#শব্দার্থ (যা পরীক্ষায় আসে)
০১. আহব - যুদ্ধ।
০২. অভিরাম - সুন্দর।
০৩. আকাল - দুর্ভিক্ষ।
০৪. কুণ্ডুয়ান - কুণ্ডলী পাকান।
০৫. শম - শান্তি।
০৬. মার্জার - বিড়াল।
০৭. কপোল-গণ্ডদেশ।
০৮. শিষ্টাচার - সদাচার।
০৯. অভিনিবেশ - মনোযোগ।
১০. নির্মোক - সাপের খোলস।
১১. গণ্ডগ্রাম - বৃহৎ গ্রাম।
১২. শ্বশ্রু - শাশুড়ি।
১৩. শ্মশ্রু - গোঁফদাড়ি।
১৪.প্রথিত - বিখ্যাত।
১৫. জঙ্গম - গতিশীল ।
১৬. প্রাকৃত - স্বাভাবিক।
১৭. বিরাগী - উদাসীন।
১৮. কেওয়াট - কপাট।
১৯. বহুব্রীহি - বহু ধান।
২০. অপলাপ - অস্বীকার।
২১. বামেতর - ডান।
২২. কনক - স্বর্ণ।
২৩. দিনমণি - সূর্য।
২৪. কিরীট - মুকুট।
২৫. কিরীটিনী - মুকুট ভূষিত।
২৬. হেমহর্ম - স্বর্ণনির্মিত অট্টালিকা।
২৭. আবিল - কলুষিত।
২৮. শৃঙ্গধর - পর্বত।
২৯. অহি - সাপ।
৩০. অবলেপে - সগর্বে; সদর্পে।
৩১. কৌমুদি - জোৎস্না।
৩২. কুমুদ -পদ্ম।
৩৩. কুঞ্জর - হাতি।
৩৪. সাদী - অশ্বরোহী সেনা।
৩৫. শূর - বীর।
৩৬. মকর - সমুদ্র।
৩৭. প্রভঞ্জ - প্রবল বায়ু।
৩৮. নিগর - শৃঙ্খল।
৩৯. বীতংস - পাখি ধরার ফাঁদ।
৪০. ভাল - কপাল।
৪১. বারীন্দ্র - সমুদ্র।
৪২. সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৪৩. মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৪৪. সংহতি - সংযোগ সাধন।
৪৫. নীবার - উড়িধান;তৃণধান্য।
৪৬. ঈদৃশ - এই রকম।।
৪৭. মাদৃশ - আমার মতো।
৪৮. তাদৃশ - সে রকম।
৪৯. সমীপবর্তিনী - নিকটবর্তী হয়েছে এমন নারী।
৫০. আতপ - সূর্যকিরণ।
৫১. শোণিত - রক্ত।
৫২. আধার - আশ্রয়।
৫৩. প্রসবণ - ঝরনা।
৫৪. নিনাদ - শব্দ।
৫৫. নীপবৃক্ষ - কদম গাছ।
৫৬. রসাল - আম।
৫৭. বারিধি - সমুদ্র।
৫৮. আততায়ী - গুপ্তঘাতক।
৫৯. চরিতার্থ - সফল।
৬০. জণয়িতা - জন্মদাতা।
৬১. অন্তরায় - বাঁধা।
৬২. জিগর - হৃদয়,প্রাণ,মন।
৬৩. আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৪. মীনসন্তান - মাছ।
৬৫. ধোঁয়াশা - ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল।
৬৬. কল্কি - তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র বা ছিলিম।
৬৭. পাটাতন - নৌকা বা জাহাজের কাঠের মেঝে
৬৮. জনান্তিকে - সংগোপনে; জনগনের আড়ালে।
৬৯. পতঞ্জলি - পাণিনি ব্যাকরণের ভাষ্যকার।
৭০. ওয়াগণ - মালগাড়ি।
☞ ক্লান্ত হলে কিন্তু চলবে না...!!
৭১. আরক্ত - লালচে।
৭২. পাণিনি - বিখ্যাত বৈয়াকরণ।
৭৩. বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭৪. রায়ট - দাঙ্গা।
৭৫. এল নিনিও - খুদে শিশু।
৭৬. উন্নত দেশ - Developed country|
৭৭. উন্নয়নশীল দেশ - Developing country।
৭৮. স্বল্পোন্নত দেশ - least Developed country|
৭৯. আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৮০. সৎকার - সমাদর; আপ্যায়ন।
৮১. বহিত্র - নৌকা।
৮২. অদ্রি - পর্বত।
৮৩. শরণি - সড়ক,পথ ,রাস্তা।
৮৪. দামিনী - বিদ্যুৎ।
৮৫. জলধি - সমুদ্র।
৮৬. নিপাত - পতন।
৮৭. হায়দর - ব্যাঘ্র, সিংহ।
৮৮. কোহিনূর - সুবিখ্যাত হীরকখণ্ড।
৮৯. বিবর্ধন - উত্তেজনা।
৯০. বিরাগী - উদাসীন।
৯১.বেসাতি - কেনা বেচা।
৯২. কুক্কুট - মুরগী।
৯৩. বীচী - তরঙ্গ।
৯৪. আভরণ - অলংকার।
৯৫. শীকর - জলকণা।
৯৬. শীল - চরিত্র।
৯৭. খপোত - উড়োজাহাজ।
৯৮. রাতুল - লাল।
৯৯. নির্বন্ধ - বিধান।
১০০. শম্বর - হরিণ।
১০১. গোকুল - গরু জাতি।
১০২. মকমক - ব্যাঙের ডাক।
১০৩. পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
১০৪. কুম্ভলিক - অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায়।
১০৫. সম্যক - সর্বতোভাবে, পরিপূর্নরূপে
১০৬. অভিধান- শব্দার্থ।
১০৭. গবাক্ষ - জানালা।
১০৮. মার্তন্ড - সূর্য।
১০৯. উর্ণনাভ - মাকড়সা।
১১০. ওদন - ভাত।
.
#collected