বিসিএস প্রিলি প্রস্তুতি
.
#বাংলা_সাহিত্যের_বিভিন্ন_চরিত্র
বিসিএস প্রিলিতে আসার মত বাছাই করা কিছু চরিত্রের নাম ও আনুষঙ্গিক সাহিত্যের তথ্য দেয়া হলোঃ
★ ‘গয়া’ কোন গল্পের চরিত্র- মামলার ফল
★ ‘রতন’ চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের- পোস্টমাস্টার
★ ‘তিলোত্তমা’ চরিত্রটির স্রষ্টা ঔপন্যাসিক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
★ ‘আদুরী’ চরিত্রটি কোন নাটকের- নীলদর্পণ
★‘অপর্ণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের চরিত্র– বিসর্জন
★শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়ায়ি কি ধরনের চরিত রাধাকৃষ্ণে প্রেমের দূতী
★রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র _ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
★ ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের_ আলালের ঘরের দুলাল
★নদের চাঁদ কোন পালাগানের চরিত্র_ মহুয়া
★ ‘অর্জুন’ চরিত্রটি কোন গ্রন্থের_ চিত্রাঙ্গদা
★ ‘গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম - সুরেশ ও অচলা
★ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র- ইন্দ্রনাথ
★ মনসামঙ্গলের চরিত্র কোনটি- সনকা
★বিদ্রোহী বালিকা বধূ ‘জামিলা’ কোন উপন্যাসের চরিত্র- লালসালু
★ জাগো বাহে কুণ্ঠে সবাই’- এই অবিস্মরণীয় আহ্বানউচ্চারণরণ করে কোন চরিত্রটি- সৈয়দ শামসুল হকের ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকের নূরুল দীন
★‘হেমাঙ্গিনী’ ও ‘কাদম্বিনী’ কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র- মেজদিদি
★ ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক- শরৎচন্দ্র
★ ভাডুদত্ত কোন কাব্যের চরিত্র? Ans: চণ্ডীমঙ্গল
★ ‘অভয়া’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র- শ্রীকান্ত
★বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম- গোবিন্দলাল ও রোহিনী
★ভিখু, পাঁচী কোন গল্পের চরিত্র? Ans: প্রাগৈতিহাসিক
★ ‘রহমত’ চরিত্র কোন গল্পের? Ans: কাবুলিওয়ালা
★ ‘কপাল কুণ্ডলা’ উপন্যাসের নায়কের নাম- নবকুমার
★শশী, কুসুম চরিত্র দুটির স্রষ্টা - মানিক বন্দ্যোপাধ্যায়
★ ‘অন্নদা দিদি’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র_ শ্রীকান্ত
★ ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে- সধবার একাদশী
★‘মৃন্ময়’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা- সমাপ্তি
★শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা- দুইবোন
★ রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পের চরিত্র - ফটিক
★ অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র- শেষের কবিতা
★ ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসের- কৃষ্ণকান্তের উইল
★ ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের নায়ক _ এজিদ
★ ‘অপু ও দূর্গা’ চরিত্র _ পথের পাঁচালী
★ রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত তিনটি গল্পেই মুসলমান চরিত্র- ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
★‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়- আলালের ঘরের দুলাল
★‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র -সূর্যদীঘল বাড়ি