বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা
ফাহমিদা সুলতানা
বিসিএস (প্রশাসন), ৩৭ তম বিসিএস ।
ভাইভা কেমন হবে পুরোটাই আপনার ভাগ্যের উপর নির্ভরশীল। তবে ভাইভাতে ভালো করতে প্রয়োজন আপনার মেধা এবং উপস্থিত বুদ্ধির সমন্বয়। এর পাশাপাশি ভালো প্রস্তুতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে,লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
যা জেনে রাখবেনঃ
১) নিজ জেলা- বাংলা একাডেমি তে জেলা সম্পর্কিত বই পাওয়া যায়।এছাড়াও ইন্টারনেটের বিভিন্ন সোর্স,জাতীয় তথ্য বাতায়ন থেকে তথ্য সংগ্রহ করবেন।
একটা খাতা বানিয়ে ফেলবেন নিজ জেলা লিখে।
জেলার আয়তন,গঠন, অবস্থান,সংস্কৃতি, প্রশাসনিক কাঠামো,জেলার গুরুত্বপূর্ণ স্থান,ব্যক্তিত্ব ইত্যাদি। পরিচিত কেউ থাকলে ডিসি অফিস,উপজেলা,পৌরসভা ঘুরে আসবেন।
২)নিজ সাব্জেক্টের বেসিক আইডিয়া, আর আলোচিত বিষয়াদি, খুব ফেমাস কোন ভিডিও,সংশ্লিষ্ট তথ্য জেনে রাখবেন। নিজ সাবজেক্টের সাথে প্রথম ক্যাডার চয়েসের সম্পর্ক, কেন এই বিশেষ ক্যাডার আপনার প্রথম পছন্দ?, আপনার পরিচয় এগুলোও খুব গুছিয়ে বাংলা এবং ইংরেজিতে লিখে পড়ে নিবেন।
৩)ক্যাডার চয়েসের প্রথম ২/৩ টার আদ্যোপান্ত শেষ ১/২ টার পদোন্নতির ধাপ গুলো জেনে রাখা।
এ বিষয়ে আমি গাইড পড়েছিলামঃ
*হ্যান্ডবুক অন বিসিএস ভাইভা
*বিসিএস প্রশাসন(অ্যাসিওরেন্স এর বই)
*সজীব ভাইভা ইত্যাদি।
বিঃদ্রঃ আমার ফরেন ক্যাডার,পুলিশ ক্যাডার চয়েস লিস্টে ছিল না । প্রশাসন ছিল প্রথম চয়েস। তাই প্রশাসনের বই ই ৯০% পড়েছি। ভালোভাবে পড়েছি। একটা খাতায় যা মনে থাকেনা যেমন- মোবাইল কোর্ট,১৪৪ ধারা,পেনাল কোড,সি আর পিসির কিছু ধারা লিখে রেখে প্রায়ই পড়তাম। আপনারা আপনাদের পছন্দক্রম অনুযায়ী পড়বেন।
৪) সংবিধান পড়তে হবে।অসমাপ্ত আত্মজীবনী,কারাগারের রোজনামচা অবশ্যই কয়েকবার পড়তে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ে আপনারা সবাই জানেন। আরো ভালোভাবে জানতে হবে। ডাঃ জামিলের একটা ভাইভা গাইড আছে মুক্তিযুদ্ধ বিষয়ক এটাই আগাগোড়া ভালোভাবে পড়েছিলাম আমি।
৫) কিছু টপিক ইংরেজিতে প্রথমে গুছিয়ে লিখে তারপর ইংরেজি বলা প্র্যাক্টিস করেছি।যেমন- হল লাইফ,ইউনিভার্সিটি,বেগম রোকেয়া,শেখ মুজিব,শেখ হাসিনা,মাই মাদার ইত্যাদি।
৬) এছাড়াও ফেসবুকের ভাইভা গ্রুপ থেকে বিভিন্ন ভাইভার প্রশ্ন সলভ করতাম কয়েকজন মিলে। নিজেরা বিকেলে একজন আরেকজনের ভাইভা নিতাম।
বিঃ দ্রঃ সময় থাকলে বিভিন্ন বই পড়বেন সাহিত্য - সংস্কৃতি - মুক্তিযুদ্ধ বিষয়ক,বাংলা - ইংরেজি পত্রিকা পড়বেন।
একেকজনের ভাইভা প্রস্তুতি একেকরকম। কেউ প্রস্তুতি ছাড়াই চাকরি পায়( হতে পারে সে খুব মেধাবী এবং বুদ্ধিমান,হতে পারে সে খুব ভালো লিখিত পরীক্ষা দিয়েছে) ,আবার কেউ প্রস্তুতি ভালো না থাকায় খারাপ ভাইভা দিয়ে সুযোগ হারায়। লিখিত পরীক্ষায় কে কত পাবে কেউ জানেনা। কাজেই সবাই ভাইভার জন্য ভালো প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত রাখুন যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য। শুভকামনা সকলের জন্য।
ফাহমিদা সুলতানা
বিসিএস প্রশাসন ক্যাডার(৩৭ তম বিসিএস)
মেধাক্রমঃ ৬১