#বর্ণনামূলক
#অসমাপ্ত আত্মজীবনী
#লেখকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
#লেখার সময়ঃ বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৯ সালে কারাবন্দী থাকা অবস্থায় আত্মজীবনী লেখা শুরু করেন। চারটি খাতায় লিখে রাখা এই আত্মজীবনী ২০১২ সালের ১৮ জুন 'অসমাপ্ত আত্মজীবনী' নামে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL) কর্তৃক প্রকাশিত হয়।
#অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকা লেখার তারিখঃ ০৭/০৮/২০০৭।
#অসমাপ্ত আত্মজীবনী' এর ভূমিকা লেখার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলাস্থ সাবজেলে ছিলেন।
#পাতাঃ ৩৩০।
#বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম ইংরেজিতে 'Unfinished Memories' নামে অনুবাদ করেন।
#জাপানি ভাষায় অনুবাদ করেন- কাজুহিরো ওয়াতানাবে। ২ আগস্ট, ২০১৫।
#চীনা (মান্দারিন) ভাষায় অনুবাদ করেন- চাই শি। ১৮ জানুয়ারি, ২০১৬।
#আরবি ভাষায় অনুবাদ করেন- ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৬ সালে।
#ফরাসি ভাষায় অনুবাদ করেন- অধ্যাপক ফ্রান্স ভট্টাচার্য। ২৬ মার্চ, ২০১৭।
#হিন্দি ভাষায় অনুবাদ করেন- ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ৮ এপ্রিল, ২০১৭।
#'অসমাপ্ত আত্মজীবনী' এ পর্যন্ত ৬টি ভাষায় অনুদিত হয়।
#প্রচ্ছদ করেন: সমর মজুমদার
#কারাগারের_রোজনামচা
#লেখার সময় : ১৯৬৬-১৯৬৮
#কারাগারের রোজনামচাঃ এই গ্রন্থটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি গ্রন্থ সংকলন।
#গ্রন্থটির নামকরণ করেনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
#ধরণঃ আত্মজীবনী।
#প্রকাশকঃ বাংলা একাডেমী।
#প্রকাশিত হয়ঃ ১৭ মার্চ, ২০১৭।
#বিষয়ঃ ইতিহাস, রাজনীতি, জেলের ভিতরকার দিনরাত্রি।
#প্রচ্ছদ আঁকেনঃ তারিক সুজাত।
#পাতাঃ ৩৩২।
-------------
আশিকুর রহমান