বোর্ডঃ শাহ আব্দুল লতিফ স্যার।
প্রার্থীঃ AB De Karim
ডিপার্টমেন্টঃ সিভিল ইঞ্জিনিয়ারিং
পছন্দক্রমঃ প্রশাসন, পুলিশ
সময়ঃ ২০ মিনিট (প্রায়)
অনুমতি নিয়ে ভিতরে গেলাম। কাগজ নিয়ে বসতে বললেন, বসলাম।
।
প্রশ্নোত্তর পর্বঃ
চেঃ
What is cusec?
1 cusec equals how many litres?
What is your first choice?
You are from BUET?
Why a handsome number of BUETians are coming for BCS?
এক্স-১ঃ
What do you know about "Social Safety Net"?
রংপুরে মঙ্গা কেন হতো?
এখন আছে কিনা?
কুড়িগ্রামে এতো দারিদ্র্যতা কেন?
বাংলা কোন মাসে মঙ্গা হয় নরমালি?
স্বাধীনতা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কী?
What is "hair crack"?
Why does this occur?
How to solve this problem?
এক্স-২ঃ
কোন প্রধানমন্ত্রী সিটিজেন চার্টার টার্ম টা চালু করেন?
সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে প্রশাসনে কেন?
Name some current mega projects based on Civil Engineering?
আপনি একটা ভালো জব করছেন তারপরেও বিসিএস কেন?
আপনার মা সম্পর্কে ১ মিনিট ইংরেজিতে বলুন?
চেঃ ঠিক আছে, ওনাকে ছেড়ে দেয়া যায়।
সালাম দিয়ে বেরিয়ে আসলাম।
#শেষ