বাংলাদেশ বিষয়াবলীর (সাধারণ জ্ঞান) ব্যাপ্তি অনেক বড়। তারপরও কিছু কিছু প্রশ্ন BCS বা অন্যান্য PSC Job Exam. -এ একাধিকবার এসেছে। আপনার আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগবে এমন তালিকা-
বাংলাদেশ বিষয়াবলী (সাধারণ জ্ঞান)
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
১। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [5 Times]
[৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস]
উত্তরঃ সোনারগাঁও।
২। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [5 Times]
[২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ ১১ টি।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [4 Times]
[৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস]
উত্তরঃ ১৯২১ সালে।
৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [3 Times]
[২৮, ২১, ১০ তম বিসিএস]
উত্তরঃ ১৬১০ সালে।
৫। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
[3 Times]
[২৭, ২৬,২২তম বিসিএস]
উত্তরঃ ১৯৭৪ সালে।
৬। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [3 Times]
[২৪, ১৬ ১৪ তম বিসিএস]
উত্তরঃ কামরুল হাসান।
৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?
[2 Times]
[২৫, ২১ তম বিসিএস]
উত্তরঃ ৬০ জন।
৮। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [2 Times]
[৩৬,২৮ তম বিসিএস]
উত্তরঃ অস্ট্রিক।
৯। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [2 Times]
[৩৬, ১৩ তম বিসিএস]
উত্তরঃ ১৯৬৬ সালে।
১০। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [2 Times]
[ ৩৫, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।