Pages

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

Post name: Superintendent

1. Fill in the blank: ‘You might—–about Milton.’—- Ans: have heard

2. একটি গরু ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরো ৫০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত? Ans: ৫০০০ টাকা

3. আয়ত এর বাহুগুলি পরস্পর সমান হলে কি হয়? Ans: বর্গ

4. ’সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের রচনা?- Ans: উপন্যাস

5. The abbreviations’ PM’ stands for— Ans: Post Meridiem

6. Select the correct sentence: Ans: Did he come home yesterday?

7.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি…..। গানটির রচয়িতা কে?- Ans: আবদুল গাফফার চৌধুরী

8.`Honesty is the best policy.’ in this Sentence the word` honesty is —–Ans: an abstract noun

9. She is now a student of—– University. `Fill in the blank in the above sentence: Ans: a

10. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? –Ans: কঠিন মাধ্যমে

11. বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান? Ans: ভাগের এক ভাগ

12. The word` hardly means—–Ans: almost not

13. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো- Ans: প্রত্যক্ষ

14. ABC সমকোণী ত্রিভুজের B কোণ সমকোণ এবং AB=a, BC=2a হলে নিচের কোনটি সঠিক? Ans: √5a

15. অপরাজেয় বাংলা কি?-Ans: মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য

16. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?- Ans: ৭টি

17. ণত্ব বিধান কোন শ্রেণীর শব্দের জন্য প্রযোজ্য?- Ans: তৎসম

18. ২৫ মে ২০১৮ তারিখে ভারতের কোথায় ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়েছে? Ans: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে

19.` She has been reading the book since morning. This is an example of—Ans: present perfect continuous tense

20. বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?- Ans: নীলনদ

21.‘পরাজয়ের’- এ শব্দটিতে কোনটি উপসর্গ?- Ans: পরা

22. বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?- Ans: মৌলভীবাজার জেলায়

23.‘প্রসন্ন’ এর বিপরীত শব্দ কোনটি?- Ans: বিষণ্ণ

24. Identify the correct passive form: ` Let me write a letter.’ Ans: Let a letter be written by me.

25. A word that takes the place of a noun Is called— Ans: a pronoun

26. a3-b3, a3+b3এর গসাগু কত? Ans: 1

27.‘ তিনি বাড়ি নেই’ কোন কারক? Ans: অধিকরণে শূন্য

28. অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়?- Ans: ক্যানবেরা

29. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়?- Ans: ১২ মে, ২০১৮

30. শেষের কবিতা কোন শ্রেণীর সাহিত্য কর্ম?- Ans: একটি উপন্যাস

31. কোনটি আরবি শব্দ?- Ans: হজ্জ

32. `Muslims fast during Ramadan.’ here the word` fast’ it is—– Ans: a verb

33. ‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ হবে- Ans: লোর

34. ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়?-Ans: ১৯০৪ সালে

35. ।x।♥ এর সমাধান সেট– Ans: -3<x♥

36. একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল- Ans: 4√3

37.‘’রূপসী বাংলা’ কার কাব্যগ্রন্থ?-Ans: জীবনানন্দ দাশের

38. কোনটি অশুদ্ধ বাক্য? Ans: তাহারা বাড়ী যাচ্ছে

39. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?- Ans: কক্কাস

40. `Dead Lock’এর বাংলা- Ans: অচলাবস্থা

41. টাকায় ১০ টি দরে আমলকি ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? Ans: ২৫%

42. বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?- Ans: নাজমুন আরা সুলতানা

43. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কি?- Ans: কারাগারের রোজনামচা

44. Which one of the following is a Plural Noun? Ans: crises

45. যদি পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব h হয় এবং সময় t হয়, তাহলে- Ans: h∝t2

46. Which one of the following was a ` Romantic poet’? Ans: P.B Shelley

47. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?–Ans: যকৃত

48. নড়াইল জেলা শহর কোন নদীর তীরে অবস্থিত? Ans: চিত্রা নদী

50. বাংলাদেশের জাতীয় ফল কোনটি- Ans: কাঁঠাল

51. William Shakespeare was born in- Ans: 1564

52. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো: ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫—– Ans: ৫৭

53. দেরাদুন কোন দেশে অবস্থিত- Ans: ভারতে

54. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে- Ans: কামরুল হাসান

55. নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- Ans: পায়ের আওয়াজ পাওয়া যায়

56. 11+18+25+32+……ধারাটির 15 টি পদের সমষ্টি কত– Ans: ৯০০

57. End in smoke means —- Ans: Come to Nothing

58. Fill in the blank with an appropriate preposition. Exercise is beneficial—health. Ans: to

59. হুলিয়া কবিতা কার রচনা- Ans: নির্মলেন্দু গুণ

60. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে- Ans: স্পিকার

61. ‘না’ কোন জাতীয় শব্দ- Ans: অব্যয়

62. বাংলাদেশের সাংবিধানিক নাম কি-– Ans: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

63. বাংলাদেশ আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি– Ans: রম্বস

64. ভাষার মূল উপাদান হচ্ছে- Ans: ধ্বনি

65. Which one of the following is an example of superlative degree- Ans: least

66. What is the plural form of Mr.– Ans: Mrs.

67. শুদ্ধ বানান কোনটি- Ans: লক্ষণ

68. সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত- Ans: যুক্তরাজ্য

69. Fill in the blank with the right word: a man is known by the—– he keeps. Ans: company

70. The tense of a verb is mainly related to—–Ans: time

71. নিচের কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস– Ans: কয়লা

72. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি– Ans: চর্যাপদ

73. Which one of the following is wrongly spelt- Ans: facination ( Correct spelling: fascination)

74. Fill in the blank: Look —–the word in the dictionary. Ans:

75. নন্দিত নরকে উপন্যাসটির রচয়িতা কে- Ans: হুমায়ূন আহমেদ

76. The past participle form of the verb ‘spread ‘ is—-Ans:

77. ১ হতে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে- Ans: ১৫

78. ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত- Ans: সঠিক উত্তর নেই ( সঠিক হবে 1/2 ×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)× উচ্চতা)

79. শালবন বিহার কোথায় অবস্থিত- Ans: কুমিল্লা

80. He is poor but honest ‘Which one is conjunction in this sentence- Ans: but

81. থাইল্যান্ডের মুদ্রার নাম কি- Ans: বাথ

82. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়ারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন- Ans: ইস্ট পাকিস্তান রাইফেলস

83. বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোন সীমানা নেই- Ans: বান্দরবান

84. একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘোরে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত- Ans: ৫

85. Cos120 ডিগ্রী- এর মান কত- Ans: -1/2

86. x-y =1 , x+y= 3 হলে, (x,y)= কোনটি —Ans: 2,1

87. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- Ans: সোনারগাঁয়ে

88. গোঁফ খেজুরে কোন সমাস- Ans: মধ্যপদলোপী বহুব্রীহি

89. দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 3 এবং গুণফল 2, এদের বর্গের সমষ্টি- Ans: 3

90. ছন্দের জাদুকর কাকে বলা হয়- Ans: সতেন্দ্রনাথ দত্ত

91. Complete the sentence ‘had I been in your situation—the offer. Ans: I would have accepted

92. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কাটার পর তিনি ২৭০০ টাকা পান, তার মাসিক বেতন কত– Ans: ৩০০০

93. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন- Ans: ডিনামাইট

94. x -1/x= √3 হলে x2 + 1/x2=কত—- Ans: 5

95. গীতাঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ কোনটি- Ans: গীত + অঞ্জলি

96. ২৫ শে বৈশাখ কার জন্মদিন- Ans: রবীন্দ্রনাথ ঠাকুর

97. কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা- Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

98. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি- Ans: নাফ

99. Choose the appropriate question tag’ you like vegetables— Ans: don’t you

100. 2(a2+b2) = কত– Ans: (a + b) ^2 + (a-b) ^2

#সংগ্রহীতঃ

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন