বিসিএস প্রস্তুতি নিতে স্পেশাল মডেল টেস্ট আয়োজন করা হয়েছে।
#২য় মডেল টেস্ট
পূর্ণমানঃ ৩০
নেগেটিভঃ . ২৫
------------------------------------------
১। শুদ্ধ বাক্য কোনটি?
ক। সকল সুধীমন্ডলী উপস্থিত আছেন
খ। সুধীমন্ডলী উপস্থিত আছেন
গ। সব সুধীমন্ডলী উপস্থিত আছেন
.
২। নিচের কোন শব্দটির বানান ভুল
ক। কর্ণেল
খ। স্টেশন
গ। প্রতিযোগিতা
৩। নিচের কোন বানানটি শুদ্ধ?
ক। স্বরস্বতী
খ। সরস্বতী
গ। স্বরসতী
৪৷ "ভারসাম্যতা " শব্দটি অশুদ্ধ কেন?
ক। প্রত্যয়জনিত কারনে
খ। সন্ধিজনিত কারনে
গ। উপসর্গ জনিত কারনে
.
৫। which one is the correct spelling
ক। comitment
ক। commitmant
গ। commitment
ঘ। committment
৬। choose the correct spelling
ক। Disaster
খ। Disastar
গ। Disester
.
৭। Paradise lost' was written by
ক। Mathew Arnold
খ। W B Yeats
গ। John Milton
.
৮। The marchant of 'Venice' is Written by
ক। Shelley
খ। Shakespeare
গ। Milton
.
৯। "Silent Women " Written by-
ক। John Ruskin
খ। Ben jonson
গ। kalidas
.
১০। ১ থেকে ১০ টি মৌলিক সংখ্যার যোগফল কত?
ক। ৫৫
খ। ১২৯
গ। ৩২৮
ঘ। ২৫০
১১। ১-৫০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক। ৪৬
খ। ৮৫
গ। ৯৫
ঘ। ৭৫
১২। ৪০, ৬০ এবং ৮৮ এর গসাগু কত?
ক। ৪
খ। ৬
গ। ৮
ঘ। ১২
১৩। দুইটি সংখ্যার অনুপাত ৩ঃ৪ এবং তাদের লসাগু ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?
ক। ৫০
খ। ৫৫
গ। ৬০
ঘ। ৬৫
১৪। ০, ২ এবং ৩ এর গসাগু কত?
ক। ১
খ। ৩
গ। ০
১৫। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত
ক। চট্টগ্রাম
খ। বগুড়া
গ। সোনারগাঁওয়ে
১৬। জাতীয় সংহতি দিবস কোনট
ক। ১৬ডিসেম্বর
খ। ২৬ মার্চ
গ। ৭ নভেম্বর
ঘ। ১বৈশাখ
১৭। কোন সালে ১ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়?
ক। ১৯৯৭
খ। ২০০০
গ। ১৯৯৯
ঘ। ২০০১
১৮। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটির ডিজাইন করে
ক। জেমস রেনেল
খ। কামরুল হাসান
গ। এ এন সাহা
ঘ। আব্দুর রউফ
১৯। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি কততম প্রধানমন্ত্রী-
ক। ১৪
খ। ১৫
গ। ১৩
ঘ। ১২
২০। সাম্প্রতিক কোন দেশের সড়কের নামকরন করা হয়েছে "বাংলাদেশ বুলেভার্ড "
ক। যুক্তরাষ্ট্রে
খ। যুক্তরাজ্য
গ। রাশিয়া
ঘ। জাপান
২১। কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম কি?
ক। আস্তানা
খ। নুর ইসলাম
গ। নুর সুলতান
.
২২। ক্রোনোমিটার কি?
ক। সময় মাপার যন্ত্র
খ৷ সুমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
গ। দুধ মাপার যন্ত্র
.
২৩। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়িনা কেন?
ক। মহাকর্ষ বল
খ। মধ্যাকর্ষণ বল
গ। স্থির থাকার জন্য
২৪। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক। মেরু অঞ্চলে
খ। বিষুব অঞ্চলে
গ। পাহাড়ের উপরে
২৫। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
ক। শুন্যতায়
খ। কঠিন পদার্থে
গ। বায়বীয় পদার্থে
.
২৬। কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়
ক। স্মৃতি অংশ
খ। কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
গ। শক্ত ধাতব অংশ
.
২৭। what does CPU stand for
ক। central processing unite
খ। central power untite
গ। computer power unite
.
২৮। তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য
ক। উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
খ। উন্নত মুদ্রণ যন্ত্র
গ। অবুবাদক প্রোগাম
২৯। বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়
ক। মহেশখালী
খ। ঝিলং ঝা
গ। দুল হাজরা
.
৩০। IT উদ্ভাবন করেন
ক। জে এস কেলবি
খ। রবার্ট হুক
গ। ওয়াটসন
==================
#পরীক্ষকঃ
1. Saiful Islam
2. Tareque Shafique