#বিসিএস_প্রিলিমিনারি_ও_লিখিত_পরীক্ষার_জন্য_দরকারি_বইয়ের_তালিকা:
.
বিসিএস পরীক্ষার বাধা পেরোনোর জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু আপনার এই পরিশ্রমের সঙ্গী কে হবে?? নিশ্চই ভালো কিছু বই, আর হ্যা এরকম কিছু বই ই পারে আপনাকে নির্ধারিত গন্তব্যে পৌছে দিতে। বিসিএস এর প্রিলিঃ ও লিখিত পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে??? অনেকেই এইসব প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে ভোগে থাকেন। আমরা জানি যে প্রথমে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় । প্রিলিমিনারি পরীক্ষা উত্তরণের পর সময় হয় লিখিত পরীক্ষার । তখনই শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসে লিখিত পরীক্ষার জন্য কি কি বই প্রয়োজন বা বিসিএস এর জন্য কোন বই গুলো ভাল হবে?? অনেকে আবার কোন চাকরি পরীক্ষার জন্য কোন বই পড়বে সেটা নিয়েও দ্বিধায় পড়ে যায়। যাইহোক, আপানাদের সেইসব প্রশ্নের উত্তরের জন্যই আজকের এই পোষ্ট। আজকে এখানে আমি এমন কিছু বইয়ের তালিকা করে দিয়েছি যেগুলো বিসিএস প্রিলিমিনারি, লিখিত উভয় পরীক্ষার জন্য কাজে লাগবে। বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য মৌলিক বইসমূহের তালিকা দেওয়া হলো। এই বই গুলো বিসিএস, চাকরির পরীক্ষা সহ যেকোন প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে।
.
সকল বিষয়ের জন্য যেসব বই অনুসরণ করতে হবেঃ
১. জব সল্যুশন – প্রফেসর
২. মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
৩. প্রফেসর, mp3 অথবা ওরাকল যেকোন সিরিজের এক সেট বই
৪. দৈনিক পত্রিকা (বাংলা+ইংরেজি)
৫. বিগত বছরের সকল বিষয়ের প্রশ্ন সমাধান
#বাংলার_প্রস্তুতির_জন্য_যেসব_বই_পড়বেন
১. লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ (বাংলা সাহিত্যের ইতিহাস)
২. কতো নদী সরোবর – হুমায়ুন আজাদ (বাংলা ভাষার ইতিহাস)
৩. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর
৪. মাধ্যমিক বাংলা ১ম ও ২য় পত্র (৯ম-১০ম শ্রেণি)
৫. ভাষা ও শিক্ষা – হায়াৎ মামুদ
৬. বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম
৭. অগ্রদূত বাংলা – মফিজুল ইসলাম মিলন
৮. বাংলাপিডিয়া থেকে “বাংলা সাহিত্য” অংশ
৯. শীকর – মোহসিনা নাজিলা (গ্রন্থ সমালোচনা)
#ইংরেজির_প্রস্তুতির_জন্য_যেসব_বই_পড়বেন
1. Applied English Grammar and Composition – P. C. Das.
2. A Passage to the English Language – S. M. Zakir Hossain.
3. Tactics for Effective Reading and Critical Thinking – S.M. Zakir Hussain
4. English for Competitive Exams – Md. Fazlul Haque.
5. English Grammar – Raymond Murphy.
6. Common Mistakes in English – T. J. Fitikides.
7. An ABC of English Literature – Dr M Mofizar Rahman.
8. Saifur’s IELTS Writing
9. Saifur’s Student Vocabulary.
#সাধারণ_জ্ঞানের_প্রস্তুতির_জন্য_যেসব_বই_পড়বেন
১. নতুন বিশ্ব/ আজকের বিশ্ব
২. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৮ম, ৯ম-১০ম শ্রেণি)
৩. ইতিহাস – (৯ম-১০ম শ্রেণি)
৪. পৌরনীতি – (৯ম-১০ম শ্রেণি)
৫. সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি – মো: আব্দুল হালিম
৬. অর্থনৈতিক সমীক্ষা
৬. বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র
#গণিতের_প্রস্তুতির_জন্য_যেসব_বই_পড়বেন
১. সাধারন গণিত (৬ষ্ট-১০ম শ্রেণি)
২. উচ্চতর গণিত (৯ম-১০ম শ্রেণি)
৩. উচ্চতর গণিত (১১শ-১২শ শ্রেণি)
৪. গণিত স্পেশাল (প্রফেসর প্রকাশনী)
৫. “খায়রুল’স ম্যাথ”/শর্টকাট ম্যাথ
পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন। ধন্যবাদ জানাতে T=(Thanks) লিখে কমেন্ট করুন।