বাংলা
১. চর্যাপদের আদি কবি কে?
খ: লুইপা
২. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
খ. মিথিলার কবি
৩. রোমান্টিক প্রনয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?
ঘ. শাহ মুহম্মদ সগীর
৪. ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে?
ঘ. ভাষাকে বর্ণনা করতে
৫. কোনটি শুদ্ধ বানান?
খ. চাণক্য
৬. কোনটি গ্রীক শব্দ?
গ. দাম
৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়?
ক. ১৮০০
৮. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-
খ. অক্ষয়কুমার দত্ত
৯. কোনটি রামরাম বসুর লেখা?
গ. হিতোপদেশ
১০. কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?
ঘ. কাবুলিওয়ালা
১১. কোনটি জসীম উদ্দীনের কাব্য নয়?
গ. হাসু
১২. শাহনামা কোথাকার মহাকাব্য?
গ. পারস্য
১৩. তাম্বুল শব্দের অর্থ কি?
ক. পান
১৪. প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কী?
গ. অর্বাচীন
১৫. নেমেসিস নাটক লিখেছেন-
খ. নুরুল মোমেন
১৬. রুদ্রমঙ্গল কী ধরনের রচনা?
গ. কাব্য
১৭. হরতাল শব্দটি কোন ভাষার?
ঘ. গুজরাটি
১৮. মহর্ষি কোন সমাস?
খ. কর্মধারয় সমাস?
১৯. শরৎচন্দ্রের ছোটগল্প কোনটি?
গ. মহেশ
২০. রাইফেল রুটি আওরাত কার রচনা?
খ. আনোয়ার পাশা
২১. বটতলার উপন্যাস কার রচনা?
গ. রাজিয়া খান
২২. সুফিয়া কামালের কবিতা কোনটি?
গ. তাহারেই পড়ে মনে
২৩. কাজী নজরুল ইসলাম কত সালে সাতিত্যে একুশে পদক পান?
ক. ১৯৭৬
২৪. বায়ান্œ গলির এক গলি কার রচনা?
রাবেয়া খাতুন
২৫. বাংলা মৌলিক স্বরধনির সংখ্যা –
খ. সাত