শব্দ ও তরঙ্গের মজার ঘটনা
পৃথিবীর বাস্তবতায় শব্দ ও তরঙ্গ নিয়ে কিছু কৌতূহলী ঘটনা আছে। বাস্তব জীবনের এসব ঘটনার বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তুলে ধরা হলো-
চাঁদে শব্দ শোনা যায় না কেন?
চাঁদে কোন বায়ুমণ্ডল নেই। শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চারিত তে পারে। পৃথিবীতে বায়ু শব্দ সঞ্চারণের মাধ্যম। এ মাধ্যমে শব্দ সঞ্চারিত হয় বলে পৃথিবীতে আমরা যে কোনো শব্দ শুনি। কিন্তু চাঁদ বায়ুশূন্য স্থান। সেখানে তাই শব্দ সঞ্চারণের কোন মাধ্যম নেই বা তৈরি হয় নি। ফলে চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না।
• চন্দ্রপৃষ্ঠে মহাশূন্যচারীরা বেতার যন্ত্র ব্যবহার করে পরস্পরের সাথে কথা বলেন।
• চাঁদে যদি কোন বিস্ফোরণ হয় তবে সেই শব্দ পৃথিবীতে কখনো শোনা যাবে না, কারণ শব্দের উৎস ও আমাদের কানের মধ্যবর্তী অধিকাংশ স্থানে কোন জড় মাধ্যম নেই।