বিসিএস প্রিলির জন্য ইংরেজিকে তিন ক্যাটাগরিতে ভাগ করবেন। এই তিন ক্যাটাগরি হল--
১) Vocabulary base
২) Grammar base
৩) Literature base
#Vocabulary base-এ ২/৩/৪ নাম্বার Vocabulary, phrase & Idom অাসতে পারে। Phrase এর জন্য কেবল বিগত বিসিএস Written এর টা পড়লে হবে কমন পাবেন। সাথে Chowdhury & Hossain বই থেকেও phrase & idoms পড়বেন। অার Vocabulary-তে ভালো করতে হলে প্রতিদিন The daily star ও Bangladesh Observer Editorial কলাম পড়তে হবে। পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ বা অানকমন Vocabulary নিজের নোট বুকে টুকে রাখতে হবে। যদি অনধিক ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস অাগে থেকে থাকলে সেটা অাপনার ব্যক্তিগত ব্যাপার। পাশাপাশি বিগত ১০ম-৪০তম বিসিএস প্রিলি কিংবা ১০তম-৩৮তম লিখিত পরীক্ষায় অাসা Vocabulary শেষ করতে হবে। অাপনি ইংরেজির জন্য যে বইটা ইতোমধ্যে কিনে ফেলেছেন সেই বই থেকে বিগত বিভিন্ন মন্ত্রণালয়, পিএসসির নন-ক্যাডার কিংবা ব্যাংকের অাসা Vocabulary'ও শেষ করতে হবে। ভেবেছেন এতগুলো কখন পড়ব? জ্বি পড়তে হবে। বিসিএসে অাসুক কিংবা না অাসুক একজন বিসিএসের ক্যান্ডিডেট হিসেবে অন্ততপক্ষে এগুলো দেখলে মনে স্বস্তি অাসবে। তবে Vocabulary ক্ষেত্রে একটা গোপন কথা বলে রাখি, Vocabulary জন্য বাজার থেকে বই না কিনে প্রতিদিন The daily star editorial কলাম থেকে Important Vocabulary নোট করে পড়লে ৯৯% কমন পাবেন। অামি এভাবে করে ফলাফল পেয়েছি। সুতরাং এত Vocabulary পড়ার দরকার নেই। বিগত বিসিএস+ব্যাংক+নন-ক্যাডার থেকে পড়লে হবে। চাইলে অামার গ্রুপ The practice of English translation থেকেও চর্চা করতে পারেন।
#Grammar base-এই কনসেপ্টে কম হলেও ১১/১২/১৩ নাম্বার অাসবে। অর্থাৎ Vocabulary ও Grammar মিলেমিশে ২০ নাম্বার অাসবেই। Grammar এর জন্য ৯ম/১০ম শ্রেণির Advance Learners সাথে Young Learners Grammar বই পড়লে এনাফ। এত হাই লেভেলের Grammar বই ইংরেজির উপর পিএইচডি করা গবেষকদের জন্য লাগে বিসিএসেরর জন্য নয়। সাথে নিজেকে যাচাই করতে Professor's এর English For Competitive Exam পড়লে হবে। Parts of speech এর কনসেপ্ট ক্লিয়ার রাখা বাঞ্ছনীয়। মোট কথা যে বই থেকে হজম করতে পারবেন সেই বইই বেস্ট। তবে মনে রাখবেন ইংরেজিতে ২০ নাম্বারে ১৮/১৭ নাম্বার তোলা সম্ভব। সেক্ষেত্রে বেশি বেশি করে পড়তে হবে অাপনাকে। না পড়ে কীভাবে বুঝবেন বলুন?
# Literature base-এ ১৫ নাম্বার অাসবে। এই অংশে ভালো করতে হলে প্রথমে Important দেখে অর্থাৎ বিগত ৩৫তম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ ৪০তম বিসিএসের প্রশ্ন ফলো করে মোট ৩০ জন কবি ও সাহিত্যিকদের নাম একটি নোট খাতায় লিখে রাখতে হবে। এদের উক্তি ও Literature term গুলো ভালো করে পড়তে হবে। এই ৩০ জন কবি সাহিত্যিকদের কর্মগুলো অাস্তে অাস্তে সার্কুলার অাসার অাগে অর্ধেক শেষ করতে হবে। যদি পড়তে পড়তে এই ৩০ জনের কর্মগুলো শেষ হয় তখন চাইলে অারো এড করতে পারেন বাড়তি সুবিধার জন্য। অর্থাৎ যত বাড়তি পড়বে ততই সুবিধা পাবেন। Literature অংশের জন্য জর্জ Mp3 English Literature ও অ্যাসিওরেন্স ডাইজেস্ট থেকে শুধু Literature অংশ পড়লে অার কোনো বই দরকার পড়েনা। সুতরাং একাধিক বই না পড়ে Mother of the best book থেকে অাদ্যেপান্ত সব পড়লে এনাফ।
#কিছু কথাঃ
বিসিএসের পড়া বিসিএসের মতই হতে হবে। সুতরাং প্রাইমারি স্কুলের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে বিসিএসের অাশা কখনো করবেন না। বড় স্বপ্ন দেখলে বড় কিছু পাবেন। চার তলার বিল্ডিং টার্গেট করে পাঁচ তলাতে কেউ উঠতে পারবেন না। তাই স্বপ্ন হতে হবে বড়। হোক কষ্ট তবুও সমস্যা নেই।
---------
ঊর্মি চৌধুরী।