আজকে 6.9.2019_অনুষ্ঠিত_সরকারি_হাই_স্কুল শিক্ষক নিয়োগ প্রশ্নপত্রের
✔️বাংলা_অংশের_সমাধান
০১| নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?
®__ঝড়াপালক(কাব্যগ্রন্থ)
০২|"বিসর্জন"রবীন্দ্রনাথের----?
®__কাব্যনাট্য
০৩| "নদী ও নারী"উপন্যাসের রচয়িতা?
®__হুমায়ুন কবির
০৪| মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন---?
®__শ্রীকৃষ্ণকীর্তন
০৫| বসন্তকুমারীর নাট্যকার হলেন?
®__মীর মশাররফ হোসেন
০৬| "সতীময়না ও লোরচন্দ্রনী"আখ্যানের রচয়িতা?
®__দৌলত কাজী
০৭| ব্যাকরণ শব্দের সঠিক অর্থ?
®__বিশেষভাবে বিশ্লেষণ
০৮| নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
®__আলপিন
০৯| শব্দের মূলকে কী বলে?
®__ধাতু
১০| "দুর্গতি"এর সন্ধি বিচ্ছেদ?
®__দুঃ+গতি
১১| বিলাপ"শব্দের বিপরীত শব্দ?
®__অপলাপ
১২| উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার?
®__৫ প্রকার
১৩| "পরাগ"বইটি নিয়ে যাও এখানে "পরাগ" হচ্ছে.....
®__বিশেষ্য পদ
১৪| তিনি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য?
®__যৌগিক বাক্য
১৫| "বাই কুড়িয়ে বেল"বাগধারাটির অর্থ কী?
®__ক্ষুদ্র থেকে বড়
১৬| "যে আপনার রং লুকায়"এক কথায় হবে?
®__বর্ণচোরা
১৭| বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোন চিহ্ন বসে?
®__দাঁড়ি
১৮| বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৯| বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
®__৩৯টি
২০| সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি?
®__ক্রিয়া ও সর্বনাম পদে
২১| "মনমাঝি"কোন সমাসের উদাহরণ?
®__রূপক কর্মধারয়
২২|"আগুন"এর সমার্থক শব্দ?
®__অনল
২৩| কোন বানানটি শুদ্ধ?
®__ইতঃপূর্বে
২৪| অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে কার?
®__উপসর্গের
২৫| "দুলনা"এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
®__দুল+অনা(ক্রিয়াবাচক বলে অনা প্রত্যয় হয়েছে বিশেষ্য পদ হলে "না" প্রত্যয় হতো)
২৬| কারক কত প্রকার?
®__৬ প্রকার
২৭| বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি?
®__চর্যাপদ
®__সমাধান→রমজান(বি.এ অনার্স বাংলা)
২৮| বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি কে?
®__ঈশ্বরচন্দ্র গুপ্ত
২৯| রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান?
®__গীতাঞ্জলি
৩০| কোন সালে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
®__১৯৪১ সালে
৩১| কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়?
®__বিজলী(সাপ্তাহিক)
৩২| "কাঁদো নদী কাঁদো"কার রচনা?
®__সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস
৩৩| হুমায়ুন আহমেদের "শ্যামল ছায়া" এর পটভূমি?
®__১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
৩৪| "শেষের কবিতা" রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
®__উপন্যাস
৩৫| বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
®__মাইকেল মধুসূদন দত্ত
৩৬| "বনফুল"কোন কবির ছদ্মনাম?
®__বলাইচাঁদ মুখোপাধ্যায় এর
৩৭| "গৌড়ীয় ব্যাকরণ"কার রচনা?
®__রাজা রামমোহন রায়ের
৩৮|"স্বভাব কবি"বলা হয় কাকে?
®__গোবিন্দ্রচন্দ্র দাসকে
৩৯| "হুলিয়া কবিতাটির রচয়িতা কে?
®__নির্মেলেন্দু গুণ
৪০| "পাখি সব করে রব রাতি পোহাইলো"পঙ্ক্তিটির রচয়িতা?
®__মদনমোহন তর্কালঙ্কার
৪১| "মৈয়মনসিংহ গীতিকার"সংগ্রাহক কে ছিলেন?
®__চন্দ্রকুমার দে(সম্পাদক দীনেশচন্দ্র সেন)
৪২| "পায়ের আওয়াজ পাওয়া যায়" কাব্যনাট্যের রচয়িতা কে?
®__সৈয়দ শামসুল হক
৪৩| "পুতুল নাচের ইতিকথা"উপন্যাসের লেখক কে?
®__মানিক বন্দ্যোপাধ্যায়
৪৪| কবি শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোথায়?
®__পাড়াতলী
৪৫| মুনীর চৌধুরীর কবর নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে?
®__ভাষা আন্দোলন
৪৬| "সিরাজুম মুনীরা"কাব্যগ্রন্থের রচয়িতা?
®__ফররুখ আহমেদ
৪৭| কাজী নজরুল ইসলামের "আলেয়া"কোন ধরনের রচনা?
®__গীতিনাট্য
৪৮| কবিতার ছন্দ্র সাধারণত কত প্রকার?
®__৩ প্রকার(স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত)
৪৯| "মধুমালতী"কাব্যগ্রন্থের কবি হলে?
®__কবি বাবা রচয়িতা মুহম্মদ কবীর অপশনে নেই।
৫০| "মুকুন্দরাম চক্রবর্তী"রচিত কাব্যগ্রন্থের নাম কী?
®__চণ্ডীমঙ্গল
(ভুল-ত্রুটি চোখে পড়লে সঠিকটা জেনে নিন)
সমাধান MD. Ramjan Ali