বাংলা সাহিত্যের উপর ৩৩০টি প্রশ্নোত্তর ।। 330 Questions and Answers on Bangla Literature
১. প্রশ্ন :সবচেয়ে বেশি চর্যাপদ
পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহ্নপা
২. প্রশ্ন :বাংলা সাহিত্যের
প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তর: দোহাকোষ
৩. প্রশ্ন :“তাম্বুল রাতুল হইল অধর
পরশে।”– অর্থ-
উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল
৪. প্রশ্ন :‘হপ্তপয়কর’ কার রচনা?
উত্তর: সৈয়দ আলাওল
৫. প্রশ্ন :মঙ্গলকাব্যের কবি নন-
উত্তর: দাশু রায়
৬. প্রশ্ন :‘সমাচার দর্পন’ পত্রিকার
সম্পাদক ছিলেন-
উত্তর: জন ক্লার্ক মার্সম্যান
৭. প্রশ্ন :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
আত্মজীবনী-
উত্তর: আত্মচরিত
৮. প্রশ্ন :রবীন্দ্রনাথ ঠাকুরের
পূর্বপুরুষের আদিবসতি ছিল-
উত্তর: খুলনা জেলার রূপসা
উপজেলার পিঠাভোগ গ্রামে
৯. প্রশ্ন :‘তেল নুন লাকড়ি’ কার রচিত
গ্রন্থ?
উত্তর: প্রমথ চৌধুরী
১০. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম
সার্থক ট্রাজেডি নাটক-
উত্তর: কৃষ্ণকুমারী
১১. প্রশ্ন : ‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির
রচনা?
উত্তর: রোমান্সমূলক উপন্যাস
১২. প্রশ্ন : কোনটি রবীন্দ্ররচনার
অন্তর্গত নয়?
উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি
জাগুক আবার আর্তনাদ”।
১৩. প্রশ্ন : দ্রৌপদি হলো-
উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের
একক স্ত্রী
১৪. প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ –
গল্পটির লেখক-
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
১৫. প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার
রচিত গ্রন্থ?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৬. প্রশ্ন : “প্রাণের বান্ধব রে বুড়ি
হইলাম তোর কারণে।”- গানটির
গীতিকার-
উত্তর: শেখ ওয়াহিদ
১৭. প্রশ্ন : ‘মাটির ময়না’ চলচ্চিত্রের
নির্মাতা-
উত্তর: তারেক মাসুদ
১৮. প্রশ্ন : ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
উত্তর: নির্মলেন্দু গুণ
১৯. প্রশ্ন : কোন সাহিত্যিক
আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ
করেন?
উত্তর: সোমেন চন্দ
২০. প্রশ্ন : কোন উপন্যাসে
বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর
সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের
‘পূর্ব- পশ্চিম’
.
২১. প্রশ্ন : ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয়-
উত্তর: ১৯০৭ সালে
২২. প্রশ্ন : "আমার ভাইয়ের রক্তে
রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি
কি ভুলিতে পারি।"--এ গানের প্রথম
সুরকার-
উত্তর: আব্দুল লতিফ
২৩. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুর’ কার
ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে
অন্ধকার যুগ বলতে বোঝায়-
উত্তর: ১২০১-১৩৫০
২৫. প্রশ্ন : মধ্যযুগের কবি নন-
উত্তর: জয়নন্দী
২৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের জনক
হিসেবে কার নাম চিরস্মরণীয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৭. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের
অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি
২৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের রচনা
নয়-
উত্তর: বেতাল পঞ্চবিংশতি
২৯. প্রশ্ন : কুলীন কুলসর্বস্ব নাটকটি
লিখেছেন-
উত্তর: রামনারায়ণ তর্করত্ন
৩০. প্রশ্ন : ‘নীল দর্পণ’ নাটকটির
বিষয়বস্তু কি?
উত্তর: নীলকরদের অত্যাচার
৩১. প্রশ্ন : ‘ঘরে বাইরে’ উপন্যাসটির
লেখক-
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৩২. প্রশ্ন : সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ
গ্রন্থ-
উত্তর: পঞ্চতন্ত্র
৩৩. প্রশ্ন : ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার
সম্পাদক ছিলেন-
উত্তর: অক্ষয়কুমার দত্ত
৩৪. প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক
নাটক-
উত্তর: কবর
৩৫. প্রশ্ন : কোন কাব্যটি পল্লীকবি
জসীমউদ্দীন রচিত?
উত্তর: রাখালী
৩৬. প্রশ্ন : ‘তুমি আসবে বলে হে
স্বাধীনতা’- কার কবিতা?
উত্তর: শামসুর রাহমান
৩৭. প্রশ্ন : ‘দেয়াল’ রচনাটি কার?
উত্তর: হুমায়ূন আহমেদ
৩৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
কোনটি?
উত্তর: হাঙর নদী গ্রেনেড
৩৯. প্রশ্ন : ১৯৮৫ সালে নাসির উদ্দিন
স্বর্ণপদক কে পান?
উত্তর: সৈয়দ আলী আহসান
৪০. প্রশ্ন : বাংলা সাহিত্যের পঠন-
পাঠনের সুবিধার জন্য বাংলা
সাহিত্যের ইতিহাসকে তিনটি
যুগে ভাগ করা হয়েছে-- বাংলা
সাহিত্যের প্রাচীন যুগ-
উত্তর: ৬৫০-১২০০
.
৪১. প্রশ্ন : ‘রাজা প্রতাপাদিত্য
চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-
উত্তর: রামরাম বসু
৪২. প্রশ্ন : ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয়
মুখপাত্ররুপে কোন পত্রিকা
প্রকাশিত হয়?
উত্তর: জ্ঞানান্বেষণ
৪৩. প্রশ্ন : হরিনাথ মজুমদার সম্পাদিত
পত্রিকার নাম কি?
উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা
৪৪. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের
উপন্যাস-
উত্তর: কুহেলিকা
৪৫. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের পত্র
কাব্য-
উত্তর: বীরাঙ্গনা
৪৬. প্রশ্ন : ‘একখানি ছোট ক্ষেত আমি
একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের
কোন কবিতার চরণ?
উত্তর: সোনার তরী
৪৭. প্রশ্ন : ‘আমি কিংবদন্তীর কথা
বলছি’ কবিতাটি কার লেখা?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ
৪৮. প্রশ্ন : কোনটি শওকত ওসমানের
রচনা নয়?
উত্তর: ভেজাল
৪৯. প্রশ্ন : কোনটি কাজী নজরুল
ইসলামের রচনা নয়?
উত্তর: বালুচর
৫০. প্রশ্ন : সবুজপত্র প্রকাশিত হয় কোন
সালে?
উত্তর: ১৯১৪ সালে
৫১. প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
উত্তর: পায়ের আওয়াজ পাওয়া
যায়
৫২. প্রশ্ন : জসীম উদ্দীনের নাটক-
উত্তর: বেদের মেয়ে
৫৩. প্রশ্ন : মধ্যযুগের বাংলা
সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর
প্রভাব অপরিসীম?
উত্তর: শ্রীচৈতন্যদেব
৫৪. প্রশ্ন : মুনীর চৌধুরীর অনুদিত
নাটক-
উত্তর: মুখরা রমণী বশীকরণ
৫৫. প্রশ্ন : উপন্যাস নয়-
উত্তর: কবিতার কথা
৫৬. প্রশ্ন : ‘ বিষাদসিন্ধু’ একটি -
উত্তর: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
৫৭. প্রশ্ন : মধ্যযুগের শেষ কৰি
ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে
মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৭৬০ সালে
৫৮. প্রশ্ন : ‘তোহফা’ কাব্যটি কে রচনা
করেন?
উত্তর: আলাওল
৫৯. প্রশ্ন : এন্টনি-ফিরিঙ্গি কী
জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তর: কবিগান
৬০. প্রশ্ন : ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ
নয়-
উত্তর: চার ইয়ারী কথা
.
৬১. প্রশ্ন : যে উপন্যাসে গ্রামীন
সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ
করেনি-
উত্তর: সীতারাম
৬২. প্রশ্ন : কোন চরিত্র দুটি
রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’
উপন্যাসের?
উত্তর: নিখিলেশ-বিমলা
৬৩. প্রশ্ন : বাংলা (দেশ ও ভাষা)
নামের উৎপত্তির বিষয়টি কোন
গ্রন্থে সর্বাধিক উল্লেখিত
হয়েছে?
উত্তর: আইন-ই-আকবরী
৬৪. প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর: মাত্রাবৃত্ত
৬৫. প্রশ্ন : কবিওয়ালা ও শায়েরের
উদ্ভব ঘটে কখন?
উত্তর: আঠারো শতকের শেষার্ধে
ও ঊনিশ শতকের প্রথমার্ধে
৬৬. প্রশ্ন : কবি গানের প্রথম কবি কে?
উত্তর: গোঁজলা পুট (গুই)
৬৭. প্রশ্ন : 'কেন পান্থ ক্ষান্ত হও হেরি
দীর্ঘ পথ?' কার লেখা?
উত্তর: কৃষ্ণ চন্দ্র মজুমদার
৬৮. প্রশ্ন : কোন গ্রন্থটি সুকান্ত
ভট্টাচার্য কর্তৃক রচিত?
উত্তর: হরতাল
৬৯. প্রশ্ন : বঙ্কিমচন্দ্রের
চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ'
উপন্যাসের চরিত্র কোনটি?
উত্তর: কুন্দনন্দিনী
৭০. প্রশ্ন : গীতাঞ্জলির ইংরেজী
অনুবাদ সম্পাদনা করেছেন--
উত্তর: ডবলিউ. বি. ইয়েটস
৭১. প্রশ্ন : 'The Origin and Development of
Bengali Language' গ্রন্থটি রচনা
করেছেন--
উত্তর: ড. সুনীতিকুমার
চট্টোপাধ্যায়
৭২. প্রশ্ন : সঠিক চরণ-
উত্তর: ধন ধান্যে পুষ্পে ভরা
৭৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের অন্যতম
বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত
সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে
৭৪. প্রশ্ন : ”বিশ শতকের মেয়ে”
উপন্যাসটির রচয়িতা -
উত্তর: নীলিমা ইব্রাহিম
৭৫. প্রশ্ন : সুকান্ত ভট্টাচার্যের
কাব্যগ্রন্থ-
উত্তর: গীতিগুচ্ছ
৭৬. প্রশ্ন : জীবনক্ষুধা উপন্যাসের
রচয়িতা-
উত্তর: আবুল মনসু্র আহমেদ
৭৭. প্রশ্ন : ”তারবাঈ” নাটকের
রচয়িতা-
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
৭৮. প্রশ্ন : কবীন্দ্র পরমেশ্বর অনুদিত
গ্রন্থ-
উত্তর: মহাভারত
৭৯. প্রশ্ন : চন্দ্রনাথ উপন্যাসের
রচয়িতা -
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮০. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ
মহিলা কবি বলা হয় কাকে ?
উত্তর: সুফিয়া কামাল
.
৮১. প্রশ্ন : ’বিভা’ চরিত্রটি
রবীন্দ্রনাথের কোন উপন্যাসের?
উত্তর: বৌ ঠাকুরানীর হাট
৮২. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম
উপন্যাস-
উত্তর: রাইফেল রোটি আওরাত
৮৩. প্রশ্ন : সেলিম আল দীন মূলত
ছিলেন একজন-
উত্তর: নাট্যকার
৮৪. প্রশ্ন : সেলিনা হোসেনের প্রথম
উপন্যাস -
উত্তর: জলোচ্ছাস
৮৫. প্রশ্ন : মুনীর চৌধুরী রচিত প্রথম
নাটক -
উত্তর: রক্তাক্ত প্রান্তর
৮৬. প্রশ্ন : ’সত্য মিথ্যা’ ভাবানুবাদ
উপন্যাসের লেখক -
উত্তর: আবুুল মনসুর আহমদ
৮৭. প্রশ্ন : ’বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ কয় খন্ড?
উত্তর: ১৫
৮৮. প্রশ্ন : ’দুর্গা’ চরিত্রটি কোন
উপন্যাসের ?
উত্তর: পথের পাঁচালী
৮৯. প্রশ্ন : জসিমউদ্দীন রচিত প্রথম
কাহিনী কোনটি ?
উত্তর: হলদে পরীর দেশ
৯০. প্রশ্ন : শরৎচন্দ্র রচিত কোন গল্পটি
'কুন্তলীন পুরস্কার’ পায় ?
উত্তর: মন্দির
৯১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের
সাহিত্য জীবনের সূচনা ঘটে -
উত্তর: লেটোর দলে
৯২. প্রশ্ন : 'ইন্দিরা' গ্রন্থটির রচয়িতা
-
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৩. প্রশ্ন : ’সাহেব বিবি গোলাম’
কার উপন্যাস?
উত্তর: বিমল মিত্র
৯৪. প্রশ্ন : ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-
উত্তর: রামাই পণ্ডিত
৯৫. প্রশ্ন : ‘পালামৌ’
ভ্রমণকাহিনীটি কার রচনা?
উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৯৬. প্রশ্ন : ‘দিবারাত্রির কাব্য’ কার
লেখা উপন্যাস?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
৯৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত
গল্প-
উত্তর: পদ্মগোখরা
৯৮. প্রশ্ন : ‘আনোয়ারা’ গ্রন্থটি কার
রচনা?
উত্তর: মোহাম্মদ নজিবর রহমান
৯৯. প্রশ্ন : ‘বীরবল’ ছদ্মনামে কে
লিখতেন?
উত্তর: প্রমথ চৌধুরী
১০০. প্রশ্ন : ‘তুমি অধম, তাই বলে আমি
উত্তম হব না কেন?’ এই প্রবাদটির
রচয়িতা-
উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
. ১০১. প্রশ্ন : ভাষা আন্দোলন বিষয়ক
উপন্যাস-
উত্তর: আরেক ফাল্গুন
১০২. প্রশ্ন : মুক্তিযুদ্ধ নির্ভর রচনা-
উত্তর: একাত্তরের দিনগুলি
১০৩. প্রশ্ন : বাংলা গদ্যের জনক-
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১০৪. প্রশ্ন : ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক
কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০৫. প্রশ্ন : ‘বিদ্রোহী’ কবিতা কোন
কাব্যের অন্তর্গত?
উত্তর: অগ্নিবীণা
১০৬. প্রশ্ন : তাম্বুলখানা গ্রামে
জন্মেছিলেন কোন কবি?
উত্তর: জসীমউদ্দীন
১০৭. প্রশ্ন : ছিন্নপত্রে’র অধিকাংশ
পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
উত্তর: ইন্দিরা দেবী
১০৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের
‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের
কাব্য?
উত্তর: পত্রকাব্য
১০৯. প্রশ্ন : আলাওলের ‘তোহফা’ কোন
ধরনের কাব্য?
উত্তর: নীতিকাব্য
১১০. প্রশ্ন : অশোক সৈয়দ কার ছদ্মনাম?
উত্তর: আবদুল মান্নান
১১১. প্রশ্ন : ‘পরাগলী মহাভারত’ খ্যাত
গ্রন্থের অনুবাদকের নাম-
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর
১১২. প্রশ্ন : ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের
লেখকের নাম-
উত্তর: রাজিয়া খান
১১৩. প্রশ্ন : সাহিত্যে অলঙ্কার
প্রধানত কত প্রকার?
উত্তর: ২
১১৪. প্রশ্ন : গাড়ি চলে না, চলে না,
নারে...... গানের গীতিকার কে?
উত্তর: শাহ আবদুল করিম
১১৫. প্রশ্ন : অধ্যাপক আহমদ শরীফের
মৃত্যুসন-
উত্তর: ১৯৯৯
১১৬. প্রশ্ন : বাংলা ভাষার আদি
নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয়-
উত্তর: ১৯০৭ সালে
১১৭. প্রশ্ন : শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের
ছদ্মনাম-
উত্তর: অনিলাদেবী
১১৮. প্রশ্ন : 'আধ্যাত্মিকা'উপ
ন্যাসের
লেখক-
উত্তর: প্যারীচাঁদ মিত্র
১১৯. প্রশ্ন : কোন কবি নিজেকে
বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উত্তর: ভুসুকু পা
১২০. প্রশ্ন : ‘সকালে উঠিয়া আমি
মনে মনে বলি, সারাদিন আমি যেন
ভাল হয়ে চলি’-এ চরণদ্বয়ের লেখক-
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার
.
১৬১. প্রশ্ন : শওকত ওসমান কোন
উপন্যাসের জন্য আদমজী পুরস্কার
লাভ করেন?
উত্তর: ক্রীতদাসের হাসি
১৬২. প্রশ্ন : 'কন্যাকুমারী' কোন ধরনের
রচনা?
উত্তর: উপন্যাস
১৬৩. প্রশ্ন : লৌকিক কাহিনীর প্রথম
রচয়িতা কে?
উত্তর: দৌলত কাজী
১৬৪. প্রশ্ন : সাপ্তাহিক ‘সুধাকর’ -এর
সম্পাদক কে?
উত্তর: শেখ আব্দুর রহিম
১৬৫. প্রশ্ন : মাসিক মোহাম্মদী কোন
সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৭
১৬৬. প্রশ্ন : কোন পত্রিকাটি ১৯২৩
সালে প্রকাশিত হয়?
উত্তর: কল্লোল
১৬৭. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত হয়
কোন পত্রিকাটি?
উত্তর: ক্রান্তি
১৬৮. প্রশ্ন : ‘শিশুরাজ্যে এই মেয়েটি
একটি ছোটখাট বর্গির উপদ্রব
বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের
কোন গল্পের সংলাপ?
উত্তর: সমাপ্তি
১৬৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম
ইতিহাস গ্রন্থ-
উত্তর: বঙ্গভাষা ও সাহিত্য
১৭০. প্রশ্ন : কত খ্রিষ্ট্রাব্দে শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় কলকাতা
বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’
পদক লাভ করেন?
উত্তর: ১৯২৩
১৭১. প্রশ্ন : রাজা রামমোহন রচিত
বাংলা ব্যাকরণের নাম-
উত্তর: গৌড়িয়া ব্যাকরণ
১৭২. প্রশ্ন : বাংলা মৌলিক
নাটকের যাত্রা শুরু হয় কোন
নাট্যকারের হাতে?
উত্তর: রামনারায়ণ তর্করত্ন
১৭৩. প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি
পোহাইল’ পঙক্তির রচয়িতা-
উত্তর: মদনমোহন তর্কালংকার
১৭৪. প্রশ্ন : ‘জীবনে জ্যাঠামি ও
সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে
পারতেন না-
উত্তর: প্রমথ চৌধুরী
১৭৫. প্রশ্ন : Balled কি?
উত্তর: গীতিকা
১৭৬. প্রশ্ন : ‘শাহনামা’ মৌলিক
গ্রন্থটি কার?
উত্তর: ফেরদৌসী
১৭৭. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর
বাংলা সাহিত্যের ইতিহাস
গ্রন্থের নাম--
উত্তর: বাংলা সাহিত্যের কথা
১৭৮. প্রশ্ন : ‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে
মন ভোর’ কার রচনা?
উত্তর: জ্ঞানদাস
১৭৯. প্রশ্ন : ‘সাজাহান’ নাটকের প্রথম
রচয়িতা-
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
১৮০. প্রশ্ন : ‘নেমেসিস’ নাটকে নূরুল
মোমেন কোন বিষয়কে তুলে
ধরেছেন?
উত্তর: ঊনপঞ্চাশের মন্বন্তর
.
১৮১. প্রশ্ন : ভারতচন্দ্র রায়গুণাকর কোন
রাজসভার কবি?
উত্তর: কৃষ্ণনগর রাজসভা
১৮২. প্রশ্ন : ‘মহুয়া’ পালাটির
রচয়িতা--
উত্তর: দ্বিজ কানাই
১৮৩. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে
বাংলা বিভাগ খোলা হয়--
উত্তর: ১৮০১ সালে
১৮৪. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের রচনা-
উত্তর: কমলে কামিনী
১৮৫. প্রশ্ন : কোন গ্রন্থটি মহাকাব্য?
উত্তর: বৃত্রসংহার
১৮৬. প্রশ্ন : ‘বত্রিশ সিংহাসন’ কার
রচনা?
উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
১৮৭. প্রশ্ন : ‘ঠকচাচা’ চরিত্রটি কোন
উপন্যাসে?
উত্তর: আলালের ঘরের দুলাল
১৮৮. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের
কথা’ কোন জাতীয় রচনা?
উত্তর: আত্মজৈবনিক উপন্যাস
১৮৯. প্রশ্ন : ‘তাজকেরাতুল আওলিয়া’
অবলম্বনে ‘তাপসমালা’কে রচনা
করেন?
উত্তর: গিরিশচন্দ্র সেন
১৯০. প্রশ্ন : কোন নাটকটি সেলিম আল
দীনের?
উত্তর: মুনতাসীর ফ্যান্টাসী
১৯১. প্রশ্ন : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল
ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
উত্তর: সিন্ধু হিন্দোল
১৯২. প্রশ্ন : ‘নেমেসিস’ কোন জাতীয়
রচনা?
উত্তর: নাটক
১৯৩. প্রশ্ন : ‘তোমার সৃষ্টির পথে
রেখেছ আকীর্ণ করি’--
রবীন্দ্রনাথের কোন কাব্যের
কবিতা?
উত্তর: শেষলেখা
১৯৪. প্রশ্ন : ‘জয়গুন’ কোন উপন্যাসের
চরিত্র?
উত্তর: সূর্য-দীঘল বাড়ী
১৯৫. প্রশ্ন : ‘বনফুল’ কার ছদ্মনাম?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
১৯৬. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের
একটি উপন্যাস-
উত্তর: মৃত্যুক্ষুধা
১৯৭. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুরের
পদাবলী’- এর রচয়িতা-
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৮. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম যে
কবিতা রচনার জন্য কারাবরণ করেন-
উত্তর: আনন্দময়ীর আগমনে
১৯৯. প্রশ্ন : ‘সূর্য দীঘল বাড়ি’
চলচ্চিত্রের পরিচালক-
উত্তর: শেখ নিয়ামত শাকের
২০০. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম
ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উত্তর: দীনেশচন্দ্র সেন
.
২০১. প্রশ্ন : ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম
সম্পাদক ছিলেন-
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২০২. প্রশ্ন : কোন কবিতা রচনার জন্য
কাজী নজরুল ইসলাম কারাবন্দী হন?
উত্তর: আনন্দময়ীর আগমনে
২০৩. প্রশ্ন : ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন ছোট গল্পের
নায়িকা?
উত্তর: সমাপ্তি
২০৪. প্রশ্ন : ‘উত্তম পুরুষ’ উপন্যাসের
রচয়িতা-
উত্তর: রশীদ করিম
২০৫. প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ কোন
জাতীয় রচনা?
উত্তর: উপন্যাস
২০৬. প্রশ্ন : কোনটি মুহম্মদ এনামুল হকের
রচনা?
উত্তর: মনীষা মঞ্জুষা
২০৭. প্রশ্ন : বাংলা সাহিত্যে সনেট
রচনার প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
২০৮. প্রশ্ন : জসীমউদ্দিনের ‘কবর’
কবিতা কোন পত্রিকায় প্রথম
প্রকাশিত হয়?
উত্তর: কল্লোল
২০৯. প্রশ্ন : ‘সন্ধ্যারাগে
ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি
বাঁকা’ রবীন্দ্রনাথের কোন
কাব্যের কবিতা?
উত্তর: বলাকা
২১০. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন
গ্রন্থটি উপন্যাস?
উত্তর: শেষের কবিতা
২১১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের
নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন
ধরনের প্রকাশনা?
উত্তর: পত্রিকা
২১২. প্রশ্ন : জসীমউদ্দিনের প্রথম
প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: রাখালী
২১৩. প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’
উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: আনোয়ার পাশা
২১৪. প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’
কোন ধরনের রচনা?
উত্তর: কাব্য
২১৫. প্রশ্ন : 'বহিপীর' কি ধরনের রচনা?
উত্তর: নাটক
২১৬. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন
উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত
হয়েছিল?
উত্তর: পথের দাবী
২১৭. প্রশ্ন : কোন গ্রন্থটির রচয়িতা এস
ওয়াজেদ আলী?
উত্তর: ভবিষ্যতের বাঙালি
২১৮. প্রশ্ন : ‘ভাষা মানুষের মুখ থেকে
কলমের মুখে আসে, উল্টোটা করতে
গেলে মুখে শুধু কালি পড়ে’,
বলেছেন-
উত্তর: প্রমথ চৌধুরী
২১৯. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা
কোন কাব্যধারার চরিত্র?
উত্তর: মনসামঙ্গল
২২০. প্রশ্ন : ‘ইউসুফ-জোলেখা’
প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
উত্তর: শাহ মুহম্মদ সগীর
.
২২১. প্রশ্ন : কখনো উপন্যাস
লেখেননি-
উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
২২২. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’
গল্পগ্রন্থের রচয়িতা--
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
২২৩. প্রশ্ন : রোহিণী-বিনোদিনী-
কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল -চোখের
বালি-চরিত্রহীন
২২৪. প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে
দুধেভাতে’- এই প্রার্থনাটি
করেছে--
উত্তর: ঈশ্বরী পাটনী
২২৫. প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য
অনুবাদ?
উত্তর: কমেডি অব এররস
২২৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের
ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য
গ্রন্থ কার রচনা?
উত্তর: দীনেশচন্দ্র সেনগুপ্ত
২২৭. প্রশ্ন : ‘পদাবলী’র প্রথম কবি কে?
উত্তর: চণ্ডীদাস
২২৮. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কি
বোঝায়?
উত্তর: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার
করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
২২৯. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির
কাব্য সংকলন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৩০. প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন
গ্রন্থটি নাটক?
উত্তর: রক্তকরবী
২৩১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের
প্রথম প্রকাশিত লেখা-
উত্তর: বাউণ্ডেলের আত্নকাহিনী
২৩২. প্রশ্ন : সওগাত পত্রিকার সম্পাদক
কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দীন
২৩৩. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’
কাব্য গ্রন্থটির কবি কে?
উত্তর: ফররুখ আহমদ
২৩৪. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের
রচয়িতা কে?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৩৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কি
বুঝায়?
উত্তর: পদ্যাকারে রচিত
দেবস্তুতিমূলক রচনা
২৩৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের
ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা
করেন?
উত্তর: মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ
আলী আহসান
২৩৭. প্রশ্ন : 'পথের দাবী' কি ধরনের
রচনা?
উত্তর: উপন্যাস
২৩৮. প্রশ্ন : কোনটি হযরত মুহম্মদ (স) -এর
জীবনী গ্রন্থ?
উত্তর: মরু ভাস্কর
২৩৯. প্রশ্ন : পদাবলী লিখেছেন -
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৪০. প্রশ্ন : ‘প্রভাবতী সম্ভাষণ’ কার
রচনা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
. ২৪১. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’
কার রচনা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
২৪২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত
গ্রন্থ-
উত্তর: বিষের বাঁশী
২৪৩. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?
উত্তর: মুনীর চৌধুরী
২৪৪. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কি
বোঝায়?
উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা
২৪৫. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই’--কে বলেছেন?
উত্তর: চণ্ডীদাস
২৪৬. প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনা-
উত্তর: চতুরঙ্গ
২৪৭. প্রশ্ন : 'কয়েকটি কবিতা' এটি
কি?
উত্তর: একটি কাব্যগ্রন্থ
২৪৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রচিত
নাটক--
উত্তর: সাজাহান -('সাজাহান'
নাটকের প্রথম রচয়িতা -
দ্বিজেন্দ্রলাল রায়)
২৪৯. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার
লেখা?
উত্তর: সুকুমার রায়
২৫০. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির
লেখক-
উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ
২৫১. প্রশ্ন : ‘বিষাদ -সিন্ধু’ কার রচনা?
উত্তর: মীর মশাররফ হোসেন
২৫২. প্রশ্ন : 'শেষ লেখা' কি?
উত্তর: একটি কাব্যগ্রন্থ
২৫৩. প্রশ্ন : নজরুল ইসলামের প্রথম
প্রকাশিত গ্রন্থ-
উত্তর: অগ্নিবীণা
২৫৪. প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক
উপন্যাস?
উত্তর: আগুনের পরশমণি
২৫৫. প্রশ্ন : কোনটি শামসুর
রাহমানের রচনা?
উত্তর: নিরালোকে দিব্যরথ
২৫৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?
উত্তর: শহীদুল্লাহ কায়সার
২৫৭. প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম
সংকলনের সম্পাদক কে?
উত্তর: হাসান হাফিজুর রহমান
২৫৮. প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?
উত্তর: হুমায়ুন কবির
২৫৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত
গ্রন্থ-
উত্তর: রাঙাজবা
২৬০. প্রশ্ন : ‘আত্নঘাতী বাঙালি’
কার রচিত গ্রন্থ?
উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
.
১২১. প্রশ্ন : 'ঠাকুরমার ঝুলি' কী
জাতীয় রচনার সংকলন?
উত্তর: রূপকথা
১২২. প্রশ্ন : 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ
করেন-
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২৩. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের
জন্ম-মৃত্যু সাল-
উত্তর: ১৮৪৭-১৯১১
১২৪. প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনার
তরী’ কবিতা কোন ছন্দে রচিত?
উত্তর: মাএাবৃত্ত
১২৫. প্রশ্ন : ‘পাহাড়তলী’ গ্রামে
জন্মগ্রহণ করেন-
উত্তর: উপরের কোনটি সঠিক নয়
১২৬. প্রশ্ন : ‘পূর্বাশা’ পএিকার সম্পাদক
ছিলেন-
উত্তর: সঞ্জয় ভট্টাচার্য
১২৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের
আদি কবি-
উত্তর: লুইপা
১২৮. প্রশ্ন : ফররুখ আহমদের শ্রেষ্ঠ
কাব্যগ্রন্থের নাম-
উত্তর: সাত সাগরের মাঝি
১২৯. প্রশ্ন : প্রাচীনতম বাঙ্গালী
মুসলমান কবি কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর
১৩০. প্রশ্ন : ‘চাচা কাহিনী’র’ লেখক
কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী
১৩১. প্রশ্ন : মুসলমান নারী জাগরণের
কবি--
উত্তর: বেগম রোকেয়া
১৩২. প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি
গ্রন্থ কোনটি?
উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ
১৩৩. প্রশ্ন : কবি আলাওলের জন্মস্থান-
উত্তর: চট্টগ্রামের জোবরা
১৩৪. প্রশ্ন : ‘অনল- প্রবাহ’ রচনা করেন--
উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন
সিরাজি
১৩৫. প্রশ্ন : ‘অগ্নিবীণা’ কাব্যের
প্রথম কবিতা-
উত্তর: প্রলয়োল্লাস
১৩৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে
কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার
অবদান বেশি?
উত্তর: সবুজপত্র
১৩৭. প্রশ্ন : ‘একাত্তরের চিঠি’-- কোন
জাতীয় রচনা?
উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্র
সংকলন
১৩৮. প্রশ্ন : বাংলা একাডেমি কোন
বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ খ্রি.
১৩৯. প্রশ্ন : সনেট কবিতার প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূধন দত্ত
১৪০. প্রশ্ন : ‘আবদুল্লাহ’ উপন্যাসের
রচয়িতা কে?
উত্তর: কাজী ইমদাদুল হক
.
২৪১. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’
কার রচনা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
২৪২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত
গ্রন্থ-
উত্তর: বিষের বাঁশী
২৪৩. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?
উত্তর: মুনীর চৌধুরী
২৪৪. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কি
বোঝায়?
উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা
২৪৫. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই’--কে বলেছেন?
উত্তর: চণ্ডীদাস
২৪৬. প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনা-
উত্তর: চতুরঙ্গ
২৪৭. প্রশ্ন : 'কয়েকটি কবিতা' এটি
কি?
উত্তর: একটি কাব্যগ্রন্থ
২৪৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রচিত
নাটক--
উত্তর: সাজাহান -('সাজাহান'
নাটকের প্রথম রচয়িতা -
দ্বিজেন্দ্রলাল রায়)
২৪৯. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার
লেখা?
উত্তর: সুকুমার রায়
২৫০. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির
লেখক-
উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ
২৫১. প্রশ্ন : ‘বিষাদ -সিন্ধু’ কার রচনা?
উত্তর: মীর মশাররফ হোসেন
২৫২. প্রশ্ন : 'শেষ লেখা' কি?
উত্তর: একটি কাব্যগ্রন্থ
২৫৩. প্রশ্ন : নজরুল ইসলামের প্রথম
প্রকাশিত গ্রন্থ-
উত্তর: অগ্নিবীণা
২৫৪. প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্
তিক
উপন্যাস?
উত্তর: আগুনের পরশমণি
২৫৫. প্রশ্ন : কোনটি শামসুর
রাহমানের রচনা?
উত্তর: নিরালোকে দিব্যরথ
২৫৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?
উত্তর: শহীদুল্লাহ কায়সার
২৫৭. প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম
সংকলনের সম্পাদক কে?
উত্তর: হাসান হাফিজুর রহমান
২৫৮. প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?
উত্তর: হুমায়ুন কবির
২৫৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত
গ্রন্থ-
উত্তর: রাঙাজবা
২৬০. প্রশ্ন : ‘আত্নঘাতী বাঙালি’
কার রচিত গ্রন্থ?
উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
.
২৬১. প্রশ্ন : ‘সংস্কৃতির ভাঙা সেতু’
গ্রন্থ রচনা করেছেন-
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
২৬২. প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যের
কাহিনী কয় খণ্ডে বিভক্ত?
উত্তর: ৩
২৬৩. প্রশ্ন : বিপ্রদাস পিপিলাই রচিত
কাব্য –
উত্তর: মনসা বিজয়
২৬৪. প্রশ্ন : চর্যাপদের কোন পদটি
খণ্ডিত আকারে পাওয়া যায়?
উত্তর: ২৩ নং পদ
২৬৫. প্রশ্ন : নিচের কোনটি সহোদর
ভাষাগোষ্ঠী?
উত্তর: বাংলা ও অসমিয়া
২৬৬. প্রশ্ন : কোন সাহিত্যকর্মে
সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
উত্তর: চর্যাপদ
২৬৭. প্রশ্ন : কেরী সাহেবের মুনশী
বলা হয়-
উত্তর: রাম রাম বসুকে
২৬৮. প্রশ্ন : আলাওলের ‘তোহফা’ কোন
ধরনে কাব্য?
উত্তর: নীতিবাক্য
২৬৯. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত
প্রথম গ্রন্থের নাম কি?
উত্তর: নীলদর্পণ
২৭০. প্রশ্ন : কোনটি আধুনিক যুগের
কাব্য?
উত্তর: সারদা মঙ্গল
২৭১. প্রশ্ন : উত্তরাধিকার’ কাব্যের
রচয়িতা কে?
উত্তর: শহীদ কাদরী
২৭২. প্রশ্ন : রবীন্দ্রনাথের ছিন্নপত্রে
মোট কতটি কাব্য রয়েছে?
উত্তর: ১৫১
২৭৩. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের
আত্মজীবনীমূলক রচনা-
উত্তর: গাজী মিয়াঁর বস্তানী
২৭৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম
মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ
কোনটি?
উত্তর: বসন্ত কুমারী
২৭৫. প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথ
ঠাকুরের অসমাপ্ত উপন্যাস?
উত্তর: করুণা
২৭৬. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের
চৈনিক নাম –
উত্তর: চু তেন তান
২৭৭. প্রশ্ন : ‘’সুশিক্ষিত লোক মাত্রই
স্বশিক্ষিত’’ – উক্তিটি কার?
উত্তর: প্রমথ চৌধুরি
২৭৮. প্রশ্ন : শ্রীকান্ত কত খণ্ডের
উপন্যাস?
উত্তর: ৪
২৭৯. প্রশ্ন : বেগম রোকেয়া দিবস
কোন তারিখে পালিত হয়?
উত্তর: ৯ ডিসেম্বর
২৮০. প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে
নিয়ে কোন দেশে চলচ্চিত্র
নির্মান করা হয়?
উত্তর: কানাডা
.
২৮১. প্রশ্ন : জসীম উদ্দীনের ‘আসমানী’
চরিত্রটির বাড়ি কোথায়?
উত্তর: ফরিদপুর
২৮২. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম
কবিতা সংকলন--
উত্তর: চর্যাপদ
২৮৩. প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি
গ্রন্থ কোনটি?
উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ
২৮৪. প্রশ্ন : চর্যার ধর্ম নিয়ে প্রথম
আলোচনা করেন--
উত্তর: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
২৮৫. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের
কথা’ --- কোন জাতীয় রচনা?
উত্তর: আত্মজৈবনিক উপন্যাস
২৮৬. প্রশ্ন : চর্যা শব্দের অর্থ কি?
উত্তর: আচরণ
২৮৭. প্রশ্ন : ড. সুনীতিকুমার
চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের
ইতিহাস কে কয়টি যুগে ভাগ
করেছেন?
উত্তর: পাঁচটি
২৮৮. প্রশ্ন : 'আপনা মাংসে হরিণা
বৈরী'- লাইনটি কোন সাহিত্যের
অন্তর্ভুক্ত?
উত্তর: চর্যাপদ
২৮৯. প্রশ্ন : চর্যাপদের কবিদের মধ্যে
সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
উত্তর: কাহ্নপা
২৯০. প্রশ্ন : বিষাদ সিন্ধু’ কোন যুগের
গ্রন্থ?
উত্তর: আধুনিক যুগের
২৯১. প্রশ্ন : পদ্মা মেঘনা যমুনা’ নামক
বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক
রচনা করেছেন?
উত্তর: আবু জাফর শামসুদ্দীন
২৯২. প্রশ্ন : নিচের কোনটি উপন্যাস
নয়?
উত্তর: পথ জানা নাই
২৯৩. প্রশ্ন : বেগম সুফিয়া কামাল
কোন ধরনের কবি?
উত্তর: গীতিকবি
২৯৪. প্রশ্ন : ‘’বই কিনে কেউ কখনো
দেউলিয়া হয় না’’ এই উক্তিটি কার?
উত্তর: সৈয়দ মুজতবা আলী
২৯৫. প্রশ্ন : গ্রীক ট্রাজেডি
‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন
কে?
উত্তর: সৈয়দ আলী আহসান
২৯৬. প্রশ্ন : জীবনান্দ দাসের
কবিতাকে ‘’চিত্ররূপময় কবিতা’’
বলেছেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৯৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম
প্রকাশিত প্রথম লেখা কোনটি?
উত্তর: বাউন্ডুলের আত্মকাহিনী
২৯৮. প্রশ্ন : ‘’রামের সুমতি’’ কার
লেখা?
উত্তর: অনীলা দেবী
২৯৯. প্রশ্ন : সম্প্রতি বাংলা
সাহিত্যের কোন কবি স্বাধীনতা
পুরস্কার লাভ করেন?
উত্তর: নির্মলেন্দু গুণ
৩০০. প্রশ্ন : কোনটি সুনীল
গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস নয়?
উত্তর: কালবেলা
.
৩০১. প্রশ্ন : "আত্মজা ও একটি করবী
গাছ" উপন্যাসের লেখক কে?
উত্তর: হাসান আজিজুল হক
৩০২. প্রশ্ন : চর্যাপদ আবিস্কৃত হয়--
উত্তর: নেপালের রাজ-দরবার
থেকে
৩০৩. প্রশ্ন : অশুদ্ধ বাংলা ও সংস্কৃত
ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
উত্তর: সেক শুভোদয়া
৩০৪. প্রশ্ন : চর্যাপদ কতটি পদের
সংকলন?
উত্তর: সাড়ে ছেচল্লিশ
৩০৫. প্রশ্ন : চর্যাপদে মোট কতটি পদ
পাওয়া গেছে?
উত্তর: সাড়ে ছেচল্লিশটি
৩০৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের
মধ্যযুগ সময়কে বলা হয়?
উত্তর: ১২০১-১৮০০
৩০৭. প্রশ্ন : চর্যাপদে কতটি
প্রবাদবাক্য পাওয়া যায়?
উত্তর: ৬টি
৩০৮. প্রশ্ন : কাজী ইমদাদুল হকের
আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?
উত্তর: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত
সমাজের চিত্র
৩০৯. প্রশ্ন : নিচের কোন লেখক ইয়ং
বেঙ্গলের ভাবাদর্শের নয়?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩১০. প্রশ্ন : বঙ্গীয় সাহিত্য পরিষদ
প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮৯৩
৩১১. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের
নৃত্যনাট্য কোনটি?
উত্তর: সবগুলো
৩১২. প্রশ্ন : কোন বইটি রবীন্দ্রনাথ
ঠাকুর রচিত নয়?
উত্তর: দোলনচাঁপা
৩১৩. প্রশ্ন : কবি ঈশ্বরগুপ্ত কোন
পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: সংবাদ প্রভাকর
৩১৪. প্রশ্ন : ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা
করেন?
উত্তর: রামমোহন রায়
৩১৫. প্রশ্ন : রামমোহন রায়ের ছদ্ম নাম
কোনটি -
উত্তর: শিবপ্রসাদ রায়
৩১৬. প্রশ্ন : ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন
জাতীয় রচনা?
উত্তর: নাটক
৩১৭. প্রশ্ন : কোনটি সেলিম আল দীন
রচিত নাটক?
উত্তর: বন পাংশুল
৩১৮. প্রশ্ন : বিবিসি জরিপে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির
তালিকায় কাজী নজরুলের অবস্থান
কত?
উত্তর: ৩য়
৩১৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত
‘’রাজবন্দীর জবানবন্দী’’ একটি –
উত্তর: প্রবন্ধ
৩২০. প্রশ্ন : জীবনান্দ দাশ তার
‘’বনলতা সেন’’ কবিতাটি কোন
ইংরেজ কবির কবিতার প্রেরণা
থেকে রচনা করেন?
উত্তর: এডগার এলেন পো
.
৩২১. প্রশ্ন : মুনীর চৌধুরির মীর মানস
কোন জাতীয় গ্রন্থ?
উত্তর: প্রবন্ধ
৩২২. প্রশ্ন : 'Origin and Development of
Bengali Language' গ্রন্থটির লেখক কে?
উত্তর: ড. সুনীতিকুমার
চট্টোপাধ্যায়
৩২৩. প্রশ্ন : মধ্যযুগকে কয়টি
উপবিভাগে ভাগ করা যায়?
উত্তর: তিনটি
৩২৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম
জীবনীকাব্য কাকে অবলম্বন করে
লেখা হয়?
উত্তর: শ্রীচৈতন্যদেব
৩২৫. প্রশ্ন : কোন পন্ডিত চর্যাপদের
পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা
করেন?
উত্তর: মুনিদত্ত
৩২৬. প্রশ্ন : রবীন্দ্র যুগ কোন সময়কে
বলা হয়?
উত্তর: ১৯০১ - ১৯৪০
৩২৭. প্রশ্ন : বাংলা লিপির উৎপত্তি
কোন লিপি থাকে?
উত্তর: ব্রাহ্মী লিপি
৩২৮. প্রশ্ন : চর্যাপদের ভাষাকে
পণ্ডিতগণ কোন ধরনের ভাষা
বলেছে?
উত্তর: সন্ধ্যা ভাষা
৩২৯. প্রশ্ন : স্বাধীনতাত্তোর
বাংলাদেশের প্রধান নাট্যকার-
উত্তর: সেলিম আল দীন
৩৩০. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?
উত্তর: শহীদুল্লাহ কায়সার