বিসিএস লিখিত।
একদম নতুনদের উদ্দেশ্যে।
প্রিলিতে টিকার পর স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এবার আকাশ থেকে নামুন। পড়ার টেবিলে বসুন। কয়টা মাস মুরগির মতো ডিম নিয়ে বসে পড়ুন। (হাসবেন না, সত্যি বলছি। )ডিমে তা না দিলে বাচ্চা ফোটার সম্ভাবনা শুণ্য। পড়ার রুটিন করুন, পড়ুন। অন্তত ১০/১২ ঘন্টা।
২০ হাজার প্লাস লিখিত পরীক্ষা দিবে। এখানে কতজন টিকাবে এমন কোনো নিয়ম নেই। আপনি ৪৫০+ পেলেই ভাইবা দিতে পারবেন। কিন্তু ৪৫০ কোনভাবেই যথেষ্ট নয় ক্যাডার পাবার জন্য। অর্থাৎ আগে থেকেই কাটমার্ক্স ৪৫০ নির্ধারিত।
ধরুন আপনি এডমিন ক্যাডার পেতে চান পোস্ট ২০০!
আপনাকে লিখিত+ ভাইবার নাম্বার যোগ করে এই ২০০ জনের ভিতরে থাকতে হবে।
আর ৪০তম বিসিএস শুনলাম বয়সের জন্য নাকি কোটা এপ্লাই করা হয়েছে। তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা মুক্ত নিয়োগ হবে। পিএসসির সম্মানিত চেয়ারম্যান স্যার অবশ্য কোটা মুক্ত নিয়োগ এর কথা বলেছেন।
ধরুন ১২০০০ ভাইভা দিবে। জেনারেল পোস্ট ৫০০!
জেনারেল -৪০০০
বোথ ক্যাডার-৫০০০
ট্যাকনিক্যাল/ প্রফেশনাল -৩০০০
ভাইভার পাশ নাম্বার ১০০!!!
জেনারেল আর বোথ এই ৫০০ পোস্টের উপর ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ ৯০০০ মিলে যুদ্ধ করবে।
এদের মধ্যে ৫০০ জন্য ভাগ্যবান যোদ্ধা জেনারেল ক্যাডার পাবে। বোথের ৫০০০ এর মধ্যে কেউ কেউ প্রফেশনাল / ট্যাকনিক্যালও ক্যাডার পাবে।
বাকিরা নন ক্যাডার।
The job is so tough....
"Difficulties in your life do not come to destroy you,but to help
you realise your hidden potential and power.Let difficulties
know that you too are difficult "
-Dr. A.P.J. Abdul Kalam.
এটা শুধু বিসিএস স্বপ্নচারীদের জন্য!
#BCS_Written_Book_List:->>>
#বাংলা :(২০০ নম্বর)
(সময় ৪ ঘন্টা, ১০০ নাম্বার এর জন্য ৩ ঘন্টা)
★ব্যাকরণ
১। দর্পণ --সৌমিত্র শেখর (খুবই ভাল)
২। সমর সেনের বাগধারার বই
৩। প্রফেসর'স ব্যাকরণ অংশ
★সাহিত্য
১। এসিউরেন্স গাইড+ প্রফেসরের গাইড
২। শীকর গ্রন্থ সমালোচনা - মোহসীনা
নাজিলা
৩। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা --- সৌমিত্র শেখর (প্রিলির)
★অনুবাদ -
ইংরেজি অনুবাদ অংশ প্র্যাকটিস করলেই বাংলার জন্য পারবেন,!
#ইংরেজি :(২০০ নম্বর)
(সময় ৪ ঘন্টা )
★গ্রামার
১। A text Book of Advanced Functional English - Mahiuddin & Kashem
২। Millers Guide
Assurance Guide
★Translation & Essay
১। Millers + Assurance Guide
২।English newspaper --- The daily star (specially Editorial. part)
৩। বাংলা পত্রিকা (প্রথম আলো /অন্যান্য ---সম্পাদকীয়)
বিভিন্ন গ্রুপের অনুবাদ সংগ্রহ করে রাখুন যেমন - Zakir's BCS Special
#গণিত ও #মানসিক_দক্ষতা : (৫০+৫০= ১০০ নম্বর)
(সময় ৩ ঘন্টা, মানসিক -১ ঘন্টা, লিখিত ২ ঘন্টা )
১। oracle গাইড
২। গণিত - ৯ম-১০ম
৩। উচ্চতর গণিত - ৯ম-১০ম ( সিলেবাসের প্রদেয় অধ্যায়)
,
#বাংলাদেশ_বিষয়াবলি: (২০০ নম্বর)
(সময় ৪ ঘন্টা )
১। Assurance guide + Professor guide
২। বাংলাদেশ ও বিশ্বপরিচয়- ৯ম-১০ম
৩। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ( ৯ ম -১০ ম
৪। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯
৫।বাংলাদেশের সংবিধান -- আরিফ খান
৬।সংবাদ পত্র - নিয়মিত গুরুত্ববহ কলাম কাটিং
৭। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস -- আবু দেলোয়ার স্যার
,
#আন্তর্জাতিক_বিষয়াবলি:(১০০ নম্বর)
(সময় ৩ ঘন্টা )
১। Assurance + Professor guide
২। আন্তর্জাতিক সংগঠন ও বিষয়াবলি- আবদুল হাই
৩। রাজনীতির ১০০ বছরের ইতিহাস -- তারেক শামসুর রেহমান
৪। রাজনীতি কোষ -- হারুনুর রশিদ
৫।নিয়মিত পত্রিকার আন্তর্জাতিক অংশ কাটিং
,
#বিজ্ঞান ও #প্রযুক্তি:(১০০ নম্বর)
(সময় ৩ঘন্টা )
১। ওরাকল গাইড
২। বিজ্ঞান - ৯ম-১০ম
৩।কম্পিউটার (৯-১০) এবং ইন্টারমিডিয়েট ICT..
৪। পদার্থ ৯-১০( সিলেক্টেড অধ্যায়)
#নোট সাধারণত আন্তর্জাতিক আর গণিত পরীক্ষা এক দিনে হয়। সকালে গণিত, বিকালে আন্তর্জাতিক।।
#সহায়ক :
🌸🌸🌸 ডাইজেস্ট---এসিউরেন্স/ মিলার্স 🌸🌸🌸
★কারেন্ট এফেয়ার্স গত একবছরের
★সম্পাদকীয় সমাচার
★ সিনিয়র ক্যাডারদের নোট সংগ্রহ
★ বিভিন্ন স্বনামধন্য ওয়েব সাইট (বিশ্ব + জাতীয়) যেমন বাংলাদেশের "জাতীয় তথ্য বাতায়ন "
[[[[[ক্ষুদ্র জ্ঞানে তথ্যগুলি কারো উপকারে আসলে ধন্য হবো।। ]]]]]
শাকিল আল-আমিন
৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত।