#পর্বঃ ০৬
৩৮তম ভাইভা অভিজ্ঞতা:
তারিখ: ২২/৮/২০১৯
বোর্ড: আবদুল মান্নান স্যার
প্রার্থীঃ রাহুল ঘোষ
সময়: ২০-২২ মিনিট
পজিশন: বোর্ডের সর্বশেষ (১২তম)
চয়েজ: প্রশাসন,পুলিশ,ইকোনমিক.......
চে: প্রশাসন বলতে কী বুঝ?
চে: বর্তমান চাকরি কেমন উপভোগ করছো?
চে: উপমহাদেশের ৫জন অর্থনীতিবিদের নাম বলো।
চে: অমর্ত্য সেনের বাড়ি কোথায়? কোন থিউরির জন্য বিখ্যাত?
চে: পলিসি কী? কোথায় নেয়া হয়?
চে: শিক্ষা বিষয়ক দুইটা পলিসি সম্প্রতি নেয়া হইছে মন্ত্রীসভায়,জানো?
এক্স ১ : ডিসির আরও ৩টা নাম কী কী?
এক্স ১: ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে কী কাজ করেন?
চে: কালেক্টর পদ কবে তৈরী হয়?
চে: ব্রিটিশ আমল নিয়ে আলোচনা কর।
চে: ভারতীয় উপমহাদেশে কয়টা দেশ?সবগুলা দেশের জাতির পিতার নাম বলো।তাদের মধ্যে একটা বেসিক পার্থক্য বলো।
এক্স২: এসডিজির গোল কয়টা? টার্গেট কয়টা?প্রথম গোলটা কী?
এক্স২: হবিগঞ্জের দুইজন মুক্তিযোদ্ধা সংগঠকের নাম বলো যাদের একজন বিখ্যাত,আর একজন কুখ্যাত এইসূত্রে যে তিনি ৭৫ পরবর্তী মোস্তাকের মন্ত্রীসভায় যোগ দিয়েছিলেন।
চে: সোনার বাংলা গড়তে কেমন মানুষ দরকার?
সোনার মানুষের বৈশিষ্ট্য কী কী?সোনার মানুষ কি নিজে বড় হবে,না অন্যকে বড় করবে?ট্রাম্প ও ওবামার মধ্যে মানুষ হিসেবে কে কেমন?
চে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? উনি কোন সাবজেক্টের?
মুদ্রানীতি বছরে কয়বার নেয়া হয়?৫ টাকার নোট সরকারী নোট না ব্যাংক নোট? সরকারী আর ব্যাংক নোটের তফাত কী? অর্থ সচিবের নাম কী?তোমাদের হবিগঞ্জের একজন বিখ্যাত অর্থনীতিবিদের নাম বলো।কাশ্মীর ইস্যু নিয়ে অমর্ত্য সেন কী বললেন?রাহুল নামে আর কে কে বিখ্যাত? রাহুল সাংকৃত্যায়ন কে?
আরও কিছু গল্প-গুজব ছিলো।চেয়ারম্যান স্যারই কথা বলছেন বেশি।শেষ প্রার্থী ছিলাম।ক্ষুধার্ত স্যারেরা যে আমারে এতোটা সময় দিছে এইজন্যই আমি কৃতজ্ঞ।সবার জন্য শুভকামনা রইল :) <3