রসায়নের কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব -১) -
1. সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা ব্যবহার করেন- নাইট্রিক এসিড ( HNO₃)
2. আইপিএস/ গাড়ি/ মাইক/ সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহৃত হয় তাতে সালফিউরিক এসিড (H₂SO₄) থাকে।
3. সাপের উপদ্রব থেকে রক্ষার জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়- কার্বলিক এসিড (C₆H₅OH)।
4. খাদ্যদ্রব্য হজম করার জন্য মানুষের পাকস্থলীতে প্রয়োজনীয় এসিড হচ্ছে- হাইড্রোক্লোরিক এসিড (HCl)।
5. চামড়া শিল্প ও ইস্পাত তৈরির কারখানায় ব্যবহৃত হয়- হাইড্রোক্লোরিক এসিড (HCl)।
6. সার কারখানা ও বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়- নাইট্রিক এসিড ( HNO₃)।