Pages

অনেক কিছু একসাথে পড়ুন

**ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত?
--লন্ডন।
**স্ট্যাচু অব পিচ কোথায় অবস্থিত?
--নাগাসাকি,জাপান।
**ঐতিহাসিক ফেজ শহর কোথায় অবস্থিত?
--মরক্কো।
**হোয়াইট হল কোথায় অবস্থিত?
--যুক্তরাজ্য।
**ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
--প্যারিস।

**সোয়াত উপত্যকা কোন দেশের?
--পাকিস্তান।
**Horns of Africa বলা হয় হয় কোন দেশকে?
--ইথিওপিয়া।
**গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম?
--ঘানা।
**ফরমোজা কোন দেশের পূর্ব নাম?
--তাইওয়ান।
**মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম?
--ইরাক।
**আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
--প্যারিস।
**তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশে?
--উজবেকিস্তান।
//////////////////////////////////////////

by ফরাসউদ্দীন আহমদ 

বিসিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে ইংরেজি ।তাই ইংরেজি কিভাবে ভাল করা যায় তা দেওয়া হল ।
ইংরেজিতে ভাল করতে হলে অবশ্যই প্রথমেই বিসিএসের ইংরেজির সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে ।

বিসিএসে প্রিলিমিনারীতে ইংরেজি ৩৫ নম্বর এবং লিখিত ২০০ নম্বর ।

প্রিলিমিনারীর সিলেবাস ::

¤noun, determiner, gender, number, pronoun
¤verb
¤adjective
¤adverb
¤preposition
¤conjunction
¤idom and phrases
¤clauses
¤correction (tense, verb, preposition, determiner, gender, number, sub verb agreement)
¤sentence and transformation
¤vocabulary, meaning, spelling, analogy
¤compostion
এই টপিকগুলোর উপর ২০মার্ক থাকবে প্রিলিতে ।
ENGLISH লিটারেচার থেকে আরো ১৫ মার্ক থাকবে ।
Total:35marks
রিটেনের সিলেবাস:
রিটেন ২০০মার্কের ।এর মার্ক Distribution নিচে দেওয়া হল ।
Comprehension:30 mark
grammar:30 mark
summary:20 mark
letter :20 mark
eassy:50 mark
translation:50 mark
বিসিএসে ইংরেজি পড়ে কমন পাবার মত না ।প্রশ্ন পড়লেন আর তা হুবহু কমন পড়ে গেল এটা কিন্তু ইংরেজি না ।বিসিএসে রিটেনে ৮০ শতাংশ ইংরেজিই নিজের ব্যাসিক দিয়ে লিখে আসতে হবে এবং প্রিলিমিনীরীতেও ব্যাসিক অনেক গুরুত্বপূর্ণ ।ব্যাসিক এমন একটা জিনিস যা খুব তাড়াতাড়ি গড়ে উঠে না ।এটি দীর্ঘ মাসের পর মাস বছরের পর বছর প্রাকটিস করার ফলেই গড়ে উঠে ।আবার এটি একবার গড়ে উঠলে সহজে হারিয়েও যায়না ।কিভাবে বিসিএসের জন্য ইংরেজির ব্যাসিক গড়বেন তা নিচে দিচ্ছি ।
1. PC Das or zakir hossains grammer
এই দুটি গ্রামারের মধ্যে যেকোন একটি পড়তে পারেন ।চমত্‍কার গ্রামার ।রেগুলার পড়বেন ।অনেককিছু শিখতে পারবেন ।
2.. Saifurs vocabulary
vocabulary অবশ্যই খুব ভাল জানতে হবে ।ভোটাবুলারি রেগুলার পড়তে হবে ।
3..ইংরেজির পড়ার ,বোঝার,অনুধাবন করার ক্ষমতা বাড়াতে হবে ।এই জন্য প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়বেন ।ইংরেজি পত্রিকা পড়লে অনেক উপকার পাবেন ।Comprehension,translation,summery এইসব বিষয়গুলো সহজ হয়ে যাবে
4.. Common mistakes in english
এই বইটা খুব ভাল ।এটি পড়লে ইংরেজির ব্যাসিক জোরালো হবে ।
5..Joykoli Barrons and cliefs toefl..
এই বইটির বাংলা ভার্সন জয়কলি প্রকাশ করে ।এটি ব্যাসিকের জন্য অসাধারণ একটি বই ।
6.. English for competitive exam
এই বইটি প্রিলির জন্য খুব ভাল বই
7.. Saifurs newest grammer
এটি প্রিলির জন্য ও ব্যাসিক ভাল করার জন্য খুব ভাল একটা বই ।
8..English literature miracle
ইংরেজি সাহিত্যের জন্য
9..saifurs comprehension
ইংরেজির ব্যাসিকের মূল ভিত্তি এটি ।রেগুলার টাইম দিন ।
10.. প্রতিদিন Free hand writing লিখার চেষ্টা করুন ।এতে অনেক উপকার হবে এবং ব্যাসিক ভাল হবে
11.. প্রিতিদিন কি করলেন তার তিন চার পৃষ্ঠা ইংরেজিতে লিখুন ।প্রতিদিন ইংরেজি বইও পড়তে পারেন
12..Written এর জন্য যেকোন একটা গাইড কিনে বিগত বছরের প্রশ্ন সলভ করে প্রাকটিস করতে থাকেন
13.. প্রতিদিন ইংরেজি খবর শুনতে পারেন
প্রতিদিন ইংরেজিকে বেশি বেশি সময় দিন ।কারণ এটি দীর্ঘ সময়ের অধ্যবসায়েই শক্তিশালী ব্যাসিক গড়ে উঠবে ।আপাতত যেসব বই বললাম সেসব বই কিনে শুরু করতে পারেন প্রিপারেশন ।প্রথমেই গুরুত্ব দিন শক্তিশালী ব্যাসিক গঠনের জন্য ।

================================================

by Md Sumon 

যারা "একটি বাড়ি একটি খামার" এ আবেদন করেছ, তাদের জন্য এই পোস্ট -৪(মাটি ও সার):-
০১_স্থলভাগের মূল-মাটি।
০২_প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে মাটি ৫ প্রকার- পাহাড়ি মাটি, ল্যাটোসেলিক মাটি, পলল মাটি, জলভূমি মাটি এবং কোষ মাটি।
০৩_বুনটের উপর ভিত্তি করে মাটি ৩ প্রকার- বেলে মাটি, দো-আশ মাটি এবং এটেল মাটি।
০৪_যে মাটিতে ৭০ ভাগ ও তার বেশি বালিকণা থাকে, তা- বেলে মাটি।
০৫_মরুভূমি, চরাঞ্চলে ও সমুদ্র উপকূলে দেখা যায়- বেলে মাটি।
০৬_যে মাটিতে পানি ধারণ ক্ষমতা নেই তা- বেলে মাটি।
০৭_যে মাটিতে জৈব পদার্থ নেই ও চাষের অনুপযোগী - বেলে মাটি।
০৮_যে মাটিতে বালি, পলি ও কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান, তা- দো-আশ মাটি।
০৯_কৃষিক্ষেত্রে আদর্শ মাটি বলা হয়- দো-আশ মাটিকে।
১০_যে মাটিতে বালি, পলি ও কর্দমকণা ৩৩:৩৩:৩৪ অনুপাতে থাকে, তা- দো-আশ মাটি।
১১_পানি ধারন ও শোষণ ক্ষমতা উভয়ই বেশি- দো-আশ মাটিতে।
১২_বাংলাদেশের অধিকাংশ মাটি- দো-আশ মাটি।
১৩_যে মাটিতে ৪০-৪৫% কর্দমকণা থাকে তা- এটেল মাটি।
১৪_সর্বোচ্চ পানি ধারন ক্ষমতা- এটেল মাটির।
১৫_ভাড়ি মাটি বলা হয়- এটেল মাটিকেকে।
১৬_অম্ল(acid) যুক্ত মাটি- অনুর্বর।
১৭_মাটির অম্ল(acid) হ্রাস করতে বা কমাতে ব্যবহার হয়- চুন।
১৮_মৃত্তিকা গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট অবস্থিত - ঢাকায়।
১৯_মাটির সক্ষমতা ফিরিয়ে আনতে প্রয়োজন - সার।
২০_ মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-নাইট্রোজেন(N2)।
২১_মাটিতে নাইট্রোজেন মিশে- পানির মাধ্যমে।
২২_উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে- নাইট্রাইট (NO3) হিসেবে।
২৩_বজ্রবৃষ্টির কারনে উদ্ভিদ পায়- প্রয়োজনীয় খাদ্য উপাদান।
২৪_বিদ্যুৎক্ষরনের সময় অক্সিজেনের সাথে যুক্ত হয়- নাইট্রোজেন (N2)।
২৫_বিদ্যুৎক্ষরনের সময় অক্সিজেন ও নাইট্রোজেন মিলে- নাইট্রোজেন অক্সাইড সমূহ তৈরী হয়।
২৬_বিদ্যুৎক্ষরনের সময়কালীন বিক্রিয়া হলো- N2+O2=2NO; 2NO+O2=2NO2
২৭_নাইট্রিক এসিড বিক্রিয়াটি হলো- 4NO2+2H2O+O2=4HNO3.
২৮_নাইট্রোজেন(N2) সম্বলিত সার হলো- ইউরিয়া, ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রের, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট।
২৯_ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট সার তৈরী হয়- নাইট্রোজেন গ্যাস থেকে।
৩০_ইউরিয়া সার তৈরীতে প্রধান কাঁচামাল হলো- প্রাকৃতিক (মিথেন) গ্যাস।
৩১_ইউরিয়া সার তৈরী হয়- বেসিমার পদ্ধতিতে।
৩২_উদ্ভিদ কে সবুজ ও সতেজ রাখে - ইউরিয়া সার।
৩৩_ ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে- শতকরা ৪৬%.
৩৪_ফসফেট সার হলো- টি.এস.পি, ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, ফসফরিক স্ল্যাগ এবং অ্যামোনিয়াম ফসফেট।
৩৫_[Ca(H2PO4)2]= টি.এস.পি।
৩৬_টি.এস.পি হলো- ট্রিপল সুপার ফসফেট।
৩৭_টি.এস.পি কে ট্রিপল সুপার ফসফেট বলার কারন- সাধারণ সুপার ফসফেট সারের তুলনায় টি.এস.পি'র ভিতর তিনগুণ মনো ক্যালসিয়াম ফসফেট আছে।
৩৮_ডাই অ্যামোনিয়া ফসফেট'এ নাইট্রোজেন(N2) ও ফসফরাস(P) থাকে- ১৬-১৮% নাইট্রোজেন ও ২০-৩০% ফসফরাস।
৩৯_উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজন- নাইট্রোজেন(N2) সার।
৪০_ফলমূল বৃদ্ধির জন্য প্রয়োজন - ফসফরাস(P) সার।
৪১_মাটিতে পটাশিয়াম বৃদ্ধি করে- মিউরেট অব পটাশ।
৪২_ফলমূল বৃদ্ধি ও ধারনের জন্য ভুমিকা রাখে- ফসফরাস ও পটাশ সার।
৪৩_স্বর্ণা কি? - একরকম জৈব সার।
৪৪_স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম -ফাইট হরমোন ইনডিউসার।
৪৫_ স্বর্ণা সারের আবিষ্কারক - ড. সৈয়দ আব্দুল খালেক(১৯৮৭ সালে)।

======================================================

by Md Sumon

যারা "একটি বাড়ি একটি খামার" এ আবেদন করেছ, তাদের জন্য এই পোস্ট -৩(অর্থকরী ফসল)
০১:যে ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তা-অর্থকরী ফসল।
০১:অর্থকরী ফসল হলোঃ- পাট,চা,আখ,তামাক,রেশম,রাবার এবং তুলা অন্যতম।
০৩:বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল-পাট(Jute).
০৪:পাট উৎপাদনে বিশ্বে শীর্ষে আছে-ভারত।
০৫:পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-২য়।
০৬:বাংলাদেশে পাট উৎপাদন হয়-পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ।
০৭:পাট ৩ প্রকার-সাদা,তোষা এবং মেসতা।
০৮:উন্নত মানের আশ উৎপাদনে ব্যবহার হয়-তোষা পাট।
০৯:পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন-বাংলাদেশী বিজ্ঞানী ড.মাকসুদুল আলম(২০১০ সালে)।
১০:বাংলাদেশের শ্রেষ্ঠ পাটবলয়-ময়মনসিংহ-ঢাকা-কুমিল্লা অঞ্চল।
১১:পাট উৎপাদনে বিখ্যাত-ফরিদপুর।
১২:জুটন কি?-পাট ও তুলার সংমিশ্রণে তৈরী কাপর।
১৩:জুটন তৈরী-৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলা থেকে।
১৪:জুটন আবিষ্কারক - ড.মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
১৫:একটি কাচা পাটের গাইটের ওজন-সাড়ে চার মণ।
১৬:বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল-চা(Tee).
১৭:চা'এর আদিবাস-চীন।
১৮:বাংলাদেশে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয়-১৮৪০ সালে সিলেটের মালনিছড়ায়।
১৯:চা চাষের জন্য উপযোগী -পানি নিষ্কাশন যোগ্য, জৈব মিশ্রিত, উর্বর দো-আশ মাটির উঁচু ও ঢালু জমি, ১০-১৭ ডিগ্রি সে.সি. তাপমাত্রা, ২৫০ সে.মি. বৃষ্টিপাত।
২০:বাংলাদেশে বর্তমানে চা বাগান-১৬৩ টা।
২১:সবচেয়ে বেশি উৎপাদন কৃত চা হলো-মৌলভীবাজার জেলার।
২২:মৌলভীবাজারে চা বাগান অাছে-৯০ টি।
২৩:বানিজ্যিক ভাবে চা চাষ শুরু হয়-১৮৫৭ সাল থেকে।
২৪:বাংলাদেশে প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে-পঞ্চগড়।
২৫:চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-১০ম।
২৬:চা রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান-১৫ তম।
২৭:তামাক(Tobacco) এর জন্য বিখ্যাত-রংপুর,দিনাজপুর,রাজশাহী ও অন্যান্য।
২৮:আখ(Sugarcane) এর জন্য বিখ্যাত-রংপুর,দিনাজপুর,রাজশাহী ও অন্যান্য।
২৯:আখ উৎপাদন হয়-চিনি তৈরীতে কাচামাল হিসেবে।
৩০:তুলা(Cotton)এর জন্য বিখ্যাত - যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর।
৩১:তুলার উন্নত জাত-রুপালী ও ডেলফোজ।
৩২:রেশম উৎপাদিত হয়-রাজশাহী ও বগুড়া অঞ্চলে।
৩৩:রাবারের জন্য বিখ্যাত - পার্বত্য চট্রগ্রাম ও সিলেট।
৩৪:প্রথম রাবার বাগান করা হয়-কক্সবাজারের রামুতে(১৯৬১ সালে)। 

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন