প্রাইমারি সাম্প্রতিকের জন্য এই ১০৬টি MCQ একনজর দেখে নিতে পারেন.....
*২০২২*সালের *কারেন্ট *অ্যাফেয়ার্স থেকে *গুরুত্বপূর্ণ* তথ্য এবং ব্যাখ্যাসহ ১০০টি Mcq.
১. বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বায়োপিক-
ক. মুজিব✅
খ. খোকা
গ. বঙ্গবন্ধু
ঘ. বাংলাদেশ
👉অসমাপ্ত আত্মজীবনী কেন্দ্রীয় চলচ্চিত্র: চিরঞ্জীব মুজিব।
👉বাংলাদেশের ১ম অ্যানিমিশন চলচ্চিত্র: মুজিব আমার পিতা।
👉বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারত নির্মাণকারী চলচ্চিত্র: মুজিব ১টি জাতীর রুপক।
২. বতর্মান বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষার নাম-
ক. মাদারিন
খ. ফারসি
গ. ইংলিশ✅
ঘ. আরবি
👉মাতৃভাষার সংখ্যায় প্রথম ভাষা: মাদারিন।
👉বাংলা ভাষার অবস্থান: ৬ষ্ঠ (৫ম: মাতৃভাষায়)
৩. তৈল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ-
ক. ইউক্রেন
খ. আফ্রিকা
গ. যুক্তরাষ্ট্র✅
ঘ. চীন
৪. বাংলাদেশ কোম্পানির প্রথম ই-সিম-
ক. বাংলালিংক
খ. গ্রামীণ ফোন✅
গ. রবি
ঘ. টেলিটক
👉বাংলাদেশ কোম্পানির প্রথম ই-সিম চালু করেন:৭ ই মার্চ ২০২২
৫. ২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনে ৫ম নারী সাহসীকতার পুরুষ্কার পান?
ক. প্রমিলা দেবী
খ. ফারজানা চৌধুরী
গ. সৈয়দা রিজওয়ানা✅
ঘ. জাহানারা পারভীন
৬. বাংলাদেশে প্রথম ভার্চুয়াল জাদুঘর চালু হয়-
ক. ১০ জানুয়ারি ২০২২
খ. ২৪ জানুয়ারি ২০২২
গ. ২২ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ২৮ ফেব্রুয়ারি ২০২২✅
৭. কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান 'স্বাধীনতা পুরুষ্কার ২০২২' লাভ করেন?
ক. ২টি প্রতিষ্ঠান এবং ৯ জন✅
খ. ৭টি প্রতিষ্ঠান এবং ৪ জন
গ. ৫টি প্রতিষ্ঠান এবং ২ জন
ঘ. ৩টি প্রতিষ্ঠান এবং ৫ জন
৮. বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘন্টার ঘটনায় নির্মত চলচ্চিত্র-
ক. ৫৫০
খ. ৫৫৫
গ. ৫৬০
ঘ. ৫৭০✅
৮. পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অবস্থান-
ক. সিলেট-সিতাকুন্ড
খ. ময়মনসিংহ-ভাটা পাড়া
গ. পটুয়াখালী-কলাপাড়া✅
ঘ. দিনাজপুর-মহিপাল
👉দেশের ২য় তাপ বিদ্যুত কেন্দ্র পটুয়াখালী-ধানখালি।
👉দেশের ১ম তাপ বিদ্যুত কেন্দ্র বড় পুকুরিয়া।
৯. রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যে জাহাজ ক্ষতিগ্রস্থ হয়-
ক. বলাকা-৩
খ. ধ্রুবক-৫
গ. বাংলার সমৃদ্ধি✅
ঘ. বাংলাদেশের অগ্রদূত
১০. 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেট প্রকাশ হয়েছিল-
ক. ২রা মার্চ ২০১২✅
খ. ৩রা মার্চ ২০১২
গ. ৭ ই মার্চ ২০১২
ঘ. ২৬ ই মার্চ ২০১২
👉'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা হয়: ২রা মার্চ ২০২২
১১. ২০২২ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে ১ম সুখী দেন-
ক. নরওয়ে
খ. পাকিস্তান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফিনল্যান্ড✅
১২. বতর্মান বাংলাদেশ কতভাগ বিদ্যুতের আওতাভুক্ত?
ক. ৮০%
খ. ৯০%
গ. ৯৫%
ঘ. ১০০%✅
👉বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত ঘোষণা হয়: ২১ মার্চ ২০২২ ইংরেজি।
১৩. বতর্মান বাংলাদেশের ইলিশ অভয়াশ্রম কেন্দ্রে-
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি✅
👉জটকা ইলিশ মাছের আকার ২৩ সে.মি.
১৪. বাংলাদেশে ৫০ টাকার স্নারক মুদ্রা প্রচলন হয়-
ক. ৫ ফেব্রুয়ারি ২০২২
খ. ১০ ফেব্রুয়ারি ২০২২✅
গ. ১৫ ফেব্রুয়ারি ২০২২
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০২২
👉প্রধান উপলক্ষ্য: বাংলাদেশ-জাপানের ৫০ বছরের কূটনীতিক সম্পর্ক পূর্তি।
১৫. বিশ্বের সবচেয়ে উচ্চ রেল সেতু অবস্থিত-
ক. ভারতে✅
খ. রাশিয়ায়
গ. চীনে
ঘ. পাকিস্তানে
👉বিশ্বের গভীরতম পাতাল স্টেশন অবস্থিত: চীনে।
১৬. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-
ক. ২৮ ফেব্রুয়ারি
খ. ২৪ মার্চ
গ. ১২ এপ্রিল
ঘ. ৫ ই জুন✅
১৭. মধ্যে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ক. কাজাকস্থান✅
খ. বেলারুশ
গ. উজবেকিস্তান
ঘ. কোনটিই না
১৮. জাতীয় কৃষি পদকের বতর্মান নাম-
ক. প্রধান মন্ত্রী পদক
খ. বঙ্গবন্ধু কৃষি পদক✅
গ. ফারমার্স এডওয়ার্ড
ঘ. কোনটাই না
১৯. বাংলাদেশের কে প্রথম করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন-
ক. সাকিবাল হাসান
খ. শেখ হাসিনা
গ. রুনু বেরোনিকা কস্তা✅
ঘ. সেঁজুতি সাহা
২০. "মিষ্টি কুমড়ার বেগুনি' বাগধারার অর্থ কী?
ক. নাই মামার চেয়ে কানা মামা ভালো
খ. অসম্ভব বস্তু
গ. দূর্লভ বস্তু
ঘ. পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা
👉Fun টপিক প্রশ্ন😁😁😁😁
২১. পিএসসি এর বতর্মান চেয়ারম্যান কে?
ক. ডা. মোহাম্মদ সাদিক
খ. মোঃ সোহরাব হোসেন✅
গ. মুহম্মদ নুরুল হুদা
ঘ. আফিফ হোসেন
২২. জাতীয় ক্রিকেট দলের বতর্মান 1 Day অধিনায়ক-
ক. মুসফিকুর রহমান
খ. শফিউল ইসলাম
গ. মমিনুল হল
ঘ. তামিম ইকবাল✅
২৩. '২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২' কাতার। কবে অনুষ্ঠিত হবে-
ক. ২১ আগস্ট থেকে ২৫ ডিসেম্বর
খ. ২১ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর
গ. ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর✅
ঘ. ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর
👉মোট অংশগত দল সংখ্যা: ৩২টি।
👉২১ নভেম্বর সূচনা ম্যাচ হবে: আল বাইত স্টেডিয়াম।
👉১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে: লুসাইল স্টেডিয়াম।
২৪. বিশ্বে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান-
ক. ১ম অবস্থান✅
খ. ২য় অবস্থান
গ. ৩য় অবস্থান
ঘ. ৪র্থ অবস্থান
👉বায়ু দূষণে শীর্ষ জেলেঃ ঢাকা-গাজিপুর।
👉বায়ু দূষণ কম যে জেলায়ঃ মাদারীপুর।
২৫. বাংলা একাডেমির প্রথম নারী ও বতর্মান সভাপতি-
ক. কামরুন নাহার
খ. সেলিনা বেগম✅
গ. সেঁতুতি সাহা
ঘ. সন্ধ্যা মুখোপধ্যায়
২৬. বাংলাদেশের তৈরী প্রথম রকেটের নাম-
ক. ধ্রুব
খ. জাগ্রত বাংলা
গ. সোনার সোপান
ঘ. ধূমকেতু✅
👉তৈরীর স্থান: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট'স।
২৭. বতর্মান বাংলাদেশের ভূমিকম্প বপন জেলা-
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি✅কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী)
ঘ. ৪টি
👉খরা প্রবল জেলা: ১৩টি।
👉হঠ্যাৎ বন্যা ও ভূমিকম্প পবন জেলা: ৬টি।
২৮. ২০২২ সালের সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান-
ক. ২৪তম
খ. ২৮তম
গ. ৩২তম✅
ঘ. ৩৬তম
👉সাইবার নিরাপত্তা সূচকে বতর্মান শীর্ষ দেশ: গ্রীস।
২৯. পদ্মা সেতুর নকশা প্রনোয়ন করেন-
ক. AECOM✅
খ. ACOEM
গ. AEOCM
ঘ. AOECM
৩০. 'ই গভর্নমেন্ট' শব্দের আবিধানিক অর্থ-
ক. ডিজিটাল সরকার✅
খ. গণতান্ত্রিক সরকার
গ. ব্রিটিশ সরকার
ঘ. এক কেন্দ্রীয় ব্যবস্থা
৩১. বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর দৈর্ঘ্য কত কিঃ মিঃ?
ক. ৩.৬০ কিঃ মিঃ
খ. ৪.৮০ কিঃ মিঃ✅
গ. ৫.৮০ কিঃ মিঃ
ঘ. ৬.৬০ কিঃ মিঃ
৩২. বতর্মান বাংলাদেশের মাথাপিছু আয়?
ক. ২,৫৯১০ মা.ড.✅
খ. ২,৫৯৯৯ মা.ড.
গ. ২,৬৭১৫ মা.ড.
ঘ. ২,৬৮৯০ মা.ড.
৩৩. ২০২৩ সালে যে সংসদ নির্বাচন হবে তা-
ক. নবম নির্বাচন
খ. দশম নির্বাচন
গ. একাদশ নির্বাচন
ঘ. দ্বাদশ নির্বাচন✅
৩৪. জাতীর পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে পথিকৃৎ করা হয়েছে?
ক. ২ক
খ. ৪ক✅
গ. ৬ক
ঘ. ৮ক
৩৫. সংসদীয় ব্যবস্থায় ১টি মাত্র আসন কোন জেলার?
ক. মেহেরপুর
খ. লকীপুর
গ. ঝালকাঠি
ঘ. রাঙ্গামাটি✅
৩৬. মৌলিক অধিকার দেওয়া হয়েছে সংবিধানের-
ক. ২৬-৪৭ অনুচ্ছেদ✅
খ. ২৬-৪৫ অনুচ্ছেদ
গ. ২৬-৪৩ অনুচ্ছেদ
ঘ. ২৬-৪১ অনুচ্ছেদ
৩৭. পোশাক রপ্তানিতে একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়✅
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
৩৮. বাংলাদেশে থেকে কোন দেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-
ক. মায়ানমার✅
খ. ভারত
গ. ব্রাজিল
ঘ. যুক্তরাষ্ট্র
৩৯. Produced of the year: 2022 কোনটি?
ক. পাট শিল্প
খ. চামড়া শিল্প
গ. হস্ত শিল্প
ঘ. আইসিটি পণ্য✅
৪০. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়-
ক. চট্টগ্রাম✅
খ. কক্সবাজার
গ. সিলেট
ঘ. নীলফামারী
৪১. বতর্মান বাংলাদেশের সরকারি নোট-
ক. ২টি
খ. ৩টি✅
গ. ৪টি
ঘ. ৫টি
৪২. বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর কোনটি?
ক. পায়রা সমুদ্র বন্ধর
খ. সোনাহাট স্থল বন্ধর
গ. দর্শনা স্থল বন্ধর
ঘ. মুজিবুর নগর স্থল বন্ধর✅
৪৩. রেমিট্যান্স কি?
ক. বৈদেশিক অর্থ
খ. বিদেশে প্রেরিত অর্থ
গ. বিদেশ থেকে প্রাপ্ত অর্থ✅
ঘ. বাংলাদেশ সরকারের অগ্রগতি
৪৪. বতর্মান বাংলাদেশের মানুষের গত আয়ুষ্কাল-
ক. ৭০. ৭ বছর
খ. ৭১. ৬ বছর
গ. ৭২. ৮ বছর✅
ঘ. ৭৪. ৬ বছর
৪৫. বাংলাদেশের সর্ব বৃহৎ পোড়া মাটির ফলক চিত্র কোথায় অবস্থিত?
ক. নওগাঁ পাহাড়পুর✅
খ. ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান
গ. কুমিল্লার ময়নামতি
ঘ. বগুড়ার মহাস্থানগড়
৪৬. ময়নামতি কোন সৌভ্যতার নিদর্শন?
ক. বৌদ্ধ✅
খ. সাঁওতাল
গ. খ্রিস্টান
ঘ. জৈন
৪৭. মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক রক্তাক্ত প্রান্তর চলচ্চিত্রের 'ও দাদাভাই' গানের কন্ঠ শিল্পী-
ক. মহিপাল দেব
খ. লতা মঙ্গেসকর✅
গ. আশা ভোঁসলে
ঘ. বেবি নাজনীন
৪৮. বাংলাদেশে করোনা টিকার কয়টি কোম্পানির টিকা ব্যবহার হচ্ছে-
ক. ৪টি
খ. ৬টি✅
গ. ৮টি
ঘ. ১০টি
৪৯. বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ-
ক. রঙনা হেরাথ
খ. ড্যানিয়েল ভেক্টরি
গ. জন লুইস
ঘ. জেমি সিডেন্স✅
৫০. এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য কেন্দ্র-
ক. হালদা✅
খ. চলন বিল
গ. মেঘনা নদী
ঘ. পশুর নদী
👉বাংলাদেশের হোয়াইট গোল্ড: চিংড়ি।
৫১. আমের যে পণ্যটি জি আই পণ্য হিসাবে স্বীকৃত-
ক. ফজলি
খ. ন্যাংড়া
গ. গোলাপ ভোক
ঘ. ক্ষীরশাপাতি✅
👉আম উৎপাদনে বতর্মান শীর্ষ জেলা নওগাঁ।
৫২. 'ইলামতি' কিসের জাত?
ক. উন্নত জাতের আম
খ. উন্নত জাতের ধান✅
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের লেবু
৫৩. ১৯৫৪ সালের নির্বাচনে মোট কতটি দল অংশ নেয়?
ক. ৮টি
খ. ১০টি
গ. ১৩টি
ঘ. ১৬টি✅
৫৪. বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি শহীদ কে-
ক. ডা. শামসুজ্জোয়া✅
খ. রফিক উদ্দিন
গ. শফিউল
ঘ. মুনির চৌধুরী
৫৫. মুক্তিযুদ্ধের ক্র্যার্ক প্লাটুন কোন শহরের আওতাধীন ছিল-
ক. যশোর জেলা
খ. ময়মনসিংহ জেলা
গ. ঢাকা জেলে✅
ঘ. মেহেরপুর জেলা
৫৬. 'কনসার্ট ফর বাংলাদেশ' খ্যাত বাদক দল-
ক. অতুল প্রসাদ
খ. বি-গজ
গ. বিটলস✅
ঘ. ডিপারপল
৫৭. ধান উৎপাদনে বতর্মান বাংলাদেশের অবস্থান-
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়✅
ঘ. চতুর্থ
👉পাঠ/কাঁঠাল উৎপাদনে: ২য়।
👉চা উৎপাদনে ৪র্থ; রপ্তানিতে ১৫তম।
👉আম উৎপাদনে ৭ম; পেয়ারায় ৮ম।
৫৮. "আইসিসি নারী বিশ্বকাপ ২০২২" এর ১২তম আসরে চ্যাম্পিয়ন দল-
ক. অস্ট্রেলিয়া✅
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. ইংল্যাণ্ড (রানার্স আপ)
👉আইসিসি নারী বিশ্বকাপ ২০২২" এ বাংলাদেশের অবস্থান: ৭তম।
👉১টিমাত্র জয় পাকিস্তানের বিরুদ্ধে; এতে চ্যাম্পিয়ন হন: ফাতিহা খাতুন।
৫৯. নিচের কোনটি 'ঝানু' শব্দের বিপরীত শব্দ?
ক. নিশ্চল
খ. উদাসীন
গ. অপটু✅
ঘ. নির্বোধ
👉নানা শব্দের বিপরীত এক।
👉ভার্যা শব্দের বিপরীত পতি।
👉ঠান্ডা শব্দের বিপরীত তাতা।
৬০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে?
ক. মোনালিসা বেওয়া
খ. মোতাহার হোসেন
গ. মোনায়েম সরকার✅
ঘ. মহিপাল দেব
৬১. জাতীসংঘ এ ইউক্রেন হামলা ২০২২ বন্ধের প্রস্তাবে কতটি দেশ সমর্থন/ভোট দেয়-
ক. ১২০টি
খ. ১৩১টি
গ. ১৩৭টি
ঘ. ১৪১টি✅
👉ইউক্রেন দেশের রাজধানী: Kyiv : নিপার নদী।
👉বিশ্বের সর্বোচ্চ নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ: রাশিয়া।
👉ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়: ২৪ ফেব্রুয়ারি।
৬২. বতর্মান বাংলাদেশের নির্বাচন কমিশনারের নাম?
ক. কাজী আলমগীর হোসেন
খ. কাজী হাবিবুল আওয়াল✅
গ. আনিসুর রহমান
ঘ. আহসান হাবিব
👉কাজী হাবিবুল আওয়াল বাংলাদেশের ১৩তম নির্বাচন কমিশনার।
৬৩. ২৫ ফেব্রুয়ারি ২০২২ মারমা ভাষায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র-
ক. গিরি কন্যা✅
খ. পাহাড়ি কন্যা
গ. কাজল রেখা
ঘ. নিষিদ্ধ নারী
৬৪. '৮ বছর বয়সের কন্যা' কে এক কথায় প্রকাশ-
ক. ষোড়শী
খ. তরুণী
গ. রমনী
ঘ. গৌরী✅
👉গম্ভীর যে ধ্বনি-মন্দ্র।
👉খাতা পত্র রাখার ঘর-দপ্তরখানা।
৬৫. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত-
ক. সুন্দরবন (এর দক্ষিণে✅
খ. রাঙ্গামাটির উত্তরে
গ. মেঘনা মহনায়
ঘ. টেকনাফ এর দক্ষিণে
👉মহুরীর চর-ফেনী জেলায় অবস্থিত।
👉প্রান্তীক হৃদ-বান্দরবান জেলায় অবস্থিত।
৬৬. ২০২১ সালে 'Miss world' খেতাব প্রাপ্ত হয়-
ক. ক্যারোলিনা বিলাস্কা✅
খ. অলিভীয়া ইলাস
গ. শাইনি অ্যাসেন
ঘ. হারনাজ সান্ধু
৬৭. বাংলাদেশ কে ১ম স্বীকৃতি প্রদানকারী উপসাগরীয় দেশ:
ক. কুয়েত✅
খ. বুনাই (সর্বশেষ স্বীকৃতি প্রদানকারী)
গ. টোঙ্গা (প্রথম ওয়েনিয়ার দেশ)
ঘ. ভুটান (প্রথম; ২য় ভারত)
৬৮. ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলায় ১ম নারী শহীদ-
ক. নীলা নাগ
খ. নিশাত মজুমদার (এভারেষ্ট জয়ী)
গ. প্রীতিলতা✅
ঘ. শিরীন শারমিন
৬৯. ঢাকার কারওয়ান বাজারে 'কারওয়ান সরাই' নির্মাণ করেন-
ক. আবুল হাসনাত (১ম সিটি মেয়ের)
খ. শের শাহ্✅
গ. মুহাম্মদ আজম শাহ্ (শাহী মসজিদ নির্মাণ)
ঘ. মীর জুমলা (ঢাকা গেট নির্মাণকারী)
৭০. বতর্মান BIMSTEC সভাপতি হলেন-
ক. শেখ হাসিনা✅
খ. প্রীতিলতা
গ. শেখ রেহেনা
ঘ. কাজী আলমগীর হোসেন
👉সর্বশেষ ৫ম BIMSTEC সম্মেলন অনুষ্ঠিত হয়: কলম্ব; ৩০ মার্চ, ২০২২ ইংরেজি।
৭১. 'বাংলাদেশের ৬ষ্ঠ আদম শুমারী ও গৃহ গণনা ২০২২ ইংরেজি' শুরু হবে-
ক. ১৭-২৩ মে
খ. ১৫-২১ জুন✅
গ. ১৩-২৫ জুলাই
ঘ. ১৭-২৭ আগস্ট
👉শুমারিতে ডিজিটাল ম্যাপ হিসাবে ব্যবহৃত হবে: জিআইএস।
৭২. মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর অত্যাচার একটি-
ক. সামাজিক অবক্ষম
খ. রাষ্ট্র বিরোধী নীতি
গ. গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ✅
ঘ. উপরের কোনটিই সঠিক নয়
👉 স্বীকৃতি প্রদানকারী দেশ: যুক্তরাষ্ট্র: ২২ মার্চ।
৭৩. '২৬ ই মার্চ বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস' ঘোষণা করা হয়-
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৮০ সালে✅
৭৪. বাংলাদেশের ফুসফুস বলা হয় নিচের কোনটি?
ক. আমাজান
খ. সুন্দরবন✅
গ. কক্সবাজার
ঘ. কুয়েত সিটি
৭৫. মোবাইল থেকে ডায়াল কল করলে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়?
ক. প্রেরক টাওয়ারে
খ. গ্রাহক টাওয়ারে
গ. প্রেরক ও গ্রাহক টাওয়ারে✅
ঘ. টেলিফোন অফিস প্রোগ্রামে
৭৬. বতর্মান বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা?
ক. ১১৪টি✅
খ. ১১৬টি
গ. ১১৮টি
ঘ. ১২০টি
৭৭. গোলাপগঞ্জের টুঙ্গিপাড়া গ্রাম কোন নদীর তীরে অবস্থিত-
ক. বাইগার✅
খ. সাঙ্গু
গ. সুরমা
ঘ. মেঘনা
৭৮. বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়-
ক. ১ লা এপ্রিল
খ. ৭ ই এপ্রিল✅
গ. ২৪ ই এপ্রিল
ঘ. ২৮ ই এপ্রিল
৭৯. বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রেল অবস্থান-
ক. কক্সবাজার (৬০ মেগাওয়াট)✅
খ. ফেনী (১ম বায়ু বিদ্যুৎ কেন্দ্র)
গ. সিলেট হিমছড়ি
ঘ. ঢাকার আঙ্গারগাঁ
৮০. 'কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২' এ ব্যবহৃত বলের নাম হবে-
ক. গ্যাজপ্রম
খ. লায়ির (মাসকেট: দারুণ দক্ষ খেলোয়াড়)
গ. আল-রিহলা (অর্থ: ভ্রমণ=১০টি দেশ)✅
ঘ. কোনটিই সঠিক শব্দ নয়
৮১. বাংলাদেশের ঘোড়া প্রচলন চালু করেন?
ক. শেরশাহ✅
খ. ঈসা খান
গ. মোগল সম্রার্ট
ঘ. ইয়াহিয়া খান
৮২. চাল রপ্তানীতে র্শীর্ষ দেশ?
ক. বাংলাদেশ
খ. মায়ানমার
গ. ভারত✅
ঘ. ইন্দোনেশিয়া
৮৩. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়-
ক. শব্দ শক্তি
খ. তাপ শক্তি
গ. শব্দ ও তাপ শক্তি✅
ঘ. চুম্বক শক্তি
৮৪. ‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি—
ক. গুরুত্বহীন লোক✅
খ. রাজা-বাদশা
গ. এক শ্রেণীভুক্ত
ঘ. লাকড়ি
৮৫. জন্মহীন-মৃত্যুহীন—
ক. অয়
খ. আমৃত্যু
গ. অজ✅
ঘ. অজেয়
৮৬. শীতকালে সাধারণত গাছের পাতা ঝরে গেলেও কোন গাছের কখনও পাতা ঝরে ইত্যাদি
ক. সুন্দরী গাছের
খ. বট গাছের
গ. বৈলাম গাছের
ঘ. খেজুর গাছের✅
৮৭. পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রীত্ব হারান?
ক. ১লা এপ্রিল ২০২২
খ. ৫ ই এপ্রিল ২০২২
গ. ৯ ই এপ্রিল ২০২২✅
ঘ. ১০ ই এপ্রিল ২০২২
👉মন্ত্রীত্ব হারাবার কারণ: তাঁর অনাস্থা প্রস্তাবে ১৭৪টি ভোট প্রদান।
👉পাকিস্তানের নতুন প্রধান মন্ত্রী: শাহাবাজ শরিফ: 10 April
৮৮. "পরিকল্পিত পরিবার, সবার জন্য খাদ্য" স্লোগানটি থাকে-
ক. ১ টাকায়✅
খ. ২ টাকায়
গ. ২০ টাকায়
ঘ. ২০০ টাকায়
৮৯. ১৯৫৪ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা দাবি উত্থাপন করে ছিলেন?
ক. ৪ দফা (১৯৭১)
খ. ৬ দফা (১৯৬৬)
গ. ১১ দফা (১৯৬৯)
ঘ. ২১ দফা✅
৯০. বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
খ. নারায়ণগঞ্জ
গ. খুলনা
ঘ. গাজীপুর✅
৯১. বাংলাদেশের কোন স্থল বন্দরকে 'পোর্ট অব কল' বলা হয়?
ক. বুড়িমাড়ি
খ. আশুগঞ্জ✅
গ. ভোলাগঞ্জ
ঘ. বাংলাবান্ধা
৯২. বাংলাদেশের কোন জেলাটি শিল্পোন্নত?
ক. চট্টগ্রাম✅
খ. রাজশাহী
গ. ঢাকা
ঘ. খুলনা
৯৩. জিয়া কারখানায় উৎপাদিত সারের নাম?
ক. টিএসপি
খ. ফসফরাস
গ. ইউরিয়া✅
ঘ. অ্যামোনিয়া
৯৪. বঙ্গবন্ধু ২ স্যাটেলাইট তৈরী ও উৎক্ষেপণ করবে-
ক. ফ্রান্স
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া✅
👉বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের ১ম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ: ২০১৮।
৯৫. মুজিব বর্ষের সময় কাল-
ক. ২-৩১ মার্চ, ২০২০-২২
খ. ৭-৩১ মার্চ, ২০২০-২২
গ. ১১-৩১ মার্চ, ২০২০-২২
ঘ. ১৭-৩১ মার্চ, ২০২০-২২✅
৯৬. সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি?
ক. জাতির পিতা
খ. মুজিব
গ. খোকা
ঘ. নিঃশঙ্গ লড়াই✅
👉'নিঃশঙ্গ লড়াই' পালাকার মাসুম রেজা।
👉বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম।
👉পাকিস্তানের জেল বন্দি কাহিনি: ৭-৮জানুয়ারী।
৯৭. বাংলাদেশের ১ম নৌকা জাদুঘরের নাম কি?
ক. বঙ্গবন্ধু নৌকা জাদুঘর✅
খ. হাসিনা নৌকা জাদুঘর
গ. ভাসানী নৌকা জাদুঘর
ঘ. শেরে বাংলা নৌকা জাদুঘর
👉মুজিব শতবর্ষ উপলক্ষে বরগুনায় তৈরী হয়েছে: বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।
৯৮. বতর্মান বাংলাদেশের গ্যাস ক্ষেত্র কতটি?
ক. ২৮টি✅
খ. ৩০টি
গ. ৩২টি
ঘ. ৩৬টি
👉দেশের সর্বশেষ/২৮তম গ্যাস ক্ষেত্রটি জকিগঞ্জ-সিলেটে অবস্থিত।
৯৯. বাংলাদেশের ১ম টানেল যে নদীর তলদেশে নির্মাণ হচ্ছে-
ক. কর্ণফুলি✅
খ. পদ্মা
গ. মেঘনা
ঘ. যমুনা
👉বাংলাদেশের ১ম টানেলের নাম: বঙ্গবন্ধু টানেল; দৈর্ঘ্য ৩.৪৩ কি.মি.
১০০. দেশের চরম দারিদ্রতার শীর্ষ জেলা-
ক. গাজীপুর
খ. ব্রাক্ষণবাড়িয়া
গ. জয়দেবপুর
ঘ. কুড়িগ্রাম✅
👉দেশের চরম দারিদ্রতার নিম্ন জেলা-নারায়ণগঞ্জ।
১০১. ভাষা আন্দোলনের মোট ভাষা শহীদ কতজন?
ক. ৪ জন
খ. ৬ জন
গ. ৮ জন✅
ঘ. ১০ জন
👉১ম ভাষা শহীদ: শফিউল ইসলাম।
১০২. ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ পুস্তিকার লেখক কতজন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন✅
ঘ. ৪ জন
👉অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ)
১০৩. সৈয়দ মীর নিসার আলী বাংলায় কি নামে পরিচিত ছিলেন?
ক. মীর জুমলা
খ. তিতুমীর✅
গ. দুদু মিয়া সব্যসাচি
ঘ. তারেক রহমান
👉নারিকেলবাড়িয়া গ্রামে হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করতে গড়ে তোলা হয় বাঁশের কেল্লা: ১৮৩১ ইংরেজি।
১০৪. মুক্তিযুদ্ধের সময় চরমপাঠ করা হত-
ক. নোয়াখালীর উপভাষায়
খ. রাজশাহীর উপভাষায়
গ. বরিশালের উপভাষায়
ঘ. ঢাকার উপভাষায়✅
👉চরমপত্র: এম আর আখতার মুকুল রচিত/উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১টি অনুষ্ঠান।
১০৫. সুন্দরবন ব্যতিত দেশের সর্ব ১ম সরকারি কুমির প্রজনন কেন্দ্রটি-
ক. রংপুর জেলায়
খ. দিনাজপুর জেলায়
গ. বাগেরহাট জেলায়✅
ঘ. কুড়িগ্রাম জেলায়
১০৬. ১৯৭১ সালের স্বাধীনতার পরবর্তী সময় বাংলায় কতটি বিভাগ ছিল-
ক. ৪টি
খ. ৬টি✅
গ. ৮টি
ঘ. ১০টি
Collected