Pages

বাংলা সাহিত্য ও ২য়পত্র থেকে ১০০টি করে নৈর্ব্যক্তিক #ধারাবাহিক_পর্ব__৩৪

#বাংলা_সাহিত্য_ও_২য়পত্র_থেকে_১০০টি করে নৈর্ব্যক্তিক #ধারাবাহিক_পর্ব__৩৪

০১| ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
ক. জননী
খ. সূর্যদীঘল বাড়ি
গ. সারেং বৌ
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ খ

০২| 'গয়া' কোন গল্পের চরিত্র?
ক. ফুলের মূল্য
খ. মামলার ফল
গ. বিলাসী
ঘ. একটিও নয়
উত্তরঃ খ

০৩| রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা
উত্তরঃ গ

০৪| খুল্লনা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত?
ক. মনসামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. চণ্ডীমঙ্গল
ঘ. অন্নদামঙ্গল
উত্তরঃ গ

০৫| রূপসী বাংলার কবি-
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. কালিদাস রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

০৬| পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় 'সিতারা-এ-খেদমত' ও 'সিতারা-ই-ইমতিয়াজ' উপাধি পান কে?
ক. আবদুল কাদির
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. আবুল কালাম আজাদ
ঘ. আবদুল ওদুদ
উত্তরঃ খ

০৭| ‘কিশোর কবি’ কার উপাধি
ক. সতেন্দ্রনাথ দত্ত
খ. রাম নারায়ণ
গ. আল মাহমুদ
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ঘ

০৮| অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
ক. বঙ্কিমচন্দ্র
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. মধুসূদন দত্ত
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

০৯| রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান?
ক. ১৮১৭ সালে
খ. ১৮৩০ সালে
গ. ১৮৩৩ সালে
ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ খ

১০| বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কালীপ্রসন্ন সিংহ
গ. ভূ-দেব মুখোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

১১| বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত?
ক. বেগম শামসুন নাহার মাহমুদ
খ. নবাব ফয়জুন্নেসা
গ. বেগম সুফিয়াকামাল
ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত
উত্তরঃ ঘ

১২| বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি-
ক. কামিনী রায়
খ. খালেদা এদিব চৌধুরী
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ গ

১৩| বাংলাদেশে ইসলামী রেনসাঁর কবি কাকে বলা হয়?
ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ
গ. আল মাহমুদ
ঘ. কায়কোবাদ
উত্তরঃ খ

১৪| এঁরা পল্লীনিষ্ঠ কবি-
ক. জসীমউদ্দিন, রওশন ইয়াজদানী, জীবনানন্দ দাশ
খ. জসীমউদ্দীন, বন্দে আলী মিয়া, আহসান হাবিব
গ. জসীমউদ্দিন, কুমুদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া
ঘ. জসীমউদ্দিন, কালিদাস রায়, আল মাহমুদ
উত্তরঃ গ

১৫| কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যলয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. হার্বার্ড বিশ্ববিদ্যলয়
ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়
উত্তরঃ ঘ
® নোট রমজান®

১৬| বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? অথবা, বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. চণ্ডীদাস
গ. দৌলত কাজী
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ

১৭| ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

১৮| বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি?
ক. বিষ্ণু দে
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সমর সেন
উত্তরঃ খ

১৯| বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রাজেশেখর বসু
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ ঘ

২০| বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমেদ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ

২১| সাহিত্য সম্রাট কার উপাধি?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. মোহিতলাল মজুমদার
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মধুসুদন দত্ত
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ(বঙ্কিমের)

২২| বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়--
ক. রবীন্দ্রনাথ ঠাকুর-বিশ্বকবি
খ. কাজী নজরুল ইসলাম-বিদ্রোহী কবি
গ. জসীমউদ্দীন-পল্লীকবি
ঘ. শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য সম্রাট
উত্তরঃ ঘ

২৩| 'রায় গুণাকর' কার কাব্য উপাধি?
ক. মালাধর বসু
খ. মুকুন্দরাম
গ. ভারতচন্দ্র
ঘ. ময়ূর ভট্ট
উত্তরঃ গ

২৪| চিত্তরঞ্জন দাসকে 'দেশবন্ধু' উপাধিতে ভুষিত করেন?
ক. মহাত্মা গান্ধী
খ. বাংলার জনসাধারণ
গ. যুগান্তর দলের নেতা পুলিন দাস
ঘ. ভারতীয় কংগ্রেস
উত্তরঃ খ

২৫| ‘কাব্যসুধাকর’ কার উপাধি?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. গোলাম মোস্তফা
গ. আল মাহমুদ
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ খ

২৬| ‘নাগরিক কবি’ কার উপাধি?
ক. বিষ্ণু দে
খ. সুধীন দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. সমর সেন
উত্তরঃ ঘ+শামসুর রাহমান+ভারতচন্দ্র

২৭| বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক

২৮| ‘মরমী কবি’ কাকে বলা হয়?
ক. হাসন রাজা
খ. সুলতান মিয়াজী
গ. আলাউদ্দিন খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ ক

২৯| কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
ক. কবিকণ্ঠহার
খ. রায়গুণাকর
গ. কবিকঙ্কণ
ঘ. কবিরঞ্জন
উত্তরঃ খ

৩০| বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. শামসুর রহমান
উত্তরঃ গ

৩১| শেখ ফজলল করিমের উপাধি কি?
ক. কাব্যরত্মাকর
খ. সাহিত্য বিশারদ
গ. সাহিত্য সরস্বতী
ঘ. বিদ্যাবিনোদিনী
উত্তরঃ খ

৩২| নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসাবে সমাদৃত?
ক. জহির রায়হান
খ. মুনীর চৌদুরী
গ. হাবিবুর রহমান
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ গ

৩৩| আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কাজীনজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ ক

৩৪| কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়?
ক. কালি প্রসন্ন সিংহ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

৩৫| ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইটহুড' উপাধি পান?
ক. ১৯১৫ সালের ১ জুন
খ. ১৯১৫ সালের ২ জুন
গ. ১৯১৫ সালের ৩ জুন
ঘ. ১৯১৫ সালের ৫ জুন
উত্তরঃ গ

৩৬| হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে?
ক. ১৮৯৮ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ক

৩৭| ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
ক. ভাষাতত্ত্ববিদ
খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
গ. ইসলাম প্রচারক
ঘ. সমাজ সংস্কারক
উত্তরঃ ক

৩৮| ‘কবিকঙ্কণ’ কার উপাধি?
ক. বিজয় গুপ্ত
খ. দ্বিজ মাধব
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ গ

৩৯| ‘পল্লীকবি’ উপাধি হলো-
ক. জসীম উদ্দীনের
খ. জীবনানন্দ দাশের
গ. হাসান হাফিজুর রহমানের
ঘ. নজরুল ইসলামের
উত্তরঃ ক

৪০| দীনেশচন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?
ক. ভারত সরকার
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ ক

৪১| ‘দত্তকুলোদ্ভব’ কবি কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. অজিত দত্ত
উত্তরঃ গ

৪২| যুগসন্ধির কবি হলেন-
ক. ভারতচন্দ্র রায়
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ

৪৩| গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন?
ক. বাংলা একাডেমী
খ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
গ. মুসলিম সাহিত্য সংঘ
ঘ. যশোর সাহিত্য সংঘ
উত্তরঃ ঘ

৪৪| বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে-
ক. শেক্সপিয়ার
খ. আলবার্টো মোরোভিয়া
গ. চেখভ
ঘ. শহীদুল্লাহ
উত্তরঃ ঘ

৪৫| বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত-
ক. কবি বেগম সুফিয়া কামাল
খ. প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
গ. শহীদ জননী জাহানারা ইমাম
ঘ. সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
উত্তরঃ ক

৪৬| নজিবর রহমানের উপাধি কি?
ক. সাহিত্যসম্রাট
খ. সাহিত্য বিশারদ
গ. সাহিত্যরত্ন
ঘ. তর্করত্ম
উত্তরঃ গ

৪৭| জীবনানন্দ দাশ প্রধানত-
ক. ছন্দের কবি
খ. ভাবের কবি
গ. প্রকৃতির কবি
ঘ. মানুষের কবি
উত্তরঃ গ

৪৮| জগদীশচন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান?
ক. ১৮৯৬ সালে
খ. ১৯১২ সালে
গ. ১৯১৫ সালে
ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ গ

৪৯| ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য?
ক. মধ্যযুগের ভাবধারায় পুষ্ট
খ. আধুনিক যুগের লক্ষণাক্রান্ত
গ. নারী শিক্ষা প্রসারের অগ্রগামী
ঘ. দুই যুগের মিলনকারী
উত্তরঃ ঘ

৫০|  বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বর পাটনী
গ. চণ্ডীদাস
ঘ. গোবিন্দ্রচন্দ্র দাস
উত্তরঃ ঘ

৫১| তিমির হননের কবি কার উপাধি?
ক. গোলাম মোস্তফা
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ খ

৫২| দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে?
ক. দ্বারকানাথ ঠাকুর
খ. ব্রিটিশ সরকার
গ. ব্রাহ্ম সমাজ
ঘ. ব্রাহ্মণ সমাজ
উত্তরঃ গ

৫৩| ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. প্রমথ চৌধুরী
ঘ. টেকচাঁদ ঠাকুর
উত্তরঃ ক

৫৪| ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যয়
খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু
ঘ. বিমল ঘোষ
উত্তরঃ ক

৫৫| কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
ক. প্রমথ নাথ বিশী
খ. প্রমথ চৌধুরী
গ. প্রেমেন্দ্র মিত্র
ঘ. প্রমথ নাথ বসু
উত্তরঃ খ

৫৬| দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি?
ক. দৌলত উজির
খ. বাহরাম খান
গ. দৌলত উজির বাহরাম খান
ঘ. দৌলত খান
উত্তরঃ খ

৫৭| প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন?
ক. কোম্পানির শাসকদের ভয়ে
খ. সখের বসে
গ. সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারণে
ঘ. রসবোধ সৃষ্টির জন্য
উত্তরঃ গ

৫৮| বিনয়কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
ক. বনফুল
খ. যাযাবর
গ. অবধূত
ঘ. বীরবল
উত্তরঃ খ

৫৯| সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্দনাম-
ক. চেনাকন্ঠ
খ. নীল লোহিত
গ. কাললূট
ঘ. কালপেঁচা
উত্তরঃ খ

৬০| ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. রাজশেখর বসু
গ. মনোজ বসু
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

৬১| ‘বাংলার’ স্কট বলা হয় কাকে?
ক. বঙ্কিমচন্দ্রকে
খ. শরৎচন্দ্রকে
গ. রবীন্দ্রনাথকে
ঘ. কাজী নজরুলকে
উত্তরঃ ক

৬২| ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম---
ক. প্রমথ চৌধুরী
খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ ক

৬৩| কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
ক. যাযাবর
খ. অবধূত
গ. ভানুসিংহ
ঘ. হুতোম প্যাঁচা
উত্তরঃ ঘ

৬৪| মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি?
ক. প্রসন্নকুমার দাস
খ. সত্যসুন্দর দাস
গ. শ্যামাপ্রসাদ সেন
ঘ. অর্পণা চৌধুরী
উত্তরঃ খ

৬৫| ‘শান্তিপুরের কবি’ বলা হয়-
ক. বিভূতিভূষণকে বন্দ্যোপাধ্যায়কে
খ. বিহারীলাল চক্রবর্তীকে
গ. মোজাম্মেল হককে
ঘ. কাজী ইমদাদুল হককে
উত্তরঃ গ
®রমজান®

৬৬| কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো ‘রৈবতক’ ছদ্মনামে লিখতেন?
ক. অজিত দত্ত
খ. রামরাম বসু
গ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ ক

৬৭| বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত?
ক. কাজী নজরুল ইসলাম
খ. মীর মশাররফ হোসেন
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ

৬৮| কবি কায়কোবাদের আসল নাম কি?
ক. কাজেম আল কোরেশী
খ. আবু নাসের কায়কোবাদ
গ. কায়কোবাদ ইসলাম
ঘ. আবুল হোসেন কায়কোবাদ
উত্তরঃ ক

৬৯| ধূমকেতু কোন কবির ছদ্মনাম?
ক. জসীম উদ্দীন
খ. জীবনানন্দ দাস
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রামনিধি গুপ্ত
উত্তরঃ গ

৭০| কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রবাদলিপিটি পাঠ করেন?
ক. কাদম্বরী দেবী
খ. কবির মেয়ের
গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তরঃ গ

৭১| ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য' নামে কোন গ্রন্থটি রচনা করেন?
ক. ব্রজবিলাস
খ. ভ্রান্তিবিলাস
গ. রত্নপরীক্ষা
ঘ. অতি অল্প হইল
উত্তরঃ গ

৭২|‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম?
ক. কালী প্রসন্ন সিংহ
খ. বলাইাঁদ মুখোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ক

৭৩|'মীর মশাররফ হোসেনের' ছদ্ম  নাম কোনটি?
ক. কায়কোবাদ
খ. যাযাবর
গ. গাজী মিয়া
ঘ. দৌলত উজির
উত্তরঃ গ

৭৪|প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
ক. কবিকঙ্কন
খ. বাংলার মিল্টন
গ. রায়গুণাকর
ঘ. টেকচাঁদ ঠাকুর
উত্তরঃ ঘ

৭৫| ‘বনফুল’- কার ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ. যতীন্দ্রমোহন বাগচী
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ খ

৭৬|গীতিকাব্যে ভোরের পাখি কে?
ক. ঈশ্বরগুপ্ত
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. বিহারীলাল
ঘ. রবীন্দ্রনাথ
উত্তরঃ গ

৭৭| কার ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'?
ক. রাজা রামমোহন রায়
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারক
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ

৭৮| প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
ক. আবুল ফজল
খ. আব্দুল হাই
গ. কাজেম আল কুরায়েশী
ঘ. শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ

৭৯| ‘মৌমাছি’ কার ছদ্মনাম?
ক. বিমল ঘোষ
খ. সমরেশ মজুমদার
গ. চারুচন্দ্র চক্রবতী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ ক

৮০| ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অতি অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কি নামে প্রকাশ করেন?
ক. সাগর
খ. কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
গ. চন্দ্র
ঘ. কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
উত্তরঃ ঘ

৮১| প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
ক. হুতোম প্যাঁচা
খ. টেকচাঁদ ঠাকুর
গ. বনফুল
ঘ. নীললোহিত
উত্তরঃ খ

৮২| ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?
ক. ব্রজবিলাস
খ. বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্ববিষয়ক প্রস্তাব
গ. বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্ববিষয়ক বিচার
ঘ. শকুন্তলা
উত্তরঃ ক

৮৩| বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দিয়েছেন কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. লর্ড কার্জন
উত্তরঃ খ

৮৪| 'যাযাবর' কার ছদ্দনাম?
ক. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
খ. কালিপ্রসন্ন সিংহ
গ. স্বামী কালিকানন্দ
ঘ. অচিন্ত্যকুমার সেন
উত্তরঃ ক

৮৫| ‘দাদা ভাই’র আসল নাম কি?
ক. আলমুতী শরফুদ্দীন
খ. শওকত ওসমান
গ. কাজী মোতাহের হোসেন
ঘ. রোকনুজ্জামান খান
উত্তরঃ ঘ

৮৬| 'বনফুল' -এর প্রকৃত নাম কি?
ক. শীর্ষেন্দু মুখোপাধ্যায়
খ. অন্নদাশঙ্কর রায়
গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ

৮৭| ‘বাংলার মিল্টন’ কার উপাধি?
ক. জসীমউদ্দীন
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. হেমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ গ

৮৮| ‘পাঠকের মৃত্যু’ ছোটগল্পের  রচয়িতা কে?
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

৮৯| ‘কালকূট’ কার ছদ্মনাম?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কালিপ্রসন্ন সিংহ
গ. নীহারঞ্জন গুপ্ত
ঘ. সমরেশ বসু
উত্তরঃ ঘ

৯০| ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন?
ক. প্রমথনাথ শর্মা
খ. প্রমথনাথ বিশি
গ. গোলকনাথ শর্মা
ঘ. কাশীনাথ শর্মা
উত্তরঃ ক

৯১| বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

৯২| ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আজিজুল হক
গ. আবু সয়ীদ আইয়ুব
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

৯৩| ‘কালকুট’ ছদ্মনামে কে লিখতেন?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. প্রেমাঙ্কুর অতর্থী
ঘ. সত্যেন বসু
উত্তরঃ খ

৯৪| ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. মধুসূদন দত্ত
গ. মধুসূদন মজুমদার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ

৯৫| জরাসন্ধ কার ছদ্মনাম?
ক. চারুচন্দ্র চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. বিমল ঘোষ
ঘ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
উত্তরঃ ক

৯৬| ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
ক. প্রমথ চৌধুরী-পরশুরাম
খ. রাজশেখর বসু-বীরবল
গ. সমরেশ বসু-কালকুট
ঘ. মীর মশাররফ হোসেন-কায়কোবাদ
উত্তরঃ গ

৯৭|কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?
ক. হুতোম প্যাঁচা
খ. প্যাঁচা
গ. কেপি সিংহ
ঘ. হুতোমী
উত্তরঃ ক

৯৮| ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
ক. সমরেশ মজুমদার
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. রাজ শেখর বসু
ঘ. সমর সেন
উত্তরঃ খ

৯৯| বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. আবদুল কাদির
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ ঘ

১০০| ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. ঈশ্বরগুপ্ত
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গ
নোট MD. Ramjan Ali
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন