Pages

আজকের প্রথম আলো

আজকের প্রথম আলো
১০/০৭/২০২১
#আফগানিস্তানে_মার্কিন সেনা প্রত্যাহার শুরুর সাথে সাথে তালেবান দেশটির ৩৯৮ টি জেলার মধ্যে ২৫০ টির নিয়ন্ত্রণ নিয়েছে।।
অর্থাৎ ৮৫ শতাংশ দখল নেওয়ার দাবি করেছে।।
#আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে।।
#২জুলাই আফগান সরকারের হাতে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে মার্কিন সেনাবাহিনী।।
#কান্দুজ শহর  টি আফগানিস্তানে।।
যুক্তরাষ্ট্র ২ দশক ধরে যে যুদ্ধ চালিয়েছে তাতে ২৩ হাজার কোটি ডলার ব্যয় হয়েছে।
#এএফপি_বার্তাসংস্থা_ফ্রান্সের কিন্তু এপি যুক্তরাষ্ট্রের।।
#সদ্য_বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশ থেকে মোট ৩ হাজার ১৪৫ কোটি ডলারের (২ লাখ ৬৭ হাজার ৩২৫ কোটি টাকা)  পোশাক রপ্তানি হয়েছে।। যা আগের অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি।।

আজকের প্রথম আলো
০৯/০৭/২০২১
#জলবায়ু_পরিবর্তনজনিত প্রভাবের ঝুঁকিতে থাকা ২০ দেশের (ভি_২০) অর্থমন্ত্রীদের সম্মেলন ঢাকায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গতকাল ৮ জুলাই।।
#সম্মেলনে_প্রধানমন্ত্রী ৫ দফা প্রস্তাব দেন।।
১ম দফা হলো _বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৫  ডিগ্রির নিচে রাখা।।
#কালা_ই_নাউ শহরটি আফগানিস্তানের বাদঘিস প্রদেশে অবস্থিত।। তালেবান বলছে ৩৪ টি প্রদেশের ২০০ জেলা তাদের নিয়ন্ত্রণে।।
#জাহাজভাঙা_শিল্প_২৫ বছরের পুরানো জাহাজ _ইএম ভাইটালিটি নামের জাহাজ টি ভাঙা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড এইচ এম শিপব্রেকিং ইয়ার্ডে। ২২৩ কোটি টাকা ব্যয়ে জাহাজটি ক্রয় করা হয়েছে।।

আজকের প্রথম আলো
০৮/০৭/২০২১
#ম্যাজিক_মাশরুম_একধরনের মাদক।।
#জেডি_(জয়েন্ট এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার)। মাইক্রোসফট ও আমাজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিকারী ১০ বিলিয়ন মার্কিন ডলারের ক্লাউড কম্পিউটিং -বিষয়ক চুক্তি বাতিল করেছে পেন্টাগন।।
#ইউক্রেনের_রাজধানী_কিয়েভ। ঐতিহ্যিক_"কুপালা নাইট " ইউক্রেনে পালিত হয়।।
#ইইউ_প্রধান চার্লস মিশেল।।
#নেদারল্যান্ডসের রাজধানী_আমস্টারডাম।
#নিউ_সাউথ ওয়েলস প্রদেশ সিডনি তে।।
#হাইতির_প্রেসিডেন্ট জোভেনেল মইসি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।গত মঙ্গলবার (৬জুলাই)
প্রেসিডেন্ট নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ দেশটির দায়িত্ব গ্রহণ করেছেন।
হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিলো।রাজধানী  পোর্ট_অ_প্রিন্স।।
#শাহপরীর দ্বীপ টেকনাফ উপজেলায়।
#অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। জাপান দিবে ২৫ লাখ।।
কোভ্যাক্সে নিজস্ব তহবিল থেকে দিবে ১০ লাখ।। কোভ্যাক্স যে টিকা সংগ্রহ করেছে তার ৬০% শতাংশ সেরাম ইনস্টিটিউটের।।

আজকের প্রথম আলো
০৭/০৭/২০২১
#২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫১০০ কোটি ডলার।। বিদায়ী অর্থবছরে ছিলো ৪৮০০ কোটি ডলার।।
#২০২১-২২ অর্থবছরে পোশাক খাতের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১১.৭২ শতাংশ।
#ই_কমার্সের নতুন নির্দেশিকা অনুযায়ী ক্রেতা বিক্রেতা একই শহরে অবস্থান করলে ৫ দিনের মধ্যে আর ভিন্ন শহরে থাকলে ১০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হবে। না পারলে ১০ দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে।।
#সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছাড়ে ১৯৮৯ এ। তারপর সেখানে কমিউনিস্টদের বসিয়ে দেওয়া হাবিবুল্লাহ  সরকাকে  সোভিয়েত ইউনিয়ন  সর্বাত্মক সহযোগিতা করেছিলো। ১৯৯২ সালে কাবুল পতনের আগমুহূর্ত পর্যন্ত হাবিবুল্লাহ সরকার মস্কোর কাছ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা পাচ্ছিল।

আজকের প্রথম আলো
০৬/০৭/২০২১
#ইরানের_পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে অবস্থিত ।।
#বাগরাম_বিমানঘাঁটি আফগানিস্তানের পারওয়ান প্রদেশে।।
#রোববার সরকারি সেনাদের হটিয়ে কান্দাহার প্রদেশের গুরুত্বপূর্ণ পাঞ্জাই জেলার দখল নিয়েছেন তালেবান যোদ্ধারা।
তালেবানের অগ্রযাত্রায় দেশটির মোট জেলার  এক_তৃতীয়াংশই এখন তাদের নিয়ন্ত্রণে। তালেবান যোদ্ধাদের সাথে লড়াইয়ের এক পর্যায়ে পালিয়ে জীবন বাচাতে  ১০৩৭ জন সেনা তাজিকিস্তানে চলে যায়।।
#যুক্তরাষ্ট্রের ২৪৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে অতিথি ছিলেন প্রায় ১ হাজার।।
#জম্মু-কাশ্মীরের পঞ্চদলীয় জোট গুপকর অ্যালায়েন্সের ঘোষণা আগে রাজ্যের মর্যাদা, পরে ভোট।।
#সিলেটের_জকিগঞ্জ ও ভারতের করিমগঞ্জকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী।১৯৪৭ সালে ভাগ হইয়ে দুটি পৃথক রাষ্ট্রে চলে যায়।।
#২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩৮৭৬ কোটি ডলার। যা গত বছর হয়েছিলো ৩৩৬৭ কোটি ডলার। রপ্তানি আয় বেড়েছে ১৫%।।
#ডিজিটাল অর্থনীতি _সিডিপির গবেষণা অনুযায়ী অনলাইন ভিত্তিক বৈশ্বিক শ্রমবাজ১৬% এখন বাংলাদেশের দখলে।সেই সুবাদে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইনভিত্তিক শ্রম সরবরাহকারী দেশ।।
#২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার যা বাংলাদেশী মুদ্রায় ২ লাখ ১০ হাজার কোটি টাকা যা ২০১৯-২০ অর্থবছরে(১৮০৩ কোটি ১০ লাখ ডলার) চেয়ের ৩৬% বেশি।।

আজকের প্রথম আলো
০৫/০৭/২০২১
#বাগরাম_বিমানঘাঁটি_আফগানিস্তানে
কান্দাহার ও পারওয়ান প্রদেশটিও আফগানিস্তানে।
আফগান যুদ্ধে ২০ হাজারের বেশি মার্কিন সেনা আহত হয়েছে মারা গেছে ১৮৯৭ জন। এর বাইরে ৪১৫ জন মারা গেছে সহিংস নয় এমন ঘটনায়।।
#সিসিটিভি_রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।।
মহাশূন্যে হাটলেন চীনের ২ নভোচারী।। এর আগে গত মাসে চীনের ৩ নভোচারী উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২ এফ রকেটে করে তিয়ানগং নামের ওই স্পেস স্টেশনে পৌছান।।
#পিপলস ডিফেন্স ফোর্স মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
#সুলু_প্রদেশ_ফিলিপাইনে।
#বাংলাদেশের পোশাক রপ্তানি ২০২০-২১(জুলাই-মে)  ২৮৫৬ কোটি ডলার।।
#বৈদেশিক মুদ্রার মজুদে শীর্ষে_চীন
২য়। জাপান।
বাংলাদেশ ৪৪ তম। ৪৬০০  কোটি ডলার।।

আজকের প্রথম আলো
০৪/০৭/২০২১
#বিখ্যাত_ইদলিব শহরটি সিরিয়ায়।।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে ২০১১।
#বন্যা,ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতে  ২০২০ সালে বিশ্বে ৪ কোটি ৫ লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন।। তালিকায় শীর্ষ এ চীন, ২য় ফিলিপাইন, ৩য় বাংলাদেশ  ৪র্থ ভারত।।
মোট  উদ্বাস্তু মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ।
#কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে কমপক্ষে ১৪৩ টি দাবানল সক্রিয় রয়েছে।
#বাংলাদেশের_বিজ্ঞানীরা পাটে বসবাসকারী ব্যাকটেরিয়া থেকে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক_হোমিকরসিন আবিষ্কার করেছেন। ঢাবি অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক আফতাব উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ রিয়াজুল ইসলাম যৌথভাবে গবেষণা করেন।।
#৪জুলাই_যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।।
করোনা থেকে মুক্তি  এই স্লোগানে এইবার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।
বাইডেন ১.৯ ট্রিলিয়ন  মার্কিন ডলারের ঐতিহাসিক 'আমেরিকান রেসকিউ প্ল্যান'  বাস্তবায়নে কাজ করতেছেন অর্থনীতি পুনরুদ্ধারের জন্য।।
#বিদ্রোহী_গোষ্ঠী তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়ায়।
#রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি।।
#মিয়ানমারের ২২ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সেনা অভ্যুত্থানের সাথে জড়িত থাকার অভিযোগে।।

আজকের প্রথম আলো
০৩/০৭/২০২১
#ঐতিহ্যবাহী_ডাবকি নৃত্যটি ফিলিস্তিনের।।
#ব্রিটিশ_কলাম্বিয়া প্রদেশটি কানাডার
ভ্যাঙ্কুভার শহরটিও এখানে।।
#বাগরাম_বিমানঘাঁটি টি আফগানিস্তানে।
#কোভ্যাক্স_উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি ১২ লাখ টিকা ঢাকায় এসেছে গতকাল ২ জুলাই।।
#ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট  জইর বলসোনারো।।
#ইসরায়েলের_পররাষ্ট্রমন্ত্রী নাফতালি বেনেট।।
#তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ১৯৪৯ সালে।।
....রফিক....
#হোয়াইট হাউস গত ২২ জুন জানায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮ টি দেশকে টিকার বৈশ্বিক  উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়া হবে।।
#দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৭৩ লাখ।।  ব্রডব্যান্ড এর সংযোগ রয়েছে ৯৮ লাখ।।
#বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।।
#বঙ্গবন্ধু_শিল্পনগর দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলটি চট্রগ্রামের মিরসরাইয়ে অবস্থিত।। ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠেছে শিল্পনগর টি।। দেশে বিদেশের ১৫৯ টি কোম্পানি বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগের পরিমাণ ২ হাজার কোটি ডলার যা বাংলাদেশী টাকায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা।।
#দেশে পৌরসভা ৩২৮ টি।।
#তিস্তা_ব্যারেজ লালমনিরহাট জেলায়।।
....রফিক.....

আজকের প্রথম আলো
০১/০৭/২০২১
#ভ্যাঙ্কুভার_কানাডার_ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের একটি জনবহুল শহর।।
#জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় বাজেট ৬০০ কোটি মার্কিন ডলার। বাজেটে সবচেয়ে বেশি অবদান রাখে যুক্তরাষ্ট্র ২৮%
চীন ১৫.২ শতাংশ।।
#আমিরাতে_ইসরায়েল দূতাবাস চালু করেছে ২৯ জুন। পারস্য অঞ্চলে এটি প্রথম দূতাবাস।।
#চীন এখন ম্যালেরিয়ামুক্ত দেশ। গতকাল৩০ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে চীনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। চীনে গত ৪ বছরে একজন ও ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়নি।।
#স্লোভাকিয়ার রাজধানী_ব্রাতিস্লাভা।
নিত্রা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে অবস্থিত। উড়ন্ত গাড়ি আবিস্কার করেছে স্লোভাকিয়ার উদ্ভাবক প্রতিষ্ঠান ক্লেইন ভিশন - এয়ারকার।।উদ্ভাবক অধ্যাপক ক্লেইন।
#১৯৫৮ থেকে ১৯৬০  সালে ' গ্রেট লিপ ফরোয়ার্ড ' নামের দুর্ভিক্ষ  হয় চীনে।
১৯৬৬ সালে হয় সংস্কৃতি বিপ্লব
১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কায়ার হত্যাকাণ্ড।।
#ডব্লিউএইচও এবং ইউনিসেফের তৈরি জেএমপির প্রতিবেদন২০২১ অনুযায়ী
মৌলিক স্যানিটেশন সুবিধায় বাংলাদেশ ৫৪%।
আফগানিস্তান৪৩% নেপাল ৭৭%
পাকিস্তান ৬৮%  ভারত ৭১ %।।
#উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ গত ২৬ ফেব্রুয়ারিতে সুপারিশ করেছে সিডিপি।২০২৬ সালে বের হয়ে যাবে এলডিসি থেকে।।
মাথাপিছু আয় ২২২৭ ডলার- টাকার অংকে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা।

#নভেম্বরের ৪ ও ৫ তারিখে আন্তর্জাতিক শান্তি সম্মেলন করবে বাংলাদেশ।। সম্মেলন সফল করতে ৪২ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি ও সায়মা ওয়াজেদকে আহবায়ক করা হয়েছে।।

আজকের প্রথম আলো
৩০/০৬/২০২১
#তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF) ইথিওপিয়ার বিদ্রোহী গোষ্ঠী।।
#বিশ্বজুড়ে ২০টি শান্তিরক্ষা মিশন পরিচালনার জন্য প্রতিবছর  ১ জুলাই বাজেট নির্ধারণ করা হয়।।
#ইসরায়েল_পররাষ্ট্রমন্ত্রী_ইয়ার_লাপিদ।।
#সেরাম ইনস্টিটিউট টি ভারতের।
#সিরাজগঞ্জে অর্থনৈতিক অঞ্চল। সায়দাবাদ ও বেলকুচি উপজেলায় ১ হাজার ৩৫ একর জমির ওপর গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল।
#বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গতকাল ২৯ জুন প্রথমবারের মতো ৪৬ বিলিয়ন ডলার হয়েছে যা বাংলাদেশের প্রায় ৩ লাখ ৯১ হাজার কোটি টাকার সমান। প্রবাসীরা
চলতি মাসের প্রথম ২৮ দিনে ১৭৫ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছে।।
#নিঝুম দ্বীপে প্রায় ২২ হাজার চিত্রা হরিণ রয়েছে।।

আজকের প্রথম আলো
২৯/০৬/২০২১
#জাতিসংঘের_মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট।।
#সোমালিয়ার_রাজধানী _মোগাদিসু
আল শাবাব জঙ্গিগোষ্ঠী সোমালিয়ার।
#ঢাকা_বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করা হয় ১৯৭৩ সালে।।
#সানা সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা।।
#কুন্দুজ পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ।#বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ পেয়েছেন ৫ জন স্বর্ণপদক, ৯ জন রৌপ্য ও ১৮ জন ব্রোঞ্জ পদক।।
#এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ কেন্দ্র হতে চলেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার  অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)।।
#বিবিএসের জরিপ ২০২০ অনুসারে
★প্রত্যাশিত গড় আয়ু ৭২.৮ বছর।
★জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০ %
★পুরুষের বিয়ের গড় বছর ২৫.২ বছর।
★নারীর বিয়ের গড় বছর ১৯.১ বছর। 
★সাক্ষরতার হার ৭৫.৬%।
★জনসংখ্যা ১৬.৮২ কোটি।।
★ সুপেয় পানির ব্যবহার করে ৯৮.৩%
★বিদ্যুৎ ব্যবহারের হার ৯৬.২ শতাংশে উন্নীত।।
★ নারী ও পুরুষ অনুপাত =১০০:১০২।।
★ দেশে খানার গড় ৪.৩।।

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন