউল ইসলাম
গ. মমিনুল হল
ঘ. তামিম ইকবাল✅

২৩. '২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২' কাতার। কবে অনুষ্ঠিত হবে-
ক. ২১ আগস্ট থেকে ২৫ ডিসেম্বর
খ. ২১ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর
গ. ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর✅
ঘ. ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর
👉মোট অংশগত দল সংখ্যা: ৩২টি।
👉২১ নভেম্বর সূচনা ম্যাচ হবে: আল বাইত স্টেডিয়াম।
👉১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে: লুসাইল স্টেডিয়াম।

২৪. বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান-
ক. ১ম অবস্থান✅
খ. ২য় অবস্থান
গ. ৩য় অবস্থান
ঘ. ৪র্থ অবস্থান
👉বায়ু দূষণে শীর্ষ জেলেঃ ঢাকা-গাজিপুর।
👉বায়ু দূষণ কম যে জেলায়ঃ মাদারীপুর।

২৫. বাংলা একাডেমির প্রথম নারী ও বতর্মান সভাপতি-
ক. কামরুন নাহার
খ. সেলিনা বেগম✅
গ. সেঁতুতি সাহা
ঘ. সন্ধ্যা মুখোপধ্যায়

২৬. বাংলাদেশের তৈরী প্রথম রকেটের নাম-
ক. ধ্রুব
খ. জাগ্রত বাংলা
গ. সোনার সোপান
ঘ. ধূমকেতু✅
👉তৈরীর স্থান: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট'স।

২৭. বতর্মান বাংলাদেশের ভূমিকম্প বপন জেলা-
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি✅কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী)
ঘ. ৪টি
👉খরা প্রবল জেলা: ১৩টি।
👉হঠ্যাৎ বন্যা ও ভূমিকম্প পবন জেলা: ৬টি।

২৮. ২০২২ সালের সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান-
ক. ২৪তম
খ. ২৮তম
গ. ৩২তম✅
ঘ. ৩৬তম
👉সাইবার নিরাপত্তা সূচকে বতর্মান শীর্ষ দেশ: গ্রীস।

২৯. পদ্মা সেতুর নকশা প্রনোয়ন করেন-
ক. AECOM✅
খ. ACOEM
গ. AEOCM
ঘ. AOECM

৩০. 'ই গভর্নমেন্ট' শব্দের আবিধানিক অর্থ-
ক. ডিজিটাল সরকার✅
খ. গণতান্ত্রিক সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. এক কেন্দ্রীয় ব্যবস্থা

৩১. বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর দৈর্ঘ্য কত কিঃ মিঃ?
ক. ৩.৬০ কিঃ মিঃ
খ. ৪.৮০ কিঃ মিঃ✅
গ. ৫.৮০ কিঃ মিঃ
ঘ. ৬.৬০ কিঃ মিঃ

৩২. বতর্মান বাংলাদেশের মাথাপিছু আয়?
ক. ২,৫৯১০ মা.ড.✅
খ. ২,৫৯৯৯ মা.ড.
গ. ২,৬৭১৫ মা.ড.
ঘ. ২,৬৮৯০ মা.ড.

৩৩. ২০২৩ সালে যে সংসদ নির্বাচন হবে তা-
ক. নবম নির্বাচন
খ. দশম নির্বাচন
গ. একাদশ নির্বাচন
ঘ. দ্বাদশ নির্বাচন✅

৩৪. জাতীর পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে পথিকৃৎ করা হয়েছে?
ক. ২ক
খ. ৪ক✅
গ. ৬ক
ঘ. ৮ক

৩৫. সংসদীয় ব্যবস্থায় ১টি মাত্র আসন কোন জেলার?
ক. মেহেরপুর
খ. লকীপুর
গ. ঝালকাঠি
ঘ. রাঙ্গামাটি✅

৩৬. মৌলিক অধিকার দেওয়া হয়েছে সংবিধানের-
ক. ২৬-৪৭ অনুচ্ছেদ✅
খ. ২৬-৪৫ অনুচ্ছেদ
গ. ২৬-৪৩ অনুচ্ছেদ
ঘ. ২৬-৪১ অনুচ্ছেদ

৩৭. পোশাক রপ্তানিতে একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়✅
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

৩৮. বাংলাদেশে থেকে কোন দেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-
ক. মায়ানমার✅
খ. ভারত
গ. ব্রাজিল
ঘ. যুক্তরাষ্ট্র

৩৯. Produced of the year: 2022 কোনটি?
ক. পাট শিল্প
খ. চামড়া শিল্প
গ. হস্ত শিল্প
ঘ. আইসিটি পণ্য✅

৪০. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়-
ক. চট্টগ্রাম✅
খ. কক্সবাজার
গ. সিলেট
ঘ. নীলফামারী

৪১. বতর্মান বাংলাদেশের সরকারি নোট-
ক. ২টি
খ. ৩টি✅
গ. ৪টি
ঘ. ৫টি

৪২. বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর কোনটি?
ক. পায়রা সমুদ্র বন্ধর
খ. সোনাহাট স্থল বন্ধর
গ. দর্শনা স্থল বন্ধর
ঘ. মুজিবুর নগর স্থল বন্ধর✅

৪৩. রেমিট্যান্স কি?
ক. বৈদেশিক অর্থ
খ. বিদেশে প্রেরিত অর্থ
গ. বিদেশ থেকে প্রাপ্ত অর্থ✅
ঘ. বাংলাদেশ সরকারের অগ্রগতি

৪৪. বতর্মান বাংলাদেশের মানুষের গত আয়ুষ্কাল-
ক. ৭০. ৭ বছর
খ. ৭১. ৬ বছর
গ. ৭২. ৮ বছর✅
ঘ. ৭৪. ৬ বছর

৪৫. বাংলাদেশের সর্ব বৃহৎ পোড়া মাটির ফলক চিত্র কোথায় অবস্থিত?
ক. নওগাঁ পাহাড়পুর✅
খ. ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান
গ. কুমিল্লার ময়নামতি
ঘ. বগুড়ার মহাস্থানগড়

৪৬. ময়নামতি কোন সৌভ্যতার নিদর্শন?
ক. বৌদ্ধ✅
খ. সাঁওতাল
গ. খ্রিস্টান
ঘ. জৈন

৪৭. মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক রক্তাক্ত প্রান্তর চলচ্চিত্রের 'ও দাদাভাই' গানের কন্ঠ শিল্পী-
ক. মহিপাল দেব
খ. লতা মঙ্গেসকর✅
গ. আশা ভোঁসলে
ঘ. বেবি নাজনীন

৪৮. বাংলাদেশে করোনা টিকার কয়টি কোম্পানির টিকা ব্যবহার হচ্ছে-
ক. ৪টি
খ. ৬টি✅
গ. ৮টি
ঘ. ১০টি

৪৯. বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ-
ক. রঙনা হেরাথ
খ. ড্যানিয়েল ভেক্টরি
গ. জন লুইস
ঘ. জেমি সিডেন্স✅

৫০. এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য কেন্দ্র-
ক. হালদা✅
খ. চলন বিল
গ. মেঘনা নদী
ঘ. পশুর নদী
👉বাংলাদেশের হোয়াইট গোল্ড: চিংড়ি।

৫১. আমের যে পণ্যটি জি আই পণ্য হিসাবে স্বীকৃত-
ক. ফজলি
খ. ন্যাংড়া
গ. গোলাপ ভোক
ঘ. ক্ষীরশাপাতি✅
👉আম উৎপাদনে বতর্মান শীর্ষ জেলা নওগাঁ।

৫২. 'ইলামতি' কিসের জাত?
ক. উন্নত জাতের আম
খ. উন্নত জাতের ধান✅
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের লেবু

৫৩. ১৯৫৪ সালের নির্বাচনে মোট কতটি দল অংশ নেয়?
ক. ৮টি
খ. ১০টি
গ. ১৩টি
ঘ. ১৬টি✅

৫৪. বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি শহীদ কে-
ক. ডা. শামসুজ্জোয়া✅
খ. রফিক উদ্দিন
গ. শফিউল
ঘ. মুনির চৌধুরী

৫৫. মুক্তিযুদ্ধের ক্র‍্যার্ক প্লাটুন কোন শহরের আওতাধীন ছিল-
ক. যশোর জেলা
খ. ময়মনসিংহ জেলা
গ. ঢাকা জেলে✅
ঘ. মেহেরপুর জেলা

৫৬. 'কনসার্ট ফর বাংলাদেশ' খ্যাত বাদক দল-
ক. অতুল প্রসাদ
খ. বি-গজ
গ. বিটলস✅
ঘ. ডিপারপল

৫৭. ধান উৎপাদনে বতর্মান বাংলাদেশের অবস্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়✅
ঘ. চতুর্থ
👉পাঠ/কাঁঠাল উৎপাদনে: ২য়।
👉চা উৎপাদনে ৪র্থ; রপ্তানিতে ১৫তম।
👉আম উৎপাদনে ৭ম; পেয়ারায় ৮ম।

৫৮. "আইসিসি নারী বিশ্বকাপ ২০২২" এর ১২তম আসরে চ্যাম্পিয়ন দল-
ক. অস্ট্রেলিয়া✅
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. ইংল্যাণ্ড (রানার্স আপ)
👉আইসিসি নারী বিশ্বকাপ ২০২২" এ বাংলাদেশের অবস্থান: ৭তম।
👉১টিমাত্র জয় পাকিস্তানের বিরুদ্ধে; এতে চ্যাম্পিয়ন হন: ফাতিহা খাতুন।

৫৯. নিচের কোনটি 'ঝানু' শব্দের বিপরীত শব্দ?
ক. নিশ্চল
খ. উদাসীন
গ. অপটু✅
ঘ. নির্বোধ
👉নানা শব্দের বিপরীত এক।
👉ভার্যা শব্দের বিপরীত পতি।
👉ঠান্ডা শব্দের বিপরীত তাতা।

৬০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে?
ক. মোনালিসা বেওয়া
খ. মোতাহার হোসেন
গ. মোনায়েম সরকার✅
ঘ. মহিপাল দেব

৬১. জাতীসংঘ এ ইউক্রেন হামলা ২০২২ বন্ধের প্রস্তাবে কতটি দেশ সমর্থন/ভোট দেয়-
ক. ১২০টি
খ. ১৩১টি
গ. ১৩৭টি
ঘ. ১৪১টি✅
👉ইউক্রেন দেশের রাজধানী: Kyiv : নিপার নদী।
👉বিশ্বের সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ: রাশিয়া।
👉ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়: ২৪ ফেব্রুয়ারি।

৬২. বতর্মান বাংলাদেশের নির্বাচন কমিশনারের নাম?
ক. কাজী আলমগীর হোসেন
খ. কাজী হাবিবুল আওয়াল✅
গ. আনিসুর রহমান
ঘ. আহসান হাবিব
👉কাজী হাবিবুল আওয়াল বাংলাদেশের ১৩তম নির্বাচন কমিশনার।

৬৩. ২৫ ফেব্রুয়ারি ২০২২ মারমা ভাষায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র-
ক. গিরি কন্যা✅
খ. পাহাড়ি কন্যা
গ. কাজল রেখা
ঘ. নিষিদ্ধ নারী

৬৪. '৮ বছর বয়সের কন্যা' কে এক কথায় প্রকাশ-
ক. ষোড়শী
খ. তরুণী
গ. রমনী
ঘ. গৌরী✅
👉গম্ভীর যে ধ্বনি-মন্দ্র।
👉খাতা পত্র রাখার ঘর-দপ্তরখানা।

৬৫. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত-
ক. সুন্দরবন (এর দক্ষিণে✅
খ. রাঙ্গামাটির উত্তরে
গ. মেঘনা মহনায়
ঘ. টেকনাফ এর দক্ষিণে
👉মহুরীর চর-ফেনী জেলায় অবস্থিত।
👉প্রান্তীক হৃদ-বান্দরবান জেলায় অবস্থিত।

৬৬. ২০২১ সালে 'Miss world' খেতাব প্রাপ্ত হয়-
ক. ক্যারোলিনা বিলাস্কা✅
খ. অলিভীয়া ইলাস
গ. শাইনি অ্যাসেন
ঘ. হারনাজ সান্ধু

৬৭. বাংলাদেশ কে ১ম স্বীকৃতি প্রদানকারী উপসাগরীয় দেশ:
ক. কুয়েত✅
খ. বুনাই (সর্বশেষ স্বীকৃতি প্রদানকারী)
গ. টোঙ্গা (প্রথম ওয়েনিয়ার দেশ)
ঘ. ভুটান (প্রথম; ২য় ভারত)

৬৮. ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় ১ম নারী শহীদ-
ক. নীলা নাগ
খ. নিশাত মজুমদার (এভারেষ্ট জয়ী)
গ. প্রীতিলতা✅
ঘ. শিরীন শারমিন

৬৯. ঢাকার কারওয়ান বাজারে 'কারওয়ান সরাই' নির্মাণ করেন-
ক. আবুল হাসনাত (১ম সিটি মেয়ের)
খ. শের শাহ্✅
গ. মুহাম্মদ আজম শাহ্ (শাহী মসজিদ নির্মাণ)
ঘ. মীর জুমলা (ঢাকা গেট নির্মাণকারী)

৭০. বতর্মান BIMSTEC সভাপতি হলেন-
ক. শেখ হাসিনা✅
খ. প্রীতিলতা
গ. শেখ রেহেনা
ঘ. কাজী আলমগীর হোসেন
👉সর্বশেষ ৫ম BIMSTEC সম্মেলন অনুষ্ঠিত হয়: কলম্ব; ৩০ মার্চ, ২০২২ ইংরেজি।

৭১. 'বাংলাদেশের ৬ষ্ঠ আদম শুমারী ও গৃহ গণনা ২০২২ ইংরেজি' শুরু হবে-
ক. ১৭-২৩ মে
খ. ১৫-২১ জুন✅
গ. ১৩-২৫ জুলাই
ঘ. ১৭-২৭ আগস্ট
👉শুমারিতে ডিজিটাল ম্যাপ হিসাবে ব্যবহৃত হবে: জিআইএস।

৭২. মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর অত্যাচার একটি-
ক. সামাজিক অবক্ষম
খ. রাষ্ট্র বিরোধী নীতি
গ. গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ✅
ঘ. উপরের কোনটিই সঠিক নয়
👉 স্বীকৃতি প্রদানকারী দেশ: যুক্তরাষ্ট্র: ২২ মার্চ।

৭৩. '২৬ ই মার্চ বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস' ঘোষণা করা হয়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৮০ সালে✅

৭৪. বাংলাদেশের ফুসফুস বলা হয় নিচের কোনটি?
ক. আমাজান
খ. সুন্দরবন✅
গ. কক্সবাজার
ঘ. কুয়েত সিটি

৭৫. মোবাইল থেকে ডায়াল কল করলে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়?
ক. প্রেরক টাওয়ারে
খ. গ্রাহক টাওয়ারে
গ. প্রেরক ও গ্রাহক টাওয়ারে✅
ঘ. টেলিফোন অফিস প্রোগ্রামে

৭৬. বতর্মান বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা?
ক. ১১৪টি✅
খ. ১১৬টি
গ. ১১৮টি
ঘ. ১২০টি

৭৭. গোলাপগঞ্জের টুঙ্গিপাড়া গ্রাম কোন নদীর তীরে অবস্থিত-
ক. বাইগার✅
খ. সাঙ্গু
গ. সুরমা
ঘ. মেঘনা

৭৮. বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়-
ক. ১ লা এপ্রিল
খ. ৭ ই এপ্রিল✅
গ. ২৪ ই এপ্রিল
ঘ. ২৮ ই এপ্রিল

৭৯. বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রেল অবস্থান-
ক. কক্সবাজার (৬০ মেগাওয়াট)✅
খ. ফেনী (১ম বায়ু বিদ্যুৎ কেন্দ্র)
গ. সিলেট হিমছড়ি
ঘ. ঢাকার আঙ্গারগাঁ

৮০. 'কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২' এ ব্যবহৃত বলের নাম হবে-
ক. গ্যাজপ্রম
খ. লায়ির (মাসকেট: দারুণ দক্ষ খেলোয়াড়)
গ. আল-রিহলা (অর্থ: ভ্রমণ=১০টি দেশ)✅
ঘ. কোনটিই সঠিক শব্দ নয়

৮১. বাংলাদেশের ঘোড়া প্রচলন চালু করেন? 
ক. শেরশাহ✅
খ. ঈসা খান 
গ. মোগল সম্রার্ট
ঘ. ইয়াহিয়া খান

৮২. চাল রপ্তানীতে র্শীর্ষ দেশ?
ক. বাংলাদেশ
খ. মায়ানমার
গ. ভারত✅
ঘ. ইন্দোনেশিয়া

৮৩. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি✅
ঘ. চুম্বক শক্তি

৮৪. ‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি—
ক. গুরুত্বহীন লোক✅
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি

৮৫. জন্মহীন-মৃত্যুহীন—
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ✅
ঘ. অজেয়

৮৬. শীতকালে সাধারণত গাছের পাতা ঝরে গেলেও কোন গাছের কখনও পাতা ঝরে ইত্যাদি
ক. সুন্দরী গাছের
খ. বট গাছের
গ. বৈলাম গাছের
ঘ. খেজুর গাছের✅

৮৭. পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রীত্ব হারান?
ক. ১লা এপ্রিল ২০২২
খ. ৫ ই এপ্রিল ২০২২
গ. ৯ ই এপ্রিল ২০২২
ঘ. ১০ ই এপ্রিল ২০২২
👉মন্ত্রীত্ব হারাবার কারণ: তাঁর অনাস্থা প্রস্তাবে ১৭৪টি ভোট প্রদান।
👉পাকিস্তানের নতুন প্রধান মন্ত্রী: শাহাবাজ শরিফ: 10 April

৮৮. "পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য" স্লোগানটি থাকে-
ক. ১ টাকায়✅
খ. ২ টাকায়
গ. ২০ টাকায়
ঘ. ২০০ টাকায়

৮৯. ১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা দাবি উত্থাপন করে ছিলেন?
ক. ৪ দফা (১৯৭১)
খ.  ৬ দফা (১৯৬৬)
গ.  ১১ দফা (১৯৬৯)
ঘ. ২১ দফা✅

৯০. বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. নারায়ণগঞ্জ
গ. খুলনা
ঘ. গাজীপুর✅

৯১. বাংলাদেশের কোন স্থল বন্দরকে 'পোর্ট অব কল' বলা হয়?
ক. বুড়িমাড়ি
খ. আশুগঞ্জ✅
গ. ভোলাগঞ্জ
ঘ. বাংলাবান্ধা

৯২. বাংলাদেশের কোন জেলাটি শিল্পোন্নত?
ক. চট্টগ্রাম✅
খ. রাজশাহী
গ. ঢাকা
ঘ. খুলনা

৯৩. জিয়া কারখানায় উৎপাদিত সারের নাম?
ক. টিএসপি
খ. ফসফরাস
গ. ইউরিয়া✅
ঘ. অ্যামোনিয়া

৯৪. বঙ্গবন্ধু ২ স্যাটেলাইট তৈরী ও উৎক্ষেপণ করবে-
ক. ফ্রান্স
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া✅
👉বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের ১ম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ: ২০১৮

৯৫. মুজিব বর্ষের সময় কাল-
ক. ২-৩১ মার্চ, ২০২০-২২
খ. ৭-৩১ মার্চ, ২০২০-২২
গ. ১১-৩১ মার্চ, ২০২০-২২
ঘ. ১৭-৩১ মার্চ, ২০২০-২২

৯৬. সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি?
ক. জাতির পিতা
খ. মুজিব
গ. খোকা
ঘ. নিঃশঙ্গ লড়াই✅
👉'নিঃশঙ্গ লড়াই' পালাকার মাসুম রেজা।
👉বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম।
👉পাকিস্তানের জেল বন্দি কাহিনি: ৭-৮জানুয়ারী।

৯৭. বাংলাদেশের ১ম নৌকা জাদুঘরের নাম কি?
ক. বঙ্গবন্ধু নৌকা জাদুঘর✅
খ. হাসিনা নৌকা জাদুঘর
গ. ভাসানী নৌকা জাদুঘর
ঘ. শেরে বাংলা নৌকা জাদুঘর
👉মুজিব শতবর্ষ উপলক্ষে বরগুনায় তৈরী হয়েছে: বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।

৯৮. বতর্মান বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি?
ক. ২৮টি✅
খ. ৩০টি
গ. ৩২টি
ঘ. ৩৬টি
👉দেশের সর্বশেষ/২৮তম গ্যাস ক্ষেত্রটি জকিগঞ্জ-সিলেটে অবস্থিত।

৯৯. বাংলাদেশের ১ম টানেল যে নদীর তলদেশে নির্মাণ হচ্ছে-
ক. কর্ণফুলি✅
খ. পদ্মা
গ. মেঘনা
ঘ. যমুনা
👉বাংলাদেশের ১ম টানেলের নাম: বঙ্গবন্ধু টানেল; দৈর্ঘ্য ৩.৪৩ কি.মি.

১০০. দেশের চরম দারিদ্রতার শীর্ষ জেলা-
ক. গাজীপুর
খ. ব্রাক্ষণবাড়িয়া
গ. জয়দেবপুর
ঘ. কুড়িগ্রাম✅
👉দেশের চরম দারিদ্রতার নিম্ন জেলা-নারায়ণগঞ্জ।

১০১. ভাষা আন্দোলনের মোট ভাষা শহীদ কতজন?
ক. ৪ জন
খ. ৬ জন
গ. ৮ জন✅
ঘ. ১০ জন
👉১ম ভাষা শহীদ: শফিউল ইসলাম।

১০২. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকার লেখক কতজন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন✅
ঘ. ৪ জন
👉অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ)

১০৩. সৈয়দ মীর নিসার আলী বাংলায় কি নামে পরিচিত ছিলেন?
ক. মীর জুমলা
খ. তিতুমীর✅
গ. দুদু মিয়া সব্যসাচি
ঘ. তারেক রহমান
👉নারিকেলবাড়িয়া গ্রামে হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করতে গড়ে তোলা হয় বাঁশের কেল্লা: ১৮৩১ ইংরেজি।

১০৪. মুক্তিযুদ্ধের সময় চরমপাঠ করা হত-
ক. নোয়াখালীর উপভাষায়
খ. রাজশাহীর উপভাষায়
গ. বরিশালের উপভাষায়
ঘ. ঢাকার উপভাষায়✅
👉চরমপত্র: এম আর আখতার মুকুল রচিত/উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১টি অনুষ্ঠান।

১০৫. সুন্দরবন ব্যতিত দেশের সর্ব ১ম সরকারি কুমির প্রজনন কেন্দ্রটি-
ক. রংপুর জেলায়
খ. দিনাজপুর জেলায়
গ. বাগেরহাট জেলায়✅
ঘ. কুড়িগ্রাম জেলায়

১০৬. ১৯৭১ সালের স্বাধীনতার পরবর্তী সময় বাংলায় কতটি বিভাগ ছিল-
ক. ৪টি
খ. ৬টি✅
গ. ৮টি
ঘ. ১০টি

Collected

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন