সহজে Adjective চিনার উপায়ঃ
1) You are a girl.
2) You are a good girl.
Adjective কী? অাসলে Adjective বুঝার সহজ উপায় অাছে কি না? জ্বি অাছে।
Adjective মানে কাউকে একটু পাম্প মারা, অতিরঞ্জিত করা ইত্যাদি ইত্যাদি। অারো সহজ করে বললে হয়, একটি বাক্য থেকে Noun এর অাগে কোনো Word কে বাদ দিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তাহলে মনে করবেন ঐ Word টিই Adjective। উপরের (১) নং উদাহরণে অর্থাৎ You are a girl বাক্যতে Good শব্দটি নেই। তারপরও বাক্যটি পূর্ণ হয়। অাবার (২) নং উদাহরণে বাড়তি Good শব্দটি যোগ হয়ে Girl এই Noun টিকে পাম্প মেরে বলছে good girl। অর্থাৎ You are a girl কে পাম্প মেরে যদি বলেন You are a good girl তাহলে Adjective বলা হয়। অাসলে Adjective কি মজার তাই না? মজাইই তো! অারো সহজ Techniques ---
#Noun এর অাগের কোনো শব্দটি বাদ দিয়ে সম্পূর্ণ বাক্য প্রকাশ পেলে=Adjective।
Or
#কাউকে/কোনো জিনিসকে পাম্প মারার মত কথা বললেও=Adjective।
-----+-----
Urmi Chowdhory