কথা সাহিত্যিক রিজিয়া রহমানের প্রকাশিত প্রথম গ্রন্থ—
#অগ্নি_স্বাক্ষরা
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হলো—
#ঘর_ভাঙা_ঘর,
#উত্তর_পুরুষ,
#রক্তের_অক্ষর,
#বং_থেকে_বাংলা।
রিজিয়া রহমান #অভিবাসী_আমি ও
#নদী_নিরবধি নামে দুটি আত্মজীবনী লিখেছেন।
উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন রিজিয়া রহমান। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।