Pages

বাংলা সাহিত্যে সাবজেক্টিভ ফাইনাল (মডেল টেস্ট ১-৪ পর্যন্ত)

বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা  সাহিত্যে সাবজেক্টিভ ফাইনাল (মডেল টেস্ট ১-৪ পর্যন্ত)

♦♦১ম দিনের মডেল টেস্ট  একনজরেঃ
১।বাংলা গদ্যের আদি নিদর্শন কী?
ক) চর্যাপদ
খ) শেখ শুভোদয়া
গ) নরোত্তম দাসের দেহকড়চা
ঘ) কোচবিহার রাজ্যের লেখা চিঠি
উত্তর: ঘ
২।বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্যাঁরিচাদ মিত্র
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় √
উত্তর: ঘ
৩।বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকারের নাম কী?
ক) মীর মশাররফ হোসেন√
খ) শামসুর রহমান
গ) সুফিয়া কামাল
ঘ) শাহ মুহম্মদ সগীর
উত্তর: ক
৪। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
ক) ফুলমণি ও করুণার বিবরণ
খ) কৃপা শাস্ত্রের অর্থভেদ √
গ) কথোপকথন
ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তর: খ
৫।বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি ?
ক) কীর্তিবিলাস
খ) কৃষ্ণকুমারী
গ) শর্মিষ্ঠা
ঘ)ভদ্রার্জুন √
উত্তর: ঘ
৬। চর্যাপদের ইংরেজি অনুবাদকৃত বইয়ের নাম কী?
ক) Buddist Mystic Songs
খ) Mystic Poetry of Bangladesh √
গ) Origin of Language and Religion Practice
ঘ) কোনটি নয়
উত্তর: খ
৭।বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে ?
ক) বিদ্যাপতি
খ) চণ্ডীদাস √
গ) গোবিন্দদাস
ঘ) জ্ঞানদাস
উত্তর: খ
ব্যাখ্যা : বিদ্যাপতি বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা,বাংলা ভাষায় নয় ।
৮। নিচের কোন জন মধ্যযুগের কবি নন ?
ক) আলাওল
খ) জ্ঞানদাস
গ) মাগনঠাকুর
ঘ)কায়কোবাদ √
উত্তর: ঘ
ব্যাখ্যা: কায়কোবাদ হলেন আধুনিক কবি ।
৯। 'বীরভানের চৌতিশা' কার কাব্য?
ক) মরদন
খ) কোরেশী মাগন ঠাকুর √
গ) দৌলত কাজী
ঘ) ফকির গরীবুল্লাহ
উত্তর: খ
১০। 'দেওয়ানা মদিনা'র রচয়িতা কে ?
ক) দ্বিজ কানাই
খ) মনসুর বয়াতি √
গ) নয়ানচাঁদ ঘোষ
ঘ) ড. চন্দ্র কুমার দে
উত্তর: খ
১১।বাংলার মুসলমান সাহিত্যকদের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে?
ক/প্রাচীন যুগ
খ/আধুনিক যুগ
গ/মধ্যযুগ✅
ঘ/প্রাগৈতিহাসিক যুগ
উত্তর: গ
১২।ব্রজবুলি কোন যুগের সাধারন মানুষের ভাষা?
ক. মধ্যযুগ
খ. আদিযুগ
গ. অন্ধকার যুগ
ঘ। কোনটিই নয় √
উত্তর: ঘ
ব্যাখা: যুগসন্ধি ক্ষণের (১৬৭০-১৮৬০)কবিয়াল ও শায়েরদের ভাষা
১৩।বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
ক) মধ্যযুগ
খ) অন্ধকার যুগ
গ) প্রাচীন যুগ
ঘ) আধুনিক যুগ√√
উত্তর: ঘ
১৪।কোন শতকে বাংলা সাহিত্যের জন্ম?
ক)দশম শতকের মাঝামাঝি। √√
খ) ৮ম শতকের মাঝামাঝি।
গ) ৯ম শতকের মাঝামাঝি।
ঘ)৭ম শতকের মাঝামাঝি।
উত্তর: ক
১৫।মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন -----?
ক)মঙ্গলকাব্য √√
খ) শূণ্যপুরাণ
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ঘ)চৈতন্য ভাগবত
উত্তর: ক
১৬।শূণ্যপুরাণ' হলো ------?
ক) গদ্য
খ)গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য √√
গ) পদ্য
ঘ) পাচালি
উত্তর: খ
১৭।চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি ---?
ক)বৃন্দাবন দাশ
খ)কৃষ্ণদাস কবিরাজ √√
গ)জয় নন্দী
ঘ) শেররাজ
উত্তর: খ
১৮।মধ্যযুগের প্রথম কাব্য ----?
ক)মঙ্গলকাব্য
খ) শূণ্যপুরাণ
গ) শ্রীকৃষ্ণকীর্তন √√
ঘ)চৈতন্য ভাগবত
উত্তর: গ
১৯) পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?
ক)ফকির গরীবুল্লাহ, √√
খ)সৈয়দ হামজা,
গ)মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী,
ঘ) শাহ মুহাম্মদ সগির
উত্তর: ক
২০) চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?
ক)শবরীপা √√
খ) কাহ্নপা
গ)ভুসুকু পা
ঘ)লুইপা
উত্তর: ক
২১) মধ্য যুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে?
ক) তুর্কি শাসকগন
খ) পাঠান শাসক গন
গ)মুঘলরা
ঘ)সংস্কৃত পন্ডিত গন
উত্তর:খ
২২."কাশিমের লড়াই " গ্রন্থ টির রচয়িতা কে?
ক)শেররাজ
খ) আলাওল
গ) সৈয়দ সুলতান
ঘ)দৌলত উজির
উত্তর:ক
২৩.”আপনা মাংসে হরিণা বৈরি” প্রবাদটি চর্যাপদের কত নং পদ?
ক) ৬
খ) ৮
গ) ৩৩
ঘ) ২৪
উত্তর:ক
২৪. বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত সংবাদপত্র কোনটি?
ক)দিগদর্শন
খ)ঢাকা প্রকাশ
গ) সমাচার দর্পন
ঘ) রংপুর বার্তা বহ
উত্তর:ঘ
২৫.জঙ্গনামা কোন শ্রেণির সাহিত্য?
ক)মর্সিয়া
খ) নাথ
গ)মঙ্গল কাব্য
ঘ) পুথি সাহিত্য
উত্তর:ক
২৬.আলাওল মৃত্যুবরণ করে কবে?
ক) ১৬৭৫
খ)১৬৭৭
গ)১৬৮০
ঘ)১৬৭৮
উত্তর:গ
২৭.সুনন্দ কার ছদ্মনাম?
ক)নারায়ম গঙ্গোপাধ্যায়ের
খ)মানিক বন্দ্যপাধ্যায়
গ)শেখ আজিজুর রহমান
ঘ)বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়
উত্তর:ক
২৮.আরাকান সভার প্রথম বাঙালি কবি কে?
ক) দৌলত কাজী
খ)আলাওল
গ)মাগন ঠাকুর
ঘ)দৌলত উজির
উত্তর:ক
২৯.চম্পু কাব্যের নিদর্শন কোনটা?
ক)পদাবলী
খ)শূন্য পুরাণ
গ)রামায়ণ
ঘ) মহাভারত
উত্তর:খ
৩০. বাংলাভাষার প্রথম মহাকবি কে?
ক)বড়ু চন্ডীদাস
খ)আলাওল
গ)মাগন ঠাকুর
ঘ)কায়কোবাদ
উত্তর:ক
৩১.মধ্য যুগের কবি নন কে?
ক) রামাই পন্ডিত
খ) সহদেব
গ) কৃষ্ণ চন্দ্র কবিরাজ
ঘ)ঈশ্বর চন্দ্র গুপ্ত
উত্তর:ঘ
৩২.পূর্ণেন্দু উপাধি কার?
ক) শাহাদাত হোসেন
খ)সমর সেন
গ) সজনী কান্ত দাস
ঘ) সুধীন্দ্রনাথ
উত্তর:ক
৩৩.বাংলা সাহিত্যে শেলী নামে পরিচিত কে?
ক)নজরুল
খ) বঙ্কিম
গ)আলাওল
ঘ)মাইকেল
উত্তর:ক
৩৪. কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য?
ক)গীতিকা
খ) মর্সিয়া
গ)নাথ সাহিত্য
ঘ) পুথি সাহিত্য
উত্তর:ঘ
৩৫. মৈমনসিংহ-গীতিকায় কোন এলাকার গীতিকা স্থান পেয়েছে?
ক)জামালপুর
খ) কিশোরগঞ্জ
গ)ময়মনসিংহ
ঘ)গাজীপুর
উত্তর:খ
৩৬. আলাওলের নীতিকাব্য কোনটা?
ক)রাগতালনামা
খ) তোহফা
গ)সিকান্দার নামা
ঘ) হপ্তপয়কর
উত্তর:খ
৩৭. চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে?
ক) কান্হপা
খ) শবর পা
গ) ভুসুকুপা
ঘ)লুইপা
উত্তর:ক
৩৮.গিয়াসউদ্দিন আযম শাহের রাজসভার কবি কে?
ক)বিদ্যাপতি
খ) মালাধর বসু
গ)শাহ মুহাম্মদ সগির
ঘ) যশোরাজ খান
উত্তর: গ
৩৯.শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদসংখ্যা কয়টি?
ক) ৩১০
খ)৩৫৩
গ) ৪০১
ঘ)৪১৮
উত্তর:ঘ
৪০.এন্টনি ফিরিঙ্গি জাতি তে কি ছিলেন?
ক) ফরাসি
খ) ইংরেজ
গ)বাঙালি
ঘ) পর্তুগিজ
উত্তর : ঘ
৪১) নিচের কে মনসামঙ্গলকাব্যের কবি নয়?
ক) বিজয় গুপ্ত
খ) বিপ্রদাস
গ) হরি দত্ত
ঘ) মকুন্দরাম চক্রবর্তী,
উত্তর: ঘ
৪২) বাংলা মৌলিক নাটকের সুত্রাপাত হয় কত সালে?
ক. ১৮৫৭ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৫২ সালে
ঘ. ১৭৯২ সালে
উত্তর: গ
৪৩) মর্সিয়া সাহিত্যের আদি কবি কে ?
ক) হায়াৎ মামুদ
 খ) শেখ ফয়জুল্লাহ 
গ) সৈয়দ সুলতান
 ঘ) মুহাম্মদ খান
উত্তর: খ
৪৪) নিচের কে চন্ডীমঙ্গল কাব্যের কবি নয়?
ক)মাণিক দত্ত,
খ)দ্বিজ মাধব,
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) ময়ুরভট্ট
উত্তর: ঘ
৪৫) হাকন্দ পূরাণ" এর রচয়িতা কে?
ক. শ্যামপন্ডিত
খ. মুকুন্দরাম
গ.ময়ূরভট্ট
ঘ. নারায়ন দেব
উত্তর:গ
৪৬) চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটা কে প্রথম প্রমাণ করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. সুকুমার সেন
উত্তর:গ
৪৭) ছান্দসিক কবি কার উপাধি?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. আব্দুল কাদির
গ. জীবনানন্দ দাস
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:খ
৪৮) চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার অন্যনাম কী?
ক)কৃষ্ণাচার্য
খ)তন্ত্রী পা
গ) লাডীডোম্বী পা
ঘ) শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
উত্তর:ক
৪৯) বাংলা টপ্পা গানের জনক কে?
ক. নিতাই বৈরাগী
খ. রামনিধি গুপ্ত
গ. এন্টনি ফিরিঙ্গি
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ খ
৫০) শায়েররা যে সাহিত্য রচনা করেছেন তাকে কী বলে?
ক. পুঁথি
খ. উপকথা
গ. দোভাষী সাহিত্য
ঘ. নাথ সাহিত্য
উত্তরঃ গ

২য় দিন মডেল টেস্ট একনজরেঃ

১। বাংলা সাহিত্যেরর সর্বাধিক সমৃদ্ধ ধারা 
ক) নাটক
খ) ছোটগল্প
গ) প্রবন্ধ
ঘ) গীতি কবিতা 
#উত্তর_ঘ
২। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোনটি?
ক) কল্লোল
খ) সবুজপত্র 
গ) শিখা
ঘ) ক্রান্তি 
#উত্তর_গ
৩। মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশ পায়?
ক)১৯২৬
খ)১৯২৭
গ)১৯২৮
ঘ)১৯২৯
#উত্তর_খ
৪। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
ক)কালিকলম
খ)প্রগতি
গ)কল্লোল
ঘ)সবুজপত্র
#উত্তর_গ
৫।ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?
ক)অরণি
খ)পরিচয়
গ)নবশক্তি
ঘ)ক্রান্তি
#উত্তর_ঘ
৬।ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে ?
ক)১৯২৬
খ)১৯১১
গ)১৯৬৪
ঘ)১৯০৫
#উত্তর_ক
৭।বাংলা একাডেমির আন্চলিক অভিধান কার লেখা ?
ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ) মুহাম্মদ এনামুল হক
গ) মুহাম্মদ মনসুর আহমদ
ঘ) মুহাম্মদ আব্দুল হাই
#উত্তর_ক
৮। বাংলা একাডেমির ‘ধান শালিকের দেশ’ কোন ধরনের পত্রিকা ?
ক)মাসিক
খ) ত্রৈমাসিক কিশোর
গ)ষান্মাষিক
ঘ)পল্লী বিষয়ক
#উত্তর_খ
৯। ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ ঘোষণা করা হয় কবে ?
ক)১৮১৮
খ)১৮১৯
গ)১৮০০
ঘ)১৮৫৪
#উত্তর_ঘ
১০।লিপিমালা গ্রন্থটি কার ?
ক)উইলিয়াম কেরি
খ)মৃত্যুন্জয়
গ)রামরাম বসু
ঘ)তারিণী চরণ
#উত্তর_গ
১১।রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ?
ক)সবুজপত্র
খ)শনিবারের চিঠি
গ)ধূমকেতু
ঘ)কল্লোল
#উত্তর_গ
১২। কোন পত্রিকাটি একটি যুগের সৃ্ষ্টি করেছে ?
ক)শিখা
খ)সবুজপত্র
গ)কল্লোল
ঘ)সমকাল
#উত্তর_গ
১৩।নারী সমাজের উন্নতির জন্য ‘ নারীশক্তি’ নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?
ক) ডা: লুৎফর রহমান
খ)কামিনী রায়
গ)সুফিয়া কামাল
ঘ)বেগম রোকেয়া
#উত্তর_ক
১৪। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ?
ক) কবীন্দ্র পরমেশ্বর 
খ) কাশীরাম দাস 
গ) শ্রীকর নন্দী 
ঘ) সঞ্জয় 
#উত্তর_খ
১৫। রামায়নে প্রথম মহিলা অনুবাদকের নাম কী ?
ক) চন্দ্রাকলাবতী 
খ) চন্দ্রাবতী 
গ) পদ্মাবতী 
ঘ) কামিনী রায় 
#উত্তর_খ
১৬। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি 
ক) কোরেশী মাগন ঠাকুর
খ) দৌলত কাজী 
গ) আলাওল 
ঘ) মরদন 
#উত্তর_খ
১৭। গুলে বকাওলী ‘ গ্রন্থের রচয়িতা কে?
ক) মুহম্মদ মুকিম 
খ) দৌলত উজির বাহরাম খান
গ) ফকির গরীবুল্লাহ 
ঘ) সাবিরিদ খান 
#উত্তর_ক
১৮। প্রাচীনতম বাঙালী কবি কে?
ক) দৌলত কাজী 
খ) দৌলত উজির বাহরাম খান 
গ) মুহম্মদ কবির 
ঘ) শাহ মুহম্মদ সগীর 
#উত্তর_ঘ
১৯। ইংরেজি ভাবধারায় পুষ্ট  বাঙালি যুব সংঘ ‘ইয়ং বেঙ্গল’ কবে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৮৩০ 
খ) ১৮৩১
গ) ১৮০০
ঘ) ১৮৫৪
#উত্তর_খ
২০। কোন দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত ?
ক) উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্র গুপ্ত 
খ) উইলিয়াম কেরি ও রামমোহন রায় 
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু 
ঘ) রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য
#উত্তর_গ
২১। বাংলা পিডিয়া কবে প্রকাশিত হয় ?
ক) ১৯৮৫
খ) ১৯৫৫
গ) ২০০৪
ঘ) ২০০৩
#উত্তর_ঘ
২২।১৯১১ সালে প্রতিষ্ঠিত ‘বঙ্গীয় মুসলিম সাহিত্য’ পরিষদের প্রথম সম্পাদক কে ছিলেন ?
ক) কায়কোবাদ
খ) আবুল হোসেন 
গ) কাজী মোতাহার হোসেন 
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ 
#উত্তর_ঘ
২৩। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব ।- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় থাকত 
ক) সওগাত 
খ) মোহাম্মাদী 
গ) সমকাল 
ঘ) শিখা 
#উত্তর_ঘ
২৪। অবক্ষয় যুগের কবি কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) মাইকেল মধুসুদন দত্ত
গ) কায়কোবাদ 
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত 
#উত্তর_ঘ
২৫। কেরি সাহেবের মুন্সি কাকে বলা হত?
ক) রামরাম বসু 
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 
গ) তারিণী চরণ 
ঘ) হরপ্রসাদ রায় 
#উত্তর_ক

৩য় দিন মডেল টেস্টঃ

১। প্রশ্নঃ 'বাংলার স্কট' বলা হয় কাকে? 
ক. শরৎচন্দ্রকে খ. বঙ্কিমচন্দ্রকে
গ. বিহারীলালকে ঘ. সত্যেন্দ্রনাথ দত্তকে
উত্তরঃ খ
২। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য খ. নাটক গ. ছোটগল্প ঘ. উপন্যাস 
উত্তর : গ
৩। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব’ বলা হয় 
ক. রবীন্দ্র যুগের কবিদের খ. চল্লিশের দশকের কবিদের গ. পঞ্চাশের কবিদের ঘ. ত্রিশ দশকের কবিদের
উত্তর ;ঘ  
৪। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী খ. চন্দ্রাবতী 
গ. পদ্মাবতী ঘ. কামিনী রায় 
উঃখ
৫। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 
উত্তরঃঘ
৬ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল খ. গৃহদাহ 
গ. বিষবৃক্ষ ঘ. যোগাযোগ 
উত্তরঃখ
৭। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বরী পাটনী 
গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দচন্দ্র দাস 
উত্তরঃঘ 
৮। আধুনিক যুগের প্রথম কবি কে ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত 
গ. আলাওল ঘ. মাইকেল মধুসূদন দত্ত 
উত্তরঃঘ
৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর মৌলিক রচনা কোনটি?
ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত 
গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস 
উত্তরঃক
১০। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 গ. ঈশ্বর শর্মা ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় 
উত্তরঃ খ 
১১।বীরসিংহ গ্রামে কে জন্মগ্রহণ করেন ?
ক. প্রমথ চৌধুরী খ.ঈশ্বরচন্দ্র গুপ্ত 
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃগ
১২ । ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. উপন্যাস গ. প্রহসন ঘ. কাব্য 
উত্তর : খ
১৩। ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ 
গ. কাজী নজরুল ইসলাম ঘ. আব্দুল কাদির
উত্তর : গ
১৪। বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদবধ খ. রামায়ণ 
গ. মহাভারত ঘ. মহাশ্মশান
উত্তর : ঘ
১৫। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা 
গ. অমিয়ধারা ঘ. বিরহ বিলাপ
উত্তর : ঘ
১৬। নবীন, মাধব , রাইচরণ , তোরাপ কোন নাটকের চরিত্র ?
ক. জমিদার দর্পন খ. কৃষ্ণকুমারী 
গ. নীলদর্পণ ঘ. সাজাহান 
উত্তর : গ
১৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস কোনটি ?
ক. ইন্দিরা খ. কপাল কুণ্ডুলা 
গ. যুগলাঙ্গুরীয় ঘ. রজনী 
উত্তর : ঘ
১৮। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. উপন্যাস খ. প্রবন্ধ 
গ. নাটক ঘ. কাব্য 
উত্তর : ঘ
১৯। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
ক. লাহিনী পাড়া খ. কাঁঠালপাড়া
 গ. দেবানন্দপুর ঘ. পাড়াতলী 
উত্তরঃখ
২০।‘বঙ্গভাষা’ কবিতাটি কার লেখা ?
ক. আব্দুল হাকিম খ. রামনিধি গুপ্ত 
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. কায়কোবাদ 
উত্তরঃগ
২১। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর সর্গ কতটি ?
ক. ১২ খ. ৯টি গ. ১১টি ঘ. ১০টি 
উত্তরঃখ 
২২। নীললোহিত কার ছদ্মনাম ?
ক. প্রমথ চৌধুরী খ. বঙ্কিমচন্দ্র 
গ. রাজশেখর বসু ঘ. সুনীল  গঙ্গোপাধ্যায় 
উত্তরঃঘ
২৩। ‘বাংলার মাঠি , বাংলার জল’ কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ 
গ. শামসুর রাহমান ঘ. নির্মলেন্দু গুণ 
উত্তর : ঘ 
২৪। 'জমিরউদ্দীন মোল্লা' কোন লেখকের ছদ্মনাম? 
ক. ফররুখ আহমদ  খ. জীবনানন্দ দাশ 
গ. শামসুর রাহমান ঘ. জসীমউদ্দিন
উত্তর : ঘ 
২৫। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থকে রচনা করেন ?
ক. সুকুমার সেন খ. দীনেশচন্দ্র সেন 
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. অসিত কুমার 
উত্তর ;খ
২৬। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ?
ক. সাজাহান খ. অশোক 
গ. সরোজিনী ঘ. কৃষ্ণকুমারী 
উত্তর : ক
২৭। নীলদর্পণ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয় ?
ক. পাবনা খ. রংপুর গ. কোলকাতা ঘ. ঢাকা 
উত্তর : ঘ
২৮। 'বিয়ে পাগল বুড়ো' প্রহসনটির লেখক কে?
ক. মোতাহের হোসেন চৌধুরী খ. দীনবন্ধু মিত্র 
 গ. প্রমথ চৌধুরী  ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ 
উত্তর : খ
২৯। পারিবারিকসূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন ?
ক. হিন্দু ধর্ম খ. ব্রাহ্ম ধর্ম গ. সনাতন ধর্ম ঘ. বৈষ্ণব ধর্ম 
উত্তর : খ
৩০। রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন ?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১০ ঘ. ১৯১৯ 
উত্তর : ঘ
৩১। রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে ‘নাইট’ উপাধি লাভ করেন ?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১০ ঘ. ১৯১৯ 
উত্তর : খ
৩২। বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে কার হাত ধরে ?
ক. বিহারীলাল চক্রবর্তী খ. কাজী নজরুল ইসলাম 
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. রজনীকান্ত সেন 
উত্তর : গ
৩৩। রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক. ক্ষণিকা খ. বলাকা
 গ. মানসী ঘ.পূরবী 
উত্তর : খ
৩৪। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ‘১৪০০ সাল’ এর রচয়িতা কে ?
ক. কাজী নজরুল ইসলমা খ. রবীন্দ্রনাথ ঠাকুর 
গ. জীবনানন্দ দাশ ঘ. গোলাম মোস্তফা 
উত্তর : খ
৩৫। কোনটি কাব্যগ্রন্থ ?
ক. শেষ প্রশ্ন খ.শেষ লেখা 
গ. শেষের কবিতা ঘ. শেষের পরিচয় 
উত্তর : খ
৩৬। নিচের কোনটি নাটক নয় ?
ক. চাঁদের অমাবস্যা খ. বহ্নিপীর 
গ. তরঙ্গভঙ্গ ঘ. সুড়ঙ্গ 
উত্তরঃ ক
৩৭। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
ক. বেগম রোকেয়া খ. মহাশ্বেতা দেবী
 গ. স্বর্ণকুমারী দেবী ঘ. রিজিয়া রহমান 
উত্তর : গ
৩৮। প্রহসন বলতে কী বুঝায় ?
ক. কমেডি খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক 
গ. অস্বাভাবিক ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক 
উত্তর : ঘ
৩৯। বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
ক. আল মাহমুদ খ. হেলাল হাফিজ 
গ. শহীদ কাদরী ঘ. নির্মলেন্দু গুণ 
উত্তর :ঘ
৪০.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ? ক. বৈতাল পচ্চীসী খ. পদুমাবত
 গ. কমেডি অব ইররস ঘ. অভিজ্ঞান শকুন্তলম
 উত্তরঃ ক
৪১. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? 
ক. ভারতচন্দ্র খ. ঈশ্বরগুপ্ত 
গ. বিহারীলাল চক্রবর্তী ঘ. ভবানন্দ মজুমদার 
উত্তরঃ ক
৪২. নিচের কোনটি সঠিক? 
ক. বিদ্রোহী-কাব্যগ্রন্থ খ. শেষের কবিতা-নাট্যকাব্য 
গ. বিষবৃক্ষ-উপন্যাস ঘ. নৌকাডুবি-গল্পগ্রন্থ 
উত্তরঃ গ
৪৩.বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ হলেন- ক. প্যারীচাঁদ মিত্র খ. অক্ষয়কুমার বড়াল 
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. মধুসূদন দত্ত 
উত্তরঃ ক
৪৪.প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? ক. আলালের ঘরের দুলাল খ. দুর্গেশনন্দিনী 
গ. বিষাদসিন্ধু ঘ. বাঁধনহারা 
উত্তরঃ খ
৪৫.প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
 ক. দেওয়ানা মদিনা খ. ফুলমণি ও করুণার বিবরণ 
গ. দুর্গেশনন্দিনী ঘ. আলালের ঘরের দুলাল 
উত্তরঃ ঘ
৪৬.‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
 ক. কথা নিয়ে সাহিত্য খ. সাহিত্যের কথা 
গ. নাটক ও আবৃত্তি ঘ. ছোটগল্প ও উপন্যাস
 উত্তরঃ ঘ
৪৭.বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
 ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 গ. কাজী নজরুল ইসলাম ঘ. প্যারীচাঁদ মিত্র 
উত্তরঃ ঘ
৪৮.প্রশ্নঃ বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন- ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্যারীচাঁদ মিত্র
 গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরঃ ঘ
৪৯.প্রশ্নঃ বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে? ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
 খ. মানিক বন্দ্যোপাধ্যায় 
গ. প্যারীচাঁদ মিত্র
 ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
উত্তরঃ ঘ
৫০. 'ডিফেন্স অব বেঙ্গল' কোন লেখকের উপাধি?
ক. আহসানউল্লাহ  খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 গ. নূরন্নেছা ঘ. প্যারীচাঁদ মিত্র 
উত্তরঃ ঘ

#বাংলা মডেল টেস্ট -(৪র্থ দিন)-শুক্রবারঃ

১.বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? 
ক. মোতাহের হোসেন 
খ. ইসমাইল হোসেন সিরাজী 
গ. মীর মশাররফ হোসেন 
ঘ. ফররুখ আহমদ 
উত্তরঃ গ
২. 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি? 
ক. মীর মশাররফ হোসেনের
 খ. ইসমাইল হোসেন সিরাজীর 
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের 
ঘ. কাজী নজরুল ইসলামের 
উত্তরঃ ক 
৩.মোশাররফ হোসেনের কোন নাটকে দীনবন্ধুর 'নীলদর্পণ' নাটকের প্রভাব লক্ষণীয়?
ক. মেবার পতন 
খ. জমিদার দর্পণ
গ. নূরজাহান 
ঘ. বসন্ত কুমারী 
উত্তরঃ খ
৪. 'অমর জীবনী' নামক আত্মচরিতটির রচয়িতা কে? ক. কায়কোবাদ 
খ. ইসমাইল হোসেন সিরাজী 
গ. মীর মশাররফ হোসেন 
ঘ. বেগম রোকেয়া
 উত্তরঃ গ
৫. ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে? 
ক. কাজী নজরুল ইসলাম 
খ. ফররুখ আহমদ 
গ. মীর মশাররফ হোসেন
 ঘ. আহসান হাবীব
 উত্তরঃ খ
৬. জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি? 
ক. চলে মুসাফির 
খ. হাসু 
গ. ডালিমকুমার 
ঘ. সোজন বাদিয়ার ঘাট
 উত্তরঃ ঘ
৭.জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? 
ক. তত্ত্ববোধিনী পত্রিকা 
খ. ধুমকেতু 
গ. কল্লোল 
ঘ. কালি ও কলম 
উত্তরঃ গ
৮. কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী? 
ক. স্মৃতির শহর 
খ. রৌদ্র করোটিতে 
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. কালের ধুলোয় লেখা 
উত্তরঃ ঘ,ক
৯.‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা- 
ক. আহসান হাবীব
 খ. শামসুর রহমান 
গ. মহাদেব সাহা 
ঘ. আলাউদ্দিন আল আজাদ
 উত্তরঃ খ
১০.মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত? 
ক. রোমান্টিসিজম
 খ. ক্লাসিসিজম 
গ. মার্কসিজম 
ঘ. পোস্ট মর্ডানিজম 
উত্তরঃ গ
১১.'আত্মহত্যার অধিকার' কার লেখা? 
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 
খ. মানিক বন্দ্যোপাধ্যায় 
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  
উত্তরঃ খ
১২.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিম হয়েছে।
 ক. শ্রীকান্ত 
খ. গৃহদাহ 
গ. শেষ প্রশ্ন
 ঘ. পল্লী সমাজ 
উত্তরঃ খ
১৩.‘অতসী মামী’ গ্রন্থটির রচয়িতা কে?
 ক. সৈয়দ ওয়ালীউল্লাহ 
খ. শামসুর রাহমান  
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
ঘ. মানিক বন্দোপাধ্যায়
উঃঘ
১৪.‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা? 
ক. উপন্যাস 
খ. গল্প সংকলন 
গ. প্রবন্ধ
 ঘ. নাটক
 উত্তরঃ ঘ
১৫. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্নজীবনীমূলক উপন্যাস? 
ক. চরিত্রহীন 
খ. দত্তা 
গ. শ্রীকান্ত 
ঘ. পথের দাবী
উঃগ
১৬। কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক লাভ করেন ?
ক. ১৯৭২
 খ. ১৯৭৪ 
গ. ১৯৭৬ 
ঘ. ১৯৮০ 
উত্তর : গ
১৭। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?
ক. ২ বার 
খ. ৩ বার 
গ. ৪ বার 
ঘ. ৫ বার 
উত্তর :ক
১৮। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
ক. যুক্তরাজ্য 
খ. কানাডা
 গ. যুক্তরাষ্ট্র
 ঘ. ভারত 
উত্তর : খ
১৯। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী 
খ. মুক্তি 
গ. পদ্মগোখরা 
ঘ. বিদ্রোহী 
উত্তর : খ
২০। ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর 
খ. জীবনানন্দ দাশ 
গ. কাজী নজরুল ইসলাম 
ঘ. আব্দুল কাদির
উত্তর : গ
২১। ’ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক 
খ. কাব্য 
গ. উপন্যাস
 ঘ. প্রবন্ধ
উত্তরঃখ 
২২। ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন পুরস্কার দেন?
ক. পদ্মশ্রী 
খ. পদ্মভূষণ
গ. পদ্মবিভূষণ
ঘ. কোনটিই নয় 
উত্তর : খ
২৩।জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. সোজন বাদিয়ার ঘাট 
খ. বালুচর 
গ. রাখালী 
ঘ. নকশী কাঁথার মাঠ 
উত্তর : ঘ
২৪। জসীম উদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় ?
ক. গোপালগঞ্জ 
খ, ফরিদপুর 
গ. রাজবাড়ি 
ঘ. মাদারী পুর
উত্তর : খ
২৫। জসীম উদ্দীনে তাঁর বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন ?
ক. পল্লী গাঁয়ে 
খ. কাজল গাঁয়ে
 গ.শ্যামল গাঁয়ে 
ঘ. সবুজ গাঁয়ে 
উত্তর : খ
২৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য 
খ. প্রবন্ধ 
গ. উপন্যাস
 ঘ. নাটক 
উত্তর : ঘ 
২৭। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ’ র পর্ব কতটি ?
ক. ১৩ 
খ. ২টি 
গ. ৪টি 
ঘ. ৩টি 
উত্তর : ঘ
২৮। কোন রচনার দায়ে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন ?
ক. জমিদার দর্পণ 
খ. বসন্তকুমারী 
গ. বিষাদ-সিন্ধু 
ঘ. গো জীবন 
উত্তর : ঘ
২৯।মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ যৌনাকাঙক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক ?
ক. জননী 
খ. পদ্মা নদীর মাঝি 
গ. শহরতলী 
ঘ. পুতুল নাচের ইতিকথা 
উঃখ
৩০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ?
ক. বড়দিদি
 খ. বিন্দুর ছেলে 
গ. রামের সুমতি
 ঘ. বৈকুণ্ঠের উইল 
উত্তর : ক
৩১। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ?
ক. শ্রীকান্ত 
খ. ইন্দ্রনাথ 
গ. কেষ্ট
 ঘ. অপু 
উত্তর : খ
৩২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?
ক. নিমতা গ্রাম 
খ. দেবানন্দ পুর
 গ. গোধিয়া গ্রাম
 ঘ. করিমগঞ্জ 
উত্তর : খ
৩৩। কতসালে শরৎচন্দ্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয় ?
ক. ১৯৩২ 
খ. ১৯৩৬ 
গ. ১৯৪০ 
ঘ. ১৯৪৪ 
উত্তর : খ
৩৪। ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ?
ক. উপন্যাস 
খ. গল্প সংকলন 
গ. প্রবন্ধ 
ঘ. নাটক 
উত্তর : ঘ
৩৫ । শরৎচন্দ্র সৃষ্ট ‘অভয়া’ চরিত্রটি কোন উপন্যাসের ?
ক. গৃহদাহ
 খ. শ্রীকান্ত 
গ. শেষ প্রশ্ন 
ঘ. শেষের পরিচয়
উত্তর : খ
৩৬। ‘এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে ?
ক. শামসুর রাহমান
 খ. আল মাহমুদ 
গ. রোকনুজ্জামান
 ঘ. ফররুখ আহমদ 
উত্তর : ক
৩৭। ‘অক্টোপাস’ উপন্যাসটির লেখক ?
খ. শামসুর রাহমান
গ. মানিক বন্দ্যোপাধ্যায় 
ঘ. মীর মশাররফ  
উত্তর : খ
৩৮। বাংলাদেশের কোন কবি কবিতা রচনায় সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন? 
ক. কাজী নজরুল ইসলাম 
খ. শামসুর রাহমান 
গ. নির্মলেন্দু গুণ
ঘ. আল মাহমুদ 
উঃ খ
৩৯. 'গৌড়তটবাসী মশা' কোন লেখকের ছদ্মনাম? 
ক. কাজী নজরুল ইসলাম 
খ. ফররুখ আহমদ 
গ. মীর মশাররফ হোসেন
 ঘ. শামসুর রাহমান 
 উত্তরঃ গ
৪০.প্রবোধকুমার বন্দ্যােপাধ্যায় কোন লেখকের আসল নাম?
ক. বিহারিলাল চক্রবর্তী 
খ. মানিক বন্দ্যোপাধ্যায় 
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  
উত্তরঃ খ
৪১.বেগম রোকেয়ার শেষ রচনা কোনটি?
 ক. শেষ রচনা 
খ. মতিচূর 
 গ. নারীর অধিকার 
ঘ. পদ্মরাগ
উত্তরঃ গ
৪২.নিচের কোনটি কাজী নজরুলের গানের বই? 
ক. ঝিঙেফুল 
খ. চন্দ্রবিন্দু 
গ. মরু-ভাস্কর 
ঘ. চক্রবাক
 উত্তরঃ খ
৪৩.কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
 ক. অগ্নিবীণা 
খ. ফণিমনসা 
গ. সর্বহারা 
ঘ. ছায়ানট 
উত্তরঃ গ
৪৪.শরৎচন্দ্রের রচিত সবচেয়ে সার্থক ছোটগল্প কোনটি? 
ক. মহেশ 
খ. ষোড়শী 
গ. বিলাসী
 ঘ. মেজদিদি
 উত্তরঃ ক
৪৫.মহিম, অচলা, সুরেশ - কোন উপন্যাসের চরিত্র?
 ক. দেবদাস 
খ. চরিত্রহীন। 
গ. গৃহদাহ 
ঘ. দত্তা
 উত্তরঃ গ
৪৬.। ’নৌফেল ও হাতেম’কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? 
ক. কাজী নজরুল ইসলাম 
খ. ফররুখ আহমদ 
গ. মীর মশাররফ হোসেন
 ঘ. আহসান হাবীব
 উত্তরঃ খ
৪৭.জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি? 
ক. সকিনা 
খ. নক্সী কাঁথার মাঠ
 গ. সোজন বাদিয়ার ঘাট
 ঘ. রাখালী
 উত্তরঃ খ
৪৮. "বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।" পংক্তিটির রচয়িতা কে? 
ক. জসীমউদ্দীন
 খ. কাজী নজরুল ইসলাম  
গ. সত্যেন্দ্রনাথ দত্ত 
ঘ. ফররুখ আহমদ 
উত্তরঃ ক
৪৯.জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে? 
ক. ১৩ এপ্রিল
 খ. ১৩ জুন 
গ. ১৬ মার্চ 
ঘ. ১৩ মার্চ 
উত্তরঃ ঘ
৫০.মীর মশাররফ হোসেনের জীবনকাল কোনটি? 
ক. ১৮৬৮-১৯৪৪
খ. ১৮২০-১৮৯১
গ. ১৮৪৭-১৯১২ 
ঘ. ১৮২৪-১৮৭৪ 
উত্তরঃ গ
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন