আন্তর্জাতিক বিষায়াবলি।
টপিকস :- আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক।
-------------- গেরিলা সংগঠন-------------
● সংস্থার নাম .................. দেশ।
▶ উলফা ............... আসাম।
▶ আবু সায়াফ ...... ফিলিপাইন।
▶ টুপাক, আমারু, সাইনিং পাথ ...... পেরু।
▶ পিএলও, ব্লাক সেপ্টেম্বর, হামাস ....... প্যালেস্টাইন।
▶ ফার্ক, এম-19 .......... কলম্বিয়া।
▶ বোকো হারাম ........ নাইজেরিয়া।
▶ মাওবাদী ........... নেপাল।
▶ তালেবান, আলকায়দা ...... আফগানিস্তান।
▶ খেমাররুজ ............ কম্বোডিয়া।
▶ নাসাকা ........... মিয়ানমার।
▶ ইউনিটা ..........অ্যাঙ্গোলা।
▶ উলফা, শিবনেসা, ব্ল্যাকক্যাট ...... ভারত।
▶ সাভাক ......... ইরান।
▶ আইএস ........... ইরান/সিরিয়া।
----------- গোয়েন্দা সংস্থা---------------
● দেশ ...................... গোয়েন্দা।
1. যুক্তরাষ্ট্র ................ CIA, FBI. NSA, INR, NGA.
2. ভারত .............. RAW (র), CIB,
3. চীন ........... MSS.
4. পাকিস্তান ......... ISI, PIA., FSB.
5.ইসরাইল .......... Mossad, Aman,সাভাক।
6.জাপান ........... Naicho.
7.ইরান ............ ভিভাক, IROIM.
8. মিসর .............. মুখবরাত।
9. ফ্রান্স ............ ডিজিএসআই।
10. যুক্তরাজ্য ........ SS, SIS
---------- বিখ্যাত সংবাদপত্র ------------
● মার্কিন যুক্তরাষ্ট্র =
• ওয়াল স্ট্রিট জার্নাল,
• ওয়াশিংটন পোস্ট।
• নিউইয়র্ক টাইমস।
• ইন্টারন্যাশনাল
নিউইয়র্ক টাইমস।
• ডেইলি নিউজ।
• টাইম।
• ফরবেজ।
• এপি।
● যুক্তরাজ্য =
• দ্য গার্ডিয়ান।
• ফিনান্সিয়াল টাইমস।
• দ্য ডেইলি স্টার।
• দ্য ডেইলি মিরর।
• ডেইলি মেইল দ্য
হেরল্ড।
• দ্য ইকোনোমিস্ট।
• সানডে টাইমস।
• দ্য ডেইলি টেলিগ্রাফ।
• দ্য টাইমস।
• দ্য ইনডিপেনডেন্ট।
● জার্মানি = ডেইলি টেলিগ্রাফ।
● ফ্রান্স = লে মন্ডে, শার্লি এবদো।
● রাশিয়া = প্রাভদা, ইজভেস্তিয়া।
● জাপান = আশাহি শিম্বুন, ইউমিউরি শিম্বুন।
● চীন =
• এশিয়ান ওয়াল স্ট্রিট জার্নাল।
• পিপলস ডেইলি।
• এশিয়া উইক।
● ভারত =
• দি টাইমস অব ইন্ডিয়া।
• দি স্টেটসম্যান।
• সানডে।
● পাকিস্তান =
• ডেইলি ডন,
• দ্য নেশন।