পহেলা আগস্ট ভাইভা দিলাম। কিছু জিনিস শেয়ার করছি, ভালো না লাগলে ইগ্নোর করবেন।
.
১. ভাইভার আগ পর্যন্ত জনকণ্ঠ/ইত্তেফাক পত্রিকা পড়বেন [জনকণ্ঠ বেশি প্রিফারেবল। পিএসসির সাবেক এক মেম্বার আমাকে এই সাজেশন দিয়েছেন তার বোর্ডে মক ভাইভা দেয়ার সময়। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হবেন, আপনার মাইন্ডসেট সেরকম হতে হবে।
২. মুক্তিযুদ্ধ জাদুঘর, ৩২ নাম্বার এর জাদুঘর, ভূগর্ভস্থ জাদুঘর এই তিনটা মাস্ট ভিজিট। পুলিশ চয়েস থাকলে রাজারবাগ এর পুলিশ জাদুঘর এ ঘুরে আসবেন। ছোট খাতা নিবেন। বইয়ের জিনিসগুলোকে বাস্তবের সাথে রিলেট করতে চেস্টা করবেন প্রত্যেকটা টপিক।
৩. পলাশী থেকে ধানমন্ডি, Hasina- A daughters Tale, ডেভিড ফ্রস্টের সাথে বঙ্গবন্ধুর সাক্ষাতকার, বঙ্গবন্ধুর দাফন, ছেলেবেলা নিয়ে উনার বাবা মায়ের সাক্ষাৎকার, ATN বাংলার মুক্তিযুদ্ধ নিয়ে একটা ২ ঘন্টার ডকুমেন্টারি.... এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। কেউ একজন কস্ট করে এই ভিডিগুলোর লিংক এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন। আমার কাছেও কিছু লিংক সেভ করা আছে। আমিও শেয়ার করতে চেস্টা করবো
৪. রিসেন্ট ইস্যুগুলো আপনার ক্যাডার চয়েসের সাথে রিলেট করার চেস্টা করুন। আপনাকে যদি বলা হয় "ডেংগু নিয়ে কিছু বলুন" আপনি নিজেকে প্রজাতন্তের কর্মচারী হিসেবে চিন্তা করুন এবং সেভাবে বলুন। সরকার কেন সফল হচ্ছে না ডেংগু নিয়ন্ত্রণে, সেসব জিনিসগুলো চিন্তা করুন। সরকারকে ধুয়ে দিতে গিয়ে নিজে ধৌত হয়ে আসবেন না।
৫. ট্র্যাপ কোয়েশ্চেন আছে অনেক। [এরশাদ, জিয়া, ড. কামাল, আ.স.ম আব্দুর রব এর মূল্যায়ন, ৭ নভেম্বর কী দিবস? চীন, ভারত এর সাথে আমাদের সম্পর্ক, তিস্তা, রোহিংগা ইস্যু, পুলিশ-এডমিন সম্পর্ক ইত্যাদি]। এ টপিকগুলো বের করুন। এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখুন। ট্র্যাপে পা দিছেন, তো মরছেন।
অনেক কিছু লিখবো ভেবেছিলাম। গুছিয়ে লিখতে পারিনা। আবার লিখতে গিয়ে অনেককিছুই ভুলে গিয়েছি। সামনের পর্বে আরো কিছু জিনিস সামনে শেয়ার করার চেস্টা করবো। ভুলত্রুটি মার্জনীয়। সবাই দোয়া করবেন।
---------------
Tanzil H Rafi