Pages

প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত কয়েক সপ্তাহের সাম্প্রতিক বিশ্ব ভিত্তিক তথ্যগুলো একসাথে

#সাম্প্রতিক_দর্পণ
প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত কয়েক সপ্তাহের সাম্প্রতিক বিশ্ব ভিত্তিক তথ্যগুলো একসাথে
❐ বর্তমানে বাংলাদেশে নদীবন্দরের সংখ্যা ৩৩টি, দেশের ৩৩তম নদীবন্দরের নাম মেঘাই ঘাট-নাটুয়ারপাড়া।এটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় অবস্থিত। নদীবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হয় ৭ জানুয়ারি ২০১৯
❐ আন্তর্জাতিক মুদ্র তহবিলের( IMF) প্রথম নারী প্রধান অর্থনীতিবিদের নাম গীতা গোপীনাথ।দায়িত্ব গ্রহণ করেন ০১ জানুয়ারি ২০১৯।
রাতকানা রোগ প্রতিরোধে কত সাল থেকে বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে?
উত্তর: ১৯৯৪ সাল থেকে।
● যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রথাগতভাবে কোন ভাষণটি দিতে হয়?
উত্তর: স্টেট অব দ্য ইউনিয়ন ।
● চিকিৎসাশাস্ত্র-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর তথ্যমতে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা কত হবে?
উত্তর: এক হাজার কোটি।
● বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম কী?
উত্তর: এইওএসআইবি (অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ)।
● কত সাল থেকে বাংলাদেশ জাহাজ রপ্তানি শুরু করে?
উত্তর: ২০০৮ সাল থেকে।
● বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কর্তৃক ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাড়ি তৈরির জন্য যে ঋণ দেওয়া হবে, তার নাম কী?
উত্তর: নগরবন্ধু।
● যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের মতে ধনী বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: তৃতীয় (অতি ধনী বৃদ্ধির হারে প্রথম)।
● ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: দ্বিতীয় (ছাগলের সংখ্যা ও মাংস উৎপাদনে চতুর্থ)।
● গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: ১২তম।
● ২০১৮ সালে পৃথিবীর সবচেয়ে বেশি তেল কোন দেশে উৎপাদিত হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
● পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধানের নাম কী?
উত্তর: কিম জং ইয়াং।
● গরিব মানুষের বসবাসে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: পঞ্চম (ভারত প্রথম)।
● বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্সের (এলপিআই) মতে, বন্দর সুবিধায় বর্তমানে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০০তম (আগে ৮৭তম ছিল)।
● যুক্তরাষ্ট্রে বর্তমান বিরোধী দলের নাম কী?
উত্তর: ডেমোক্রেটিক পার্টি।
● সম্প্রতি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।
● রেস্তোরাঁর মান নির্ধারণে দেশে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি চালু করেছে কারা?
উত্তর: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
● আন্তর্জাতিক দাতব্য গোষ্ঠী অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে নারীরা পুরুষদের চেয়ে কত শতাংশ কম আয় করেন?
উত্তর: ২৩ শতাংশ।
● পাটপণ্য বাদে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিপণ্যে দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা করের নাম কী?
উত্তর: উৎসে কর।
● সবশেষ কখন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ৬ জুন, ১৯৯০ সালে।
● ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’ গান দুটির সুরকার কে?
উত্তর: আহমেদ ইমতিয়াজ বুলবুল।
● আহমেদ ইমতিয়াজ বুলবুল কোন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন?
উত্তর: সংগীত।
● জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
● বিশ্বে সবচেয়ে বড় আকারের সামরিক বাহিনীর নাম কী?
উত্তর: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
● চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: নবম (প্রথম চীন)।
● গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল কত বছর বয়সে, মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
উত্তর: সাড়ে ১৪ বছর বয়সে, ২ নম্বর সেক্টরে।
।।।
সাম্প্রতিক বিশ্ব—৪ ★★★
* আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যমতে ২০১৯ ও ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কত হবে?
উত্তর: ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৬ শতাংশ।
* এ বছর কততম বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলো
উত্তর: ২৪তম।
* সম্প্রতি কোন দেশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় ব্যর্থ হয়?
উত্তর: ভেনেজুয়েলা।
* যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকীতে প্রকাশিত দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের কে স্থান পেয়েছেন?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে)।
* ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্য দেশ কয়টি?
উত্তর: ১৮৩টি (এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় ২৬ জানুয়ারি)।
* মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: সুলতান আবদুল্লাহ।
* প্রাকৃতিক উৎসের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: তৃতীয়।
* সম্প্রতি ইতিহাসের প্রথম যুব আন্তর্জাতিক টি-টোয়েন্টিটি কোন দুটি দেশের মধ্যে হয়?
উত্তর: বাংলাদেশ ও ইংল্যান্ড যুবদলের মধ্যে।
* বাংলাদেশে আবাসন ব্যবসায়ীদের সংগঠনের নাম কী?
উত্তর: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
* তৃতীয় পণ্য হিসেবে বাংলাদেশের কোন পণ্যটি ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেতে যাচ্ছে?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম।
* মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে টানা কয়দিন অচলাবস্থা ছিল?
উত্তর: ৩৫ দিন।
* এ বছর ভারতের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়?
উত্তর: ৭০তম।
* ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি?
উত্তর: ভারতরত্ন।
* বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশন মুঠোফোনসেবায় স্বল্পমেয়াদি ইন্টারনেট ও ভয়েস কল প্যাকেজের মেয়াদ ন্যূনতম কত দিন নির্ধারণ করেছে?
উত্তর: তিন দিন।
* ‘আবু সায়াফ’ কোন দেশের জঙ্গিগোষ্ঠী?
উত্তর: ফিলিপাইন।
* টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় কে?
উত্তর: রজার ফেদেরার (২০টি)।
* বর্তমান মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য কে?
উত্তর: কমলা হ্যারিস।
* এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার কে পেয়েছেন?
উত্তর: আফসান চোধুরী।
* ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩তম।
* দুর্নীতিতে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
উত্তর: চতুর্থ (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়)।
* ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: জার্মানির বার্লিনে।
* সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: সোমালিয়া (সবচেয়ে কম ডেনমার্ক)।
* পাট থেকে উৎপাদিত পচনশীল পলিমার ব্যাগের নাম কী দেওয়া হয়েছে?
উত্তর: সোনালি ব্যাগ।
* বাংলাদেশের কোন পণ্যটি সর্বপ্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পায়?
উত্তর: জামদানি শাড়ি।
* কোরীয় যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর: ১৯৫০ সালে।
* ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: নিকোলা মাদুরো।
● পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নাম কী?
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই।
● বর্তমান বিশ্বে বন্দরকেন্দ্রিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?
পায়রা গভীর সমুদ্রবন্দর।
● সম্প্রতি ময়মনসিংহের কোথায় অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?
ত্রিশালে।
● সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের কোন নারী ক্রিকেটার?
রুমানা আহমেদ।
● সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার চুক্তি হয় কবে?
১৯২২ সালের ৩০ ডিসেম্বর।
● বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে?
লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।
● সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছিল কবে?
২০১১ সালে।
● বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হলো (৩০ ডিসেম্বর, ২০১৮), একই দিনে বিশ্বের আর কোন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
● সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সিপিজের পুরো নাম কী?
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।
● একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়?
৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।
● বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কোন পুরস্কার প্রদান করতে যাচ্ছে?
কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার।
● সম্প্রতি কোন দুটি দেশ ইউনেসকো ছেড়েছে?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
● দেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাচ্ছে?
ই-জেনারেশন লিমিটেড।
● বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
৩০ শতাংশ।
● জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নিউইয়র্ক কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি সারা বিশ্বে যত শিশু জন্মেছে, তাদের মধ্যে কত শতাংশের জন্ম বাংলাদেশে?
২ দশমিক ১৩।
● সম্প্রতি মৌলভীবাজারে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে?
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।
● ক্লাব ওয়ার্ল্ড কাপের একমাত্র হ্যাটট্রিক শিরোপাজয়ী দল কোনটি?
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
● সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছেন, তাঁদের ন্যূনতম কত টাকা ভাতা দেওয়ার নিয়ম করা হয়েছে?
৩ হাজার টাকা।
● পায়রা বন্দর কোথায় অবস্থিত?
পটুয়াখালীর কলাপাড়ায়।
● জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা কত?
৩৮ লাখ।
● উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন কোথায়?
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে, ২০১২ সালে।
● আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এআইআইবির পুরো নাম কী?
দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
● বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে কারা?
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন—বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
● ‘আনাক ক্রাকাতোয়া’ কিসের নাম?
ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির নাম।
● বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ব্যবসায়ের সবচেয়ে ভালো পরিবেশ কোন দেশে বিদ্যমান?
ভারতে (সবচেয়ে খারাপ পরিবেশ বাংলাদেশে)।
● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সের (জিসিআই) প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
১০৩।
● ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
১৩৬।
● বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, বিশ্বের কত শতাংশ মানুষ নির্মল বায়ু বঞ্চিত?
৯১ শতাংশ।
● আন্দামান ও নিকোবরের তিন দ্বীপের পরিবর্তিত নাম কী?
রোজ, নেইল ও হেভলক দ্বীপের পরিবর্তিত নাম যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বরাজ ও শহীদ দ্বীপ।

জইর বলসোনারো।
জইর বলসোনারো।
● ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের নাম কী?
জইর বলসোনারো।
সাম্প্রতিক—২★★★
সম্প্রতি কোন দেশের মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের দূর প্রান্তে বা অন্ধকার পৃষ্ঠে অবতরণ করেছে?
চীনের চাং ’ই-৪ নামের মহাকাশযান
● ভারতে গঠিত জাতীয় পর্যায়ের প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম কী?
ন্যাশনাল উইমেন্স পার্টি
● ঐতিহাসিক নিমতলী প্রাসাদের স্থানে গড়ে ওঠা জাদুঘরের নাম কী?
এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর
● আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)–এর মতে বর্ষসেরা দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের নাম কী?
ডেনমার্কের ডানস্কে ব্যাংক
● ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সম্ভাব্য প্রবৃদ্ধির হারের দিক দিয়ে প্রথম স্থানে থাকবে কোন দেশ?
সিরিয়া (প্রবৃদ্ধির হার ৯.৯ শতাংশ)
● ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধির হার কত?
৭ দশমিক ৯ শতাংশ
● দ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম (জিইএফ)–এর মতে, ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত হবে?
৭ দশমিক ৫ শতাংশ
● বেবিচক কী?
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
● গম আমদানিতে বাংলাদেশ বিশ্বে কততম?
পঞ্চম
● ইউরোপীয় ইউনিয়নের মোট কতটি দেশে ইউরো প্রচলিত?
১৯টি
● ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)
● সম্প্রতি কোন দেশের সীমান্তে দেয়াল নির্মাণ করা নিয়ে যুক্তরাষ্ট্রে অচলাবস্থা দেখা দিয়েছে?
মেক্সিকো
● প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান কে?
রাষ্ট্রপতি
● যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড রিসার্চ (সিইবিআর)–এর প্রতিবেদন অনুযায়ী কত সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ২৫টি বড় অর্থনীতির দেশের একটি হবে?
২০৩২ সালের মধ্যে
● চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ কখন এবং কীভাবে শুরু হয়?
২০১৮ সালের জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র চীনের ২৫০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক আরোপের মাধ্যমে
● বিনিয়োগকারীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সেবা কারা চালু করতে যাচ্ছে?
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)
● সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা আইনস্টাইন ও নিউটনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছেন?
ভারতীয় বিজ্ঞানীরা
● নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে আবদুল মোমেন পূর্বে কোন দায়িত্বে ছিলেন?
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এর চেয়ারম্যান
● বিশ্বব্যাংক প্রতিবছর কত তারিখে ‘ওয়ার্ল্ড পভার্টি ডে’ পালন করে থাকে?
১৭ অক্টোবর
● সম্প্রতি বিশ্বব্যাংকের পদত্যাগকারী প্রেসিডেন্টের নাম কী?
জিম ইয়ং কিম
● কিম জং উন উত্তর কোরিয়ার কোন পদটিতে আছেন?
শীর্ষ নেতা
● দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কোন দেশের প্রধান তদন্তকারী সংস্থা?
ভারত
● সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোতে কোন সেবাটি চালু করার নির্দেশ দেয়?
‘ব্যাংকিং বুথ’ সেবা
● ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন) সদস্য দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের নাম কী?
পিইউআইসি
● সার্ক মহাসচিবের নাম কী?
আমজাদ হোসেন বি সিয়াল
● সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পদত্যাগকারী গভর্নরের নাম কী?
উর্জিত প্যাটেল (নতুন গভর্নর শক্তিকান্ত দাস)
● বর্তমান বিশ্বের কোন প্রেসিডেন্ট গরিবকে চ্যাম্পিয়ন বানানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন?
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর
।।
সাম্প্রতিক—৩ ★★★
*প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন একজন নারী। তাঁর নাম কী?
উত্তর: ভারতের কলকাতার গীতা গোপীনাথ।
*বিশ্বব্যাংকের মতে, কোন অঞ্চল বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমাণ অর্থনৈতিক অঞ্চল?
উত্তর: দক্ষিণ এশিয়া।
*কলকাতায় প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম মেয়র কে?
উত্তর: ফিরহাদ হাকিম।
*বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৯৭তম (২০১৮ সালে ছিল ১০০তম) ।
*কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: দ্বিতীয় ।
*আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
৯৪তম ।
*বাংলাদেশের কোন জেলায় কুঁড়ার তেল উৎপাদিত হয়?
উত্তর: বগুড়ায়।
*কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে মানুষের জীবনযাত্রার ব্যয় কত শতাংশ বেড়েছে?
উত্তর: ৬ শতাংশ (২০১৭ সালে ছিল ৮ দশমিক ৪৪) ।
*কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে কত শতাংশ?
উত্তর: ৫ দশমিক ১৯ শতাংশ (২০১৭ সালে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ)
*ঢাকায় বাণিজ্য মেলার আয়োজক কে?
উত্তর: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ।
*বাংলাদেশের কোথায় জাপান এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে?
উত্তর: নারায়ণগঞ্জের আড়াইহাজারে
*গ্রামীণ সড়ক উন্নয়নে কে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে?
উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ।
*হেমন্ত মেলার আয়োজক কে?
উত্তর: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ।
*সম্প্রতি নোবেল বিজয়ী কোন মার্কিন বিজ্ঞানী বর্ণবাদী মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন?
উত্তর: জেমস ওয়াটসন।
*কোন দেশি মুদ্রার নাম লিরা?
উত্তর: তুরস্কের।
*জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ কত সালে করা হয়?
উত্তর: ২০১১ সালে।
*বাংলাদেশ-ভারত সীমান্ত হাট কোথায় অবস্থিত?
উত্তর: ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে।
*পরিবার থেকে পালিয়ে যাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল কুনুনকে কোন দেশ আশ্রয় দিয়েছে?
উত্তর: কানাডা।
*জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: অষ্টম ।
*বাংলাদেশের মোট কতটি পণ্য জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) সনদ পেয়েছে?
উত্তর: ২টি (প্রথমটি জামদানি, দ্বিতীয়টি ইলিশ) ।
*বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর: মোহাম্মদ রেজা নাওফর।
*বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিশেষ গবেষণা জরিপ অনুযায়ী, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কত শতাংশ ডায়াবেটিস রোগে আক্রান্ত?
উত্তর: ১০ দশমিক ১৫ শতাংশ।
*২০১৮ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক কত?
উত্তর: ১৫ দশমিক ৬৯ কোটি।
*চলতি অর্থবছরে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) আকার কত?
১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা (১ হাজার ৫০৭টি প্রকল্প) ।
গ্রন্থনা: মাহবুব আলম
*শরণার্থীদের নিয়ে লেখা নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সম্প্রতি প্রকাশিত বইটির নাম কী?
উত্তর: উই আর ডিসপ্লেসড।
।।
গ্রন্থনা: মাহবুব আলম

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন