## কবি/ সাহিত্যেকদের প্রথম গ্রন্থঃ-
# রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস?
উঃ বউ ঠাকুরানী হাট, ১৮৭৭ সাল।
# রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা?
উঃ হিন্দু মেলার উপহার, ১২৮১ বঙ্গাব্দ।
# রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প?
উঃ ভিখারিনী, ১৮৭৪ সাল।
# রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক?
উঃ রুদ্রচন্ড, ১৮৮১ সাল।
# রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য?
উঃ বনফুল, ১২৮২ বঙ্গাব্দ।
# কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস?
উঃ বাধঁন হারা, ১৯২৭ সাল।
# কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা?
উঃ মুক্তি, ১৩২৬ বঙ্গাব্দ।
# কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য?
উঃ অগ্নিবীণা, ১৯২২ সাল।
# কাজী নজরুল ইসলামের প্রথম নাটক?
উঃ ঝিলিমিলি, ১৯৩০ সাল।
# কাজী নজরুল ইসলামের প্রথম গল্প?
উঃ হেনা, ১৩২৬ বঙ্গাব্দ।
# কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প?
উঃ বাউন্ডেলের আত্মকাহিনী, ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
# প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস? 1
উঃ আলালের ঘরের দুলাল ১৮৫৮ সাল।