সুশাসন ও নৈতিকতা অংশ সমাধান
১। তথ্য পাওয়ার অধিকার
= রাজনৈতিক অধিকার ( রাষ্ট্রের সাথে সম্পর্কিত , রাষ্ট্র যদি ইচ্ছা করে আপনাকে কোনো তথ্য দিবে না তাহলে করার কিছু নাই , যেহেতু সংবিধানের ৩য় ভাগে নেই তাই ধরে নেয়া যায় - রাজনৈতিক অধিকার । তবে বাংলাদেশের তথ্য অধিকার আইনে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা আছে । এখন পরীক্ষক যেটা নেই আরকি )
২। বাংলাদেশে ‘নব্য-নৈতিকতা’র প্রবর্তক হলেন
= আরজ আলী মাতব্বর (নেটনাই তাই আইডিয়া থেকে দিলাম বাংলাদেশের দার্শনিক বলে) কারো জানা থাকলে বলবেন। )
৩। আমরা যে সমাজেই বসবাস করি না কেন না কেন, আমরা সকলেই নাগরিক হওয়ার প্রত্যামা করি। এটি
= রাজনৈতিক ও সামাজিক অনুশাসন ( এরিস্টটলের সেই বিখ্যাত উক্তি > মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব)
৪। সভ্য সমাজের মানদণ্ড হলো
= আইনের শাসন ( এটি না থাকলে সমাজ অসভ্যতে পরিণত হয়)
৫।বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয়
= নারীদের ক্ষেত্রে ( লিঙ্গবৈষম্য এর কথা হর হামেশায় শোনা যায়)
৬। মূল্যবোধের চালিকা শক্তি
= সংস্কৃতি ( সংস্কৃতির কারণেই বিভিন্ন দেশের মূল্যবোধ বিভিন্ন হয়)
৭। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে
= বিনিয়োগ বৃদ্ধি পায়
৮। মূল্যবোধ হলো
= মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড
৯। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য
= মৌলিক স্বাধীনতার উন্নয়ন ( এটা কনফিউশিং প্রশ্ন , পরীক্ষকের উপর নির্ভর করবে )
১০ । সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য
= নিয়মিত কর প্রদান করা
===
মন্তব্য : ১ প্রশ্ন জাস্ট থিওরিটিকাল ছিল বাকিগুলো সিক্সথ সেন্স ব্যবহার করলেই পারা যায়।