● কলকাতায় শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় = 1800 সালে।
● কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় = 4 মে 1800 সালে।
● ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন = লর্ড ওয়েলেসলি।
● কত সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল = 1854 সাল।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়েছে = 24 মে 1801সালে।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হেড পন্ডিত কে ছিলেন = উইলিয়াম কেরি।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ রচনার সময়কাল = 1801- 1815 পর্যন্ত।
● বাংলা মুদ্রাক্ষর আবিষ্কার করেন কে = পঞ্চানন কর্মকার।
● শ্রীরামপুর মিশনে মুদ্রনযন্ত্র স্থাপন করা হয় = 1800 সালে।
● ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রম শুরু হয় কখন = 24 নভেম্বর 1800 খ্রিস্টাব্দ।
● উইলিয়াম কেরি কি কি গ্রন্থ রচনা করেছেন = কথোপকথন (1801) , ইতিহাসমালা (1812)
● হরপ্রসাদ রায়ের রচনা = পুরুষ পরীক্ষা (1815)
● উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কি = ব্যক্তিগত জীবনদর্শন ও জীবানুভূতি।
● বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস = দুর্গেশনন্দিনী (1865)
● বাংলা সাহিত্যে কোনটিকে প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় = প্যারীচাঁদ মিত্রের "আলালের ঘরে দুলাল"
● বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস = কপালকুন্ডলা।
● বাংলা সাহিত্যে একমাত্র কাব্যধর্মী উপন্যাস কোনটি = বিষাদ সিন্ধু।
● বাংলা সাহিত্যে প্রথম মুসলমান লেখক কতৃক রচিত উপন্যাস = রত্নাবর্তী।
● আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপনিবেশিক কে = স্বর্ণকুমারী।
● শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাস টি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল = পথের দাবী।
● উপজাতিদের নিয়ে লেখা উপন্যাস = কর্ণফুলী।
ভালো করে প্রশ্ন সহ উওর গুলো আয়ত্ত করতে হবে নতুবা কনফিউজড থাকবে।
মো সাহেদুর রহমান সাহেদ
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
#সাহিত্যের_প্রহসন_কাব্যগ্রন্থ_ও_মহাকাব্য
দুটি প্রশ্ন এখান থেকে হয়।
#_____________প্রহসন______________
#রামনারায়ণ_তর্করত্ন:- তিনটি প্রহসন।
● যেমন কর্ম তেমন ফল, 1865
● উভয়সংকট, 1869
● চক্ষুদান, 1869
#মাইকেল_মধুসূদন_দত্ত:- দুটি প্রহসন।
● একে কি বলে সভ্যতা, 1860
● বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, 1860
#দ্বীনবন্ধু_মিত্র:- দুটি প্রহসন।
● সধবার একাদশী, 1866
● বিয়ে পাগলা বুড়ো, 1866
#_____________কাব্যগ্রন্থ______________
● মধুসূদন দত্ত কবিতায় যে মাত্রা যোগ করলেন তা কী = অমিত্রাক্ষর ছন্দ।
● "মুক্তক" ছন্দের প্রবর্তক বলা হয় কাকে = রবিন্দ্রনাথ ঠাকুর।
● সনেট শব্দটির অর্থ কি = চতুর্দশপদী কবিতা।
● গীতি কবিতা হলো = কবির ব্যাক্তিগত অনুভূতি।
● রবিন্দ্রনাথ ঠাকুর এর প্রথম স্বার্থক কবিতা = হিন্দুমেলার উপহার।
● কোন কাব্যগ্রন্থ রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছিল = প্রলয়শিখা।
● কাজী নজরুল ইসলামের কোন কোন কাব্যগ্রন্থ গুলো বৃটিশ সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল = বিশের বাঁশি, ভাঙার গান, প্রলয়শিখা, যোগবানী ও চন্দ্রবিন্দু।
● কবি নজরুলের অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয় = 1922 সালে।
● সনেটের জন্ম কোথায় = ইতালীতে।
● বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন = মাইকেল মধুসূদন দত্ত।
● আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে = বিহারীলাল চক্রবর্তী।
●" অনল প্রবাহ " কাব্যের রচয়িতা কে = সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
● মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা কাব্য = তিলোত্তমাসম্ভব।
● রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার জন্য নোবেল পুরস্কার লাভ করেন = গীতাঞ্জলি, 1913
● রবিন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাব্যগ্রন্থ = বনফুল।
● ময়নামতির চর " কাব্যগ্রন্থ টি কে লিখেছেন = বন্দে আলী মিয়া।
● ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি = সাত সাগরের মাঝি।
● "মণিঞ্জুষা" কাব্যগ্রন্থ'টির রচয়িতা কে = সত্যেন্দ্রনাথ দত্ত।
●" নকশী কাঁথার মাঠ" কাব্যটির রচয়িতা কে = জসিমউদ্দীন।
● " সাতটি তারার তিমির" কাব্যগ্রন্থটির রচয়িতা কে = জীবনানন্দ দাশ।
#___________মহাকাব্য_______________
#রচয়িতা ...................... #মহাকাব্য
• বাল্মীকি ..................... রামায়ণ।
• ব্যাসদেব ................ মহাভারত।
• মধুসূদন দত্ত ............. মেঘনাবদ কাব্য।
প্রকাশকাল- 1861
• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় .... বৃত্র সংহার।
প্রকাশকাল 1875
• মুহাম্মদ হামিদ আলী ....... কাশেম বধ।
প্রকাশকাল 1904
• কায়কোবাদ ........... মহাশ্মশান, 1904
• ইসমাইল হোসেন সিরাজী .. স্পেন বিজয়
প্রকাশকাল 1914।
মো সাহেদুর রহমান সাহেদ
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
রোমান্টিক প্রণয়োখ্যান,লোকসাহিত্য ও কবিগান।
এখান থেকে দুটি প্রশ্ন হয়।
#______রোমান্টিক_প্রণয়োখ্যান_______
#কাব্য______________________কবি
● ইউসুফ-জোলেখা ------ শাহ মুহাম্মদ সগীর।
● লাইলী-মজনু ---- দৌলত উজির বাহরাম খান।
● মধুমালতী --------- মুহম্মদ কবীর।
● বিদ্যাসুন্দর হানিফা কয়রাপরী -- সাবিরিদ খান।
● সাইফুলমুলুক বদিউজ্জামান -- দোনাগাজী চৌধুরী।
● সতীময়না ও লোরচন্দ্রানী --- দৌলত কাজী।
● পদ্মাবতী/হপ্তপয়কর ------- আলাওল।
● চন্দ্রাবতী -------- কোরেশী মাগন ঠাকুর।
● লালমোতি সরফুল মুলুক ------ আব্দুল হাকিম।
#_____লোকসাহিত্য_এবং_সংস্কৃতি_____
● লোকসাহিত্য কাকে বলে = সুপ্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে যে সাহিত্য প্রচলিত হয়ে আসছে, ভবিষ্যতেও প্রচলিত থাকবে সেগুলোই লোকসাহিত্য।
● লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন = ছড়া।
● মৈমনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় = 1923 সালে।
● মৈমনসিংহ গীতিকায় কোন ধরনের চরিত্র প্রাধান্য পেয়েছে = নারী চরিত্র।
● "দেওয়ান মদিনা " পালাটির রচয়িতা কে = মনসুর বয়াতি।
● " মহুয়া" পালাটির উল্লেখযোগ্য চরিত্র = মহুয়া, নদের চাঁদ, সুজন, হুমরা ইত্যাদি।
● দেওয়াদেওয়ান মদিনা" এর উল্লেখযোগ্য চরিত্র = দেওয়ান সেকেন্দার, আলাল - দুলাল, মদিনা ইত্যাদি।
● "খনা" কে = প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতিষী।
● Folklore Society এর কাজ কি = লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।
● বাংলাদেশ থেকে সংগৃহীত লোক সাহিত্য গুলোকে কয় ভাগে ভাগ করা যায় = তিন ভাগে।যথা, নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা।
#________কবিগান_ও_পুঁথি_সাহিত্য____
● কবি গানের কয়টি ভাগ = পাঁচটি।
● কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে পুরনো কে = গোঁজলা গুঁই।
●" পুথি" বা "পুঁথি" শব্দটির উৎপত্তি হয়েছে = পুস্তিকা।
● শায়ের শব্দের অর্থ কি = কবি।
● শায়ের কি শব্দ = আরবি।
●" জৈয়গূনের পুঁথি" কার রচনা = সৈয়দ হামজা।
● পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি কে = ফকির গরীবুল্লাহ।
● বাংলা টপ্পা গানের জনক কে = নিধু বাবু।
মো সাহেদুর রহমান সাহেদ
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
#সাহিত্যে_মঙ্গলকাব্য_ও_আধুনিক_যুগ।
#প্রশ্ন_একটা_আসেই।
● মঙ্গলকাব্য কাকে বলে = যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য - কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমনকি ঘরে রাখলেও মঙ্গল হয় তাকেই মঙ্গল কাব্য বলে।
● মঙ্গল কাব্যের প্রধান শাখা = তিনটি।
● মনসামঙ্গলের আদি কবি কে = কানাহরি দত্ত।
● সাপের অধিষ্ঠ্যত্রী দেবী কে = মনসা।
● মনসামঙ্গল কাব্য আর কি নামে পরিচিত = পদ্মপূরাণ।
● চাঁদ সওদাগর কার ভক্ত ছিল = মহাজ্ঞানী দেবতা শিবের ভক্ত।
● লখাই বা লখিন্দর কে = সুনকা ও চাঁদ সওদাগরের পূত্র, বেহুলার স্বামী।
● মনসামঙ্গল কাহিনী মূলত কি = রামায়ণ - মহাভারত - রামায়ণ - পূরাণ নিরপেক্ষ একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী।
● মনসা দেবীকে আর কি নামে ডাকা হতো = কেতকা ও পদ্মাবতী।
● মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র ছিল = চাঁদ সওদাগর।
● বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন বা তারিখ যুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে = বিজয় গুপ্ত।
● একটি মঙ্গল কাব্যে সাধারণত কয়টি অংশ থাকে = 5 টি
● মঙ্গলকাব্যের কবির সংখ্যা = 62 জন।
● বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়েছে কবে = 1801 সালে।
● বাংলা গদ্য সাহিত্য কোন যুগে সমৃদ্ধি অর্জন করে = আধুনিক যুগে।
● আধুনিক যুগে বাংলা সাহিত্যের কোন কোন ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছিল = গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প, গদ্য কবিতা ইত্যাদি।
● বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন = ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ।
● বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন এর রচয়িতা = দোম আন্তোনিও।
● বাংলা সাহিত্যের যুগ সমূহ কি কি = •প্রাচীন •মধ্য •আধুনিক যুগ।
● বাংলা সাহিত্যের প্রাচীনযুগের ব্যাপ্তিকাল কত = 950 - 1200 খ্রিস্টাব্দ।
● বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিকাল কত = 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ।
● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ = 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ।
● ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সময়সীমা কত = 650 - 1200 খ্রিস্টাব্দ।
● বাংলা সাহিত্যে আধুনিক যুগকে কয়টি শ্রেণীতে পর্যায়ে ভাগ করা যায় = দুটি।
•প্রথম পর্যায় 1801 - 1860 সাল পর্যন্ত।
• দ্বিতীয় 1861 থেকে বর্তমান পর্যন্ত।
● "কৃপার শাস্ত্রের অর্থভেদ" কোন হরফে মুদ্রিত = রোমান হরফে।
Md Sahedur Rahman Sahed
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
মধ্যযুগ, শ্রীকৃষ্ণকীর্তন, চণ্ডীদাস, শ্রীচৈতন্যদেব ও জীবনী সাহিত্য।
#দুটি_বা_তিনটি_প্রশ্ন_হয়
● মধ্যযুগের প্রথম নির্দশন = শ্রীকৃষ্ণকীর্তন।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কার রচনা = বড়ু চণ্ডীদাস।
● অন্ধকার যুগকে ইউরোপের কোন যুগের সাথে তুলনা করা হয় = The dark age
● ধর্ম পূজার শাস্ত্রগ্রন্থ শূন্যপূরাণ কার রচিত = রামাই পন্ডিত।
● হলায়ুধ মিশ্র কার সভাকবি ছিলেন = রাজা লক্ষ্মণ সেনের।
● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন শাসনামলের = সেন শাসনামলের।
● মধ্যযুগের প্রথম মুসলিম কবি রচিত = ইউসুফ-জোলেখা।
● অনুবাদ সাহিত্যের প্রথম কবি = কৃত্তিবাস।
● অনুবাদ সাহিত্যের সূচনা হয় = পনেরো শতকের শেষার্ধে।
● মধ্যযুগের শেষ কবি = ভারতচন্দ্র রায়গুণাকর।
● মধ্যযুগের পরিসরে সবচেয়ে বড় স্থান জুড়ে রয়েছে কোন কাব্য = মঙ্গলকাব্য।
● মধ্যযুগে কোন রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হতো = আরাকান রাজসভায়।
● কবিওয়ালাদের আবির্ভাব ঘটে কখন = আঠারো শতকের শেষ দিকে ও উনিশ শতকের প্রথমার্ধে।
● কোন সময়কাল কে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ বলা হয় = 1500 - 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত।
● " কানু ছাড়া গীত নাই" কোন যুগে সত্য ছিল = মধ্যযুগে (কানু বলতে কৃষ্ণকে বুঝানো হয়েছে)
● প্রকৃতপক্ষে মধ্যযুগের অবসান ঘটে = 1760 খ্রিস্টাব্দে।
● চণ্ডীদাস সমস্যা উদ্ভব হয় = শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কারের পর।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কোন ভঙ্গিতে রচিত = নাট্যগীতের ভঙ্গিতে।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মূখ্য চরিত্র কয়টি = 3 টি (রাধা, কৃষ্ণ, বডাই বা বড়ায়ি)।
● বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি = অনন্ত।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্রগুলোর প্রতীকি অর্থ কি = রাধা > জীবাত্মা বা প্রানীকূল, কৃষ্ণ > পরমাত্মা বা ঈশ্বর এবং বড়ায়ি > রাধাকৃষ্ণর প্রেমের দূতী।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন = শ্রী বসন্তরঞ্জন রায়।
● বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল = বিদ্বদ্বল্লভ।
● "বড়ু" ও "চণ্ডীদাস" কি = বড়ু তার কৌলিক উপাধি এবং চণ্ডীদাস গুরুপ্রদত্ত নাম।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি = শ্রীকৃষ্ণসন্দর্ভ।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নামটি কে প্রদান করেন = শ্রী বসন্তরঞ্জন রায়।
● সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কত সালে প্রকাশিত হয় = 1916 খ্রিস্টাব্দে।
● কার সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি প্রকাশিত হয়েছে = বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায়।
● কোথা হইতে সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত হয়েছে = বঙ্গীয় সাহিত্য পরিষদ।
● ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন রচিত হয় = 1340 - 1440 সালের মধ্যে।
● শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করে = বাঁকুড়ার কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচে থেকে।
● এক অক্ষর না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন = শ্রীচৈতন্যদেব।
● শ্রীচৈতন্যদেব কবে, কোথায় জন্মগ্রহণ করেন = 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার। নবদ্বীপে জন্মগ্রহণ করেন।
● চৈতন্যদেবের বাল্য নাম কি = নিমাই।
● দেহ বর্ণের জন্য তার নাম কি রাখা হয় = গোরা বা গৌরাঙ্গ।
● চৈতন্য যুগ বলা হয় কোন সময়কে = 1501 - 1600 খ্রিস্টাব্দ।
●" চৈতন্য চরিতামৃত" কার লেখা = কৃষ্ণদাস কবিরাজ।
মো সাহেদুর রহমান সাহেদ।
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।বিষয়:- বাংলা।
বিসিএস পরীক্ষায় প্রশ্ন হবে = আটটি MCQ.
অবশ্যই কমন পাবেন, লাইফ গ্যারান্টি।
#বিষয়_বাংলা_একটা_প্রশ্ন_থাকে।
বাংলা গদ্যের উৎপত্তি, সাহিত্যকর্ম ও ফোর্ট উইলিয়াম কলেজ।
● কলকাতায় শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় = 1800 সালে।
● কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় = 4 মে 1800 সালে।
● ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন = লর্ড ওয়েলেসলি।
● কত সাল পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল = 1854 সাল।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়েছে = 24 মে 1801সালে।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হেড পন্ডিত কে ছিলেন = উইলিয়াম কেরি।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গ্রন্থ রচনার সময়কাল = 1801- 1815 পর্যন্ত।
● বাংলা মুদ্রাক্ষর আবিষ্কার করেন কে = পঞ্চানন কর্মকার।
● শ্রীরামপুর মিশনে মুদ্রনযন্ত্র স্থাপন করা হয় = 1800 সালে।
● ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রম শুরু হয় কখন = 24 নভেম্বর 1800 খ্রিস্টাব্দ।
● উইলিয়াম কেরি কি কি গ্রন্থ রচনা করেছেন = কথোপকথন (1801) , ইতিহাসমালা (1812)
● হরপ্রসাদ রায়ের রচনা = পুরুষ পরীক্ষা (1815)
● উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কি = ব্যক্তিগত জীবনদর্শন ও জীবানুভূতি।
● বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস = দুর্গেশনন্দিনী (1865)
● বাংলা সাহিত্যে কোনটিকে প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় = প্যারীচাঁদ মিত্রের "আলালের ঘরে দুলাল"
● বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস = কপালকুন্ডলা।
● বাংলা সাহিত্যে একমাত্র কাব্যধর্মী উপন্যাস কোনটি = বিষাদ সিন্ধু।
● বাংলা সাহিত্যে প্রথম মুসলমান লেখক কতৃক রচিত উপন্যাস = রত্নাবর্তী।
● আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপনিবেশিক কে = স্বর্ণকুমারী।
● শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাস টি সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল = পথের দাবী।
● উপজাতিদের নিয়ে লেখা উপন্যাস = কর্ণফুলী।
ভালো করে প্রশ্ন সহ উওর গুলো আয়ত্ত করতে হবে নতুবা কনফিউজড থাকবে।
মো সাহেদুর রহমান সাহেদ
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
#সাহিত্যের_প্রহসন_কাব্যগ্রন্থ_ও_মহাকাব্য
দুটি প্রশ্ন এখান থেকে হয়।
#_____________প্রহসন______________
#রামনারায়ণ_তর্করত্ন:- তিনটি প্রহসন।
● যেমন কর্ম তেমন ফল, 1865
● উভয়সংকট, 1869
● চক্ষুদান, 1869
#মাইকেল_মধুসূদন_দত্ত:- দুটি প্রহসন।
● একে কি বলে সভ্যতা, 1860
● বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, 1860
#দ্বীনবন্ধু_মিত্র:- দুটি প্রহসন।
● সধবার একাদশী, 1866
● বিয়ে পাগলা বুড়ো, 1866
#_____________কাব্যগ্রন্থ______________
● মধুসূদন দত্ত কবিতায় যে মাত্রা যোগ করলেন তা কী = অমিত্রাক্ষর ছন্দ।
● "মুক্তক" ছন্দের প্রবর্তক বলা হয় কাকে = রবিন্দ্রনাথ ঠাকুর।
● সনেট শব্দটির অর্থ কি = চতুর্দশপদী কবিতা।
● গীতি কবিতা হলো = কবির ব্যাক্তিগত অনুভূতি।
● রবিন্দ্রনাথ ঠাকুর এর প্রথম স্বার্থক কবিতা = হিন্দুমেলার উপহার।
● কোন কাব্যগ্রন্থ রচনার জন্য কাজী নজরুল ইসলামকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছিল = প্রলয়শিখা।
● কাজী নজরুল ইসলামের কোন কোন কাব্যগ্রন্থ গুলো বৃটিশ সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল = বিশের বাঁশি, ভাঙার গান, প্রলয়শিখা, যোগবানী ও চন্দ্রবিন্দু।
● কবি নজরুলের অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয় = 1922 সালে।
● সনেটের জন্ম কোথায় = ইতালীতে।
● বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন = মাইকেল মধুসূদন দত্ত।
● আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে = বিহারীলাল চক্রবর্তী।
●" অনল প্রবাহ " কাব্যের রচয়িতা কে = সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
● মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা কাব্য = তিলোত্তমাসম্ভব।
● রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতার জন্য নোবেল পুরস্কার লাভ করেন = গীতাঞ্জলি, 1913
● রবিন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাব্যগ্রন্থ = বনফুল।
● ময়নামতির চর " কাব্যগ্রন্থ টি কে লিখেছেন = বন্দে আলী মিয়া।
● ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি = সাত সাগরের মাঝি।
● "মণিঞ্জুষা" কাব্যগ্রন্থ'টির রচয়িতা কে = সত্যেন্দ্রনাথ দত্ত।
●" নকশী কাঁথার মাঠ" কাব্যটির রচয়িতা কে = জসিমউদ্দীন।
● " সাতটি তারার তিমির" কাব্যগ্রন্থটির রচয়িতা কে = জীবনানন্দ দাশ।
#___________মহাকাব্য_______________
#রচয়িতা ...................... #মহাকাব্য
• বাল্মীকি ..................... রামায়ণ।
• ব্যাসদেব ................ মহাভারত।
• মধুসূদন দত্ত ............. মেঘনাবদ কাব্য।
প্রকাশকাল- 1861
• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় .... বৃত্র সংহার।
প্রকাশকাল 1875
• মুহাম্মদ হামিদ আলী ....... কাশেম বধ।
প্রকাশকাল 1904
• কায়কোবাদ ........... মহাশ্মশান, 1904
• ইসমাইল হোসেন সিরাজী .. স্পেন বিজয়
প্রকাশকাল 1914।
মো সাহেদুর রহমান সাহেদ
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
রোমান্টিক প্রণয়োখ্যান,লোকসাহিত্য ও কবিগান।
এখান থেকে দুটি প্রশ্ন হয়।
#______রোমান্টিক_প্রণয়োখ্যান_______
#কাব্য______________________কবি
● ইউসুফ-জোলেখা ------ শাহ মুহাম্মদ সগীর।
● লাইলী-মজনু ---- দৌলত উজির বাহরাম খান।
● মধুমালতী --------- মুহম্মদ কবীর।
● বিদ্যাসুন্দর হানিফা কয়রাপরী -- সাবিরিদ খান।
● সাইফুলমুলুক বদিউজ্জামান -- দোনাগাজী চৌধুরী।
● সতীময়না ও লোরচন্দ্রানী --- দৌলত কাজী।
● পদ্মাবতী/হপ্তপয়কর ------- আলাওল।
● চন্দ্রাবতী -------- কোরেশী মাগন ঠাকুর।
● লালমোতি সরফুল মুলুক ------ আব্দুল হাকিম।
#_____লোকসাহিত্য_এবং_সংস্কৃতি_____
● লোকসাহিত্য কাকে বলে = সুপ্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে যে সাহিত্য প্রচলিত হয়ে আসছে, ভবিষ্যতেও প্রচলিত থাকবে সেগুলোই লোকসাহিত্য।
● লোকসাহিত্যের প্রাচীনতম নির্দশন = ছড়া।
● মৈমনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় = 1923 সালে।
● মৈমনসিংহ গীতিকায় কোন ধরনের চরিত্র প্রাধান্য পেয়েছে = নারী চরিত্র।
● "দেওয়ান মদিনা " পালাটির রচয়িতা কে = মনসুর বয়াতি।
● " মহুয়া" পালাটির উল্লেখযোগ্য চরিত্র = মহুয়া, নদের চাঁদ, সুজন, হুমরা ইত্যাদি।
● দেওয়াদেওয়ান মদিনা" এর উল্লেখযোগ্য চরিত্র = দেওয়ান সেকেন্দার, আলাল - দুলাল, মদিনা ইত্যাদি।
● "খনা" কে = প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতিষী।
● Folklore Society এর কাজ কি = লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।
● বাংলাদেশ থেকে সংগৃহীত লোক সাহিত্য গুলোকে কয় ভাগে ভাগ করা যায় = তিন ভাগে।যথা, নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা।
#________কবিগান_ও_পুঁথি_সাহিত্য____
● কবি গানের কয়টি ভাগ = পাঁচটি।
● কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে পুরনো কে = গোঁজলা গুঁই।
●" পুথি" বা "পুঁথি" শব্দটির উৎপত্তি হয়েছে = পুস্তিকা।
● শায়ের শব্দের অর্থ কি = কবি।
● শায়ের কি শব্দ = আরবি।
●" জৈয়গূনের পুঁথি" কার রচনা = সৈয়দ হামজা।
● পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি কে = ফকির গরীবুল্লাহ।
● বাংলা টপ্পা গানের জনক কে = নিধু বাবু।
মো সাহেদুর রহমান সাহেদ
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
#সাহিত্যে_মঙ্গলকাব্য_ও_আধুনিক_যুগ।
#প্রশ্ন_একটা_আসেই।
● মঙ্গলকাব্য কাকে বলে = যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য - কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমনকি ঘরে রাখলেও মঙ্গল হয় তাকেই মঙ্গল কাব্য বলে।
● মঙ্গল কাব্যের প্রধান শাখা = তিনটি।
● মনসামঙ্গলের আদি কবি কে = কানাহরি দত্ত।
● সাপের অধিষ্ঠ্যত্রী দেবী কে = মনসা।
● মনসামঙ্গল কাব্য আর কি নামে পরিচিত = পদ্মপূরাণ।
● চাঁদ সওদাগর কার ভক্ত ছিল = মহাজ্ঞানী দেবতা শিবের ভক্ত।
● লখাই বা লখিন্দর কে = সুনকা ও চাঁদ সওদাগরের পূত্র, বেহুলার স্বামী।
● মনসামঙ্গল কাহিনী মূলত কি = রামায়ণ - মহাভারত - রামায়ণ - পূরাণ নিরপেক্ষ একটি স্বতন্ত্র লৌকিক কাহিনী।
● মনসা দেবীকে আর কি নামে ডাকা হতো = কেতকা ও পদ্মাবতী।
● মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র ছিল = চাঁদ সওদাগর।
● বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন বা তারিখ যুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে = বিজয় গুপ্ত।
● একটি মঙ্গল কাব্যে সাধারণত কয়টি অংশ থাকে = 5 টি
● মঙ্গলকাব্যের কবির সংখ্যা = 62 জন।
● বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়েছে কবে = 1801 সালে।
● বাংলা গদ্য সাহিত্য কোন যুগে সমৃদ্ধি অর্জন করে = আধুনিক যুগে।
● আধুনিক যুগে বাংলা সাহিত্যের কোন কোন ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছিল = গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোটগল্প, গদ্য কবিতা ইত্যাদি।
● বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন = ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ।
● বাংলা গদ্য সাহিত্যের আদি নিদর্শন এর রচয়িতা = দোম আন্তোনিও।
● বাংলা সাহিত্যের যুগ সমূহ কি কি = •প্রাচীন •মধ্য •আধুনিক যুগ।
● বাংলা সাহিত্যের প্রাচীনযুগের ব্যাপ্তিকাল কত = 950 - 1200 খ্রিস্টাব্দ।
● বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিকাল কত = 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ।
● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ = 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ।
● ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সময়সীমা কত = 650 - 1200 খ্রিস্টাব্দ।
● বাংলা সাহিত্যে আধুনিক যুগকে কয়টি শ্রেণীতে পর্যায়ে ভাগ করা যায় = দুটি।
•প্রথম পর্যায় 1801 - 1860 সাল পর্যন্ত।
• দ্বিতীয় 1861 থেকে বর্তমান পর্যন্ত।
● "কৃপার শাস্ত্রের অর্থভেদ" কোন হরফে মুদ্রিত = রোমান হরফে।
Md Sahedur Rahman Sahed
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।
মধ্যযুগ, শ্রীকৃষ্ণকীর্তন, চণ্ডীদাস, শ্রীচৈতন্যদেব ও জীবনী সাহিত্য।
#দুটি_বা_তিনটি_প্রশ্ন_হয়
● মধ্যযুগের প্রথম নির্দশন = শ্রীকৃষ্ণকীর্তন।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কার রচনা = বড়ু চণ্ডীদাস।
● অন্ধকার যুগকে ইউরোপের কোন যুগের সাথে তুলনা করা হয় = The dark age
● ধর্ম পূজার শাস্ত্রগ্রন্থ শূন্যপূরাণ কার রচিত = রামাই পন্ডিত।
● হলায়ুধ মিশ্র কার সভাকবি ছিলেন = রাজা লক্ষ্মণ সেনের।
● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন শাসনামলের = সেন শাসনামলের।
● মধ্যযুগের প্রথম মুসলিম কবি রচিত = ইউসুফ-জোলেখা।
● অনুবাদ সাহিত্যের প্রথম কবি = কৃত্তিবাস।
● অনুবাদ সাহিত্যের সূচনা হয় = পনেরো শতকের শেষার্ধে।
● মধ্যযুগের শেষ কবি = ভারতচন্দ্র রায়গুণাকর।
● মধ্যযুগের পরিসরে সবচেয়ে বড় স্থান জুড়ে রয়েছে কোন কাব্য = মঙ্গলকাব্য।
● মধ্যযুগে কোন রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হতো = আরাকান রাজসভায়।
● কবিওয়ালাদের আবির্ভাব ঘটে কখন = আঠারো শতকের শেষ দিকে ও উনিশ শতকের প্রথমার্ধে।
● কোন সময়কাল কে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ বলা হয় = 1500 - 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত।
● " কানু ছাড়া গীত নাই" কোন যুগে সত্য ছিল = মধ্যযুগে (কানু বলতে কৃষ্ণকে বুঝানো হয়েছে)
● প্রকৃতপক্ষে মধ্যযুগের অবসান ঘটে = 1760 খ্রিস্টাব্দে।
● চণ্ডীদাস সমস্যা উদ্ভব হয় = শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কারের পর।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কোন ভঙ্গিতে রচিত = নাট্যগীতের ভঙ্গিতে।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মূখ্য চরিত্র কয়টি = 3 টি (রাধা, কৃষ্ণ, বডাই বা বড়ায়ি)।
● বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি = অনন্ত।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্রগুলোর প্রতীকি অর্থ কি = রাধা > জীবাত্মা বা প্রানীকূল, কৃষ্ণ > পরমাত্মা বা ঈশ্বর এবং বড়ায়ি > রাধাকৃষ্ণর প্রেমের দূতী।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন = শ্রী বসন্তরঞ্জন রায়।
● বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল = বিদ্বদ্বল্লভ।
● "বড়ু" ও "চণ্ডীদাস" কি = বড়ু তার কৌলিক উপাধি এবং চণ্ডীদাস গুরুপ্রদত্ত নাম।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি = শ্রীকৃষ্ণসন্দর্ভ।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নামটি কে প্রদান করেন = শ্রী বসন্তরঞ্জন রায়।
● সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি কত সালে প্রকাশিত হয় = 1916 খ্রিস্টাব্দে।
● কার সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি প্রকাশিত হয়েছে = বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায়।
● কোথা হইতে সম্পাদিত আকারে শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত হয়েছে = বঙ্গীয় সাহিত্য পরিষদ।
● ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন রচিত হয় = 1340 - 1440 সালের মধ্যে।
● শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করে = বাঁকুড়ার কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচে থেকে।
● এক অক্ষর না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন = শ্রীচৈতন্যদেব।
● শ্রীচৈতন্যদেব কবে, কোথায় জন্মগ্রহণ করেন = 1486 সালের 18 ফেব্রুয়ারি শনিবার। নবদ্বীপে জন্মগ্রহণ করেন।
● চৈতন্যদেবের বাল্য নাম কি = নিমাই।
● দেহ বর্ণের জন্য তার নাম কি রাখা হয় = গোরা বা গৌরাঙ্গ।
● চৈতন্য যুগ বলা হয় কোন সময়কে = 1501 - 1600 খ্রিস্টাব্দ।
●" চৈতন্য চরিতামৃত" কার লেখা = কৃষ্ণদাস কবিরাজ।
মো সাহেদুর রহমান সাহেদ।
অর্নাস এন্ড মাস্টার্স।
অর্থনীতি।