Pages

নিবন্ধন এবং বিসিএস এর জন্য বিশেষ সাজেশন

নিবন্ধন এবং বিসিএস এর জন্য বিশেষ সাজেশন
#আজকের_পড়াশোনা
#পর্ব_১১ (নিবন্ধন পর্যন্ত, মোট পোষ্ট করা হবে ৪০টি)

১)"মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ"-
ক)এম. অার. উইলিয়াম
খ)এম. ডব্লিউ পামফ্রে★
গ)এইচ ডি স্টেইন
ঘ)জন স্টুয়ার্ট মিল

২)মানুষের চিরন্তন মূল্যবোধ হলো-
ক)শিক্ষা
খ)সত্য ও ন্যায়★
গ)সাম্য
ঘ)নৈতিকতা

৩)মূল্যবোধের শিক্ষার প্রধানতম উৎস হলো-
ক)পরিবার
খ)ধর্ম
গ)শিক্ষালয়★
ঘ)সামাজিক রীতিনীতি

৪)মূল্যবোধ প্রতিষ্টা ও সংরক্ষণ করা সম্ভব নয়__________ছাড়া।
ক)সচেতনতা ও কর্তব্যবোধ★
খ)অাইনের শাসন
গ)সাম্য চেতনা
ঘ)অাইন

৫)মানুষের জীবন যাপন প্রণালীকে এক কথায় বলা হয় -
ক)নৈতিকতা
খ)মূল্যবোধ
গ)সংস্কৃতি★
ঘ)ন্যায়বোধ

৬)"শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ" উক্তিটি কার?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)হার্বাট স্পেনসার
গ)সক্রেটিস★
ঘ)মহাত্মা গান্ধী

৭)মূল্যবোধের ধারণাটি -
ক)অাপেক্ষিক★
খ)শাশ্বত
গ)সামগ্রিক
ঘ)সর্বজনীন

৮)মূল্যবোধকে সুদৃঢ় করা যায় কোনটির মাধ্যমে-
ক)অাইন-কানুন
খ)ধর্ম
গ)শিক্ষা★
ঘ)সুশাসন

৯)অাইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন কে?
ক)ম্যাকিয়াভেলি★
খ)ম্যাকাইভার
গ)এরিস্টটল
ঘ)সক্রেটিস

১০)প্রতিটি শিশুই জন্মায় কোন ধরণের মূল্যবোধ নিয়ে-
ক)সামাজিক
খ)গণতান্ত্রিক
গ)ব্যক্তিগত★
ঘ)নৈতিক

১১)"Metaethics" শব্দটির বাংলা প্রতিশব্দ হলো-
ক)পরানীতিবিদ্যা★
খ)অাদর্শনিষ্ঠ নীতিবিদ্যা
গ)বস্তুনিষ্ঠনীতি বিদ্যা
ঘ)ব্যবহারিক নীতি বিদ্যা

১২)মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার অালোচ্য বিষয়?
ক)ঐচ্ছিক ★
খ)অনৈচ্ছিক
গ)ইচ্ছা নিরপেক্ষ
ঘ)ক ও গ উভয়

১৩)প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থের রচয়িতা কে?
ক)বার্ট্রান্ড রাসেল
খ)জি.ই.ম্যূর★
গ)উইলিয়াম লিলি
ঘ)জে.এস.মিল

১৪)নৈতিকতা কী?
ক)ব্যক্তির সচেতনতা বোধ
খ)ব্যক্তির পরিচয়
গ)ব্যক্তির ন্যায়বোধ
ঘ)ব্যক্তির মর্যাদা ও গুন★

১৫)নৈতিকতা কোন ধরণের গুন?
ক)ব্যক্তিগত গুন
খ)সামাজিক গুন★
গ)পারিবারিক গুন
ঘ)ধর্মীয় গুন

১৬)নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র
কোনটি?
ক)পরিবার
খ)সমাজ★
গ)রাষ্ট্র
ঘ)শিক্ষাপ্রতিষ্ঠান

১৭)নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায়-
ক)রাষ্ট্র
খ)সমাজ
গ)সুশাসন★
ঘ)পরিবার

১৮)শুদ্ধাচার শব্দের অর্থ?
ক)চরিত্রনিষ্ঠা★
খ)অাত্মসংযম
গ)অাত্মনিষ্ঠা
ঘ)নিষ্ঠাচার

১৯)সত্য কথা বলা, গুরুজনকে মান্য করা,অসহায়কে সহায়তা করা,চুরি থেকে বিরত থাকা কোন ধরনের নীতি?
ক)সামাজিক নীতি
খ)নৈতিকতা নীতি★
গ)ধর্মীয় নীতি
ঘ)মূল্যবোধের নীতি

২০)মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে-
ক)মূল্যবোধ
খ)অাইন
গ)সংবিধান
ঘ)নৈতিকতা★


২১. নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটি?

ক. সততা ও নিষ্ঠা

খ. কর্তব্যপরায়ণতা

গ. মায়া ও মমতা

ঘ. উদারতা

উত্তরঃ ক

২২. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো--

ক. সুশাসন

খ. আইনের শাসন

গ. রাজনীতি

ঘ. মানবাধিকার

উত্তরঃ ক

২৩. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?

ক. দায়িত্বশীলতা

খ. নৈতিকতা

গ. দক্ষতা

ঘ. সরলতা

উত্তরঃ খ

২৪. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

ক. যথা সময়ে অফিস আগমন ও অফিস ত্যাগ করা

খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা

গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

ঘ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা

উত্তরঃ গ

২৫. Johannesburg Plan of implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে গুরুত্বদেয় ?
ক, সামাজিক্ উন্নয়ন
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. টেকসই উন্নয়ন
ঘ. সাংস্কৃতিক উন্নয়ন
উত্তর : গ
২৬। মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ?
ক. ঐচ্ছিক
খ. অনৈচ্ছিক
গ. ইচ্ছা নিরপেক্ষ
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক

২৭. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে--

ক. দুর্নীতি রোধ করা

খ. সামাজিক অবক্ষয় রোধ করা

গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা

ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তরঃ ঘ

২৮. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়--

ক. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে

খ. বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি

গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি

ঘ. উপরের তিনটি সঠিক

উত্তরঃ ঘ

২৯. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেলো ।এ অবস্থায় কি করবেন ?

ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন

খ. বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন

গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন

ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

উত্তরঃ ঘ
৩০.কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

ক.পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ

খ.আইনের শাসন

গ.সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

ঘ.অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

উত্তরঃ গ

৩১. 'সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়'- উক্তিটি কার?

ক.এরিস্টটল

খ.জন স্টুয়ার্ট মিল

গ.ম্যাককরনি

ঘ.মেকিয়াভেলি

উত্তরঃ গ

৩২. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে--

ক.সুসম্পর্ক গড়ে তোলে

খ.আস্থার সম্পর্ক গড়ে তোলে

গ.শান্তির সম্পর্ক গড়ে তোলে

ঘ.কোনটিই নয়

উত্তরঃ খ

৩৩. 'সুবর্ণ মধ্যক' হলো--

ক.গাণিতিক মধ্যমান

খ.দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

গ.সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান

ঘ.একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

উত্তরঃ খ

৩৪. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে--

ক.সামাজিক মূল্যবোকে

খ.গণতান্ত্রিক মূল্যবোধকে

গ.ব্যক্তিগত মূল্যবোধকে

ঘ.স্বাধীনতার মূল্যবোধকে

উত্তরঃ ক

৩৫. সৌরজগতের সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত গ্রহ হল
ক . শুক্র
খ. বুধ
গ. বৃহস্পতি
ঘ. শনি
উত্তর : ক

৩৬. শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরী?

ক.স্বীকৃতি

খ.স্নেহ

গ.সাফল্য

ঘ.উল্লেখিত সব কটি

উত্তরঃ ঘ

৩৭. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

ক.সত্য ও ন্যায়

খ.স্বার্থকতা

গ.শঠতা

ঘ.অসহিষ্ণুতা

উত্তরঃ ক

৩৮. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরত্বপূর্ণ নয়?

ক. বিশ্বস্ততা

খ. সৃজনশীলতা

গ. নিরপেক্ষতা

ঘ. জবাবদিহিতা

উত্তরঃ খ

৩৯. 'Power: A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?

ক. ম্যাকিয়াভেলি

খ. হবস

গ. লক

ঘ. রাসেল

উত্তরঃ ঘ

৪০. নৈতিকভাবে বলা হয় মানবজীবনের--

ক. নৈতিক শক্তি

খ. নৈতিক বিধি

গ. নৈতিক আদর্শ

ঘ. সবগুলোই

উত্তরঃ গ

৪১.সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে--

ক. সুসম্পর্ক গড়ে তোলে

খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে

গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে

ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

৪২. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি?

ক.দায়িত্বশীলতা

খ.নৈতিকতা

গ. দক্ষতা

ঘ. সরলতা

উত্তরঃ খ

৪৩.বিশ্বব্যাংক সুশাসনের কতটি সূচক প্রণয়ন করে

ক. ৪ টি

খ.৫ টি

গ.৮ টি

ঘ.১০ টি

উত্তর: ক

৪৪.ব্যাক্তিগত মূল্যবোধ লালন করে--

ক. স্বাধীনতার মূল্যবোধকে

খ. বিবেকের মূল্যবোধকে

গ.সামাজিক মূল্যবোধকে

ঘ.সুশাসনকে

উত্তর: ক

৪৫.কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান ?
ক. ২২ ডিসেম্বর
খ. ২৪ সেপ্টম্বর
গ. ২১ মার্চ
ঘ. ১ জানু
উত্তর : গ
৪৬.‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?

ক.জাতিসংঘ

খ. UNDP

গ. বিশ্বব্যাংক

ঘ. WTO

উত্তর: গ

৪৭.UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

ক. ৯ টি

খ. ৮ টি

গ. ৬ টি

ঘ. ৪ টি

উত্তর : ক

৪৮. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকের উপর গুরুত্ব দেয়া হয়েছে?

ক.রাজনৈতিক দিক

খ. অর্থনৈতিক দিক

গ.সামাজিক দিক

ঘ. আর্থসামাজিক দিক

উত্তর: খ

৪৯.সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

ক. বিশ্বস্ততা

খ.সৃজনশীলতা

গ.নিরপেক্ষতা

ঘ.জবাবদিহিতা

উত্তরঃ খ

৫০. ‘শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরার্থক’ – বলেছেন

ক. প্লেটো

খ.এরিস্টটল

গ.ম্যাককরনি

ঘ. কফি আনান

উত্তর : ক
৫১. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিলো?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. সুরমা
উত্তর: ক
৫২. ভূ-আকৃতি বিদ্যার জনক কে?
ক. ইরাটোসথেনিস
খ. হিপারকাস
গ. টলেমি
ঘ. হিরাডোটাস
উত্তরঃ গ
৫৩. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে?
ক. মূল মধ্যরেখা
খ. কর্কট ক্রান্তি রেখা
গ. মকর ক্রান্তি রেখা
ঘ. বিষুব রেখা
উত্তরঃ ঘ
৫৪. লাক্ষ্মা দ্বীপ ও মালদ্বীপ অবস্থিত?
ক. বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
খ. আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে
গ. ভূ-মধ্যসাগরের উপকূলে
ঘ. পারস্য উপসাগরে
উত্তরঃ খ
৫৫. এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
ক. থাইল্যান্ড ও সিংগাপুর
খ. জাপান ও ভারত
গ. মালেয়শিয়া ও ইন্দোনেশিয়া
ঘ. নেপাল ও বাংলাদেশ
উত্তরঃ গ
৫৬. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া
খ. ভ্লাদিভস্টক
গ. খাবারভস্ক
ঘ. বোখারা
উত্তর: খ
৫৭. কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপঞ্জের স্বাধীন দেশ?
ক. সেন্ট লুসিয়া
খ. পশ্চিম সামোয়া
গ. লিথুয়ানিয়া
ঘ. নিকারাগুয়া
উত্তরঃ ক
৫৮. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?
ক. আলবেনিয়া
খ. চিলি
গ. প্যারাগুয়ে
ঘ. সুরিনাম
উত্তরঃ ক
৫৯. বাংলাদেশের জলবায়ু কি ধরনের?
ক. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
গ. উপক্রান্তীয় জলবায়ু
ঘ. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
উত্তরঃ খ
৬০. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়?
ক. সাভানা
খ. তুন্দ্রা
গ. প্রেইরি
ঘ. সাহেল
উত্তরঃ ঘ
৬১. পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠে?
ক. পাহাড়ের পদদেশে
খ. নদীর নিম্ন অববাহিকায়
গ. নদীর উৎপত্তিস্থলে
ঘ. নদী মোহনায়
উত্তরঃ ক
৬২. বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ?
ক. উত্তর-পূর্বাঞ্চল
খ. উত্তর-পশ্চিম অঞ্চল
গ. দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ. দক্ষিণ- পূর্ব অঞ্চল
উত্তরঃ খ
৬৩. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
ক. অক্ষরেখা
খ. দ্রাঘিমা রেখা
গ. উচ্চতা
ঘ. সমুদ্রস্রোত
উত্তর: খ
৬৪. বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়?
ক. মৌসুমী বায়ু ঋতুতে
খ. শীতকালে
গ. মৌসুমি বায়ুর পরবর্তী সময়ে
ঘ. প্রাক- মৌসুমি বায়ু ঋতুতে
উত্তর: ঘ
৬৫. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্ব প্রথম হবে?
ক. পুনর্বাসন
খ. ঝুঁকি চিহ্নিত করণ
গ. দুর্যোগ প্রস্তুতি
ঘ. দুর্যোগ প্রশমন কর্মকান্ড
উত্তর: খ

৬৬৷ বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কণ করেন কে?
ক) কামরুল হাসান
খ জেমস রেনেল
গ) মইনুল হাসান
ঘ)হামিদুর রহমান
উত্তর : গ
৬৭৷ ১৫ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত?
ক) ৪ মিনিট
খ) ৪৫ মিনিট
গ) ৫৫ মিনিট
ঘ) ৬০ মিনিট
উত্তর : ঘ
৬৮৷ বাংলাদেশের কোন জেলা মায়ানমার ও ভারতের সাথে সীমান্তের সাথে যুক্ত?
ক) বান্দরবান
খ) রাঙামাটি
গ) সিলেট
ঘ) খাগড়াছড়ি
উত্তর : খ
৬৯৷ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে কতটি রাজ্যের?
ক) ৩টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ১০টি
উত্তর : গ
৭০৷ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ
খ) বৃহস্পতি
গ) শুক্র
ঘ) মঙ্গল
উত্তর : ক
৭১৷ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
ক) পৃথিবী
খ) বৃহস্পতি
গ) শনি
ঘ) ইউরেনাস
উত্তর : খ
৭২৷ হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
ক) ৬৬ বছর
খ) ৭২ বছর
গ) ৭৬ বছর
ঘ) ৮৬ বছর
উত্তর : গ
৭৩৷ বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি?
ক) বাংলাবন্ধা
খ) ছেড়াদ্বীপ
গ) আখাইনঠং
ঘ) মনাকশা
উত্তর : খ
৭৪৷ কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
ক) ৮ বর্গ কিমি
খ) ১০ কিমি
গ) ১৫ কিমি
ঘ) ১৮ কিমি
উত্তর : ঘ
৭৫৷ বসরা নগরী কোথায় অবস্থিত?
ক) আফাগানিস্তান
খ) পাকিস্তান
গ) ইরাক
ঘ) ইরান
উত্তর : গ
৭৬৷ কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
ক) ১০ ডিগ্রি
খ) ১৭ ডিগ্রি
খ) ৩৫ ডিগ্রি
ঘ) ৩৮ ডিগ্রি
উত্তর : ঘ
৭৭৷ পঞ্চম ড্রাগনের দেশ হিসাবে পরিচিত কোন দেশ?
ক) ব্যাংকক
খ) তাইওয়ান
গ) বেলজিয়াম
ঘ) ইতালি
উত্তর : খ
৭৮৷ ব্লু লাইন কোন দেশের সীমানা রেখা?
ক) ভারত ও তিব্বতের
খ) জার্মান ও ফান্সের
গ) আরব ও ইসরাইলের
ঘ) লেবানন ও ইসরাইলের
উত্তর : ঘ
৭৯৷ বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গুয়ারিয়া কোথায় অবস্থিত?
ক) ভেনিজুয়েলায়
খ) সুইজারল্যান্ডে
গ) ব্রাজিলে
ঘ) আফ্রিকায়
উত্তর : গ
৮০৷ বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
ক) নিউইয়র্ক
খ) লন্ডন
গ) প্যারিস
ঘ) বেইজিং
উত্তর : ক
৮১৷ দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান?
ক) হাড়িয়াভাঙ্গা নদীর বুকে
খ) রায়মঙ্গল নদীর মোহনায়
গ) বঙ্গোপসাগরের বুকে
ঘ) নিঝুম দ্বীপের মোহনায়
উত্তর : ক
৮২৷ উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?
ক) ২১ মার্চ
খ) ২১ জুন
গ) ২৩ সেপ্টম্বর
ঘ) ২২ ডিসেম্বর
উত্তর : ঘ
৮৩৷ কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়?
ক) আহ্নিক গতি
খ) বার্ষিক গতি
গ) জোয়ার ভাটা
ঘ) অমাবস্যা
উত্তর : ক
৮৪৷ নিচের কোন দেশটি 'হর্ন অব আফ্রিকা' নামে পরিচিত?
ক) সোমালিয়া
খ) ইথিওপিয়া
গ) নাইজেরিয়া
ঘ) রুয়ান্ডা
উত্তর : খ
৮৫৷ "হালদা ভ্যালি" কোথায় অবস্থিত?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) সন্দ্বীপ
ঘ) খাগড়াছড

উত্তর : ঘ
৮৬। কক্সবাজারের উপকূলীয় এলাকায় কী পাওয়া গেছে?
ক) পারমানবিক খনিজ
খ) কয়লা
গ) চুনাপাথর
ঘ) চিনামাটি
উত্তরঃ ক
৮৭।‘আমু দরিয়া’ নদীর উৎপত্তিস্থল কোনটি ?
ক. পামীর মালভূমি
খ. ইউরাল পর্বত
গ. হিন্দুকুশ পর্বত
ঘ. জাগ্রত পর্বত
উত্তর: ক
৮৮। পৃথিবী উষ্ণায়নের ফলে একই দেশের মানুষ অন্য অঞ্চলে কী হবে?
ক) উদ্বাস্তু
খ) অভিবাসী
গ) পরিবেশ শরণার্থী
ঘ) অবাধ অভিবাসী
উত্তরঃ গ
৮৯। বায়ুমন্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় —
ক. ১ মিটার
খ. ১০ মিটার
গ. ১৫ মিটার
ঘ. ৩০ মিটার
উত্তর: খ
৯০। ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-
ক. ১৭.৭২ পাউণ্ড
খ. ২২.১৫ পাউণ্ড
গ. ১৪.৭২ পাউণ্ড
ঘ. ১২.১৪ পাউণ্ড
উত্তরঃ গ
৯১। সাতপুরা পর্বত কোথায় অবস্থিত?
ক) বাংলাদেশে
খ) ভারতে
গ) নেপালে
ঘ) ভুটানে
উত্তরঃ খ
৯২। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?
ক. অক্ষরেখা
খ. স্থানীয় উচ্চতা
গ. তুষার রেখা
ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ গ
৯৩। ভূমিকম্পে বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনগুলো?
ক) দক্ষিণ
খ) দক্ষিণ-পশ্চিম
গ) উত্তর ও উত্তর-পূর্ব
ঘ) মধ্য
উত্তরঃ খ
৯৪। সমুদ্রপৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -
ক) ৫ কিলোমিটার
খ) ১০ কিলোমিটার
গ) ১৫ নিউটন
ঘ) ১০ নিউটন
উত্তরঃ ঘ
৯৫। বাংলাদেশের কোন অঞ্জলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রন, পানি নিষ্কাশন ও সেচের কারনে খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ?
ক. বরেন্দ্র অঞ্চল
খ. মধুপুর গড় অঞ্চল
গ. উপকূলীয় অঞ্চল
ঘ. চলনবিল অঞ্চল
উত্তর: ক
৯৬। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-
ক. আহ্নিক গতি
খ. নিয়ত বায়ুর প্রভাব
গ. বায়ুচাপের তারতম্য
ঘ. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
উত্তরঃ ঘ
৯৭। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-
ক. বাতাস ঠাণ্ডা বলে
খ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
গ. শীতকালে ঘাম কম হয় বলে
ঘ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
উত্তরঃ ঘ
৯৮। দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে মোট কতটি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭
উত্তরঃ খ
৯৯। আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান--
ক. মেটালার্জি
খ. অ্যাস্ট্রোলজি
গ. মেটিওরোলজি
ঘ. মিনারিওলজি
উত্তরঃ গ
১০০। জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ?
ক) IPCC
ক) MIGA
গ) Green Peace
ঘ) Sierra Club
উত্তরঃ ক
১০১। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
ক. খেজুর পাম
খ. সাগু পাম
গ. নিপা পাম
ঘ. তাল পাম
উত্তরঃ গ
১০২। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ?
ক. সিলেট বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রাম বনভূমি
গ. ভাওয়াল ও মধুপুর বনভূমি
ঘ. খূলনা,বরিশাল ও পটুয়াখালী বনভূমি
উত্তর: গ
১০৩। আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি কোথায় হয়?
ক) উত্তর মেরুতে
খ) দক্ষিণ মেরুতে
গ) নিরক্ষরেখায়
ঘ) মূল মধ্যরেখায়
উত্তরঃ গ
১০৪। জীবাশ্মা জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-
ক. জলীয় বাষ্প
খ. ক্লোরো ফ্লোরো কার্বন
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ গ
১০৫। বাংলাদেশের রাঙামাটির চন্দ্রঘোনায় কাগজকল গড়ে উঠেছে কেন?
ক) শক্তি সম্পদের সান্নিধ্য
খ) জলবায়ু
গ) কাঁচামালের সান্নিধ্য
ঘ) শ্রমিক সহজলভ্য
উত্তরঃ গ
১০৬। গর্জনশীল চল্লিশ বলতে কোন অক্ষাংশগত অবস্থানকে বোঝায়?
ক) ৪০° পশ্চিম থেকে ৪৭° পশ্চিম
খ) ৪০° দক্ষিণ থেকে ৪৭° দক্ষিণ#
গ) ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর-পূর্ব
ঘ) ৪০° পূর্ব থেকে ৪৭° পূর্ব-পশ্চিম
১০৭। কোন সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়?
ক) গ্রীষ্মকাল
খ) বর্ষাকাল
গ) শীতকাল
ঘ) বসন্তকাল
উত্তরঃ ক
১০৮। ক্রমশঃ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
ক. ভাল আবহাওয়া
খ. আসন্ন ঝড়ের
গ. বৃষ্টির সম্ভবনা
ঘ. তাৎপর্যহীন
উত্তরঃ ক
১০৯। কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?
ক. বিষুবরেখা হতে এর দূরত্ব
খ. সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব
গ. সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ
১১০। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
ক) ৮০ বিলিয়ন ডলার
খ) ১০০ বিলিয়ন ডলার
গ) ১৫০ বিলিয়ন ডলার
ঘ) ২০০ বিলিয়ন ডলার
উত্তরঃ খ
১১১।রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

ক.রাজনীতি

খ.বুদ্ধিজীবী সম্প্রদায়

গ.সংবাদ মাধ্যম

ঘ.যুবশক্তি

উত্তরঃ গ
১১২। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা
ক. মূল্যবান
খ. মূল্যহীন
গ. গুরুত্বপূর্ণ
ঘ. পরিপূর্ণ
উত্তর : খ
১১৩। দূর্যোগ মোকাবিলায় জন্য অর্থ সহায়তা কোন ধরনের কর্তব্য ?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. নৈতিক
উত্তর : ঘ
১১৪।বিদেশি নাগরিক সংবিধানের কয়টি অধিকার ভোগ করে ?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তর : ক
১১৫। সংবিধানে মৌলিক অধিকার কতটি ?
ক . ২২
খ . ৫
গ. ১৮
ঘ. ১৬
উত্তর : ক
১১৬। মানবাধিকার ঘোষণা জাতিসংঘের
ক. নিরাপত্তা পরিষদের
খ. সাধারণ পরিষদের
গ. অছি পরিষদের
ঘ. আন্তর্জাতিক আদালতের
উত্তর : খ
১১৭। বাংলাদেশের বার্ষিক গড বৃষ্টিপাত কত সেমি ?
ক. ২৩০
খ. ২০৩
গ. ৩০২
ঘ. ২০২
উত্তর : খ
১১৮। পৃথিবীর চাপ বলত কতটি ?
ক। ৪
খ. ৫
গ. ৭
ঘ. ১১
উত্তর : গ
১১৯। বাংলাদেশের ভূমিকম্পনীয় কতটি অন্চলে ভাগ করা হয়েছে ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর : খ
১২০। দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সবচেয়ে ব্যয়বহুল ?
ক. পূর্বপ্রস্তুতি
খ. প্রশমন
গ. পুনুরুদ্ধার
ঘ. উন্নয়ন
উত্তর : খ
১২১। বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র কতটি ?
ক. ৪০৮
খ. ৪১১
গ. ৪১০
ঘ. ৪২০
উত্তর : গ
১২২। দূর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কতটি ?
ক . ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর : খ
১২৩।জোয়ার ভাটা জনিত বন্যা কী ধরনের ?
ক. স্বল্প স্থায়ী
খ. দীর্ঘ স্থায়ী
গ. মধ্য স্থায়ী
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক
১২৪। কোন ধরনের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় ?
ক. ফ্লাস ফ্লাট
খ . মৌসুমী বন্যা
গ. জলোচ্ছ্বাস
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
১২৫।দূর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে বেশি কাজ করতে হয় ?
ক. পূর্বপ্রস্তুতি
খ. প্রশমন
গ. পুনুরুদ্ধার
ঘ. উন্নয়ন
উত্তর : ক
১২৬। ভূ - প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কতটি অন্চলে ভাগ করা হয় ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর : ক
১২৭। বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কোন কালে ?
ক. শীতকালে
খ. গ্রীষ্মকালে
গ. শরৎকালে
ঘ. বর্ষাকালে
উত্তর : ক
১২৮। ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম ?
ক. আবহাওয়া অধিদপ্তর
খ. স্পারসো
গ. বঙ্গবন্ধু নভো থিয়েটার
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ
১২৯। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত ?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তর : ঘ
১৩০। বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?
ক. উত্তর - পশ্চিম মৌসুমী বায়ু
খ. দক্ষিণ - পূর্ব মৌসুমী বায়ু
গ. দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু
ঘ. উত্তর - পূর্ব মৌসুমী বায়ু
উত্তর : গ
১৩১। বরেন্দ্র ভূমি হলো
ক. সাম্প্রতিকতালের প্লাবন সমভূমি
খ. প্লাইস্টোসিন কালের সোপান
গ. টারশিয়ারি যুগের পাহাড
ঘ. পললদেশীয়
উত্তর : খ
১৩২। চা চাষের জন্য কত সেন্টিমিটাপ বৃষ্টিপাতের প্রয়োজন ?
ক. ১৫০-২৫০
খ. ২৫১-৩৫০
গ. ৪০০-৫০০
ঘ. ৩০০-৪০০
উত্তর : ক
১৩২। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় ?
ক. সিলিকন
খ. চীনা মাটি
গ. চুনাপাথর
ঘ. খনিজ বালি
উত্তর : গ
১৩৩। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কী ধরনের প্রতিষ্ঠান ?
ক. সামাজিক দপ্তর
খ. বিশেষজ্ঞ দপ্তর
গ. পেশাদার
ঘ. রাজনৈতিক
উত্তর : গ
১৩৪। ২০১৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে কোন ঘূর্ণিঝড় বয়ে যায় ?
ক. নার্গিস
খ. আইলা
গ. সিডর
ঘ. সুনামি
উত্তর : গ
১৩৫। মেরু অন্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষ দূর্যোগে পড়বে ?
ক. ৯০
খ. ৫০
গ. ৪০
গ. ৭৫%
উত্তর : গ
১৩৬। টাইগার হিল কোথায় অবস্থিত ?
ক. নেপালে
খ. দার্জিলিংয়ে
গ. ভুটান
ঘ. খাগড়াছড়ি
উত্তর : খ
১৩৭। ধান চাষের উপযোগী তাপমাত্রা কত ?
ক. ১০-৩০
খ.১৫-৩৫
গ.১৬-৩০
ঘ. ১৬-৩৫
উত্তর : গ
১৩৮। অমাবস্যা ও পূর্ণিমার কোন ধরনের ভয়াবহ রুপ ধারণ করে ?
ক. মৌসুমী বন্যা
খ. আকস্মিক বন্যা
গ. প্রবল বর্ষণজনিত বন্যা
ঘ. জোয়ার ভাটা জনিত বন্যা
উত্তর : ক
১৩৯। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে ?
ক. পুনর্বাসন
খ. দুর্যোগ প্রস্তুতি
গ. ঝুঁকি চিহ্নিতকরণ
ঘ. দুর্যোগ প্রশমন
উত্তর : গ
১৪০। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
ক. বরাইল
খ. কৈলাস
গ. কান্চনজঙ্ঘা
ঘ. গডউইন অস্টিন
উত্তর : খ
১৪১। চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অন্চলের প্রাচীন নাম ?
ক. কুমিল্লা
খ. চট্টগ্রাম
গ. বরিশাল
ঘ. নোয়াখালি
উত্তর : গ
১৪২। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে
ক. অর্থনৈতিক উন্নয়ন
খ. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
গ. সামাজিক উন্নয়ন
ঘ. সবগুলোই
উত্তর : খ
১৪৩।একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ
ক. স্বাধীনতা
খ. ক্ষমতা
গ. কর্মক্ষমতা
ঘ. জনকল্যাণ
উত্তর : ঘ
১৪৪। সুশাসনের পথে অন্তরায়
ক. আইনের শাসন
খ . জবাবদিহিতা
গ. স্বজনপ্রীতি
ঘ. ন্যায়পরায়ণতা
উত্তর : গ
১৪৫।ওজোন স্তরের সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়
ক. স্ট্রাটোমন্ডল
খ. ট্রপোমণ্ডল
গ. আয়নমণ্ডন
ঘ. এক্সোস্ফিয়ার
উত্তর : ক
১৪৬। বাংলাদেশে স্রোতজ সমভূমি হচ্ছে
ক. খুলনা
খ. পটুয়াখালী
গ. বরগুনা জেলায়
ঘ. সবগুলোই
উত্তর : ঘ
১৪৭। বাংলাদেশে পাদদেশীয় সমভূমি হচ্ছে
ক. রংপুর ও দিনাজপুর
খ. বগুড়া ও রাজশাহী
গ. সিলেট ও ময়মনসিংহ
ঘ. চট্টগ্রাম
উত্তর : ক
১৪৮।প্রতি বছর প্রায় কতটি ছোট বড় নদীতে নদীভাঙন দেখা যায় ?
ক . ৪০ টি
খ. ৩০
গ. ৫০
ঘ. ৬০
উত্তর : ক

১৪৯। বাংলাদেশে কত প্রজাতির বন্যপ্রাণী র অস্তিত্ব হুমকির সম্মুখীন ?
ক. ২৩ প্রজাতির
খ. ২ ৪প্রজাতির
গ. ২৭ প্রজাতির
ঘ. ২৮ প্রজাতির
উত্তর : ক

১৫০। একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায় ?
ক. শনি
খ. শুক্র
গ. বৃহস্পতি
ঘ. বুধ
উত্তর : খ
///////////////
পরীক্ষক
১। ফারুক হোসেন
২। নিলয় সেন গুপ্ত
৩ অমিতাভ বডুয়া
৪। ইউসুফ আলী
৫। সুজন আহমেদ
৬। রাজন পাল রাজ
৭।জাকির হোসেন

★ লিংক: ইসলামিক লাইব্রেরি PDF (Google Drive)

bcspedia.blogspot.com

১। স্বপ্ন যাদের বিসিএস – অভিজ্ঞদের পরামর্শ


২। বিসিএস নিয়ে প্রচলিত ১০ ভুল ধারণা


৩। বিসিএস (প্রশাসন)-কে কেন সকল ক্যাডার এর রাজা বলা হয়


৪। যদি কূটনীতিক হতে চাও


৫। বিসিএস প্রিলিমিনারি - বাংলা


৬। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ২৫ পরামর্শ


৭। ইংরেজির ভয় করতে জয় যা মানতে হয়


৮। প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার কৌশল: ইংরেজি সাহিত্য


৯। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: গণিত


১০। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: ত্রিকোণমিতি ও পরিমিতি


১১। বিসিএস পরীক্ষায় ভাল করার কৌশল: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি


১২। সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ অংশে ভালো করার উপায়


১৩। সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল


১৪। প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে কিছু কথা


১৫। বিসিএসের প্রস্তুতি: গাণিতিক যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি


১৬। ভূগোল ও নৈতিকতায় ভালো করতে চাইলে


১৭। বিসিএসের বই পড়াই সব নয়


১৮। প্রিলিমিনারি পরীক্ষার শেষ মুহূর্তে



https://english-grammarblog.blogspot.com/2020/08/effective-sentence.html
https://english-grammarblog.blogspot.com/2022/03/all-about-completing-sentences.html
https://english-grammarblog.blogspot.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.google.com/search?q=site%3Aenglish-grammarblog.blogspot.com
★ From Google Drive —

BCS Exam Syllabus (Download Now):

BCS Preliminary Test 

Download PDF

BCS Written Exam

Download PDF

https://bcspedia.blogspot.com/2022/04/preposition-shortcut-rules-techniques.html

https://bcspedia.blogspot.com/2020/10/blog-post_222.html

https://t.me/englishgrammarblog

https://bcspedia.blogspot.com/2022/03/full-guidelines-for-bcs-written-examination.html

https://bcspedia.blogspot.com/2022/03/1st-world-war-and-2nd-world-war.html

https://bcspedia.blogspot.com/search/label/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%20-%20Motivation

https://bcspedia.blogspot.com/2022/03/why-do-muslims-commit-terrorism.html

https://bcspedia.blogspot.com/2022/01/transformation-of-sentences.html

https://bcspedia.blogspot.com/2022/03/bcs-preliminary-test-last-minute-preparation-and-suggestion.html

🔔

https://bcspedia.blogspot.com/search/label/Earn%20Money

 

👍 CATEGORIES ⚝⚝⚝

#ওসমানি #আত্মসমর্পণ অনুষ্ঠান #মিশর #Egypt ১. বাংলা ভাষা ও সাহিত্য ১. হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র ১০. নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন ১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২. ইংরেজি ভাষা ও সাহিত্য ৩. বাংলাদেশ বিষয়াবলি ৪. আন্তর্জাতিক বিষয়াবলি ৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি 43rd BCS ৫. ভাইভা বোর্ড ৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ৫২ থেকে ৭১ ৬. সাধারণ বিজ্ঞান ৭ মার্চ ৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ৮. গাণিতিক যুক্তি ৯. মানসিক দক্ষতা অনুপ্রেরণা অনুপ্রেরণা - Motivation আইনকানুন আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক বিষয়: সীমারেখা আন্তর্জাতিক সীমারেখা আপডেট আপডেট তথ্য আবিষ্কার ও আবিষ্কারক আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক ও তাঁদের রচনাবলী ইংরেজি ইংরেজি সাহিত্য উপাধি ও ছদ্মনাম এটর্নি জেনারেল এবার যাদের প্রথম বিসিএস কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি চর্যাপদ চর্যাপদের কবিগণ জাতীয় জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক জ্যামিতিক সূত্র দেশী বিজ্ঞানীরা নদ-নদী নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ পত্রিকা এবং ছদ্মনাম পদ প্রকরণ পররাষ্ট্রনীতি পরামর্শ পরামর্শ V. V. V. I. পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান পারিভাষিক শব্দ পুরাতন ও নতুন নাম প্রতিশব্দ প্রথম প্রকাশিত প্রস্তুতিহীন বিসিএস যাত্রা ফলা এবং যুক্তাক্ষর ফাঁদ প্রশ্ন ফিলিস্তিন Palestine ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলা বাংলা ও ইংরেজি সাহিত্যের মিলবন্ধন বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য বাংলা শব্দার্থ বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের দুই মহারথী বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলাদেশ বিষয়াবলি বাগধারা বানান শুদ্ধিকরণ বিগত পরীক্ষাসমূহ বিপ্লব বিভক্তি বিসিএস পরামর্শ বিসিএস ভাইভা প্রস্তুতি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ভাষা আন্দোলন ভূগোল ভৌগোলিক উপনাম ভ্যাকসিন কূটনীতি এবং বাংলাদেশ মডেল টেস্ট মডেলটেস্ট মহাকাশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ খেতাব মুক্তিযুদ্ধের সাহিত্যভাণ্ডার যুক্ত বর্ণ লিখিত গাইডলাইন লিখিত পরীক্ষা লেখা ও লেখক শেষ মুহুর্তের প্রস্তুতি ও পরামর্শ শ্রেষ্ঠ বাঙালি ✏️✏️ সংবিধান সংবিধান সংশোধনী সদর-দপ্তর সভ্যতা সমাস সাজেশন সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক সাহিত্য-উৎসর্গ সাহিত্যিক সাহিত্যে কনফিউশন স্থাপত্য ও স্থপতি স্পোকেন ইংলিশ All Things Review Bangladesh Constitution BCS Preliminary Question Analysis BCS Preparation Special Episodes BCS Questions Earn Money Eat Chew Drink Take Have ? English Grammar English Grammar Exercises with Answers English Grammar Test English Literature Essay Writing General Science ICT Idioms and Phrases International financial institutions Love Stories in Literature Nobel Prize One Word Substitution Preposition Quiz Redundancy বাহুল্য (দোষ) Shortcut to Preposition Spoken English Terrorism Transformation of Sentences 👍 Translation United Nations Vocabulary Warrant of Precedence World Wars

এটি বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ:


Literary Terms 


1. Simile (উপমা):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে as, like, resemble, the same as ইত্যাদি শব্দগুলাের উল্লেখ করে সরাসরি তুলনা করাকে simile বলে। 

Example -

• I wandered lonely as a cloud. 

• Youth (is) like summer morn.

• My heart is like a singing bird. 

• He is as cunning as a fox. 


2. Metaphor (রূপক):

দুটি আলাদা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে comparision এর শব্দসমূহ (যেমন: as, such, like ইত্যাদি) ব্যবহার না করেই তুলনা করাকে metaphor বলে। 

Example -

• Liza is a rose.

• Life is but a walking shadow. 

• Nazrul is fire.

• My brother was boiling mad. 


Note: একই জাতীয় বিষয়বস্তুর মধ্যে তুলনা হলে ......... Read More 


📓 পুরো আর্টিকেল/পোস্টটি পড়ুন