বাংলা সাহিত্য মৌলিক পোস্ট.....
#__পত্রিকা_ও_রচনা_বিষয়ক
★""মাল্যবান""কিসের নাম?
→রামায়নে বর্ণিত অতি রমণীয় পর্ততের নাম।
→ জীবনান্দ দাশের দু'টি উপন্যাসের ১টি উপন্যাসের নাম 'মাল্যবান'। আর
→মাল্যদান"রবীন্দ্রনাথের ছোটগল্প।
★"অনঙ্গমোহন"কার কী ধরনের রচনা?
→অক্ষয়কুমার দত্তের(১৮২০-৮৬)কাব্যগ্রন্থ
★বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত পত্রিকার নাম কী?
→বেঙ্গল গেজেট।
ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস অগাস্টার হিকি কর্তৃক ১৭৮০ সালের ২৮ জানু. প্রথম প্রকাশিত হয়।
★প্রথম বাংলা সাময়িক পত্রের নাম কী?
→দিকর্শন(১৮১৮)
★দিকর্শন কী ধরনের পত্রিকা ও সম্পাদক কে?
→মাসিক বাংলা সাময়িক পত্রিকা ও এর সম্পাদক জোশুয়া মার্শম্যানের পুত্র কার্ক ম্যার্শম্যান।
★প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?
→সমাচার দর্পণ(১৮১৮)জে.সি মার্শম্যান।শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হতো।
★বাঙালি পরিচালিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?
→"বাঙ্গাল গেজেট"-১৮১৮(গঙ্গা কিশোর ভট্টাচার্য)
★"সংবাদ কৌমুদী"র সম্পাদক কে ছিলেন?
→রাজা রামমোহন রায় ও ভবানীচরণ মিত্র। পরে ভবানীচরণ আলাদা হয়ে সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন।
★সমাচার চন্দ্রিকার"সম্পাদক কে ছিল?
→ভবানীচরণ মিত্র(১৮২২)
★সংবাদ প্রভাকর"কার কত সালে প্রকাশিত হয়েছিল?
→ঈশ্বরচন্দ্র গুপ্তের, ১৮৩১ সালে মাসিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
★প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকার নাম কী?
→সংবাদ প্রভাকর(১৮৩৯)
নোট__রমজান__
★ভারতচন্দ্রকে কে "গুণাকর"উপাধি দিয়েছিলেন?
→নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
★প্রথম "সচিত্র মাসিক" পত্রিকার নাম কী
এবং কে কত সালে প্রকাশ করেন?
→বিবিধার্থ সংগ্রহ,১৮৫১ সালে রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় প্রকাশিত হয়।
★মাসিক পত্রিকার সম্পাদক কারা ছিল?
→প্যারিচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার।
★মাসিক পত্রিকা কত পৃষ্ঠাকারে কত সালে প্রকাশিত হতো?
→১২পৃষ্ঠাকারে,১৮৫৪ সালে।
★মাসিক পত্রিকা কত বছর চলেছিল?
→৪বছর।
★বাংলাদেশে আগত প্রথম পাদ্রির নাম কী?
→জন টমাস(১৭৫৭-১৮০১)
তিনি ১৮৮৩ সালে জাহাজের চাকরি নিয়ে এদেশে আসেন।১৮৮৭ সালে পাদ্রি হিসেবে ধর্ম প্রচার করেন।রাম রাম বসুকে তিনি মুনশি হিসেবে নিয়েছিলেন এবং কেরীকে তিনি এদেশে এনেছিলেন ১৮৯৩ সালে।
★বঙ্গদর্শন"কার কী ধরনের সৃষ্টিকর্ম?
→বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক মাসিক পত্রিকা।
★বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
→১৮৭২ সালে।
★ভারতী কার,কত সালে প্রকাশিত হয়?
→দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের, ১৮৭৭ সালে প্রকাশিত হয়।
★"সাধনা"পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
→রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর(৪র্থ বৎসরে রবীন্দ্রনাথ পত্রিকাটির সম্পাদকের দায়িত্বগ্রহণ করে)
★সাধনা পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়েছিল?
→১৮৯১ সালে।
#__নোট____রমজান
সূত্র:বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।