#বিসিএস_গনিত_Lecture_23
#সুদকষা_২(#সুদবকষা_শেষ_অংশ)
-----------------------------------
মূলধন/আসল/বিনিয়োগ=p
মুনাফা/সুদ/বছরে কমে যাওয়া টাকা/বছরে বেড়ে যাওয়া টাকা=I
মুনাফার হার/সুদের হার =r
সময়=n
মুনাফাআসল /সুদআসল /সরল মুনাফার সবৃদ্ধিমূল=A
--------------------------------
১)সুদের হার X% হতে কমে/হ্রাস পেয়ে Y% হলে,আসল কত???
#1_টেকনিক;:::::::
P=(I*100)/(n*(x%-y%))
>>>>>>সুদের হার ৭% হতে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায় তার মূলধন কত টাকা??
সমাধান;:::
X%=৭%
y%=৫%
n=৫
I=৭0
p=(100*I)/(n*(x%-y%))
=(১০০*৭০)/(৫*(৭-৫))
=(৭০০০)/(৫*২)
=(৭০০০)/১০
=৭০০(উত্তর)
-----------------------
২)সুদআসল হতে মূলধন/আসল নির্নয়
#2_টেকনিক:::::::
p=(100*A)/(100+(r*n))
>>>>>>শতকরা ৪টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল/সুদআসল ১০৪০ টাকা হবে
সমাধান::::
r=৪
n=১৫
A(সরল মুনাফায় সবৃদ্ধিমূল) =১০৪০
:::::::p=(100*A)/(100+(r*n))
=(১০০*১০৪০)/(১০০+(৪*১৫))
=(১০৪০০০)/(১০০+৬০)
=(১০৪০০০)/(১৬০)
=৬৫০ টাকা (উত্তর)
---------------------------------
৩) p টাকা r% হার মুনাফায় কত বছরে সুদেআসল/সুদেমূলে A টাকা হবে???
#3_টেকনিক::::;
n=(100*(A-p))/(p*r)
>>>>>৫০০ টাকা ৬% হার সুদে কত বছরে সুদেমূলে ৮০০ টাকা হবে
সমাধান::::
p=৫০০
r=৬
A=৮০০
:::::
n=((100*(A-P))/(p*r)
=(১০০*(৮০০-৫০০))/(৫০০*৬)
=(১০০*৩০০)/(৩০০০)
=(৩০০০০)/৩০০০
=১০ বছর(উত্তর)
---------------
4)Double সুদ-আসল, Double সময়
দেওয়া থাকলে
Step 1:::
বড় সুদ=(সময়ের পার্থক্য *বড়সময়)/(সময়ের পার্থক্য)
Step 2::::
আসল(p)=বড় সুদআসল -বড় সুদ
step 3::::
সুদের হার (r)=(100*বড় সুদ)/(p*বড় সময়)
>>>>>>>>>
কোন আসল ৩বছরে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদেআসলে ৫০০ টাকা হলে মোট সুদ কত?? আসল কত??
সুদের হার নির্নয় কর
সমাধান:::::
step1::::I= (সুদআসলের পার্থক্য *বড় সময়)/(সময়ের পার্থক্য)
=((৫০০-৪৬০)*৫)/(৫-৩)
=(৪০*৫)/২
=১০০টাকা(উত্তর)
step 2:::;
আসল(p)=বড় সুদআসল -বড়সুদ
=৫০০-১০০
=৪০০ টাকা (উত্তর)
Step 3:::::
সুদের হার(r)=(100*বড়সুদ)/(p*বড়সময়)
=(১০০*১০০)/(৪০০*৫)
=(১০০০০)/(২০০০)
=৫%
ভাল লাগলে লাইক দিন ও শেয়ার করুন