২৫/০৮/১৯
বোর্ড - কামাল উদ্দীন আহমেদ স্যার
প্রার্থীঃ রেজাউল হক
চয়েস: প্রশাসন, পুলিশ, অডিট
সিরিয়াল: ৪,
৩ জন, ১ ম্যাডাম, ২০ মিনিট প্রায়।
===============
চেয়ারম্যান:
----what's your name?
----Introduce yourself briefly.
----Choices?
----What are you doing now?
----What's your subject?
----তো, গণিত পড়ানো ছেড়ে প্রশাসনে আসতে চাও কেন?
----তো মনে কর, তোমার মা চায় তুমি প্রশাসনে আসো আর তোমার বাবা সবার জমি জমা নিজের নামে করে অনেক জমির মালিক হওয়ার উদ্দেশ্যে তোমাকে সাবরেজিস্টার হতে বললে, তুমি কার কথা শুনবা? কেন?
----এখন পর্যন্ত কয়টা বিসিএস দিছ? কোনটার কি অবস্থা?
---৩৭ তম নন ক্যাডারে কি পেয়েছ?
----অনেক আগে গণিতে একটা পুরষ্কার চালু ছিল, নাম জানো? এখন মনে হয় বন্ধ হয়ে গেছে!
---অ্যাবেল পুরষ্কার কোথা থেকে দেওয়া হয়?
----
এক্স১:
----একটি জেলার সিভিল প্রশাসনের প্রধান কে?
---- তাকে আর কি কি নামে ডাকা হয়?
---কেন তাকে ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হয়?
---উনি কি কি ধরনের রাজস্ব কালেক্ট করেন?
---ইনকাম ট্যাক্স কি উনি কালেক্ট করেন?
---নওগাঁ জেলায় কি কি আছে? বিস্তারিত বল।
---হলুদ বিহারে কি কি আছে? খনন কাজ কি শেষ হয়েছে? গিয়েছে?
---পতিসরের বিস্তারিত বল। ব্যাংক সম্পর্কে বল। সম্প্রতি একটা সিন্দুক পাওয়া গেছে, কিছু জানো?
---আর কোথায় এরকম আছে? শিলাইদহে গেছ? এর পূর্ব নাম কি? সিরাজগঞ্জ গেছ? সেখানে কি হচ্ছে? বিল্ডিং কি হয়েছে? ভিসির নাম কি?
-----
এক্স২(মহিলা):
----What's the difference between Geometric Mean & Harmonic Mean?
----What is "Jaiman Oxygen"? এসএসসিতে প্র্যাকটিক্যাল করো নাই জায়মান অক্সিজেন?
----ছয়দফা বল, পয়েন্টস গুলা বলো।
----What is the condition of Gender Equality in Bangladesh now? What is women empowerment?
----Do you have a sister in your family? What are the rules of family?
----What is ratio of Tax & GDP now?
----বিশ্বে বাংলাদেশ ১ম, ২য়, ৩য়, ৪র্থ বিষয়গুলো বল।
----
চেয়ারম্যান:
----Applied Mathematics এর বাংলা কি? এটা আসলে কি বুঝিয়ে বল।
----আগের বার কার বোর্ডে ভাইভা দিছো?
----ঠিক আছে, এখন আসতে পারো।
আর গুলো মনে নাই। ম্যাডামের প্রশ্ন কয়েকটা পারিনাই। আল্লাহ ভরসা।