Pages

বিসিএস প্রস্তুতি: BCS Preliminary Question Analysis

পরিবর্তিত কয়েকটি নতুন বাংলা ব্যাকরণ

--------------------------------------
► উষ্মধ্বনি:
বর্তমানে ৩টি (শ, স, হ); 
পূর্বে ছিলো:  ৪টি (শ, স, ষ, হ)

► সমাস:
বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ);
পূর্বে ছিলো: ৬ প্রকার।

► উৎস অনুযায়ী বাংলা শব্দ:
বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি);
পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)

► পদ মোট:
বর্তমানে ৮ প্রকার;
পূর্বে ছিলো: ৫ প্রকার

► সর্বনাম:
বর্তমানে  ৯ শ্রেণিতে বিভক্ত; 
পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত

► বিভক্তি:
বর্তমানে ৩ প্রকার;
পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)

► বর্তমান কাল:
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)

► ভবিষ্যৎ কাল:
৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)

► কারক:
বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);
পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)

► যতিচিহ্ন:
বর্তমানে ১৪টি;
পূর্বে ছিলো: ১২টি।

► বাংলা ভাষার অবস্থান
বর্তমানে ষষ্ঠ;
পূর্বে ছিলো: চতুর্থ

► স্পর্শ ধ্বনি:
বর্তমানে ২০টি;
পূর্বে ছিলো: ২৫টি

★ Recent Gk

★ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?
উঃ কচা নদী

★ ঘুমঘুম ও তুমব্রু সীমান্ত বাংলাদেশের কোথায় অবস্থিত?
উঃ নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

▪️জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
▪️মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে- ১৬ ডিসেম্বর ২০২২
▪️ বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে প্রকল্প চলমান- ৫৫টি

★ ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের যে চলচ্চিত্র বিশেষ জুরি পুরস্কার লাভ করেঃ
____আদিম; পরিচালক: যুবরাজ শামীম

২০২৪ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- বাংলাদেশে
★ মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়িত হবে- ২০৩০ সালের মধ্যে
★ চীনের বাজারে বাংলাদেশ ৯৮ শতাংশ  শুল্কমুক্ত পণ্য রপ্তানি করার সুযোগ পায়- ১ সেপ্টেম্বর ২০২২ থেকে

★ 'আরাশ-২' ড্রোনটির তৈরিকারক দেশ- ইরান
★ যুক্তরাজ্যের পরিবর্তিত জাতীয় সংগীতের শিরোনাম- God Save the King
★ যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা- কুইন কনসর্ট
★ মুখ শ্বাস নেওয়ার করোনা টিকা প্রথম আবিষ্কার করেছে- চীন
★ যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে- ৫ নভেম্বর ২০২৪

★ ওভার ইনভয়েসিং কী?
____বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য বেশি দেখানোকে 'ওভার ইনভয়েসিং' বলা হয়। ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হচ্ছে।

★ আন্ডার ইনভয়েসিং (Under Invoicing) কী?
___রপ্তানিতে মূল্য কম দেখানোকে 'আন্ডার ইনভয়েসিং' বলে।

ধরা যাক, একজন রপ্তানিকারক ১০০ ডলার প্রকৃত মূল্যের পণ্য রপ্তানি করলেন। কিন্তু তিনি দেশে দেখালেন রপ্তানি করেছেন ৬০ ডলার। তাতে তিনি তার উপার্জিত অর্থ থেকে ৪০ ডলার দেশের বাইরে রেখে দিতে পারলেন, সেই টাকা আর দেশে এলো না৷ এটাই হচ্ছে আন্ডার ইনভয়েসিং।

★ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নতুন হাইকমিশনার- ভলকার তুর্ক (অস্ট্রিয়া)
★ জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান- লুইস লিবেরিও কারিলহো

★ অর্থনীতিতে নোবেল- ২০২২ পুরস্কার পেয়েছেন—

▪️বেন এস বার্নাঙ্কে (যুক্তরাষ্ট্র)
▪️ ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
▪️ ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)

★ RTGS'র পূর্ণরূপ কী?

- Real Time Gross Settlement

* RTGS কী?
- RTGS হলো একটি বিশেষায়িত তহবিল স্থানান্তর ব্যবস্থা যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক বা প্রকৃত সময়ে তহবিল স্থানান্তর করা যায়।  'রিয়েল টাইম' বা প্রকৃত সময় বলতে বুঝায় এখানে লেনদেন সম্পূর্ণ হতে কোন নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় না বরং লেনদেন প্রক্রিয়া করার সাথে সাথেই লেনদেন সম্পূর্ণ হয়। আর 'গ্রস সেটেলমেন্ট' অর্থ লেনদেনটি অন্য কোনও লেনদেনের সাথে সম্পৃক্ত নয় এবং একবার লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেটাই চূড়ান্ত এবং প্রত্যাহারযোগ্য নয়।

* RTGS যেভাবে কাজ করে:
- RTGS পদ্ধতিতে অর্থের কোনও ফিজিক্যাল এক্সচেঞ্জ  হয় না বরং কেন্দ্রীয় ব্যাংক লেনদেনকারী ব্যাংকসমুহের হিসাব সমন্বয় করে। যেমন: ‘ক ব্যাংক’ আরটিজিএস পদ্ধতি ব্যবহার করে ‘খ ব্যাংকে' ৫ লক্ষ টাকা স্থানান্তর করল। তখন কেন্দ্রীয় ব্যাংক ‘ক ব্যাংকের’ হিসাব থেকে ৫ লক্ষ টাকা ডেবিট বা বিয়োগ করে ‘খ ব্যাংকের' হিসাব ক্রেডিট বা যোগ করে দেয়। আবার যখন ‘খ
ব্যাংক' এই পদ্ধতি ব্যবহার করে 'ক ব্যাংকে' টাকা স্থানান্তর করবে, তখন কেন্দ্রীয় ব্যাংক 'খ ব্যাংকের' হিসাব ডেবিট বা বিয়োগ করে 'ক ব্যাংকের' হিসাব ক্রেডিট বা যোগ করে দিবে।


BCS General Knowledge

★ বাংলাদেশ পুলিশের বর্তমান পুলিশ মহাপরিদর্শক হলেন- চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন
★ RAB -এর বর্তমান মহাপরিচালক- এম খুরশীদ হোসেন
★ ৩০ আগস্ট ২০২২ জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন- এম কিউ কে তালুকদার
★ বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি (ফোর্বস, ২০২২)- ইলন মাস্ক
★ 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু' অবস্থিত- পিরোজপুরের কচা নদীর ওপর

★ একনজরে সরকারি কর্ম কমিশন:

▪️ভারত উপমহাদেশে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়- ১৯২৬ সালে।
▪️স্বাধীন বাংলাদেশে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়- ১৯৭২ সালে (রাষ্ট্রপতির আদেশবলে); প্রাথমিক পর্যায়ে ২টি কমিশন গঠিত হয়েছিল।
▪️দুটি কমিশনের স্থলে একটি কমিশন করা হয়- ১৯৭৭ সালে; নামকরণ করা হয় 'বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)।
▪️BPSC গঠনের কথা উল্লেখ আছে- সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে।
▪️BPSC জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অংশ।
▪️সরকার সংস্থাপন মন্ত্রণালয় (Ministry of Establishment)-এর নাম পরিবর্তন করিয়া বাংলায় “জনপ্রশাসন মন্ত্রণালয়” এবং ইংরেজীতে “Ministry of Public Administration” করে- ২০১১ সালে।
▪️'BPSC'র সার্ভিস শাখা- ১০টি (সংস্থাপন, হিসাব, পরীক্ষা, নিয়োগ, মনস্তত্ত্ব, গবেষণা, গ্রন্থাগার ইত্যাদি)
▪️BPSC'র আঞ্চলিক অফিস- ৬টি (৫টি রাজধানীর বাইরের বিভাগীয় সদরে; বাকি ১টি কনিশনের কেন্দ্রীয় সচিবালয় ভবনে)
▪️'BPSC'র একটি সচিবালয় রয়েছে (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা)
▪️'BPSC'র বর্তমান চেয়ারম্যান- মোঃ সোহরাব হোসাইন (১৩তম)।

★ #এবারে_জানুন_প্রশ্নোত্তরে:
▪️বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
- সাংবিধানিক
▪️সংবিধানের কত অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
- ১৩৭ নং অনুচ্ছেদে
▪️সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের সদস্যদের নিয়োগ বর্ণিত হয়েছে?
- ১৩৮ নং অনুচ্ছেদে
▪️সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের সদস্যদের মেয়াদ বর্ণিত হয়েছে?   
- ১৩৯ নং অনুচ্ছেদে
▪️সংবিধানের কত অনুচ্ছেদে কমিশনের দ্বায়িত্ব বর্ণিত হয়েছে?
- ১৪০ নং অনুচ্ছেদে
▪️কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ প্রদান করেন?
- রাষ্ট্রপতি
▪️উপমহাদেশে প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কবে?
- ১৯২৬ সালে
▪️বেঙ্গল পাবলিক সার্ভিস

▪️একাদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার- মো. শামসুল হক টুকু
▪️রূপসা রেলসেতু অবস্থিত- খুলনায়
▪️বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা- ১৩২০ মেগাওয়াট [ইউনিট-১ এর উদ্বোধন: ৬ সেপ্টেম্বর ২০২২]
▪️বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়- ৫৩টি [৫৩তম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]
▪️বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১৩টি

★ পারিভাষিক শব্দ:

▪️Bulletin - জ্ঞাপনপত্র
▪️Ceasefire - যুদ্ধবিরতি
▪️Covenant - চুক্তিপত্র
▪️Circular - পরিপত্র
▪️Embergo - নিষেধাজ্ঞা
▪️Manuscript - পাণ্ডুলিপি
▪️Pestilence - মহামারি
▪️Ultimatum - চরমপত্র

#Recent_Gk:

▪️বর্তমানে ব্রিটিশ রাজা- তৃতীয় চার্লস
[তিনি কমনওয়েলথ এবং ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান]

▪️যুক্তরাজ্যের তৃতীয় এবং বর্তমান নারী প্রধানমন্ত্রী- লিজ ট্রাস

▪️বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানি- ডেনমার্কের রানি

▪️ভারতে তৈরি প্রথম বিমানবাহী রনতরী- INS Vicrant

▪️SCO'র প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী- বারানসি (ভারত)

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা হবে ২৮ অক্টোবর ২০২২ সকাল ১০টায়। বিগত প্রশ্নপত্র বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রশ্নসংবলিত ১০০ নম্বরের বিষয়ভিত্তিক নমুনা প্রশ্নোত্তর তৈরি করেছেন  এম এম মুজাহিদ উদ্দীন

প্রথম ধাপে হবে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ)। এখানে শুধু প্রশ্ন (নমুনা) ও উত্তর দেওয়া হয়েছে। বহু নির্বাচনীর অপশন দেওয়া হয়নি। বাংলা ছাড়া অন্য সব বিষয়ের প্রশ্ন ইংরেজিতে করা হয়।

বাংলা :

১। ‘লৌকিক ছন্দ’ বলা হয়—
উত্তর: স্বরবৃত্তকে

২। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী তৈরি হয়? উত্তর: শব্দ

৩। দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তনকে বলে— উত্তর: ধ্বনি বিপর্যয়
৪। ‘চশমা’ শব্দ এসেছে—

উত্তর: ফারসি থেকে

৫। ‘লাজুক’ কোন ধরনের শব্দ?

উত্তর:  যৌগিক শব্দ

৬। ‘রেনেসাঁ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তর:  ফরাসি

৭। ‘Morphology’-এর সমার্থক বাংলা প্রতিশব্দ কী? উত্তর: শব্দতত্ত্ব

৮। কোনটি শুদ্ধ বানান? (নিতী/ নিসুতি/ নিসৃতী/ নিশুতি) উত্তর: নিশুতি

৯। ‘সৌধ’ শব্দের প্রমিত উচ্চারণ হলো—

উত্তর: শোউধো।

১০। ‘পরিভাষা’ অর্থ কী? উত্তর: সংক্ষেপণার্থ

১১। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? উত্তর: দুটি

১২। ‘আমার আশীর্বাদ নিয়ো’ বাক্যটি কোন কালের? উত্তর: অনুজ্ঞা বর্তমান

১৩। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

উত্তর: প্রাতিপদিক

১৪। ‘সুতি কাপড় অনেক দিন টিকে’ কোন বাচ্য? উত্তর: কর্মকর্তৃবাচ্য

১৫। ‘মহুয়া’র লেখক?  উত্তর: দ্বিজ কানাই

১৬। ‘Brevity is the soul of wit’ প্রবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ—

উত্তর: মানিকের খানিক ভালো

১৭। ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? উত্তর: দেশি উপসর্গ

১৮। কোনটি ক্রমবাচক

পরীক্ষায় কমন / Recent Gk

মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে?

➤১৬ ডিসেম্বর ২০২২

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ অনুসারে সর্বনিম্ন দেশ কোনটি?

➤দক্ষিণ সুদান।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে শীর্ষ দেশ কোনটি?

➤সুইজারল্যান্ড।

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?

➤১২৯তম।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিবেদন ‘ইকোনমিক আপডেটে' অনুসারে বাংলাদেশে ২০২২-২০২৩ অর্থবছরে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ। সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সাড়ে ৭ শতাংশ।

শান্তিরক্ষা মিশনে প্রাণ দিয়েছেন মোট বাংলাদেশি

➤১৬৪ জন।

দেশের মাটিতে ১০০তম টেস্ট খেলা প্রথম ক্রিকেটারের নাম কী?

➤জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড।

৬ষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২ শিরোপাজয়ী দলের গোলরক্ষকের নাম কী?

➤রুপনা চাকমা, বাংলাদেশ।

বাংলা একাডেমি ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার'
কবে চালু করে?

২০২২ সালে ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর ওপর নির্মিত?

➤কচা নদী ।

দেশের ১৩তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?

➤বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিউ ইয়র্কে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ১৬০টি ভোট।

১৫ সেপ্টেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক প্রচলিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি নতুন কোন মুদ্রায় আমদানি দায় পরিশোধ করার অনুমতি দেয়?

➤চীনা মুদ্রা ইউয়ান ।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর

👉👉বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাত্তর নিচে দেওয়া হলো।

1. “রাঙা জবা”   গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম
2. ‘আবোল-তাবোল’ কার লেখা?
উত্তর: সুকুমার রায়
3. মহুয়া' পালাটির রচয়িতা কে?
উত্তর: দ্বিজ কানাই
4. আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?
উত্তর: আত্মজীবনী
5. ’ধানকাটা—১’ চিত্রকর্মটি কার আঁকা?
উত্তর: এস এম সুলতান
6. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
7. বিষের বাঁশী গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম 
8. ‘কবর’ নাটক কার রচনা?
উত্তর: মুনীর চৌধুরী
9. চতুরঙ্গ কার  রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের
10. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ
11. পদাবলী-র প্রথম কবি কে?
উত্তর: চণ্ডীদাস
12. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থের নাম কি?
উত্তর: মরুভাস্কর
13. ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেন কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর
14. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
15. সঞ্চিতা- কোন কবির কাব্য সংকলন?
উত্তর: কাজী নজরুল ইসলাম
Sh Sakil
16. বীরবলের হালখাতা- গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তর: প্রবন্ধ
17. সাম্য- গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
18. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতাকে?
আলাওল
19. ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম কি?
উত্তর: ফররুখ আহমদ
20. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তর: হাসান হাফিজুর রহমান
21. "নবীবংশ "পুস্তকটি কে রচনা করেছেন?
উত্তর: সৈয়দ সুলতান
22. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উত্তর: গোরা
23. তীর্থ সলিল ও তীর্থ রেণু কার অনুবাদ গ্রন্থ?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত

বাংলাদেশের ভৌগোলিক উপনাম:

ভাটির দেশ বলা হয়? – বাংলাদেশ

সোনালী আঁশের দেশ বলা হয়? – বাংলাদেশ

নদীমাতৃক দেশ বলা হয়? – বাংলাদেশ

মসজিদের শহর বলা হয়? – ঢাকা

রিক্সার নগরী বলা হয়? – ঢাকা

প্রকৃতির রানী বলা হয়? – খাগড়াছড়ি

৩৬০ আউলিয়ার দেশ? – সিলেট

বারো আউলিয়ার দেশ? – চট্রগ্রাম

বাণিজ্যক রাজধানী বলা হয়? – চট্টগ্রাম

বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয়? – চট্টগাম বন্দর

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়? – বগুড়া

পশ্চিমাবাহিনীর নদী বলা হয়? – ডাকাতিয়া বিল

বাংলার শস্যভাণ্ডার বলা হয়? – বরিশাল

প্রাচ্যের ডান্ডি বলা হয়? – নারায়ণগঞ্জ

বাংলাদেশের কুয়েত বলা হয়? – খুলনা (চিংড়ি চাষের জন্য)

চট্টগ্রামের দুঃখ হল – চাকতাই খাল।

কুমিল্লার দুঃখ হল – গোমতী

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন