বাংলা সাহিত্যের যুগবিভাগ
---------------------------------
#প্রাচীন যুগ (৬৫০-১২০০)
1. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?- সহজিয়া বৌদ্ধ ।
2. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন?- তিব্বত, নেপাল ।
3. বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত 'চর্যাপদ' কে সম্পাদনা করেন?- শ্রী হরপ্রসাদ শাস্ত্রী ।
4. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল?- সপ্তম থেকে দ্বাদশ শতক ৎ।
5. চর্যাপদ কোন ছন্দে লেখা?- মাত্রাবৃত্ত ।
6. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দেন?- ভুসুকুপা ।
7. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা?- বঙ্গ-কামরূপী ।
8. সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন- চর্যাপদ ।
9. চর্যাপদের আবিষ্কারক?- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ।
10. চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?- ১৯১৬ সালে ।
11. চর্যাপদের রচয়িতা ছিলেন?- বৌদ্ধ ধর্মাবলম্বী
12. চর্যাপদের রচয়িতার সংখ্যা?- ২৪ জন (মতান্তরে ২৩ জন) ।
13. চর্যাপদে মোট পদ রয়েছে?- ৫১ টি ।
14. এ পর্যন্ত আবিষ্কৃত পদ সংখ্যা?- ৪৬ টি ।
15. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন?- কাহ্নপা ( ১৩ টি ) ।
16. চর্যাপদ এর সবচেয়ে প্রাচীন কবি/বাংলা সাহিত্যের আদি কবি?- লুইপা (পদ-দুইটি)।
17. চর্যাপদ রচিত হয়- পাল শাসনামলে ।
18. চর্যাপদ এর একজন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয়, তার নাম?- কুক্কুরীপা ।
#অন্ধকার যুগ : (১২০১-১৩৫০)
1. ১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বা 'তমসার যুগ' নামে অভিহিত করা হয় ।
2. অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্যকর্মের নাম?- 'শূন্যপুরাণ' এবং 'সেক শুভোদয়া' ।
#মধ্যযুগ : (১২০১-১৮০০)
1. বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকু কোন শাসন এর অন্তর্গত?- মুসলিম শাসন ।
2. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল?- ফার্সি ।
3. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?- আলাউদ্দিন হোসেন শাহ ।
4. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?- গিয়াস উদ্দিন আজম শাহ ।
5. ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী এর রচয়িতা কে?-আবুল ফজল ।
6. কোন কবি গিয়াস উদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন?- শাহ মুহম্মদ সগীর ।
7. মধ্যযুগের কবি হলেন- আলাওল ।
8. 'ইউসুফ জুলেখা'কাব্যের রচয়িতা?- শাহ মুহম্মদ সগীর ।
#শ্রীকৃষ্ণকীর্তন কাব্য :
1. মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো- শ্রীকৃষ্ণ -কীর্তন ।
2. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত?- ধামালি ।
3. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা?- বড়ু চন্ডীদাস ।
4. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?- শ্রীকৃষ্ণ -কীর্তন ।
5. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খন্ড সংখ্যা?- ১৩ টি
6. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয় কোথা থেকে?- গোয়াল ঘরে ।
7. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে?- বড়ু চন্ডীদাস ।
8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হচ্ছে- রাধা, কৃষ্ণ ও বড়াই ।
9. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মারা যান- ১৭৬০ সালে ।
10. মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন?- কবি কানা হরিদত্ত ।
11. মনসামঙ্গল কাব্যের অপর নাম?- পদ্মপুরাণ
12. মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো হচ্ছে- চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ।
13. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- উক্তিটি কার?- ভারতচন্দ্র রায়গুণাকর ।
14. 'মৈমনসিংহ গীতিকা'গুলো সংগ্রহ করেন- চন্দ্রকুমার দে ।
15. মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক?- কাশীরাম দাস ।
#আধুনিক যুগ :
1. উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়- ১৪৯৮ সালে ।
2. বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়- রংপুরে ।
3. বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়- ১৮০০ সালে ।
4. বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
5. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা- লর্ড ওয়েলেসলি ।
6. 'বাংলাপিডিয়া' হচ্ছে- জাতীয় জ্ঞানকোষ ।
7. বাংলা গদ্য ছন্দের প্রবর্তক- রবীন্দ্রনাথ ঠাকুর ।
8. প্যারীচাঁদ মিত্র তার কোন উপন্যাসে সর্ব প্রথম চলিত রীতির প্রবর্তন করেন?- 'আলালের ঘরের দুলাল' ।
9. বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়?- প্যারীচাঁদ মিত্রকে ।
…………………………………
Hasinur Rahman