৪০ তম প্রিলি. প্রশ্ন সমাধান
বিষয়:বাংলা ভাষা ও সাহিত্য
১/ ঊর্ণনাভ শব্দটি দিয়ে বুঝায়--মাকড়সা
২/ জোছনা কোন শ্রেণির শব্দ --অর্ধ-তৎসম
৩/ গীর্জা কোন ভাষার শব্দ --পর্তুগিজ
৪/ বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে--কারক
৫/ কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?-- ঐচ্ছিক - অনাবশ্যক
৬/ দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি--তৃতীয়া
৭/ ’অভিরাম’ শব্দের অর্থ কী---সুন্দর
৮/ শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী-- সু সময়ের বন্ধু
৯/ শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী-- একমাত্র সন্তান
১০/ প্রোষিতভর্তৃকা”-শব্দটির অর্থ কী---যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।
১১/ বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি---খেলনা
১২/ Attested’-এর বাংলা পরিভাষা কোনটি-- প্রত্যায়িত
১৩/ কোনটি শুদ্ধ বানান---প্রোজ্বল
১৪/ জিজীবিষা শব্দটি দিয়ে বোঝায়--বেঁচে থাকার ইচ্ছা
১৫/ "সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়---সর্বাঙ্গ + ঈন
১৬/ অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় --কুম্ভিলক বৃত্তি
১৭/ চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে---বৌদ্ধ ধর্মের
১৮/ উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন--- রমনীপাদ
১৯ / উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়--- ময়মনসিংহ গীতিকা
২০/ জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত--বৃন্দাবন দাস
২১ / বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত--- ব্রজবুলি
২২ / বাংলা আধুনিক উপন্যাস- এর প্রবর্তক ছিলেন – উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩ / “কিন্তু অারম্ভের পূর্বেও আরম্ভ আছে।
সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে
সকাল বেলায় সলতে পাকানো” – বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত---যোগাযোগ
২৪ / মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি---একটি কালো মেয়ের কথা
২৫ / 'কালো বরফ’ উপন্যাসটির বিষয়---দেশভাগ
২৬ / ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক--কৃষ্ণচন্দ্র মজুমদার
২৭ / ‘জীবনস্মৃতি’ কার রচনা--- রবীন্দ্রনাথ ঠাকুর
২৮ / দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে---মাইকেল মধুসূদন দত্ত
২৯ / “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে-- মদনমোহন
৩০ / জসিম উদ্দিনের রচনা কোনটি---যাদের দেখেছি
৩১ / ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ভক্ত ছিলেন কে---- অক্ষয়কুমার দত্ত
৩২ / `বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়--- ১৯২১
৩৩ / `আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে--- হাসান আজিজুল হক
৩৪/ `একুশে ফেব্রুয়ারি’র বিখ্যাত গানটির সুরকার কে---আলতাফ মাহমুদ