প্রেসিডেন্সিয়াল ভাইভা ২য় দিনের প্রশ্ন
♦♦১ম ক্যান্ডিডেট♦♦
১.পিএসসিতে কিভাবে আসলেন ইংলিশে বলুন।
২.আপনার সেকেন্ড চয়েজ কি?
৩.প্রিয় বইএর নাম বলুন। কবে পড়েছেন?
৪.মুক্তিযুদ্ধের উপর শেখ হাসিনার একটা বইএর নাম বলুন।
৫.শেখ হাসিনাকে তার বাবা কি নামে ডাকত?
৬.বাংলাদেশের কোন মিউজিয়ামে শুধু বাংলাদেশী জিনিসপত্রই আছে?
৭.নিজ এলাকার ৩/৪ জন বিখ্যাত লোকের নাম বলুন।
৮.বস্ ১০ মিনিটের মধ্যে যদি অফিসে আসতে বলে আসতে পারবেন? তখন কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন?(ক্যান্ডিডেট মেয়ে হওয়ায় আর কিছুটা সেজেগুজে আসায় হয়তো ওনাদের সন্দেহ হয়েছে সাজতেই সময় শেষ করে দিবে, ব্যাক্তিগত ধারনা)
৯.প্রিয় শখ কি?
♦♦২য় ক্যান্ডিডেট♦♦
১.আপনার নামের অর্থ বলুন।
২.নিজের স্কুল সম্পর্কে বলুন।
৩.গত এক দশকে দেশের উন্নয়ন সম্পর্কে বলুন।
৪.অর্থনৈতিক উন্নয়নে আরো কি করনীয়।
৫.এবারের বাজেট দেখেছেন?
৬.বাজেটের কি কি দেখে বোঝা যায় দেশের উন্নয়ন হচ্ছে?
৭.USA এর জিডিপি গ্রোথ ৩ এর কাছাকাছি আর বাংলাদেশের ৮ এরও উপরে, তাহলে কি বাংলাদেশের অর্থনীতি USA থেকে ভালো?
৮.ঢাকায় এত যানজট, এটা নিরসনে আপনার পরামর্শ কি?
৯.আপনার ক্যাম্পাসের সামনে যে পার্ক(জবির সামনে বাহাদুর শাহ্ পার্ক) ঐটা নিয়ে কিছু বলেন।
♦♦৩য় ক্যান্ডিডেট♦♦
১.আপনি তো international business এর স্টুডেন্ট, বলেন usa-china ট্রেড ওয়্যারের সুবিধা বাংলাদেশ কিভাবে নিতে পারে?
২.ইনভেস্টমেন্ট কত ধরনের, কি কি?
৩.আপনারা কয় ভাই-বোন?
৪.আপনার মা সম্পর্কে ইংলিশে বলেন।
৫.লর্ড কর্নওয়ালিস+চিরস্থায়ী বন্দোবস্ত বলুন।
৬.টাইটানিক মুভি দেখেছেন? কোন দৃশ্যটা হার্টটাচিং মনে হয়েছে?
৭. মনের মানুষ মুভি দেখেছেন? পরিচালক কে
৮.লালনের গুরুর নাম কি?
৯.বঙ্গবন্ধু জাদুঘরে গিয়েছেন?ওটার রান্নাঘরে গিয়েছেন
১০.ঐখানকার হাড়ি-পাতিলগুলো এত বড় বড় কেন?
১১.ম্যাপে(গ্লোব ম্যাপ, ওয়াল ম্যাপ নয়) ওয়েস্ট ইন্ডিস দেখান।
১২.বারমুডা ট্রায়েঙ্গেল কেন জাহাজ ডুবে?
৪র্থ ক্যান্ডিডেট♦♦
কুয়েট, IPE ডিপার্টমেন্ট।
১.সেকেন্ড চয়েজ (পুলিশ)
২.বাংলাদেশ পুলিশ বর্তমানে কি কি সমস্যা ফেস করছে? এর সমাধানের উপায় কি?
৩.মুষ্টি চাল কি?
৪.ফার্স্ট চয়েজ(এডমিন)
৫.আপনি ডিসি হয়ে কোন পুজোমন্ডপ ঘুরতে গেলেন। ঐখানে প্রধান অতিথি হিসেবে আপনাকে ভাষন দিতে বলা হলো। এখন ডায়াসে গিয়ে আমাদেরকে দর্শকভেবে ২ মিনিট ভাষন দিন।
৬.পূজার প্রসাদ খেতে দেয়া হলে আপনি কি খাবেন?
৭.বর্তমান প্রধানমন্ত্রী কবে প্রথম বাবার নামের পাশে মায়ের নাম যুক্ত করার কথা বলেন?
৮.২০১৯ শিক্ষাবর্ষের শুরুতে সরকার মোট কি পরিমান বই বিনামূল্যে বিতরন করেছে।
৯.আপনিও ধূমপায়ী আর আপনার বস্ও ধুমপায়ী এমন হলে কি বসের সাথে একত্রে বসে ধূমপান করবেন?
১০.সার বিতরন দেখেছেন? কিভাবে সার তৈরী করা হয় আমাদের বুঝান।
১১.ডিসি হয়ে কৃষকদের দেখতে মাঠে গেলেন, হঠাৎ কাদায় পড়ে গেলেন। আপনাকে দেখে আপনার অধ:স্তনরা হাসলো তখন কি করবেন?
১২."ধর্ম যার যার, উৎসব সবার" উক্তিটি কার?
১৩.প্রশাসনের সর্বোচ্চ পদ কি?
১৪.মন্ত্রীপরিষদ সচিবের কাজ, uno এর কাজ।
(ফ্রাঙ্কলি বলি ওনার সবগুলো উত্তরই সাজানো গুছানো হয়েছে, ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।)
♦♦৫ম ক্যান্ডিডেট♦♦
FOOD & NUTRITION(DU)
১.নিউট্রিশনে পড়েন, হাজির বিরিয়ানি খেয়েছেন কখনও?
২.ঐটার পুষ্টিগুন বলেন, ঐটা তৈরীর রেসিপি বলেন।
৩.মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কারা ছিল, তাদের কার্যক্রমগুলো বলেন।
৪.আপনার এলাকার নৃতাত্ত্বিক গুরুত্ব বলেন(দিনাজপুর বাড়ি হওয়ায় বরেন্দ্র কেন্দ্রিক কোশ্চেন)
৫.belt & road initiative এ বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে।
৬.diplomacy কি?
৭.সম্রাট শাহজাহান কবে মারা যায়? তার পুত্রদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে বলেন। বোনরা কে কার পক্ষে ছিল।
৮.সম্প্রতি কোথাও ঘুরতে গেছেন?
৯.কান্তজির মন্দিরে গিয়েছেন কখনও?
♦♦৬ষ্ঠ ক্যান্ডিডেট♦♦
১.বঙ্গবন্ধুর সাহসিকতার ৫টা ঘটনা বলেন।
২.বঙ্গবন্ধু জাদুঘরের কোন বিষয়টা সবচেয়ে স্পর্শকাতর মনে হয়েছে?
৩.ময়মনসিংহ কৃষিতে পড়েছেন, ময়মনসিংহগীতিকা সম্পর্কে কি জানেন?
৪.রবীন্দ্রনাথের "দুই বিঘা জমি" আবৃত্তি করেন।
৫.টাই পড়েছেন, টাই বাঁধতে পারেন। আপনার টাইএ প্যাচ কয়টা & নট কয়টা?
৬. 3 not 3 কি? কোথায় ব্যবহৃত হয়েছে?
৭.আপনার বাড়ি লক্ষ্মিপুর, লক্ষ্মি কিসের দেবতা?
৮.নাম আব্দুল হাকিম, ঐ নামের একজন কবি আছে তার কবিতা আবৃত্তি করেন।
৯.সাবজেক্টের কিছু থিওরি।
|||
সংগ্রহ
শিমুল আমিনুল
////////
৩য়দিনের প্রশ্ন
পিএসসি'র সামনে যেমন ভাইভা অভিজ্ঞতা শুনলামঃ
#১
বোর্ডঃ নুরজাহান বেগম এনডিসি।
ডিপার্টমেন্টঃ ইসলাম শিক্ষা।
১ম চয়েজঃ প্রশাসন।
১) জাতির পিতা কে ছিলেন? তার অবদান কী?
২) আপনার জেলার ২ জন মুক্তিযোদ্ধার নাম বলুন।
৩) সংবিধানের অনুচ্ছেদগুলো বলুন...২-১টা বলার পর মৌলিক অধিকার ও মানবাধিকারের পার্থক্য বলুন।
৪)আপনি একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, আপনার এলাকায় প্রধানমন্ত্রী গেলে আপনি কিভাবে ম্যানেজ করবেন?
৫)SDG সম্পর্কে কি জানেন? SDGর কতগুলো পয়েন্ট
৬) আপনার শিক্ষাগত যোগ্যতা কি?(ইংরেজিতে বলুন)
৭) Why you choose administration as 1st cadre
#২
বোর্ডঃ বোর্ডের নাম খেয়াল করে নি।
ডিপার্টমেন্টঃ ভূতত্ত্ব
১ম পছন্দঃ প্রশাসন।
১) নিজ জেলা
২) বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারের ৪টি সাফল্য বলুন
৩) কেন প্রশাসন প্রথম এবং কেন পুলিশ দ্বিতীয় পছন্দ দিয়েছেন?
৪) বন্যার Geological sense কী?
৫) বন্যার সুফল কুফল কী( ভূতত্ত্ববিদের দৃষ্টিতে)
৬)What's your hobby
#৩
বোর্ডঃ শাহ আঃ লতিফ
ডিপার্টমেন্টঃ ম্যানেজমেন্ট
১ম পছন্দঃ প্রশাসন
(শিক্ষা ক্যাডারে কর্মরত)
১) why you choose administration 1st
২) non elected body কী?
৩) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
৪) রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের রিয়াক্টরের নাম কী?
৫) ভারত সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান ক্রয় করেছে-বিমানের নাম কী?
৬) GDP,GNP কী? Motivational factor কী?(সাবজেক্টিভ)
৭) আপনি ইউএনও হলে যদি unrolling people আসলে কিভাবে tackle করবেন?
৮) সংবিধানের প্রধান অঙ্গ কি কি?
৯) বাংলাদেশের ৩টি সচিবালয়ের নাম বলুন।
#৪
বোর্ডঃ ফজলুল হক
ডিপার্টমেন্টঃ উন্নয়ন অধ্যয়ন
১ম পছন্দঃ প্রশাসন
১)বাজেটের আকার কেমন? এটা বাংলাদেশের কততম ও বর্তমান সরকারের কততম বাজেট?
২)করমুক্ত আয়সীমা কত?
৩) লালনের গান ৩ লাইন গেয়ে...পরের লাইন গান
৪) প্রশাসন ,পুলিশের পর ইকোনমিক কেন দিলেন?
৫)মা কে নিয়ে ইংরেজিতে বলুন
৬)সর্বশেষ কোন বই পড়েছেন?
৭) ১৭৫৭,১৮৫৭,১৯৩০,১৯৪৭ এই সালগুলা কেন বিখ্যাত?
৮) ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ নাকি সিপাহী বিপ্লব?
৯) বাজেটকে সংবিধানে কি বলা হয়?
#৫
বোর্ডঃ নুরজাহান বেগম এনডিসি
ডিপার্ট্মেন্টঃ ভূগোল ও পরিবেশ
১) সংবিধানে মৌলিক অধিকার কি কি?
২) সংবিধানে রিট সম্পর্কে কোথায় বলা আছে? রিট করার জন্য কোথায় যেতে হয়
৩) জলবায়ু পরিবর্তন কী?
৪) কপ-২১, কপ-২৫ কী?
৫) লবণাক্ততা কী? কারণ কী?
৬) নগরায়ন কী?
৭) জি আই এস কী?
#৬
বোর্ডঃ হামিদুল হক
ডিপার্টমেন্টঃ লেদার ইঞ্জিনিয়ারিং
১ম পছন্দঃ প্রশাসন
১) আপনার ক্যাডার চয়েজ বলুন
২) আপনার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ মুক্তিযুদ্ধে কয় নম্বর সেক্টরে ছিল? সেক্টর কমান্ডার কে ছিলেন?
৩) বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা বলুন।
৪) ফরিদপুর কত নম্বর সেক্টরে ছিল? উত্তর ২ ও ৮ উভয় সেক্টরে। কোন অঞ্চল ২ নং ও কোন অঞ্চল ৮ নং সেক্টরে ছিল
৫) ধরেন আপনি একজন জেলা প্রশাসক। আপনার জেলায় দাঙ্গা হলে কিভাবে handle করবেন।
৬) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র ডায়াসে দাঁড়িয়ে বলতে বলা হলে কিভাবে বলবেন
৭) বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষক ছিলেন তার প্রমাণ কী?
৮) ইনডেমনিটি অধ্যাদেশে কী লেখা ছিল?
৯) এরশাদের কবর কোথায়?
১০) আপনি প্রশাসন ক্যাডার হলে লেদার ইঞ্জিনিয়ারিং সেক্টরকে কিভাবে উন্নয়ন করবেন?
-------------
সংগৃহীত