#পর্বঃ ০৭
#ভাইভা_অভিজ্ঞতা
#৩৮তম_বিসিএস
বোর্ডঃবলতে চাইছি না।
প্রার্থীঃ আসিফুর রহমান
"May I come in sir" বলে প্রবেশ করলাম।স্যার বসতে বললেন।
চেয়ারম্যান স্যারঃDescribe yourself within 1 minute.
আমি:বললাম।
চেয়ারম্যান স্যারঃWhat's your first choice?
আমিঃস্যার,Police Cadre.
চেয়ারম্যান স্যারঃপুলিশের নামে কি খুব সুনাম শোনা যায়,না?
আমিঃস্যার,সুনাম আছে পাশাপাশি কিছু দুর্নামও আছে,তবে আমি পজিটিভ দিকটাই দেখতে চাই।বর্তমানে পুলিশের ইমেজ উন্নতির দিকেই যাচ্ছে।
চেয়ারম্যান স্যারঃরাউটার আর সুইচের পার্থক্য কি?
আমিঃসরি স্যার
চেয়ারম্যান স্যারঃগুগল সার্চ করে একটা ডিভাইস দেখিয়ে বললেন সেটা কি?
আমিঃস্যার,গিয়ার মনে হচ্ছে।
চেয়ারম্যান স্যারঃআন্দাজে বললে হবে না।কখনো দেখোনাই তাই না।
আমিঃসরি,স্যার
এক্সাটার্নাল-১(ম্যাম):Honesty আর Integrity এর পার্থক্য কি?
আমিঃস্যার,এটা জানা নাই।
ম্যামঃ(উনি ছাড়লেন না) শব্দ দুটো দ্বারা কি বোঝায়?
আমিঃHonesty মানে সততা আর Integrity হল কোন নীতির প্রতি অবিচল থাকা।
ম্যামঃকাছাকাছি গেসো কিন্তু পুরোপুরি হয় নি আচ্ছা কৃষ্ণ আর মর্মর সাগরকে সংযোগ করেছে কোন Strait?
আমিঃবসফরাস প্রণালী
ম্যামঃআচ্ছা,এশিয়া আর ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী?
আমিঃসরি,স্যার
ম্যামঃহেসে বললেন একটু আগে কোন প্রণালীর নাম বলছো?
আমিঃবসফরাস প্রণালী।(সবাই মৃদু হাসলো)
ম্যামঃআচ্ছা,পুলিশের ইমেজ নিয়ে কথা হচ্ছিল।তোমাকে যদি কোন অবৈধ কাজ করতে বলে তাহলে কি করবে?
আমিঃস্যার,আমি শুধু বৈধ আদেশ মানতে বাধ্য ১৮৬১ সালের পুলিশ আইনের ২৩ ধারা অনুযায়ী।
ম্যামঃকিন্তু এসপি যদি নির্দেশ দেয় সেটা করতে তাহলে কি করবা?
আমিঃস্যার,এসপির উপরে যিনি আছেন,ডিআইজি।উনাকে আমি জানাব।
ম্যামঃডিআইজিওতো ওই চেইনের মধ্যে থাকতে পারে।তাহলে?
আমিঃস্যার,আমি সেক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টারে লেটার পাঠাব।
এক্সটার্নাল-২(ম্যাম):মেট্রোপলিটন সিটি কয়টি?
আমিঃস্যার,৮ টি।
ম্যামঃকি কি?
আমিঃঢাকা,চট্টগ্রাম,খুলনা.......
ম্যামঃএগুলো কি আইনে?
আমিঃস্যার,কমিশনারেট সিস্টেমে।
ম্যামঃসেটাতো পুলিশের ব্যাপার কিন্তু..(প্রশ্নটা বৃঝি নাই)।
আমিঃনা বুঝেই বলছিলাম পুলিশ অপরাধী গ্রেফতার করে বিচার বিভাগ বিচার করে!
ম্যামঃসেটা না।আচ্ছা মেট্রোপলিটন পুলিশ কোন আইনে চলে?
আমিঃমেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট ১৯৭৬ বলেই আবার ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ বললাম।
ম্যামঃসর্বশেষ মেট্রোপলিটন কোনাটা?
আমিঃগাজীপুর।
ম্যামঃআইনটা কী হয়েছে?
আমিঃআন্দাজে না বললাম।(উনি আর কিছু বললেন না)
ম্যামঃপুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
আমিঃস্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ম্যামঃএ মন্ত্রণালয়ের দুটো ভাগ কি কি?
আমিঃস্যার,জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা ও সেবা বিভাগ।
ম্যামঃসুরক্ষা ও সেবা?না,সুরক্ষা সেবা বিভাগ।পুলিশ কোন বিভাগে?
আমিঃস্যার,জননিরাপত্তা বিভাগে।
চেয়ারম্যান স্যারঃWhy police 1st choice?
আমিঃবললাম।
চেয়ারম্যান স্যারঃবাকী চয়েসগুলো কি কি?
আমিঃAdmin,Economic,Tax,Ansar,Aidit,Public Works Department (থামিয়ে দিলেন)
চেয়ারম্যান স্যারঃরিটেনে কত পাবেন?
আমিঃস্যার,৫২০এর আশেপাশে পেতে পারি।
চেয়ারম্যান স্যারঃ৯০০তে ৫২০!অনেকেইতো ৭৫০ পাবে তাই না?
আমিঃইয়েস স্যার।
চেয়ারম্যান স্যারঃতাহলে ওরাতো প্রায় নিশ্চিত ক্যাডার পাবে,ফরেন পেয়ে যাবে!পুলিশ পেতে কত লাগতে পারে?
আমিঃস্যার,৫৬০ বা ৫৫০ লাগতে পারে।
স্যারঃভাইভা কত মার্কের হয়?
আমিঃস্যার,২০০ মার্কের।
স্যারঃকত পেলে পুলিশ আসতে পারে আপনার?
আমিঃস্যার,১৬০ পেলে আসতে পারে।
স্যারঃ১৬০ পেলে নিশ্চিত আসবে?কাগজে লেখ ১৬০ পেলেই পুলিশ পাবা।এটা রেকর্ড হয়ে থাকবে!!
আমিঃ(লিখিত দেই নি,আমার কাছে মনে হইছে লিখিত দিলে যদি বেয়াদবি মনে করে।ভাবলাম হয়ত এমনি বলার জন্য বলছে।জানি না ঠিক করছি কি না)স্যার বলে কিছু একটা বলতে গিয়ে পাশের ম্যাম প্রসঙ্গ পাল্টে বললেন কত পাবেতো আসলে বলা যায় না।একটা ধারণামাত্র।(ভাগ্যিস প্রসঙ্গ চেঞ্জ করেছেন ম্যাম।আমি চিন্তায় পড়ে গেছিলাম কি করব!!)
স্যারঃনামের পূর্ণরূপ কি?
আমিঃবললাম।
স্যারঃআর কারো নামের আগের নামেতো এই পদবী নাই।
আমিঃস্যার,এমনিতে বললেও অফিশিয়ালি কেউ ব্যবহার করেনি।আব্বু শুধু আমার নামেই দিয়েছে!
স্যারঃদাদার নাম কী?
আমিঃবললাম।
স্যারঃআচ্ছা,নামের মানে কি?
আমিঃস্যার,ইসলামে.....বললাম।
স্যারঃবাবা আর্মিতে কোন পদে ছিল?
আমিঃবললাম।
স্যারঃঠিক আছে,যান।
আমিঃদাঁড়িয়ে সালাম দিয়ে বের হয়ে গেলাম।
কখনো ক্যাডার হলে ডিটেইলস উত্তরসহ শেয়ার করব।রিটেন খুব বাজে হইছিল।নন ক্যাডার পোস্ট পেলেই খুশি।আগে ৭ টা সরকারি জবের ভাইবা দিয়ে ফলাফল শূন্য।তাই বাস্তবতা বুঝছি।যাই হোক ৩৮ এর যাত্রা আপাতত শেষ।সকলের দোয়াপ্রার্থী যেন ভাইভা পাশ করে কিছু একটা পাই।