Sentence Correction
ইংরেজি বিষয়ে Sentence Correction-এর অংশ ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ একটি পাঠধারা। Sentence Correction-এ সাধারণত Incorrect বাক্যকে যথাযথ Grammatical System-এ Correct বাক্যের পরিবর্তন করতে হয়। আর সঠিকভাবে বাক্য Correction করতে গেলে Tense-এর নিয়ম, Word Meaning, Right use of Verb, Voice, Narration, Person, Parts of Speech ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে।
■ জড় পদার্থ ডুবে যাওয়া বোঝালে বাক্যে sink বসে। আর জীব ডুবে যাওয়া বোঝালে বাক্যে drown বসে।
Example:
Incorrect : The Boat drowned an hour ago.
Correct : The Boat sank an hour ago.