কীভাবে বিসিএস পড়াশুনা শুরু করবেন- নাদিয়া সুলতানা, পুলিশ ক্যাডার ( ASP )
প্রথমে জেনে নিন বিসিএস সিলেবাস ৷
* বিসিএস মৌলিক তিনটি ধাপ অর্জন করতে হবে ৷
*প্রিলিমিনারি পরীক্ষা
* রিটেন পরীক্ষা
* ভাইভা পরীক্ষা
প্রথম প্রিলিমিনারি সিলেবাস জেনে নিন ৷
প্রিলি পরীক্ষা হয় ২০০ নম্বরের।
* বাংলা ভাষা ও সাহিত্য: ৩৫ মার্ক
* English Language and Literature : ৩৫ মার্ক
* বাংলাদেশ বিষয়াবলী : ৩০ মার্ক
* নৈতিকতা , মূল্যবোধ ও সুশাসন : ১০ মার্ক
* আন্তর্জাতিক বিষয়াবলী : ২০ মার্ক
* ভূগোল ( বাংলাদেশ ও বিশ্ব ) , পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা : ১০ মার্ক
* সাধারন বিজ্ঞান : ১৫ মার্ক
* কম্পিউটার ও তথ্য প্রযুক্তি : ১৫ মার্ক
* গাণিতিক যুক্তি : ১৫ মার্ক
* মানসিক দক্ষতা : ১৫ মার্ক
মোট ২০০ নম্বর প্রিলি সিলেবাস।
* রিটেন ৯০০ মার্ক
* শিক্ষা ক্যাডারদের জন্য অতিরিক্ত ২০০ সহ রিটেন মোট ১১০০ মার্কস।
বি: দ্র: প্রিলি পাস করার জন্য নির্দিষ্ট মার্ক উল্লেখ নেই , প্রশ্নের ধরন অনুযায়ী পাস করানো হয় , তবে প্রিলিতে যারা ১২০ পাবে তারা প্রিলি পাস করবেই৷
প্রিলিতে কোন বিষয় আলাদা আলাদা পাস করা বাধ্যতামুলক নয় , মোট ১২০ পেলেই পাস করার সম্ভাবনা থাকে৷
* রিটেনে ৯০০ মার্কের মধ্যে ৪৫০ পেলে পাস , যারা আরো বেশি পাবে তারা ক্যাডার হবে , আর অন্যগুলো ননক্যাডার পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
* ভাইভা : ২০০ মার্কস।
******************************************
আসুন জেনে নিন কি কি বই পড়বেন ৷
* mp3 , প্রফেসরস , ওরাকল যে কোন দুই সেট বই কিনবেন ৷
* গণিত : শাহীন ম্যাথ , mp3 , প্রফেসরস
ইংলিশ : Applied english grammar , English for competitive exams , A handbook literature, common mistakes in english
বাংলা : Mp3 , নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরন ,প্রফেসরস বাংলা
* কম্পিউটার : প্রফেসরস ও mp3
* বিজ্ঞান : mp3 , প্রফেসরস
* মেন্টাল এবিলিটি : mp3
* প্রশ্ন ব্যাংক : প্রফেসরস
* জব সলুশন : প্রফেসরস
* নতুন বিশ্ব প্রফেসরস
* ওরাকল Vocabulary with mnemonic
* পত্রিকা : প্রথম আলো ও ডেইলি স্টার
গুরুত্বপুর্ণ তথ্য নোট করবেন ৷
অতিরিক্ত পড়বেন :
* লাল নীল দিপাবলী
* রক্তাক্ত প্রান্তর
* কারেন্ট অ্যাফেয়ার্স ও ওয়াল্ড
* বাংলা সাহিত্য ( শমিত্র শেখর )
* রিটেন ও ভাইভার জন্য আরাে কিছু বই পড়তে হবে ৷
সর্বোপুরি আল্লাহর উপর ভরসা রেখে পড়াশুনা শুরু করেন , দৈনিক ৮ ঘন্টা করে পড়াশুনা করার চেষ্টা করবেন, বিসিএস কোচিং করার চেষ্টা করবেন, জীবনে সফল না হলে পৃথিবীতে কোন মূল্য নেই , ১ টা বছর পড়াশুনার জন্য উৎসর্গ করুন , তাহলে আজীবন সুখ ভোগ করতে পারবেন , নিজেকে পরিবর্তন করার জন্য এখনি সময় , যখন সময় চলে যাবে তখন আফসোস করবেন , কেউ তখন মূল্য দিবেনা , আজীবন কষ্টকরতে হবে , সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করেনা , ওকে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ৷
কৃতজ্ঞতায়
নাদিয়া সুলতানা
পুলিশ ক্যাডার ( ASP )