বিসিএস প্রিলি প্রস্তুতি
***বাংলা ভাষা ও সাহিত্য***
#তারজা হল= কবিগান জাতীয় লোকসংগীত।
#"খোশমেজাজ "যে ধরণের সমাসের উদাহরণ = সমানাধিকরণ বহুব্রীহি।
#"নিবিদ" অর্থ = পুরাণের গল্প।
#পাকিস্তান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙালি লেখকরা বক্তব্য প্রকাশের জন্য আশ্রয় নেয়= মিথ রুপকের অবয়ের।
#সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয়োপাখ্যানের রচয়িতা= শাহ মুহম্মদ সগীর।
#শমসুদ্দীন আবুক কালামের সাহিত্যের মূখ্য উপজীব্য হলো= নিম্নবর্ণ মানুষ ও তাদের জীবন।
#বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী
কাজ করেন = সেলিম আল দিন।
#"নথ নাড়া" বাগধারাটির অর্থ = অহংকার প্রকাশ।
#"তুবড়ি" শব্দের অর্থ = জোরালো।
#"লক্ষণ" শব্দের প্রমিত উচ্চারণ = লোক্ *খোন্
#"মধুসূদন " যে উপন্যাসের অন্যতম চরিত্র= যোগাযোগ।
#বাংলা গদ্যের আদি নিদর্শন = কোচবিহার রাজের লেখা চিঠি।
#"কাল নিরবধি " গ্রন্থটি যার আত্মজীবনী= আনিসুজ্জামান।
#" কারকিত" শব্দের অর্থ = কৃষিকর্ম।
#"আপণ" শব্দের অর্থ কি = দোকান
#"সওগাত" শব্দের অর্থ কি= উপহার
#"তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন" কোনটি থেকে নেয়া = একুশের গল্প।
#"ইতিকথা" অর্থ কি = ইতিহাস বা কাহিনী।
#"গাজী মিয়া" কার ছদ্মনাম = মীর মশাররফ হোসেন।
#"To make a mess of things" এর বংগানুবাদ= ভুতের বাপের শ্রাদ্ধ।
এস জে ইমরান হোসাইন
(ঢাকা বিশ্ববিদ্যালয়)