Pages

#সাম্প্রতিক___আপডেট(বড় পোস্ট শেয়ার করে রাখতে পারেন)

#সাম্প্রতিক___আপডেট
(বড় পোস্ট শেয়ার করে রাখতে পারেন)

০১| বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®__৫০টি

০২| দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কী?
®__শেখ হাসিনা সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়(খুলনা)

০৩| বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
®__৫টি

০৪| ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় কত?
®__২২২৭ মা.ড.

০৫| বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
®__ড.রফিকুল ইসলাম(মেয়াদ ৩ বছর)

০৬| বর্তমানে দেশে বীমা কোম্পানি কতটি?
®__৮১টি(জীবনবীমা ৩৫টি,সা.বীমা ৪৬টি)

০৭| দেশে এখন পর্যন্ত কতজন ব্যক্তি জাতীয় অধ্যাপকের পদে নিযুক্ত হয়েছেন?
®__২৯জন

০৮| "The Christmas Pig" গ্রন্থের লেখক কে?
®__হ্যারিপটার বইয়ের লেখক জে.কে রাউলিং

০৯|™"Home in the world" গ্রন্থের লেখক কে?
®__অমর্ত্য সেন
(নোট রমজান)

১০| বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশ কততম?
®__৭ম(ভারত ১ম)

১১| দেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কত?
®__১৮৪টি(কার্যকর ৩৭টি)

১২| বাংলাদেশ কবে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে?
®__১১ মে ২০২১ সালে

১৩| "ইসরাইল-ফিলিস্তিন" কবে ১১ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে?
®__২১ মে ২০২১

১৪| প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কত সালের মধ্যে 'কার্বন নিঃসরণ' শূন্যে নামিয়ে আনা হবে?
®__২০৫০ সালের মধ্যে

১৫| "IAEA" এর বর্তমান সদস্য কত?
®__১৭৩টি(১৭৩তম সামোয়া)

১৬| কবে কোথায় ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
®__২৩ জুলাই-৮ আগস্ট ২০২১। জাপানের টোকিওতে 

সূত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স জুন,২১
নোট Md. Ramjan

#সাম্প্রতিক_প্রশ্নাবলি___
সূত্র:দৈনিক পত্রিকা থেকে (জুন ২০২০)

~~আওয়ামীলীগের ৭২তম জন্মবার্ষিক___২৩ জুন
~~আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়___২৩ জুন, ১৯৪৯
~~পলাশীর যুদ্ধ হয়___২৩ জুন,১৭৫৭ সালে
~~আন্তর্জাতিক "Public Service Commotion Day"____২৩ জুন
~~জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক "Public Service Commotion Day"পালিত হচ্ছে___২০০৩ সাল থেকে
~~আওয়ামীলীগ দলটির জন্ম হয়___ঢাকার স্বামীবাগের কে এম দাস লেনের রোজ গার্ডেনে
~~দলটির সভাপতি ছিলেন__মওলানা হামিদ খান ভাসানী
~~সাধারণ সম্পাদক টাঙ্গাইলের___শামসুল হক
~~যুগ্মসাধারণ সম্পাদক___শেখ মুজিবুর রহমান(কারাবন্দি)
~~পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে ধর্মনিরপেক্ষ " আওয়ামী লীগ" নাম হয়___১৯৫৫ সালে এবং মুক্তিযুদ্ধের পর নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ
~~দেশের প্রাচীনতম রাজনৈতিক দল___আওয়ামীলীগ
~~বিশ্বের প্রাচীনতম রাজনৈতিক দল___ডেমোক্র্যাট
~~এশিয়ার প্রাচীনতম দল___কংগ্রেস
~~বঙ্গবন্ধু "ছাত্রলীগ" গঠন করেন___১৯৪৮ সালের ৪ জানুয়ারী (১৫০ নং মোগলটুলীর ওয়ার্কাস ক্যাম্পে)
~~শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত___যশোরে
~~বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়___ওয়াশিংটন ডিসিতে
~~ LOAC হচ্ছে___Line of actual control(ভারত-চীন সীমান্ত রেখা)
~~LOC হচ্ছে___Line of control(ভারত পাকিস্তান সীমান্ত রেখা (নোট রমজান)
~~বিশিষ্ট সাহিত্যিক আবুল মনসুর প্রণীত ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠিত হয়___১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে(ফ্রন্টের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন শেখ মুজিব)
~~ "জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা" স্লোগানটি___১৯৬২ সালে শুরু হয়
~~"পাঞ্জাব না বাংলা,পিন্ডি না ঢাকা" স্লোগানটি___১৯৬৯ সালের
~~ভেনেজুয়েলার রাজধানীর নাম___কারাকাস
~~ বর্তমানে দেশে শিশুউন্নয়ন কেন্দ্র রয়েছে____৩টি
~~সম্প্রতি নতুন "গিরিখাতের" সন্ধান পাওয়া গেছে___শ্রীমঙ্গলে 
~~ রাশিয়ার বর্তমান সংবিধান অনুয়ায়ী___১ ব্যক্তি একটানা ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না(রাশিয়ার পরবর্তী নির্বাচন হবে ২০২৪ সালে)
~~"প্যাংগং ও গালওয়ান" হচ্ছে____ভারতীয় ভূ-খণ্ডে থাকা ২টি উপত্যকা বেষ্টিত হ্রদ যা চীন নিজেদের বলে দাবি করে।

#সাম্প্রতিক__আপডেট

~~আজ ২৬ জুন শহিদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যু বার্ষিক
~~অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চলচ্চিত্রের নাম__চিরঞ্জীব মুজিব
~~'পলাশী থেকে ধানমন্ডি' প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক__আব্দুল গাফফার চৌধুরী
~~'আমার দেখা নয়াচীন' গ্রন্থের প্রচ্ছদে শান্তির কপোত লোগোটি__পাবলো পিকাসোর
~~বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ__৪৫.১০ বিলিয়ন(সর্বশেষ ৩ মে ২০২১)
~~বাংলাদেশ প্রথমবারের মতো 'টাকা দিবস' পালন করে__৪ মার্চ ২০২১
~~বর্তমানে বিশ্বের যতটি দেশে হস্তশিল্প রপ্তানি হয়__৫০টি
~~বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় আছে ঢাকার বর্তমান অবস্থান__৪০তম
~~শীর্ষ ব্যয়বহুল শহর__আশখাবাদ(তুর্কিমেনিস্তান) 
~~কম কিরগিজস্তানের__বিশকেক
~~বসবাসের অযোগ্য শহরের তালিকায় আছে ঢাকার অবস্থান__১৩৭তম(১৪০টি দেশের মধ্যে)
~~বর্তমানে বিশ্বের সবচেয়ে সুখি দেশ___ফিনল্যান্ড
~~অ্যাপল ডেইলি হচ্ছে__হংকংয়ের গণতন্ত্রপন্থি সংবাদপত্র(সম্প্রতি চীন বন্ধ করে দিয়েছে)
~~বিশ্বের সবচেয়ে শীর্ষ নারী ধনী__ফ্রাঁসোয়া মেয়ার্স-৭৩.৬ বিলি(পুরুষ বেজোস)
~~বিশ্বে ইসলামী ক্ষুদ্রঋণ গবেষণায় শীর্ষ ব্যক্তি__বাংলাদেশি ড. আবুল বাশার
~~বাংলাদেশের সেনাবাহিনির নতুন সেনাপ্রধান__এস এম শফিউদ্দিন আহমেদ
~~Eu এর অফিসিয়াল ভাষা__২৪টি(ভুল ২৩টি, শুরুতে ছিল ৪টি)
~~বর্তমানে দেশে মেট্রোপলিটন পুলিশ ইউনিট__৮টি(ভুল ৬টি)
~~পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল__৪ জুলাই ২০০১ সালে
~~বর্তমানে দেশের ১৬তম এটর্নী জেনারেল__আবু মোহাম্মদ আমিন উদ্দীন
~~ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ__৩য়
তথ্যসূত্র: বিভিন্ন পত্রপত্রিকা 

#স্বাধীনতার__তিনটি__ইশতেহার 

   #স্বাধীনতার__ইশতেহার
~~ঘোষণা ও পাঠ: ৩ মার্চ ১৯৭১
~~পাঠের স্থান     :পল্টন ময়দান,ঢাকা
~~পাঠক ছিলেন : শাজাহান সিরাজ
~~ঘোষক           :স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ

   #স্বাধীনতার__ঘোষণা
~~ঘোষণা    :২৬ মার্চ ১৯৭১ সাল
~~ঘোষণার স্থান:ধানমন্ডির ৩২ নং বাড়ি
~~প্রথম পাঠক: এম এ হান্নান,২৬ মার্চ,৭১
~~পাঠের স্থান :স্বাধীন বাংলা বেতারকেন্দ্র 
~~ঘোষক       : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

   #স্বাধীনতার__ঘোষণাপত্র
~~জারি     :১০ এপ্রিল ১৯৭১
~~জারি করেন: মুজিবনগর সরকার
~~ঘোষণাপত্র পাঠ:১৭ এপ্রিল ১৯৭১
~~পাঠের স্থান   :মেহেরপুর,কুষ্টিয়া
~~পাঠক   : অধ্যাপক এম ইউসুফ আলী

নোট Md. Ramjan

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর বা সমাধিস্থল

#ভাষা___শহিদ(কবর-আজিমপুর,ঢাকা)
~~আবদুল জব্বার
~~আবুল বরকত
~~আবদুস সালাম
~~শফিউর রহমান
~~রফিক উদ্দিন আহমদ

#বীরশ্রেষ্ঠদের
~~ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর__শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
~~সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান__মিরপুর,ঢাকা
~~ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান__মিরপুর,ঢাকা
~~ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ__কাশিপুর, শার্শা,যশোর
~~ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ__নানিয়াচর, রাঙামাটি
~~ইঞ্জিনিয়ার রুহুল আমিন__বাগমারা, রূপসা, খুলনা
~~সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল__আখাউড়া, ব্রাহ্মবাড়িয়া

#মুঘল___সাম্রাজ্য
~~প্রতিষ্ঠাতা বাবর__কাবুল,আফগানিস্তান 
~~হুমায়ুন___দিল্লি,ভারত
~~আকবর___আগ্রা, ভারত
~~জাহাঙ্গীর___লাহোর, পাকিস্তান 
~~শাহজাহান ও মমতাজ__আগ্রা, ভারত
~~শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ্__ইয়াঙ্গুন, মিয়ানমার

#রাজনীতিবিদ
~~বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান__টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
~~মওলানা আবদুল হামিদ খান ভাসানী__সন্তোষ, টাঙ্গাইল
~~এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দী___রমনা, ঢাকা
~~মুহাম্মদ আতাউল গণি ওসমানী__সিলেট ইত্যাদি......সম্ভব হলে কিছু ব্যক্তির নাম ও সমাধিস্থানের নাম কমেন্ট করতে পারেন

নোট Md. Ramjan

#সাম্প্রতিক__আপডেট(২৮ জুন)

~~বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রবর্তন করা হয়__১৯৭৩ সালে
~~বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন__৩২ জন ব্যক্তি/প্রতিষ্ঠান
~~বর্তমানে বাংলাদেশ বিশ্বে 'পাট ও কাঁঠাল' উৎপাদনে__২য়
~~ধান ও সবজি উৎপাদনে__৩য়
~~আম ও আলু উৎপাদনে__৭ম
~~পেয়ারা উতপাদনে__৮ম
~~অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে__৩য়
~~বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে__৫ম
~~২০২০-২১ অর্থবছরে ৪% সুদে কৃষি ঋণ প্রদান__১৯,৫০০ কোটি টাকা
~~বঙ্গবন্ধু ভূমি উন্নয়ন কর মওকুফ করেন__ ২৫ বিঘা পর্যন্ত
~~১৯৭২-৭৩ অর্থবছরে বঙ্গবন্ধু কৃষি খাতে বরাদ্দ রেখেছিল সর্বোচ্চ__১০১ কোটি টাকা
~~এ পর্যন্ত বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছে__১১০৫ ব্যক্তি বা প্রতিষ্ঠান
~~যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রাণকেন্দ্র__সিলিকন ভ্যালি
~~সিলিকন ভ্যালি শহরটি অবস্থিত__যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়
~~সিলিকন ভ্যালির আয়তন__৩০০ বর্গমা.
~~বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট অর্থনীতি ও প্রযুক্তির বাজার__ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি
~~সিলিকন ভ্যালিতে হেডকোয়াটার আছে__গুগল,ইয়াহু,অ্যাপল,ওরাকল, ফেসবুক,সিমন্স ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানের
~~চীনের সিলিকন ভ্যালি বলা হয়__শেনচেন(চীন)
~~মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ__১৫২ 
তম
~~নতুন ৩ জনসহ এ পর্যন্ত মোট জাতীয় অধ্যাপকের সংখ্যা__২৯ জন
~~ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা__NIA

নোট Md. Ramjan

#সাম্প্রতিক__আপডেট(১ জুলাই-২১)

~~১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শততম বর্ষে পদার্পণ
~~ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়__১৯২১ সালের, ১ জুলাই 
~~বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন__আইন বিভাগের
~~বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন__বাংলা বিভাগের
~~বর্তমানে অনুষত/ইনস্টিটিউট আছেছে ১৩টি(শুরুতে ছিল ৩টি)
~~বর্তমানে বিভাগ আছে__৮৪টি(শুরুতে ছিল ১২টি)
~~বর্তমানে  শিক্ষক আছে__১৯৯২ (প্রতিষ্ঠাকালে ৬০ জন)
~~বর্তমানে শিক্ষার্থী আছে__৩৭,০১৮ জন(প্রতিষ্ঠাকালে ৮৭৭ জন)
~~বর্তমানে গবেষণাকেন্দ্র আছে___৫৬টি
~~প্রতিষ্ঠার সময় গঠিত কমিশনের নাম__ নাথান কমিশন
~~নাথান কমিশন গঠিত হয়__১৯১২ সালে
~~ঢাবির প্রতিষ্ঠাতা__সৈয়দ নওয়াব আলী চৌধুরী
~~ঢাবির আয়তন__৬০০ একর বা ২৪০ হেক্টর
~~ঢাবির প্রথম ছাত্রী__লীলা নাগ
~~ঢাবির প্রথম মহিলা শিক্ষক__করুণাকণা গুপ্তা(ইতিহাস বিভাগ)
~~প্রথম ভি.সি___পি.জে. হার্টস
~~বর্তমান উপাচার্য__মো. আখতারুজ্জামান
~~প্রথম সমাবর্তন হয়__১৯২৩ সালে

~~বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু__৭২ বছর ৮ মাস(নারী ৭৪.৫,পুরুষ ৭১.২)
~~বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা__১৬ কোটি ৯১ লাখ ১ হাজার( সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
~~শিশু মৃত্যুর হার প্রতি হাজারে__২১ জন
~~বিয়ের গড় বয়স___২৪ বছর ২ মাস
~~বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ__৪৬.৮২ বিলিয়ন ডলার
~~পাবলো পিকাসো__স্পেনের চিত্রশিল্পী 

নোট Md. Ramjan
★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন