বিসিএস প্রিলি প্রস্তুতি
*** সংবিধান ***
সংবিধান থেকে পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১৷ শেখ মুজিবর রহমান বাংলাদেশ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন কবে?
--১১ জানুয়ারী, ১৯৭২
২৷ বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
-- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৩৷ 'Constitutional Law of Bangladesh' এর রচয়িতা কে?
-- মাহমুদুল ইসলাম
৪৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর কর্তৃক স্বাধীনতার ঘোষণা সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
--৬ষ্ঠ
৫৷ বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে স্পিকার এর স্থান কততম?
-- ৩য়
৬৷ 'মৌলিক প্রয়োজনের ব্যবস্থা' সংবিধানের কত নং অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে ?
--অনুচ্ছেদ নং-১৫
৭৷ নিন্মলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে?
ক৷ আদিবাসী খ৷★ক্ষুদ্র নৃগোষ্ঠী গ৷ উপজাতি ঘ৷ পাহাড়ী
৮৷ মৌলিক অধিকার লঙ্গন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া হয়েছে?
--ধারা ১০২-এ
৯৷ বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে??
-- হাইকোর্ট
১০৷ জনস্বার্থ রিট মামলার আবেদন কোথায় করা হয়?
-- হাইকোর্ট বিভাগে
১১৷ ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হলো-- বিচার বিভাগ
১২৷ রাষ্ট্রপতির অভিশংসন কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে?
-- অনুচ্ছেদ নং-৫২
১৩৷ অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকে?
-- জাতীয় সংসদের কাছে
১৪৷ সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী উল্লেখ আছে- ৭৩ নং অনুচ্ছেদে
১৫৷ সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
-- ১৫দিন
১৬৷ 'কোর্ট অব রেকর্ড' রূপে সুপ্রিম কোর্ট কত নং অনুচ্ছেদে আছে?
-- ১০৮ নং অনুচ্ছেদে
১৭৷ কোন সংশোধনীর মাধ্যমে গনভোটের বিধান রহিত করা হয়?
-- পঞ্চদশ সংশোধন
১৮৷ বাংলাদেশে গনভোট অনুষ্ঠিত হয়-- 1977(প্রথম), 1985, 1991 সালে(সর্বশেষ)
১৯৷ রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান-- স্পিকার
২০৷ "জরুরী অবস্থা ঘোষণার বিধান" কোন সংশোধনীর মাধ্যমে করা হয়?
-- ২য়
২১৷ নির্বাচনের পর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করাতে স্পীকার ব্যর্থ হলে কে শপথ বাক্য পাঠ করাবেন?
-- প্রধান নির্বাচন কমিশনার
২২৷ রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত জরুরী অবস্থার মেয়াদকাল সর্বোচ্চ কত মাস?
-- ৪ মাস
২৩৷ ষোড়শ সংশোধনীকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে
-- ৫ মে, ২০১৬(উল্লেখ্য যে আপিল বিভাগ অবৈধ ঘোষণা করে -৩ জুলাই, ২০১৭)
২৪৷ বাংলাদেশের পদমর্যাদা মানক্রমে পিএসসির চেয়ারম্যান এর স্থান--
--১৬তম
২৫৷ বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়?
--১৯৭২ সালে
.
#সংগ্রহীতঃ ইউসুফ