Pages

★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে) ।। General Knowledge: 34 - 38

★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি করে) ।। General Knowledge - 34

★ আজ ৩৪তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন।

১. বাকল্যান্ড বাঁধ - ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।  এটি ১৮৬৪ সালে নির্মিত।

২. শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় - ৩ জানুয়ারি,  ১৯৬৮। আসামি ছিলেন - ৩৫ জন।  মামলা প্রত্যাহার করা হয় - ২২ ফেব্রুয়ারি,  ১৯৬৯।

৩. তুরস্কের পার্লামেন্টের নাম - Grands National Assembly । পশ্চিম এশিয়ার দেশ তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুল ইউরোপ মহাদেশে অবস্থিত।  এজন্য তুরস্ককে 'ইউরেশিয়ান কান্ট্রি' এবং ইস্তামবুলকে 'ইউরেশিয়ান সিটি' বলা হয়।

৪. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। এগুলো হলোঃ রাঙামাটির বেতবুনিয়া (প্রথম, ১৯৭৫), গাজীপুরের তালিবাবাগ (১৯৮২), ঢাকার মহাখালী (১৯৯৫), ও সিলেট (১৯৯৭)।

৫.  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা হচ্ছে -  সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র জয়দেবপু, গাজীপুর এবং সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া,  রাঙামাটি থেকে। উল্লেখ জয়দেবপুরের ভূ-উপগ্রহ কেন্দ্রটি মূল স্টেশন। আর বেতবুনিয়ায় স্টেশনটি দ্বিতীয় মাধ্যম ব্যকআপ হিসেবে রাখা হয়েছে। 

৬. পদ্মা সেতুর পিলার সংখ্যা- ৪২টি ও স্প্যান সংখ্যা - ৪১টি। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য - ১৫০ মিটার।

৭. The United Nations High Commissioner for Refugees এর সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৪ ও ১৯৮১ সালে দুবার নোবেল পুরস্কার লাভ করে।

৮. Gulf Co-operation Council পারস্য উপসাগরীয় এলাকার ৬টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। ১৯৮১ সালের ২৫ মে এ রাজনৈতিক জোটটি গঠন করা হয়।

৯. বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক/ওয়ানডে প্রথম অধিনায়ক - গাজী আশরাফ হোসেন লিপু। টেস্ট দলের প্রথম অধিনায়ক - নাইমুর রহমান দুর্জয়।

১০. ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় - ৪-১১ ফেব্রুয়ারি,  ১৯৪৫ সালে(ইউক্রেনের ইয়াল্টায়)।  এ সম্মেলনে ফ্রান্স ও চীনকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেয়া হয় এবং স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা দেয়া হয়। 

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (অর্থনীতি স্পেশাল)
 ।। General Knowledge - 35

★ আজ ৩৫তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন।

১. GDP এর সাময়িক হিসাব ২০২০-২০২১ অনুযায়ী,  মাথাপিছু জিডিপি - ২,০৯৭ মার্কিন ডলার (তবে বর্তমান মাথাপিছু আয় -২,২২৭ মার্কিন ডলার) GDP'র প্রবৃদ্ধির হার - ৫.৪৭%। 

২. GDP'র হিসাব অনুযায়ী,  জিডিপিতে কৃষি খাতের অবদান - ১৩.৪৭%,  শিল্পখাতের অবদান - ৩৪.৯৯%, সেবাখাতের অবদান - ৫১.৫৩%।  

৩. বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র এবং রপ্তানিতে শীর্ষ দেশ - চীন।  

৪. পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ - চীন,  একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৩য়। অন্যদিকে,  একক দেশ হিসেবে পোশাক আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 

৫. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - চীন,  একক দেশ হিসেবে বস্ত্র  রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৬ষ্ঠ। অন্যদিকে,  একক দেশ হিসেবে বস্ত্র  আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 

৬. বর্তমান দেশে মোট ব্যাংক(তফসিলী) - ৬১টি, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক - ৬টি,  বিশেষায়িত ব্যাংক - ৩টি, বেসরকারি বাণিজ্যিক  ব্যাংক - ৪৩টি,  বৈদেশিক ব্যাংক - ৯টি, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৫টি(সর্বশেষ স্ট্রাটেজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ)। ইসলামি শরীয়াহভিত্তিক ব্যাংক ১১ টি(সর্বশেষ  যমুনা ব্যাংক লিঃ) এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি।

৭. বাংলাদেশ থেকে একক দেশ হিসেবে আমদানির শীর্ষে - যুক্তরাষ্ট্র, ২য়- জার্মানি, ৩য়- যুক্তরাজ্য,  ৪র্থ - ফ্রান্স।  

৮. বাংলাদেশে রপ্তানির শীর্ষ দেশ - চীন, ২য়- ভারত, ৩য়- যুক্তরাষ্ট্র।

৯. বাংলাদেশকে একক দেশ হিসেবে সর্বোচ্চ সাহায্যকারী দেশ - জাপান এবং সর্বোচ্চ সাহায্যকারী সংস্থা - IDA।

১০. দেশে বীমা অর্থ মন্ত্রণালয়ের অধীনে। মোট রাষ্ট্রয়ত্ত বীমা দুইটি - জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন।  দেশে মোট বীমা কোম্পানি ৮১টি (জীবন বীমা - ৩৫টি, সাধারণ বীমা - ৪৬টি)। এদের মধ্যে বিদেশি বীমা কোম্পানি - ২টি।  

১১. ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হার - ৭.২% এবং মুদ্রাস্ফীতি - ৫.৩%। ADP নির্ধারণ করা হয়েছে - ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকা।  মোট বাজেট - ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।  

১২. বাংলাদেশ ব্যাংক বছরে মুদ্রানীতি ঘোষণা করে - ০১ বার।  বর্তমান ব্যাংক রেট - ৪%।  

১৩. বর্তমান দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ - ৪৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার।  

১৪. বিশ্বে রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ - ভারত।  বাংলাদেশের অবস্থান - ৭ম। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৈদি আরব থেকে।  

১৫. সরকারি নোটে স্বাক্ষর করেন- অর্থসচিব (৩টি- ১,২,৫ টাকার নোট)। ব্যাংক নোটে স্বাক্ষর করেন - গভর্ণর (ব্যাংক নোট -৭ টি, সর্বশেষ ব্যাংক নোট - ২০০ টাকার যা ১৮ মার্চ,  ২০২০ থেকে বাজারে প্রচলিত)

১৬. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় - ১৯৯১ সালে।  জাতীয় আয় পরিমাপের পদ্ধতি - ৩টি।  জাতীয় আয় পরিমাপের জন্য জিডিপির খাত - ১৫টি। 

১৭. বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক - ব্যাংক অব সুইডেন।  ২য় - ব্যাংক অব ইংল্যান্ড।  বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক - বাংলাদেশ ব্যাংক (১৬ ডিসেম্বর,  ১৯৭১ থেকে কার্যকর।) বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০টি।(প্রতিষ্ঠাকালীন ছিলো ৬টি)

১৮. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - ফজলে কবির (১১তম)।  প্রথম গভর্নর - এ এনএম হামিদুল্লাহ।  গভর্নরের মেয়াদ - ৪ বছর।  অবসরের বয়স - ৬৭ বছর। 

১৯. বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে।  প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৭৩ থেকে ১৯৭৮ পর্যন্ত এবং সর্বশেষ পরিকল্পনার মেয়াদ - ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত।   

২০. সংবিধানে 'অর্থবিল' সংক্রান্ত অনুচ্ছেদ - ৮১নং অনুচ্ছেদ।  সংবিধানে সরাসরি বাজেট শব্দটি উল্লেখ না থাকলেও 'বার্ষিক আর্থিক বিবৃতি'র কথা উল্লেখ আছে - ৮৭নং অনুচ্ছেদে।

সংকলনেঃ গোলাম মোর্শেদ



★ প্রতিদিনের #সাধারণ_জ্ঞান (১০টি) ।। General Knowledge - 36

★ আজ ৩৬তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন।

১. দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার মালিকানাধীন রোবেন দ্বীপে ২৭ বছর নির্বাসিত জীবন কাটিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। অন্যদিকে যুক্তরাজ্যের মালিকানাধীন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ছিলেন নেপোলিয়ন।

২. বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় - ১৯৬০ সালে। একুশে পদক প্রবর্তিত হয় - ১৯৭৬ সালে। স্বাধীনতা পদক প্রবর্তিত হয় - ১৯৭৭ সালে৷  

৩. বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দল - ৩৯টি।  ২০০৮ সালে দেশে রাজনৈতিক দলের নিবন্ধন শুরু হয়। 

৪. সংবিধানে অর্থবিল - ৮১নং অনুচ্ছেদ।  বার্ষিক আর্থিক বিবৃতি (বাজেট সংক্রান্ত)  - ৮৭ নং অনুচ্ছেদ। সংযুক্ত তহবিল - ৮৪(১) নং অনুচ্ছেদ।

৫. বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭নং থেকে ৪৪নং পর্যন্ত মোট ১৮টি মৌলিক অধিকারের প্রকৃতি ও ভোগের নিশ্চয়তা সম্পর্কে বলা হয়েছে।  

৬. সংবিধানের ৬(২) নং অনুচ্ছেদে বলা হয়েছে,  বাংলাদেশের জনগন জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন।

৭. সংবিধানের তিনটি অনুচ্ছেদ সংশোধনের জন্য গণভোট প্রয়োজন হয়।  তা হলো - ৮, ৪৮ ও ৫৬ নং অনুচ্ছেদ।  

৮. বাংলাদেশে বাস নেই এমন কয়েকটি উপজাতি হলো - ককেসীয়, জুলু, নাগা, মুর, শেরপা, কুর্দি,  মাত্তারি, পিগমি,  নিগ্রো,  টোডা,  মাওরি, আফ্রিদি প্রভৃতি। 

৯. বাংলাদেশে জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স হবেঃ ০ থেকে ১৮ বছর কিন্তু বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমাঃ ৭ থেকে ১৬ বছর।

১০. ফারাক্কা বাঁধ চালু হয় - ১৯৭৫ সালে(গঙ্গায়)।  ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে - ১৬.৫ কিমি দূরে।  

সংকলনেঃ গোলাম মোর্শেদ




★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি) ।। General Knowledge - 37

★ আজ ৩৭তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন।

১. ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য - ৫৬০ কিলোমিটার।  এটি আটলান্টিক ও উত্তর মহাসাগরকে যুক্ত করেছে।  ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি - ব্রজেন দাস এবং প্রথম বাঙালি নারী - আরতি সেনগুপ্তা। 

২. যুক্তরাজ্য ৪টি দ্বীপ দেশের সমন্বয়ে গঠিত ।  সেগুলো হলো- ইংল্যান্ড,  উত্তর আয়ারল্যান্ড,  স্কটল্যান্ড ও ওয়েলস।  অন্যদিকে গ্রেট ব্রিটেন গঠিত হয়েছে - ইংল্যান্ড,  স্কটল্যান্ড ও ওয়েলস নিয়ে।

৩. জনসংখ্যায় বৃহত্তম দ্বীপদেশ - ইন্দোনেশিয়া।  অন্যদিকে জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম দ্বীপদেশ - নাউরু।

৪. সাঙ্গু ভ্যালি - চট্টগ্রামে, হালদা ভ্যালি - খাগড়াছড়িতে,  ভেঙ্গি ভ্যালি - রাঙামাটিতে। 

৫. গেওয়া গাছের কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত করা হয়।  ধুন্দল গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয়। গরান গাছের ছাল থেকে রং উৎপন্ন করা হয়। 

৬. সম্প্রতি ঘূর্ণিঝড় "আইডা" আঘাত হানে লুইজিয়ানা, যুক্তরাষ্ট্রে - ২৯আগস্ট,২০২১।

৭. কাশ্মীরকে বলা হয় - ভূসর্গ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশের নাম - জম্মু কাশ্মীর। পাকিস্তান নিয়ন্ত্রিত অংশের নাম - আজাদ কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত অংশের নাম - আকসাই চীন। 

৮. কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ হয় - ৩টি (১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সালে)  এবং লাদাখ নিয়ে চীনের সাথে যুদ্ধ হয় - ১৯৬২ সালে।  

৯. বাংলাদেশের মন্ত্রিসভায় মোট সদস্য - ৪৯ জন (পূর্ণ মন্ত্রী ২৬ জন,  প্রতিমন্ত্রী ২০  জন এবং টেকনোক্র্যাট মন্ত্রী ৩ জন) 

১০. ধান উৎপাদনে শীর্ষ দেশ - চীন (বাংলাদেশ ৩য়) এবং চাল উৎপাদনে শীর্ষ দেশ - চীন (বাংলাদেশ ৪র্থ)। চাল রপ্তানিতে শীর্ষ দেশ - ভারত কিন্তু আমদানিতে শীর্ষ দেশ - চীন।  

সংকলনেঃ গোলাম মোর্শেদ



★ প্রতিদিনের সাধারণ জ্ঞান (১০টি) ।। General Knowledge - 38

★ আজ ৩৮তম পর্ব।  আশা করি নিয়মিত পাবেন।

১. ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য - মোজাম্বিক (পর্তুগালের উপনিবেশ ছিলো),  রুয়ান্ডা (বেলজিয়ামের উপনিবেশ)।  

২. অধিক সীমান্তবেষ্টিত দেশ - রাশিয়া এবং অধিক দেশের সাথে সীমান্ত - চীনের। 

৩. স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র - ৫টি (অাইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক,  ফিনল্যান্ড,  নরওয়ে) 

৪. ব্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ - চীন। 

৫. বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী - শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা,  ১৯৬০)।  তবে বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী - বেনজির ভুট্টো (পাকিস্তান)।  বিশ্বের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী - ইন্দিরা গান্ধী (ভারত)।

৬. বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার - ২০২১ পেয়েছেন।

৭. ২০২১ সালের ৪-৫ ডিসেম্বর বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করবে - বাংলাদেশ। এ সম্মেলনে "বঙ্গবন্ধু শান্তি পুরস্কার " ঘোষণা হবে।

৮. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ' ঘোষিত হয়- ১০ এপ্রিল,  ১৯৭১। তবে কার্যকর হয় - ২৬ মার্চ,  ১৯৭১ থেকে। 

৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টর,  ৬৪টি সাব সেক্টর এবং ০৩টি বিগ্রেড ফোর্সে ভাগ করা হয়। সেক্টর কমান্ডার ছিল - ১৬ জন। ১০ নং সেক্টরে কোনে সেক্টর কমান্ডার ছিলো না। 

১০. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ভূটান, ২য় - ভারত,  সর্বশেষ স্বীকৃতি দেয় - চীন।  এ পর্যন্ত বিশ্বের ১৫০টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ স্বীকৃতি গ্রহণ করেনি - ইসরাইল ও তাইওয়ানের।  ইসরাইল বাংলাদেশকে ২ বার(১৯৭১ ও ১৯৭২) স্বীকৃতি দিলেও বাংলাদেশ তা আজও গ্রহণ করেনি।  

সংকলনেঃ গোলাম মোর্শেদ


★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন