#বিসিএস_গনিত_Lecture_40 (#চলবে)
শতকরা হিসাবের গণিত করার সহজ নিয়ম: -
******************************************
যে কোন শতকরা হিসাব নিকাশ করে
ফেলুন
মাত্র এক সেকেন্ডে
30% of 50= 15 (3*5=15)
কিভাবে মাত্র এক সেকেন্ডে এর উত্তর
বের
করবেন?
প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30
এবং
50। এখানে উভয় সংখ্যার এককের ঘরের
অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার
এককের
ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয় সংখ্যা
থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে
বাকি
যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ
করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ
এখানে
3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে
যাবে।
আরও কিছু উদাহরণ দেখুন –
1. 20% of 190= 38 (2*19=38)
2. 40% of 60= 24 (4*6=24)
3. 80% of 40= 32 (8*4=32)
4. 20% of 18= 3 (2 * 1.8 = 3.6)
5. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির
এককের
ঘরের সংখ্যা ‘শুন্য’। তাহলে এখন কী
করব? ঐ
‘শুন্য’ টাকে বাদ দেব আর যে সংখ্যায়
‘শুন্য’
নেই সেই সংখ্যার এককের ঘরের আগে
একটা
‘দশমিক’ বসিয়ে দেব। বাকী কাজটা
আগের
মতই।
আরও কিছু উদাহরণ দেখুন –
২. 25% of 44=11 (2.5*4.4=11)
৩. 245% of 245=600.25 (24.5*24.5=600.25)
৪. ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫)
৫. ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫
(১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
#বর্গের সর্বমোট ৪টি সুত্র আছে:
____________________________
বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
#1_টেকনিকঃবড় সংখ্যা=(বর্গের অন্তর+1)÷2
.
#প্রশ্নঃঃদুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয়
তবে বড় সংখ্যাটি কত?
#সমাধানঃ বড়সংখ্যা=(47+1)/2=24
_____________________________
#সুত্রঃ-2)দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
#2_টেকনিকঃছোট সংখ্যাটি=(বর্গের অন্তর -1)÷2
.
#প্রশ্নঃদুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?
#সমাধানঃছোট সংখ্যাটি
=(33-1)÷2=16(উঃ)
___________________________
#সুত্রঃ-3)যত বড....তত ছোট/ তত ছোট....যত বড উল্লেখ থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে-
#3_টেকনিকঃসংখ্যাটি=(প্রদত্ত সংখ্যা দুটির যোগফল)÷2
.
#প্রশ্নঃএকটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। সংখ্যাটি কত?
#সমাধানঃসংখ্যাটি=(742+830)÷2=786(উঃ)
======================
#সুত্রঃ-4)দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে-
#4_টেকনিকঃসংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা
.
#প্রশ্নঃ2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত?
#সমাধানঃঅপর সংখ্যাটি=(2304÷96)=24