প্রশ্নঃ রাষ্ট্রপতির সাংবিধানিক কার্যাবলী বর্ণনা করুন।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান। বাংলাদেশের সংবিধানের চতুর্থ অংশের ৪৮-৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধানাবলি বিধৃত হয়েছে। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত এবং তিনি সংবিধান ও আইন বলে তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। অধিকন্তু সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদন করা হয়। তত্ত্বীয়ভাবে সকলের ঊর্ধ্বে থাকলেও বাস্তবে তিনি নামমাত্র নির্বাহী হিসেবে শুধু আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করেন এবং প্রকৃত রাষ্ট্রীয় ক্ষমতা নির্বাহ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) ধারা অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি সর্বদা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে কার্যনির্বাহ করেন।
রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীঃ
ক)শাসন সংক্রান্ত বা নির্বাহী ক্ষমতা
খ) আইন সংক্রান্ত ক্ষমতা
গ) অর্থ সংক্রান্ত ক্ষমতা
ঘ)বিচার সংক্রান্ত ক্ষমতা
ঙ) বিবিধ ক্ষমতা
ক)নির্বাহী ক্ষমতা
১। নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান [অনুঃ৪৮(২)]; সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়[অনুঃ৫৫(৪)] ।
২। রাষ্ট্রপতি আইনবলে তার নামে প্রণীত আদেশ ও অন্যান্য দলিল সত্যায়িত বা প্রমাণীকৃত হওয়ার ধরন নির্ধারণ করেন[অনুঃ ৫৫(৫)] ।
৩। রাষ্ট্রপতি সরকারের কার্যক্রম বণ্টন ও কার্যক্রম সম্পাদনের জন্য বিধি প্রণয়ন করেন [অনুঃ৫৫(৬)]।
৪। তার বিবেচনায় অধিকাংশ সংসদ-সদস্যের সমর্থন লাভে সক্ষম একজন সংসদ-সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করেন [অনুঃ৫৬(৩)।
৫। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদেরও নিয়োগ প্রদান করেন [অনুঃ৫৬(২)]
৬। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি বাংলাদেশের এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারক, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ প্রদান করেন [(অনুঃ যথাক্রমে -৬৪,৯৫,১১৮,১২৭,১৩৮)]
৭। তিনি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিবেন।[ (অনুঃ ৯৫)]।
৮। রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিরক্ষা সার্ভিসের সর্বাধিনায়ক।[(অনুঃ ৬১)]।
খ)আইন সংক্রান্ত ক্ষমতা
১। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান স্থগিতকরণ ও ভেঙ্গে দিতে পারেন। (অনুঃ৭২)
২। সংসদে ভাষণ প্রদানের এবং বাণী প্রেরণের অধিকার রাষ্ট্রপতির আছে । (অনুঃ ৭৩)
৩। সংসদে গৃহীত প্রতিটি বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন, কেননা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না। (অনুঃ ৮০)
৪। সংসদ ভেঙ্গে দেওয়া হলে বা সংসদ অধিবেশন চালু না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন এবং এসব অধ্যাদেশ সংসদে গৃহীত আইনের মতোই কার্যকর বলে গণ্য। (অনুঃ ৯৩)
গ) অর্থ সংক্রান্ত ক্ষমতাঃ
১। অর্থবিল বা সরকারি ব্যয়ের সঙ্গে জড়িত যেকোন বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে পেশ করা যাবে না (অনুঃ৮২)।
২। রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো অনুদান দাবি করা যাবে না। (অনুঃ ৮৯(৩)]
৩। সম্পুরক বা অতিরিক্ত অনুদান হিসেবে সমন্বিত তহবিল থেকে ব্যয় অনুমোদনের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। তবে এক্ষেত্রে তাকে ক্ষেত্রমত সম্পুরক ও অতিরিক্ত বাজেট সংসদে পেশ করতে হবে (অনুঃ৯১)
৪।জাতীয় সংসদ কোন অর্থ বছরে অনুদান মঞ্জুরে ব্যর্থ হলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সমন্বিত তহবিল থেকে ঐ বছরের বার্ষিক আর্থিক বিবরণীতে উলে¬খক্রমে অনূর্ধ্ব ৬০ দিনের ব্যয় সংকুলানের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে পারেন। (অনুঃ ৯২(৩))
ঘ)বিচার সংক্রান্ত ক্ষমতাঃ
রাষ্ট্রপতি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্যতর কর্তৃপক্ষের প্রদত্ত শাস্তি মার্জনা, স্থগিত, বিলম্বিত ও হ্রাস করতে পারেন।(অনুঃ ৪৯)
ঙ) বিবিধ ক্ষমতাঃ
প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকারকে সংবিধানের তৃতীয় তপসিল অনুসারে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করান। অনুরূপভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি রাষ্ট্রদূত ও অন্যান্য কূটনৈতিক প্রতিনিধিদের প্রেরণ ও গ্রহণ করেন। বৈদেশিক রাষ্ট্রসমূহের সঙ্গে সম্পাদিত যাবতীয় চুক্তি, পাবলিক সার্ভিস কমিশন ও মহা হিসাবনিরীক্ষকের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করা হয় এবং তিনি সেগুলো সংসদে পাঠান।
কোন সাজেশান থাকলে কমেন্টে জানাবেন ।
সুত্রঃ ১। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান অনুযায়ী সম্পাদিত ।
২।বাংলাপিডিয়া
মুহাম্মদ ইরফান উদ্দীন
উপজেলা নির্বাচনী কর্মকর্তা(সুপারিশপ্রাপ্ত)
৩৭ তম বিসিএস নন-ক্যাডার