বাংলার কিছু কিছু প্রশ্ন BCS বা অন্যান্য PSC Job Exam - এ একাধিকবার এসেছে। তালিকাটা দেখুন। আপনার আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগবে।
বাংলা
▄▄▄▄
◉ ভাষা (ব্যাকরণ)
-------------------------
১। কোনটি মৌলিক শব্দ? [৩৭, ১৪ তম বিসিএস]
উত্তর : গোলাপ।
২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস]
উত্তর : আষাঢ়।
৩। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস]
উত্তর : উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে শব্দের পেছনে।
৪। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস]
উত্তর : মুমূর্ষু।
৫)। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস]
উত্তর : ধাতু।
৬। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস]
উত্তর : ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত পার্থক্যে।
◉ সাহিত্য
--------------
৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস]
উত্তর : মুনীর চৌধুরী
৮। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস]
উত্তর : প্রমথ চৌধুরী
৯। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস]
উত্তর : সিকান্দার আবু জাফর
১০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস]
উত্তর : ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।
১১। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস]
উত্তর : ১৯৫৫ সালে
১২। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]
উত্তর : পত্রকাব্য
১৩। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস]
উত্তর : সৈয়দ মুজতবা আলী
১৪। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস]
উত্তর : বিহারীলাল চক্রবর্তী
১৫। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস]
উত্তর : আব্দুল গাফফার চৌধুরী
১৬। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস]
উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন
১৭। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস]
উত্তর : কৃষ্ণকান্তের উইল
১৮। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস]
উত্তর : হাসান হাফিজুর রহমান
১৯। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস]
উত্তর : ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
২০। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস]
উত্তর : মদনমোহন তর্কালঙ্কার