১।মুঘল আমল তথা ১৬১০সালে সর্বপ্রথম বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় এনে ইসলাম খান কী নাম রাখেন ?
ক. আফগান নগর
খ. সোনার গাও
গ. বঙ্গ সুবা
ঘ. জাহাঙ্গীরনগর √
২।৮টি সরকারি ও ২টি বেসরকারি ইপিজেড সমৃদ্ধ বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম কতসালে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৮৩√
ঘ. ১৯৯৩
৩। ৪ডিসেম্বর ১৯৫৪ সালে ৪টি দল নিয়ে গঠিত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কত দফা ছিল ?
ক. ৫দফা
খ. ৪দফা
গ. ৪৩দফা
ঘ. ২১দফা√
৪। ‘লোকটি ও তার দল পাকিস্থানের শত্রু , এবার তারা শাস্তি এড়াতে পারে না’ - উক্তিটি কার ?
ক. জেনারেল নিয়াজী
খ. জেনারেল টিক্কাখান
গ. জেনারেল হামিদ খান
ঘ. ইয়াহিয়া খান√
৫।বাঙালির মুক্তির সনদ খ্যাত ছফা দফা শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী কোথায় উত্থাপন করেছিলেন ?
ক. লাহোর √
খ. করাচি
গ. রাওয়ালপিন্ডি
ঘ. ঢাকা
৬। বাংলাদেশের মধ্যে ভাগ দিয়ে অতিক্রম কারী ট্রপিক অব ক্যান্সারের অক্ষাংশ কত?
ক. ২৩.৫ পূর্ব অক্ষাংশ
খ. ২৩.৫ উত্তর অক্ষাংশ√
গ. ২৩.৫ দক্ষিণ অক্ষাংশ
ঘ. ২৩.৫ পশ্চিম অক্ষাংশ
৭। ১৯৯৭সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য হিসেবে কে ঘোষণা করে ?
ক. জাতিসংঘ
খ. সেভেন ওয়ান্ডারস সোসাইটি
গ. ইউনিসেফ
ঘ. ইউনেস্কো √
৮ ।১৮এপ্রিল , ১৯৭২ সালে বাংলাদেশ ১ম কোন আন্তর্জাতিক কোন সংস্থার সদস্য হিসেবে কমনওয়েলথের কততম সদস্য পদ পায় ?
ক. ২৯তম
খ. ২৩তম
গ. ৩২তম √
ঘ. ৩১তম
৯। নিচের কোনটি জয়নুল আবেদিনের আঁকা ছবি নয় ?
ক. মা
খ. গায়ের বধু
গ. ঝঢ়
ঘ. নাইওর√
১০ ।যদিখুলনা হার্ডবোর্ড মিলের প্রধান কাচামাল- সুন্দরী কাঠ হয় তাহলে চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কোনটি ?
ক. আখের ছোবড়া
খ. বাঁশ √
গ. জারুল গাছ
ঘ. নল খাগড়া
১১। ১৯৫২সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. নুরুল আমিন
খ. লিয়াকত আলী খান
গ. মোহাম্মদ আলী
ঘ. খাজা নাজিমুদ্দীন √
১২। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
ক. বরাইল
খ. কৈলাস √
গ. কাঞ্চনজঙ্গা
ঘ. গড্ডউইন অস্টিন
১৩। ১৩৪২ -১৩৫৮ সালে বাঙালী জাতীয়তা প্রতিষ্ঠা ও সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে এবং খণ্ডিত বাংলাকে যুক্ত করে সমগ্র বাংলায় আধিপত্য কায়েম করে কে ?
ক, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি
খ. শাহ ই বাংলা খ্যাত সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ√
গ. ফকরুদ্দিন মোবরক শাহ
ঘ. জালালুদ্দিন মুহাম্মদ আকবর
১৪। নিচের কোন সংকর জাতটি ভিন্ন ?
ক. অগ্নিসর , কানাইবাসি
খ. মোহনবাঁশী , বীটজবা
গ. বলাকা , দোয়েল
ঘ. গৌড়মতি , শুভ্র√
১৫। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নং সংশোধনীর মাধ্যমে ?
ক. ১০ম
খ. ১১শ
গ. ১২শ√
ঘ. ১৩শ
১৬। ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২√
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৭। বাংলাদেশের ১ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতছিল ?
ক. ১০
খ. ১৫√
গ. ২০
ঘ. ৩০
১৮। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী , শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় ?
ক. ২৫
খ. ২৮√
গ. ৪০
ঘ. ৪২
১৯ ।বর্তমান জাতীয় সংসদে ১ম অধিবেশন বসে কবে ?
ক. ১৯৭২
খ. ১৯৯১
গ. ১৯৮২√
ঘ.১৯৬১
২০ । বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?
ক. জরুরি অবস্থা ঘোষণা
খ. ৯৩হাজার যুদ্ধবন্ধির বিচার√
গ. মহিলাদের জন্য সংসদের আসন সংরক্ষণ
ঘ. সুপ্রিমি কোর্ট প্রতিষ্ঠা
২১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ভাষণ প্রদান করেন ?
ক. ৩০তম
খ. ৩১তম
গ. ২৯তম √
ঘ. ২৮তম
২২। ১২ ডিসেম্বর , ১৯৯৬সালে শেখ হাসিনা ও দেবগৌড়ার মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ -ভারত পানি চুক্তির মেয়াদ শেষ হবে কবে ?
ক. ২০২১
খ. ২০২৫
গ. ২০২৪
ঘ. ২০২৬√
২৩। ময়মনসিংহ ,নেত্রকোণায় বসবাসকারী পিতৃতান্ত্রিক হজংদের ধর্ম কী ?
ক. বৌদ্ধ
খ. খ্রিষ্টান
গ. হিন্দু√
ঘ. ইসলাম
২৪। বাংলাদেশের মোট ৩টি কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্রের মধ্যে একমা্ত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?
ক. টঙ্গি
খ. কোনাবাড়ি√
গ. যশোর
ঘ. গাজীপুর
২৫।সর্বশেষ ঘোষিত ৪৯২তম উপজেলা তাড়াশ কোন জেলায় অবস্থিত ?
ক. সিরাজগঞ্জ
খ. হবিগঞ্জ√
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
২৬। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা মোট কত স্তরে বিন্যস্ত ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ . ৫√
২৭ । কোন সংসদে একজন সদস্য নিজেই নিজের শপথ নেন ?
ক. ৯ম
খ. ১০ম
গ. ৮ম√
ঘ. ৭ম
২৮ । শেখ হাসিনা এমডিজি অ্যাওয়ার্ড-২০১০ কী জন্য পান ?
ক. দারিদ্র্য দূরীকরণে সাফল্য
খ. মাতৃমৃত্যুহার রোধে সাফল্য
গ. শিশুমৃত্যু হার হ্রাসে √
ঘ. ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য
২৯ । ৩২টি সীমান্ত জেলার মধ্যে একমাত্র কোন জেলার সাথে মিয়ানমার(৩টি) ও ভারত(৩০টি) উভয় দেশের সাথে সংযোগ আছে ?
ক.বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. রাঙামাটি √
ঘ. কক্সবাজার
৩০ ।কক্সবাজার - টেকনাফ অবস্থিত বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের দৈর্ঘ কত ?
ক. ১২০ কি. মি.
খ. ৮০ কি.মি.√
গ. ১৮ কি.মি
ঘ. ১৫০কি.মি
৩১.ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
a.রবীন্দ্রনাথ ঠাকুরের√
b.সত্যেন্দ্রনাথ দত্তের
c.প্রমথ চৌধুরীর
d.টেকচাঁদ ঠাকুরের
৩২. সনেটের কটি অংশ?
a.একটি
b.দুটি √
c.তিনটি
d.চারটি
৩৩. শাশ্বত বঙ্গ- গ্রন্থটির রচয়িতা কে?
a.আবুল হোসেন
b.কাজী মোতাহার হোসেন
c.কাজী আবদুল ওদুদ√
d.কাজী আনোয়ারুল কাদির
৩৪. কাশবনের কন্যা- গ্রন্থটির লেখক কে?
a.আবুল কালাম শামসুদ্দিন
b.শামসুদ্দিন আবুল কালাম √
c.আবুল ফজল
d.জসীমউদদীন
৩৫।বাংলা একাডেমীর আঞ্চলিক অভিধান- সম্পাদনা কে করেন?
a.মুহম্মদ শহীদুল্লাহ√
b.মুহম্মদ এনামুল হক
c.মুহম্মদ মনসুরউদ্দীন d.মুহম্মদ আবদুল হাই
৩৬.লাজ- কোন ধরনের শব্দ?
a.বিশেষ্য √
b.বিশেষণ
c.ক্রিয়া-বিশেষণ
d.বিশেষ্যের-বিশেষণ
৩৭.হাত-ভারি- বাগধারাটির অর্থ-
a.দাতা
b.কম খরচে
c.দরিদ্র
d.কৃপণ √
৩৮. বেটাইম- শব্দটি গঠিত হয়েছে-
a.ফারসি ও ইংরেজি শব্দে√
b.ফরাসি ও ইংরেজি শব্দে
c.ফারসি ও ফরাসি শব্দে
d.ফারসি ও হিন্দি শব্দে
৩৯.কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
a.রোমান্টিসিজম
b.আধুনিকতাবাদ
c.উত্তরাধুনিকতাবাদ √
d.বাস্তববাদ
৪০.অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
a.ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
b.কাজের পরিচয় ফলে বোঝা যায়
c.ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
d.আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস√
৪১.কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা/ দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা- এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
a.কাজী নজরুল ইসলাম√
b.মাইকেল মধুসূদন দত্ত
c.সুকান্ত ভট্টাচার্য
d.বেনজীর আহমেদ
৪২.. কাঁচি- কোন ধরনের শব্দ?
a.আরবি
b.ফারসি
c.হিন্দি
d.তুর্কি √
৪৩.বীরবলের হালখাতা- গ্রন্থটি কোন ধরনের রচনা?
a.কাব্য
b.নাটক
c.উপন্যাস
d.প্রবন্ধ √
৪৪. সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?
a.সওগাত
b.সমকাল √
c.উত্তরণ
d.শিখা
৪৫. সাম্য- গ্রন্থের রচয়িতা কে?
a.কাজী নজরুল ইসলাম
b.মোহাম্মদ বরকতউল্লাহ
c.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
d.মোহাম্মদ লুৎফর রহমান
৪৬. সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।– এ বাক্যে সুন্দর- শব্দটি কোন পদ?
a.বিশেষ্য √
b.বিশেষণ
c.সর্বনাম
d.বিশেষণের বিশেষণ
৪৭. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
a.মোস্তফা চরিত
b.নয়া জাতি স্রষ্টা হযরত মোহাম্মদ
c.বিশ্বনবী
d.মানব-মুকুট √
৪৮. ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম-
a.বঙ্গভাষা ও সাহিত্য
b.বাংলা সাহিত্যের কথা √
c.বাঙ্গলা সাহিত্যের ইতিহাস
d.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
৪৯. চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
a.বাংলা+ফারসি
b.সস্কৃত+ফারসি
c.ফারসি+আরবি √
d.সংস্কৃত +আরবি
৫০. রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভোর’ কার রচনা?
a.জ্ঞানদাস √
b.চন্ডীদাস
c.বিদ্যাপতি
d.লোচন দাস
৫১. সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
a.ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
b.তুলসি লাহিড়ি
c.দ্বিজেন্দ্রলাল রায় √
d.বলাইচাদ মুখোপাধ্যয়
৫২. নেমেসিস’ নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
a.দ্বিতীয় বিশ্বযুদ্ধ √
b.ঊনপঞ্চাশের মন্বন্তর
c.বায়ান্নর ভাষা আন্দোলন
d.একাত্তরের মুক্তিযুদ্ধ
৫৩. ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
a.আরাকান রাজসভা
b.কৃষ্ণ নগর রাজসভা√
c.রাজাগনেশের রাজসভা
d.লক্ষনসেনেস রাজসভা
৫৪.যা কিছু হারায় গিন্নি বলেন,কেষ্টা বেটাই চোর’-এখানে হারায় কোন ধাতু?
a.প্রযোজক ধাতু √
b.ভাব বাচ্যের ধাতু
c.সংযোগ মুলক ধাতু
d.নাম ধাতু
৫৫. উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
a.নাটক
b.কাব্য
c.আত্মজৈবনিক উপন্যাস √
d.গীতি কবিতার সংকলন
৫৬. তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন?
a.মুন্সি আবদুল লতিফ
b.কাজী আকরাম হোসেন
c.গিরিশচন্দ্র সেন √
d.শেখ আব্দুল জব্বার
৫৭. নরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-
a.তীরে পৌঁছার ঝক্কি
b.সঞ্চয়ের প্রবৃত্তি√
c.মুমূর্ষু অবস্থা
d.আসন্ন বিপদ
৫৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশেফেব্রুয়ারি’র রচিয়তা -
শামসুর রহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী√
৫৯. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল
ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a.অগ্নিবীণা √
b.বিষের বাঁশি
c.দোলনচাঁপা
d.বাঁধনহারা
৬০. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’
গ্রন্থের রচয়িতা‒
a.রফিকুল ইসলাম
b.রশীদ করিম
c.মেজর জেনারেল সুখওয়ান্ত সিং√
d.কর্নেল সিদ্দিক মালিক
৬১।কোন বাক্যটি শুদ্ধ?
a.তাহার জীবন সংশয়পূর্ন
b.তাহার জীবন সংশয়ময়
c.তাহার জীবন সংশয়াপূর্ণ √
d.তাহার জীবন সংশয়ভরা
৬২। সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
a.বলাকা √
b.সোনার তরী
c.চিত্রা
d.পুনশ্চ
৬৩। বাংলা ছন্দ কত রকমের?
a.এক রকমের
b.দু রকমের
c.তিন রকমের √
d.চার রকমের
৬৪। কোনটি শুদ্ধ বানান?
a.দন্দ
b.দ্বন্দ
c.দ্বন্দ্ব √
d.দন্ব
৬৫। অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
a.অন্ত্যমিল আছে
b.অন্ত্যমিল নেই √
c.চরনের প্রথমে মিল থাকে
d.বিশ মাত্রার পব থাকে
66. The author suggests that rumors usually-
a) alarm their heareas
b) are hardly in their growth*
c) are disheartening
d) can be suppressed by censorship
67. Choose the correct sentence.
a) I asked Javed had he passed
b) I asked Javed if he had passed*
c) I asked Javed if you had passed
d) I asked Javed that had he passed
68. Choose the correct one.
a) Mispel
b) Misspell*
c) Mispell
d) Misspel
69. What is the time.......... your watch?
a) by*
b) in
c) at
d) with
70. Choose the correct answer.
a) Let he and you be witnesses
b) Let you and him be witnesses*
c) Let you and he be witnesses
d) Let you and he be witness
71. Anything "Pernicious" tends to injure or destroy. Something which has no such harmful effect is- a) innocuous*
b) innocent
c) immaculate
d) salutary
72. How many eggs have your hens ..... this month?
a) lain
b) laid*
c) lay
d) lied
73. What kind of man is quite the opposite type is "supercilious"?
a) Affable*
b) Haughty
c) Disdainful
d) Wicked
74. As they waited Rahim argued against war ........
a) while his brother discusses the effects of pollution
b) while his brother discussed the effects of pollution
c) while his brother was discussing the effects of pollution*
d) while his brother had discussed the effects of pollution
75. When a person says he is "all in" , it means-
a) He is very tired*
b) He has arrived
c) He has finished packing
d) He has got everything
76. A seventeen year old is not ...... to vote in an election
a) old enough*
b) as old enough
c) enough old
d) enough old as
77. All of the people at the AAME conference are-
a) Mathematic teachers
b) Mathematics teachers*
c) Mathematics teacher
d) Mathematic's teacher
78.What is the synonym of "Jovial"?
a) Jolly
b) Gay*
c) Jealous
d) Happy
79. The intellectual can no longer be said to live...... the margine of society. a) against
b) beyond*
c) inside
d) before
80. A reward has been announced for the employees who ...... hard.
a) have worked*
b) has worked
c) will be work
d) have had worked
81. "Boot leg" means to-
a) distribute
b) export
c) import
d) smuggle*
82. He fantasized ..... wining the lottery.
a) with
b) from
c) after
d) about*
83. The children studied in a classroom ....... windows were never opened. a) that
b) which
c) where
d) whose*
84. A person whose head is in the clouds is
a) proud
b) a day dreamer*
c) an aviator
d) useless
85. I thought that ....... was the last one.
a) the most prettiest of all
b) prettiest one of all
c) the prettiest one from all
d) the prettiest one of all*
৮৬. What is a poem of five lines called?
(ক)Limerick*
(খ)Haiku
(গ)Sextet
(ঘ) Quarto
৮৭. Who wrote ‘To a Skylark’?
(ক)Lord Byron
(খ)P.B Shelley*
(গ)S.T. Coleridge
(ঘ) Charles Lamb
৮৮. Caroline period in English literature refers to - ?
(ক)1603
(খ)1626*
(গ)1649
(ঘ) 1564
৮৯. Ernest Hemmingway wrote a novel relating to the Spanish Civil War. What is the name of the novel?
(ক)The sun also rises
(খ)The old man & the sea
(গ)A Farewell to Arms
(ঘ) For Whom the Bell Tolls*
৯০. The attribution of a personal nature or human characteristics to something non-human is known to be -
(ক)Metaphor
(খ)Simile
(গ)Personification*
(ঘ) Alliteration
৯১. Who is the protagonist of the tragedy ‘Hamlet’ -
(ক)Shakespeare
(খ)Hamlet*
(গ)King Hamlet
(ঘ) Claudius
৯২. The short story ‘A hunted house’ is written by -
(ক)Virginia Woolf *
(খ)Arthur Conan Doyle
(গ)Jonathan Swift
(ঘ) Oscar Wilde
৯৩. Which novel is relating to ‘Russian Revolution’ -
(ক)War and Peace
(খ)Animal Farm*
(গ)Good Earth
(ঘ) The Longest Journey
৯৪. ‘To err is human, to forgive is divine’- who wrote this?
(ক)Alexander Pope*
(খ)Shakespeare
(গ)Jonathan Swift
(ঘ) Ben Jonson
৯৫. Who wrote ‘Treasure Island’ - ?
(ক)Robert Louis Stevenson*
(খ)Arthur Conan Doyle
(গ)George Orwell
(ঘ) HG Well
৯৬. Jurassic Park is a 1990 science fiction novel written by
(ক)Jane Austin
(খ)Michael Crichton*
(গ)Virginia Wolf
(ঘ)William E. Bell
৯৭. What type of figurative language is being used in the following sentence?
‘It's going to take a thousand years to finish all this homework.’
(ক)Personification
(খ)Hyperbole *
(গ)Alliteration
(ঘ)Onomatopoeia
৯৮. ‘O heavy lightness! Serious vanity!’ – a quote from Romeo and Juliet by Shakespeare. Here ‘heavy lightness’ is an example of -
(ক)Paradox
(খ)Orthodox
(গ)Oxymoron *
(ঘ)Euphemism
৯৯. Who is the author of ‘Arabian Nights’?
(ক)Sir Richard Burton
(খ) Joseph Conrad
(গ)James Joyce
(ঘ)None of them*
(Note: Translator – Sir R. Burton, But the Actual writer of the book is unknown)
১০০. The novel ‘Sons & Lovers’ is written by -
(ক)DH Lawrence *
(খ) EM Forster
(গ)Toni Morison
(ঘ)William Somerset Maugham
১০১. প্রথম ডিজিটাল কম্পিউটার ‘মার্ক – ১’ কে নকশা করেন?
(ক) Charles Babbage
(খ) Haward H. Aiken *
(গ)John von Neumann
(ঘ) None of them
১০২. Which one is the characteristic of 2nd generation computer?
(ক) Use of Mercury delay line
(খ) Use of Transistor*
(গ) Use of vacuum tube
(ঘ) All the above
১০৩. Which one is not an element of the IPOS cycle?
(ক) Input(খ) Output
(গ) Operating System (ঘ) Application software*
১০৪.Which one can be used as both as input & output device?
(ক) Modem
(খ) Touch Screen
(গ) Digital Camera
(ঘ) All of the avobe *
১০৫. ‘বিক্রয়.কম’ কবে থেকে চালু হয়?
(ক) ২০১৪(খ) ২০১১
(গ) ২০১২*(ঘ) ২০১৩
১০৬. নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
(ক)Oracle
(খ)Quattro Pro*
(গ)Corel Paradox
(ঘ) 4D
১০৭. Bus Topology কত ধরনের?
(ক) ২* (খ) ৩
(গ) ৫ (ঘ) ৭
১০৮. কম্পিউটারের পাওয়ার বাটনে চাপ দিলে নিচের কোনটি আগে চালু হবে?
(ক) ROM-BIOS*
(খ) Windos
(গ) the Processor
(ঘ) Operating System
১০৯. IPX
(ক) Internet Package Exchange *
(খ) Internet Provider Exchange
(গ) Internet Package Exclusion
(ঘ) Internet Provider Exchange
১১০. টুইটার কবে চালু হয় ?
(ক) ২০০৪ (খ) ২০০৬* (গ) ২০১০ (ঘ) ২০১১
১১১. তথ্য প্রযুক্তিতে নিচের কোনটি ভাইরাস ?
(ক) AIDS* (খ) Hepatitis B
(গ) Influenza (ঘ) কোনটিই না
১১২.If the input to a NOT gate is A and the output is X, then
(ক)X = A(খ)*
(গ)X = 0(ঘ) None of the above
১১৩. Which one is the latest Operating system for Andriod Mobile phones?
(ক) Oreo
(খ) Marshmallow
(গ) Lollipop
(ঘ) Pie*
১১৪. Wi-Max নিচের কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে?
(ক) 802.11a
(খ) 802.11b
(গ) 802.16*
(ঘ) 802.11.16
১১৫. ক্লউড কম্পিউটিং এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
(ক) ২০০৫ সাল থেকে এ সেবা চালু হয়
(খ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা দেয়
(গ) সর্ব প্রথম এর মাধ্যমে সেবা দেয় আলিবাবা.কম*
(ঘ)এর ৩ টি মডেল আছে।
১১৬. জেনারেটর ----
ক)তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে
খ)তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে
গ)যান্তিক শক্তিকে তড়িৎ শক্তিতে√
ঘ)তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে
১১৭.সাধারণত ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়????
ক)তামার দন্ড ও দস্তার দন্ড খ)তামার পাত ও দস্তার পাত গ)কার্বন কৌটা ও দস্তার দন্ড ঘ)কার্বন দণ্ড ও দস্তার কৌটা√
১১৮.কাজ করার হারকে বলে---
ক)শক্তি
খ)কাজ
গ)ক্ষমতা√
ঘ)বল
১১৯.ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলা হয়??
ক)নি:শ্বাস খ)প্রশ্বাস √
গ)শ্বাস ত্যাগ ঘ)কোনটি নয়
১২০.রক্তে হিমোগ্লোবিনের কাজ কি??
ক)রোগ প্রতিরোধ করা
খ)রক্ত জমাট বাধতে সাহায্য করা
গ)অক্সিজেন পরিবহন করা√
ঘ)উপরের সবগুলো
১২১.কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে??
ক)ব্রোমিন খ)পারদ √
গ)জেনন ঘ)ক+খ
১২২.ফলগাছ চাষাবাদ সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয়??
ক)Fruitology
খ)Olericulture
গ)Pomology √
ঘ)Floriculture
১২৩.টুথপেস্টের প্রধান উপাদান-----
ক)সাবান ও পাউডার√
খ) সাবান ও ফ্লোরাইড গ)ফ্লোরাইড ও ক্লোরাইড
ঘ)জেলী ও মশলা
১২৪. ধ্রুবতারা দেখা যায়----
ক)উত্তর গোলার্ধে √
খ)দক্ষিন গোলার্ধে
গ)পূর্ব গোলার্ধে
ঘ)পশ্চিম গোলার্ধে
১২৫.বাংলাদেশ পরমানু শক্তিকমিশন গঠিত হয় কোন সনে??
ক) ১৯৭২ খ)১৯৭৩ √
গ)১৯৭৪ ঘ)১৯৯৬
১২৬.গাছের খাদ্য তালিকায় থাকে---
ক)N,P,K,S,AL খ)Na,P,K,S,Zn
গ)N,B,K,S,AL ঘ)N,P,K,S,Zn√
১২৭.বিজারন বিক্রিয়ায় কি ঘটে?
ক)ইলেক্ট্রন গ্রহন√
খ)ইলেক্ট্রন আদান প্রদান
গ)ইলেক্ট্রন বর্জন।
ঘ)শুধু তাপ উৎপন্ন হয়
১২৮.কোনটি বেশি স্থিতিস্থাপক??
ক)রবার খ)ইস্পাত√
গ)কাচ ঘ)পানি
১২৯.নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়--
ক)ধমনীর ভিতর দিয়ে√
খ)শিরার ভিতর দিয়ে
গ)ক+খ ঘ)ল্যাক্টিয়ালের ভিতর দিয়ে
১৩০.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম??
ক)ইট খ)লোহা
গ)পানি ঘ)বাতাস√
১৩১. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
a) 9
b) 10
c) 11
d) 12√
১৩২. ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে,খ একা কাজটি পারবে-
a) ২৫ দিনে
b) ৩০ দিনে√
c) ৩৫ দিনে
d) ৪০ দিনে
১৩৩. (√3.√5)^4-এর মান কত?
a) 30
b) 60
c) 225√
d) 15
১৩৪. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমান টাকা আয় করবে-
a) ৫দিনে
b) ৪ দিনে√
c) ৬ দিনে
d) ৩ দিনে
১৩৫. .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
a) ৫০%√
b) ৩০%
c) ৩৩%
d) ৩১%
১৩৬. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১, দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
a) ২লিটার√
b) ৪ লিটার
c) ৬লিটার
d) ১০ লিটার
১৩৭. .পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা,মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
a) ৯বছর
b) ১৪বছর
c) ১৫ বছর
d) ১৮ বছর√
১৩৮. ১৩ সে মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
a) ২৪সেমি√
b) ১৮ সে মি
c) ১৬ সে মি
d) ১২ সে মি
১৩৯. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
a) ১৫৬বঃফুঃ
b) ১৬৪বঃফুঃ
c) ১২৮ বঃ ফুঃ√
d) ২১৮ বঃ ফুঃ
১৪০. x^2-y^2+2y-1 এর একটি উৎপাদক-
a) x+y+1
b) x-y
c) x+y-1√
d) x-y-1
১৪১. যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে-√P
a) একটি স্বাভাবিক সংখ্যা
b) একটিপূর্ণসংখ্যা
c) একটি মূলদ সংখ্যা
d) একটি অমূলদ সংখ্যা√
১৪২. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-
a) 5
b) 3√
c) 4
d) 7
১৪৩. কোন সংখার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে, সংখাটি কত?
a) ৫৩
b) ৬৩
c) ৩৬√
d) ৩৫
১৪৪. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
a) ১০ঘণ্টা
b) ৫ ঘণ্টা
c) ৬ ঘণ্টা√
d) ৮ ঘণ্টা
১৪৫. ১,৩,৬,১০,১৫,২১,.....¬.... ধারাতির ১০ম পদ-
a) ৪৫
b) ৫৫√
c) ৬২
d) ৬৫
১৪৬. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
a) ৩
b) ২২/৭√
c) ২৫/৯
d) প্রায় ৫
১৪৭. ১ মিটার কত ইঞ্চির সমান
a) ৩৯.৪৭ইঞ্চি
b) ৩৭.৩৯ ইঞ্চি
c) ৩৯.৩৭ ইঞ্চি√
d) ৩৭.৪৯ ইঞ্চি
১৪৮. ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে ?
a) ৫০০ টাকা
b) ৬০০ টাকা
c) ৪৫০ টাকা√
d) ৬৫০ টাকা
১৪৯. যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় , তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় ?
a) 6
b) 9√
c) 12
d) 10
১৫০. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত?
a) 98 মিটার
b) 96 মিটার√
c) 94 মিটার
d) 92 মিটার
১৫১. x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?
a) 2
b) 4
c) 0√
d) 6
১৫২. x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর গ.সা.গু কত?
a) x-5√
b) x-6
c) x2+x+3
d) x2-x+3
১৫৩. 1+2+3+4+........99 = কত?
a) ৪৬৫০
b) ৪৭৫০
c) ৪৪৫০
d) ৪৯৫০√
১৫৪. log2+log4+log8+.....¬.ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
a) 45 log2
b) 55 log2√
c) 65 log2
d) 75 log2
১৫৫. একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
a) 14
b) 16√
c) 18
d) 20১৫৬. x+y=6 এবং xy=8 হলে (x-y)^2 এর মান কত ?
a) 4√
b) 6
c) 8
১৫৭. ০.১ এর বর্গমূল কত?
a) ০.১
b) ০.০১
c) ০.২৫
d) কোনটিই নয়√
১৫৮. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৬ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
a) ১০০ মিনিট
b) ১০২ মিনিট√
c) ১১০ মিনিট
d) ১১২ মিনিট
১৫৯. একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
a) ১১ টাকা√
b) ১২ টাকা
c) ১২.৫০ টাকা
d) ১৩ টাকা
১৬০. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়?
a) ১৩, ৭৭, ৯১, ১৪৩√
b) ৭, ২২, ২৬, ৯১
c) ২৬, ৭৭, ১৪৩, ১৫৩
d) ২, ৭, ১১, ১৩
১৬১. ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম-
ক. টিপিপি ১
খ. টিপিপি ১২
গ. টিপিপি মাইনাস ১
ঘ. টিপিপি ১২ মাইনাস ওয়ান√
১৬২. ডোকলাম উপত্যকা যে দেশের সাথে সংযুক্ত-
ক. ভারত-নেপাল-চীন
খ. ভারত-মালদ্বীপ-চীন
গ. ভারত-ভুটান-চীন√
ঘ. ভারত-বাংলাদেশ-চীন
১৬৩. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ছিলেন?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার√
গ. নিক্সন
ঘ. রোনাল্ড রিগান
১৬৪. রোহিঙ্গা ইস্যুতে যে দেশের গণআদালতের রায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে-
ক. তুরস্ক
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়শিয়া√
ঘ. সৌদি আরব
১৬৫. নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
ক. ABM
খ. SALT-1
গ. SALT-2√
ঘ. START-1
১৬৬. আলেকজান্দ্রিয়া শহরটি যে সমুদ্রের তটে অবস্থিত-
ক. আরব সাগর
খ. দক্ষিণ চীন সাগর
গ. ভু-মধ্যসাগর√
ঘ. বঙ্গপো সাগর
১৬৭. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
ক. ডেনমার্ক√
খ. লুক্সেমবার্গ
গ. গ্রিস
ঘ. আয়ারল্যান্ড
১৬৮. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কাঠমান্ডু
খ. ইসলামাবাদ
গ. ঢাকা√
ঘ. নয়াদিল্লী
১৬৯. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
ক. রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার
খ. জর্জ বুশ ও টনি ব্লেয়ার
গ. জিমি কার্টার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ
ঘ. রুজভেল্ট ও চার্চিল√
১৭০. ২১ তম বিশ্বকাপ ফুটবলে কতটি মুসলিম দেশ অংশগ্রহণ করে?
ক. ৮ টি
খ. ৭টি√
গ. ৬ টি
ঘ. ৯ টি
১৭১. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়-
ক. ১২ আগস্ট, ১৯২৭
খ. ২৭ আগস্ট, ১৯২৮√
গ. ৩ নভেম্বর, ১৯২৮
ঘ. ৫ জানুয়ারি, ১৯২৯
১৭২. ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষার নাম-
ক. স্প্যানিশ
খ. ফ্রেন্স
গ. পর্তুগিজ √
ঘ. ইংরেজি
১৭৩. নয়া আন্তর্জাতিক অর্থনীতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে গৃহীত হয়?
ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ√
১৭৪. HUBBLE TELESCOPE এর ত্রুটি সংশোধনকল্পে কোন নভোযানে নভোচারীগণকে মহাশূন্যে প্রেরণ করা হয়েছিল?
ক. ENDEAVOUR√
খ. CHALLENGER
গ. PATHFINDER
ঘ. APOLLO
১৭৫. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়?
ক. প্রথম সোমবার√
খ. দ্বিতীয় সোমবার
গ. তৃতীয় সোমবার
ঘ. চতুর্থ সোমবার
১৭৬. ইরান-ইরাক যুদ্ধ বিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনির নাম?
ক. UNIMOG
খ. UNGOMAP
গ. UNFPA
ঘ. UNIIMOG√
১৭৭. ইউনিডো (UNIDO) এর প্রধান কার্যালয়-
ক. টোকিও
খ. প্যারিস
গ. নিউ ইয়র্ক
ঘ. ভিয়েনা√
১৭৮. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. বৃটেন
খ. ফ্রান্স√
গ. তুরস্ক
ঘ. স্পেন
১৭৯. সুইজারল্যান্ড কখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ৩০ আগস্ট, ২০০২
খ. ৭ অক্টোবর, ২০০২
গ. ১০ সেপ্টেম্বর, ২০০২√
ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
১৮০. 'Club of Vienna' কি?
ক. অস্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
খ. পশ্চিম ইউরোপের প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
গ. একটি বিশ্ব উন্নয়নমূলক গবেষণা প্রতিষ্ঠান
ঘ. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন√
১৮১। আকাশের কোনদিকে ছায়াপথ দেখা যায়?
ক) পূর্ব-পশ্চিমে
খ) উত্তর-দক্ষিণে ♪
গ) দক্ষিণ-পশ্চিমে
ঘ) উত্তর-পশ্চিমে
১৮২। ছায়াপথ হলো-
ক) গ্যালাক্সির বৃহৎ অংশ
খ) গ্যালাক্সির ক্ষুদ্র অংশ ♪
গ) গ্যালাক্সির গোল অংশ
ঘ) গ্যালাক্সির মাঝারি অংশ
১৮৩। GIS-এর পূর্ণরূপ কী?
ক) Globalization Information System
খ) Geographical Information Sunvey
গ) Geographical Information System ♪
ঘ) Global Indintity System
১৮৪। পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
ক) পূর্ব থেকে পশ্চিমে
খ) পশ্চিম থেকে পূর্বে ♪
গ) উত্তর থেকে দক্ষিণে
ঘ) দক্ষিণ থেকে উত্তরে
১৮৫। ভূমির মাটির বর্ণের?
ক) লাল
খ) বাদামী
গ) ধূসর
ঘ) ধূসর ও লাল ♪
১৮৬। বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে?
ক) পঞ্চাশ হাজারেরও বেশি
খ) এক লক্ষেরও বেশি ♪
গ) দুই লক্ষেরও বেশি
ঘ) তিন লক্ষেরও বেশি
১৮৭। নোয়াখালী, ফেনী কোন সমভূমির অন্তর্ভূক্ত?
ক) পাদদেশীয় সমভূমি
খ) বন্যা প্লাবন সমভূমি
গ) ব-দ্বীপ সমভূমি
ঘ) উপকূলীয় সমভূমি ♪
১৮৮। বাংলাদেশের বনভূমিকে প্রধান তিনটি শ্রেণিতে সাধারণত বিভক্ত করা হয়। এক্ষেত্রে ভিত্তি কী?
ক) জলবায়ু ♪
খ) ভূপ্রকৃতি
গ) নদীবিন্যাস
ঘ) জনহীনতা
১৮৯। কোনটি ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ?
ক) হিজল
খ) সেগুন
গ) সুন্দরী ♪
ঘ) গামারি
১৯০। আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে?
ক) হরপ্পা
খ) মহেঞ্জোদারো
গ) সমরকন্দ ♪
ঘ) কোনোটিই নয়
১৯১। মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহন করা যায় তার মধ্যে অন্যতম হল-
ক) পারিবারিক মূল্যবোধ
খ) নৈতিকতার মূল্যবোধ ♪
গ) ব্যক্তিগত মূল্যবোধ
ঘ) রাজনৈতিক মূল্যবোধ
১৯২। মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে__।
ক) শাসন বিভাগ
খ) গনতন্ত্র ♪
গ) সরকার
ঘ) সংসদ
১৯৩। আধুনিক বিশ্ব যে ধরনের মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে-
ক) ব্যক্তিগত মূল্যবোধ ♪
খ) পারিবারিক মূল্যবোধ
গ) সামাজিক মূল্যবোধ
ঘ) রাজনৈতিক মূল্যবোধ
১৯৪। সরকার ও জনগনের মধ্যে আয়নার মতো কাজ করে-
ক) জনগণ
খ) রাষ্ট্র
গ) আমলা
ঘ) সংবাদ মাধ্যম ♪
১৯৫। প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায়-
ক) সামাজিক মূল্যবোধ
খ) রাজনৈতিক মূল্যবোধ
গ) ব্যাক্তিগত মূল্যবোধ ♪
ঘ) সবগুলো
১৯৬। ই-গভরনেন্স এর প্রয়োজন হয় মূলত-
ক) বিচার বিভাগ প্রতিষ্ঠায়
খ) সু-শাসন প্রতিষ্ঠায় ♪
গ) শাসন বিভাগ প্রতিষ্ঠায়
ঘ) জবাবদিহিতার জন্য
১৯৭। আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল-
ক) রাজনৈতিক প্রথা
খ) পারিবারিক প্রথা
গ) সামাজিক প্রথা ♪
ঘ) কোনটিই নয়
১৯৮। ব্যক্তিগত মূল্যবোধ যে বিষয়টিকে লালন করে-
ক) মানসিকতা
খ) ব্যক্তিত্ব
গ) সিদ্ধান্ত
ঘ) স্বাধীনতা ♪
১৯৯। সুশাসনের অন্যতম প্রতিবন্ধক নয় কোনটি?
ক) আইনের অভাব
খ) গনতান্ত্রিক চর্চার অভাব
গ) দুর্নীতি
ঘ) জবাবদিহিতা ♪
২০০। সুশাসনের একপক্ষ সরকার অন্যপক্ষ-
ক) জনগন ♪
খ) গনমাধ্যম
গ) বিচার বিভাগ
ঘ) শাসন বিভা