Pages

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার "স্কুল-২" পর্যায় প্রশ্ন-সমাধান

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার "স্কুল-২" পর্যায় প্রশ্ন-সমাধান
#১৯_এপ্রিল_২০১৯
.
বাংলা অংশ —
১.ভাষার মূল উপাদান কোনটি?
— ধ্বনি
২.কোনটি সাধু ভাষার ক্ষেত্রে
প্রযোজ্য?
— তৎসম শব্দবহুল
৩.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
— সেমিকোলন
৪. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
— বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
৫. তামার বিষ বাগধারাটির অর্থ কোনটি?
— অর্থের কুপ্রভাব
৬.হাড় হাভাতে- বাগধারাটির অর্থ
কোনটি- হতভাগ্য
৭. নিচের কোন বানানটি সঠিক?
— ভাগীরথী
৮.নিচের কোন বাক্যটি সঠিক?
— গোটা সাতেক আম এনো
৯.Man is the architect of his own life-এর সঠিক অনুবাদ কোনটি?
— মানুষ তার নিজ জীবনের স্থপতি
১০.In the good luck- অর্থ কি?
— শুভকামনা
১১. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
— ধ্বনিতত্ত্বে
১২. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
— সমীভবন
১৩. খিলি পান (এর ভেতর) দিয়ে ওষুধ খাবে-কোন কারক?
— অধিকরণ কারক
১৪. অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হবে?
— শূন্য
১৫.বিভক্তিযুক্ত শব্দকে কি বলে?
— পদ
১৬. কানে কানে যে কথা=
কানাকানি-এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস-
— ব্যতিহার বহুব্রীহি সমাস
১৭. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
— প্রগতি
১৮. কোনটি চাঁদের সমার্থক শব্দ?
— হিমাংশু
১৯. অহি শব্দের সমার্থক শব্দ কোনটি?
— সাপ
২০.খাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি?
— মহাজন
২১.হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি?
— জিঘাংসা
২২.যে মেয়ের বিয়ে হয়নি- এর বাক্য সংকোচন-
— অনূঢ়া
২৩. নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
— সারী
২৪.ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি?
— ঠাকুরানী
২৫. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
— মস্যাধার
.
ইংরেজী অংশ —
১. Do or die (make it simple)
— without doing you will die.
২. Academic is similar to -
— scholastic.
৩. Synonym of "remarkable" is -
— noteworthy.
৪. All his hopes were -
— nipped in the bud.
৫. May Bangladesh prosper -
— day by day.
6. What is excellent idea? (assertive)
— It is a very excellent idea.
7. Noun form of "guilty" is -
— guilt.
8. "Pros and cons" means -
— details.
9. The girls water the plants. Here "water" is-
— verb.
10. আমি তাকে উপহাস করিনি -
— I did not laugh at him.
11. Unless you work hard, you will not succeed. (compound)
— work hard or you will not succeeded.
12. The unfed should be unfed.
— we should feed the unfed.
13. He was one of the worst men in the world. (positive)
— very few man in the world were as
bad as he.
14. Rina proceeded as though she ----- everything.
— knew.
15. We shall start the programme provided -
— circumstances favour us.
16. translate : "বাতিটি নিভাও" -
— put off the land.
17. translate 'কৃপন ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে" -
— the misers spend their time in hoarding money.
18. Adjective form of "include" is -
— includable.
19. Mr. Rohan is very friendly. here friendly is -
— adjective.
20. Walk fast lest the train
— would be missed.
21. It is high time we ------ smoking.
— gave up.
22. The old man was very weak. his health broke ---- under the pressure of work.
— down.
23. He made me ---- the car.
— drive.
24. We should live ------ harmony.
— in, with.
25. It is more than honesty. (positive)
— honesty is not as much as it.
.
গণিত অংশ —
১. একটি ত্রিভুজের ভূমি 6 সে.মি. এবং উচ্চতা 5 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
= 15 বর্গ সে.মি.
২. অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?
= 90°
৩. দুইটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল,সা,গু যথাক্রমে 12, 60 এবং 2448 । সংখ্যা দুইটি কত?
= 144, 204
৪. x+1/x=√3 হলে x³+1/x³ এর মান কত?
= 0
৫. 4x²+9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
= 12xy
৬. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
= 1/2(a+b)h
৭. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
= 180°
৮. আদ্রিত বাবু একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য 45 টাকা বেশি হত তাহলে 5% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত?
= 300 টাকা
৯. 7,12,17,3,11,6,13,3 সংখ্যাগুলির গড় কত?
= 9
১০. 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কতদিনে?
= 4 দিনে
১১. 27^x+1 = 81 হলে x এর মান কত?
= 1/3
১২. x²-y²+2y-1 এর একটি উৎপাদক কোনটি?
= x+y-1
১৩. x²+2x, x³+8 এবং x²-4 রাশি তিনটির গ,সা,গু -
= x+2
১৪. রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
= 1/2 * কর্ণদ্বয়ের গুণফল
১৫. 55° কোণের পূরক কোণ কত?
= 35°
১৬. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
= 45°
১৭. ছোয়াদ সাহেব 300 টাকার বই কিনলেন। দোকানদান তাকে 19/2% কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?
= 28.5 টাকা
১৮. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক?
= C = P(1+r)^n
১৯. জাওয়াত সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 25/3% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?
= 125 টাকা
২০. x+1/x= √3 হলে x²+1/x² এর মান কত?
= 1
২১. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
= 5
২২। (5x)^0 এর মান কত?
= 1
.
সাধারণ জ্ঞান অংশ —
১. বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কোনটি?
— মূসক
২. শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা?
— দিনাজপুর
৩. ২০১৮ সালে বাংলাদেশের
মানুষের গড় আয়ু কত?
— ৭২ বছর
৪. স্বাধীন বাংলাদেশের
নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?
— শেখ মুজিবুর রহমান
৫. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে?
— ১৯৭৪
৬. ২০১৮ সালে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক কত?
— ১৩৬তম
৭. আন্তর্জাতিক অর্থ তহবিল এর সদর দপ্তর কোথায়?
— ওয়াশিংটন, ডি.সি
৮. রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
— মং
৯. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত?
— বেলজিয়াম
১০. বাংলাদেশের কোন নদী
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র-
— হালদা
১১. ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
— ইংল্যান্ড
১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম এ কয়টি তারকা চিহ্ন রয়েছে?
—৪টি
১৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় কবে?
— ১১মে ২০১৮
১৫. সংবিধানের ২৮(২) অনুচ্ছেদ এর বিষয়বস্তু কি?
— নারীপুরুষের সমান অধিকার
১৬. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি?
— বরিশাল
১৭. wimax এর পূর্ণরূপ কি?
— Worldwide Interoperability for Microwave Access
১৮. ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
— ২০২০ সালে
১৯. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
— রাষ্ট্রপতি
২০. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদ্ধতি পেয়েছিলেন?
— জুলিও কুরি পদক
২১. মনপুরা৭০ কি?
— একটি চিত্র শিল্প
২২. কার্টাগোনা প্রটোকল হচ্ছে-
— জাতি সংঘের জৈব নিরাপত্তা চুক্তি
২৩. জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
— ২৪ অক্টোবর
২৪. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
— চীন ও ভারত
২৫. বাংলাদেশের জাতীয় খেলা কি?
— কাবাডি
২৬. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
— ডায়নামো

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন